Source |
Hello,
Everyone,
আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের কমেউনিটি
Incredible India পক্ষ থেকে @meraindia (MOD) শ্রদ্ধেয়া ম্যামকে প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমি বলতে চাই, আমি বিশেষ কোন দল বা বিশেষ কোন নেতার পক্ষে বা বিপক্ষে বলছি না ।
আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। আমি অনেক কিছু দেখিনি বা এখনো অনেক কিছু দেখার বাকি আছে ।আমার এই ছোট্ট জীবনে যতটুকু দেখেছি ও শুনেছি সেই ধারণা থেকে আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি অংশগ্রহণ করার পূর্বে প্রিয় বন্ধুদের@elinav , @ charter ও @zulbahri কে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।আশা রাখি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন।
✅ In your perspective, what's the Definition of a good leader? |
---|
কোন মানুষ একা বেঁচে থাকতে পারে না এবং তার নিজের ইচ্ছে খেয়াল খুশি মতো সব কিছু করতে পারে না। সেই আদিম যুগ থেকেই মানুষ দলগতভাবে বসবাস করতে শুরু করেছে এবং প্রতিটি দলের একজন দলনেতা থাকেন। যার নির্দেশনা মেনে সকলেই চলতেন। যেমন, একটি পরিবারের প্রধান হলেন বাবা । তার নির্দেশ আমরা সবসময় মেনে চলি এবং তার গুণাবলী ,ধৈর্য ও দক্ষতা দিয়ে আমাদের এই পরিবারটিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন।
Source |
নেতা চাইলে সবাই হতে পারে কিন্তু সত্যিকারে একজন ভালো নেতা হতে হলে তার অনেক বিশেষ গুণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। যেমন: সাহসীকতা, মোহনীয় ব্যক্তিত্ব,. সুদূরপ্রসারী কল্পনাশক্তি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সার্বিক দায়-দায়িত্ব গ্রহণের মানসিকতা, সাংগঠনিক জ্ঞান, ন্যায়পরায়ণতা , বিচার-বিবেচনার ক্ষমতা , সাহস ও উদ্যম প্রভৃতি ।এই গুণগুলি একজন ভালো নেতার ভিতরে থাকা প্রয়োজন ।
একজন ভালো নেতা সবসময় তার দেশ ,সাধার জনগণ ও জনগণের মতামতকে প্রাধান্য দেয় বেশি ।একজন নেতা কে অবশ্যই শিক্ষিত ও সুশিক্ষিত হতে হবে। যার যার কর্মকাণ্ড সাধারণ জনগণ সহ সকলের মঝে আস্থা তৈরি করতে পারে । তিনি সকলের ভরসার প্রতীক হতে পারে।
যিনি সঠিক লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে থাকেন তিনি হলেন নেতা। একজন ভালো নেতা সব সময় গোষ্ঠীর লক্ষ্য অর্জন করাকে প্রাধান্য দিয়ে থাকেন বেশি।
✅ What is the difference between leader and leadership? Explain! |
---|
Source |
নেতা হলেন তিনি যিনি সবসময় দল ও গোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার সর্বদা সঙ্গে থাকেন আর নেতৃত্ব হলো সেই বিশেষ গুণ যার মাধ্যমে তার দল ও গোষ্ঠীর সদস্যদেরকে একত্রিত করে লক্ষ্য অর্জন করতে অনুপ্রেরণা দিয়ে থাকেন ।এই বিশেষ গুণের জন্য সকল সদস্যগণ তার নির্দেশনা অনুযায়ী পথ চলে থাকেন।
নেতা অনেকেই হতে পারে কিন্তু সঠিক নেতৃত্ব দেয়ার মত সেই সক্ষমতা সকলের থাকে না। নেতা এর ইংরেজি প্রতিশব্দ হলো leader এবং নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হলো leadership ,যার কাজ হল গোষ্ঠীকে সঙ্ঘবদ্ধ করা এবং নেতার নির্দেশ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়া ।
দেশ-বিদেশে এমন অনেক মহান নেতা রয়েছে যারা গোষ্ঠীর মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে ।আমরা ইতিহাস ঘাটলে বিশ্বের এমন অনেক নেতাদের সন্ধান পাবো। যেমন :
মহারাজা রঞ্জিত সিং( ভারতবর্ষ)
আমিলকার কাব্রাল (আফ্রিকান স্বাধীনতা সংগ্রামী ছিলেন)
আব্রাহাম লিংকন( মার্কিন প্রেসিডেন্ট)
রানি প্রথম এলিজাবেথ (ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানি)
নেতাজী সুভাষচন্দ্র বসু (ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী )
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী(বাংলার মজলুম জননেতা নামে পরিচিত )
ক্যাস্টিলের রানি ইসাবেলা , সহ এমন অনেক বিশিষ্ট নেতা রয়েছেন ।
✅ Who is your all-time favourite leader? Why? |
---|
Source |
কি বলবো, প্রিয় নেতা বলতে গেলে অপ্রিয়টি সত্যি কথাই বলতে হয়। বর্তমান নেতা আর অতীতের নেতাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে ।আমি কোন নেতাকে ছোট করে কিছু বলছি না । আমার সাধারণ ধারণা থেকে বলছি ।এই জেনারেশনে আত্মপ্রাণ এমন কোন নেতা দেখছি না যিনি শুধু দলও গোষ্ঠীর জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি হবেন।
বর্তমান সময়ে নেতা বলুন বা নেতৃত্ব বলুন সকলেই এই পথটা ধরে রাখার জন্যই প্রাণপন চেষ্টা করছে ।তারা সাধারণ জনগণের কথা কতটা বিবেচনা করে তা আমি আজও বুঝতে পারি না।
আমার অনুপ্রেরণা বলেন বা আমার স্বপ্নের সেই হিরো বলুন, বাংলাদেশের কান্ডারী বলুন ,তিনি হলেন সেই মহান নেতা ।আমি তাকে চোখে দেখিনি ,তার গল্প শুনেছি আমার ঠাকুমার কাছে ,আমার মায়ের কাছে ,আমার শাশুড়ি মায়ের কাছে , আমার বাবার কাছে এবং বাকিটা জেনেছি আমি পাঠ্যপুস্তক বই পড়ে । তার
বলিষ্ঠ কন্ঠের সেই ভাষন
শুনে সারাবিশ্ব মুগ্ধ হয়েছেন। আমার গর্ব হয় ,আমিও তেমন এক নেতার দেশে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি ।সৃষ্টিকর্তার কাছে আমি অশেষ কৃতজ্ঞ এমন একজন নেতার গড়ে দেওয়া এই স্বাধীন দেশ , বাংলাদেশ এ আমি জন্মগ্রহণ করতে পেরেছি ।
আপনারা সকলেই জানেন এই দেশটি এক দিনে স্বাধীন হয়নি ।যুগ যুগ ধরে একটু একটু করে প্রতিবাদ করতে করতে তারা স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে ।এখানে অনেকের অবদান আছে। আমি সেটা স্বীকার করছি। কারো একার পক্ষে এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়নি , তবে আমি জোর দিয়ে বলতে পারি সকলকে একত্রিত করার সেই সক্ষমতা যার ভিতর ছিল তিনি হলেন বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির পিতা ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “।
তিনি ছোট থেকেই প্রতিবাদী ছিলেন এবং জনসাধারণের বন্ধু ছিলেন । শিক্ষাজীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন ।তিনি সর্বদা এই দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন ,দেশের মানুষকে স্বাধীন করতে চেয়েছিলেন এবং এই দেশটি সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন ।যার জন্য তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল এবং অনেকবার কারাগারে যেতে হয়েছিল।
তারা ৭ই মার্চের ভাষণটি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে । মহান নেতারা সবসময় দেশের জনসাধারণের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করেন, তার বিনিময়ে তারা চায় জনগণের সুখ ও শান্তি ।তারা কখনো নিজের সুখ বিলাসিতা চায়নি।
আপনারা সকলেই জানেন, বাংলাদেশের বর্তমান অবস্থান নেতৃত্ববিহীন বলে ধরা যায়। আইনশৃঙ্খলা সহ সকল ক্ষেত্র যেন ভেঙে পড়েছে। দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ জনগণের পক্ষে জীবন ধারণ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন একজন ভালো নেতা আসুক,যার নেতৃত্বে এই ভেঙ্গে পড়া দেশটি আবার উঠে দাঁড়াবে এবং জনসাধারণ আবার নিরাপদে বাঁচতে পারবে।
অনেক কথা হল আজ এখানেই বিদায় নিচ্ছি , সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালবাসুন । শুভরাত্রি ।
যদিও আপনার লেখা উপলক্ষে লাইনটি একেবারেই সঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় আজকাল এইরকম নেতার বড্ড বেশি অভাব। এই কারণেই সমাজ তথা দেশে এতো বিশৃঙ্খলা। যাইহোক এগুলো বিতর্কের বিষয় তবে নেতা ও নেতৃত্ব সম্পর্কিত আপনার মতামত পড়ে বেশ ভালো লাগলো। একজন সঠিক নেতার গুণাবলী গুলো আপনি লেখার মাধ্যমে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
নানা জনের নানা মত হওয়া সত্ত্বেও এ কথা একেবারেই অনস্বীকার্য যে, প্রত্যেকটি দেশে স্বাধীন হওয়ার পেছনে কোনো জনের ভূমিকা ছিল না। বরং গোষ্ঠীবদ্ধ ভাবে সকলে একত্রিত হয়ে লড়াই করেছিল বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। তবে জাতির পিতা আখ্যা পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতখানি কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল, এগুলোর গল্প আমি আমার শ্বশুরের মুখে অনেক শুনেছি এবং ইউটিউবে দৌলতে তার বক্তৃতা শোনারও সৌভাগ্য হয়েছে। কিছু মিলিয়ে এটুকু বলতে পারি, বঙ্গবন্ধু হিসেবে তার নামকরণ সার্থক। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন দিদি । বর্তমান সময়ে সেই নেতা যদি থাকতো তবে দেশের সাধারন জনসাধারণ ভালো ভাবে বাঁচতো পারতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit