আপু আপনার পোষ্টের প্রথম কথাগুলো সত্যিই অসাধারণ ছিল। যা আমাদের বাস্তব জীবনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। বিশেষ করে আমরা মেয়েরা সবসময় অন্যের জন্য চিন্তাভাবনা করতে করতে নিজেদের কথা ভুলে যাই ।
আমাদের স্বামী এবং সন্তান সকলের ভালোর জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের নিজেদের জন্য কিছুটা সময় হলেও বের করা উচিত।
আমরা যতই সংসার ,স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত থাকি না কেন দিন শেষে কিন্তু আমি একাই রয়ে যাই।
আমাদের উচিত আমাদের নিজেদেরকে নিয়ে কিছু ভাবা , নিজেদেরকে নিয়ে কিছু করা। সত্যি আপনাকে দেখি আর অবাক হই ,আপনি সংসার সামলানোর সাথে সাথে অনলাইন মাধ্যমে এত সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন এবং নিজেকে সবসময় একটিভ রাখছেন ।আপনার কাছ থেকে অনেক অনেক অনুপ্রেরণা পাওয়া যায়।
আমরা আমাদেরকে নিয়ে কখনো চিন্তা করি না আমরা মনে করি আমাদের স্বামী সন্তান আমাদের পরিবারের প্রতিটা সদস্য আমাদের জন্য মূল্যবান কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের ফ্যামিলির মধ্যেও এই বিষয়গুলো আলোচনা হয়ে থাকে তাই আমি মনে করি পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিজেকেও কিছুটা সময় দেওয়া উচিত।
আপনি যে কোন জায়গায় যদি নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে আগে যতটা গুরুত্ব দিত তার চাইতেও অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবে তাই অন্ততপক্ষে নিজের অবস্থানটা পরিবর্তন করে মানুষকে বুঝিয়ে দিন আপনিও কিছু করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit