ভাই আপনি সত্যিই যথার্থ বলেছেন।টাকার খরচ করার কোনো অধ্যায় যদি আমাদের পাঠ্যবইয়ের কোনো একটা পাতায় বন্ধি থাকতো তাহলে হয়তো আমরা টাকার খরচ কিভাবে করতে হয়,সঞ্চয় কিভাবে করতে হয় তা অনুধাবন করতে হয়।
আসলে বর্তমান যুগে তো সৎভাবে টাকা ইনকাম করার মানুষের সংখ্যা খুব কম, তাই টাকার মর্ম বোঝার মানুষও কম।
টাকার মর্ম শুধু তারাই বোঝে যারা রোদে পুরে, বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে।তারা একটি টাকা খরচ করার আগে অত্যন্ত পাঁচবার ভাবে।
খুব ভালো একটা উপস্থাপনা শেয়ার করেছেন আমাদের মাঝে এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।