Incredible India monthly contest of February #1|Fashion mean to me.

in hive-120823 •  11 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছি। ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারী মাসের প্রথম প্রতিযোগীতায় আজ আমি অংশ নিতে চলছি।

এডমিন ম্যাম @sduttaskitchen কে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগীতাটি আয়োজন করার জন্য এবং সুন্দর একটি বিষয় নির্ধারণ করে দেয়ার জন্য। যাইহোক তাহলে শুরু করা যাকঃ-

Blue & Yellow Fashion Sale Facebook Cover.jpg

(ক্যানভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ What does fashion mean to you?

আমার কাছে ফ্যাশন মানে নিজের ব্যক্তিত্ব ধরে রাখা, নিজেকে সংযত রাখা এবং মার্জিত পোশাক পরা। কারণ ফ্যাশন একজন মানুষের পরিচয় বহন করে। আমার আচরণ কেমন, আমার পোশাক পরিচ্ছেদ কেমন, ব্যক্তি হিসেবে আমি কেমন এর সবকিছুই ফ্যাশনের অন্তর্ভুক্ত।

প্রতিটি জিনিসের সাথে প্রতিটি জিনিসের যোগসূত্র রয়েছে। ধরুণ একজন পোশাক পরিচ্ছেদের বিষয়ে বেশ সচেতন কিন্তু তার আচরণ খারাপ তাহলে সমাজে কেউ তাকে ভালো চোখে দেখবে না।

আবার একজন নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে সবার উপকার করে, কাউকে কষ্ট দেয় না কিন্তু সে পোশক পরিচ্ছেদের বিষয়ে উদাসীন, তাহলে কিন্তু কখনই সে তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারবে না। একজন সচেতন মানুষ হিসেবে উল্লেখিত তিনটি জিনিসেরই প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের জীবনে।

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ Do you believe our fashion sense somehow represents our personalities? Describe.

হ্যা আমি অবশ্যই মনে করি আমাদের ফ্যাশন সেন্স আমাদের ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে। সমাজে বসবাসরত প্রতিটি মানুষের ফ্যাশন সেন্স আলাদা আলাদা হয়ে থাকে এবং সেই ফ্যাশন সেন্সই তাদের ব্যক্তিতের পরিচয় সবাইকে দিয়ে থাকে।

যেমন একজন জনপ্রতিনিধি তাঁর ফ্যাশন সেন্স ভিন্ন হয়ে থাকে। তাঁর আচরণ, ভাব-ভঙ্গিমা, পোশাক দেখলেই সহজেই যে কেউ বুজতে পারে যে তিনি একজন জনপ্রতিনিধি। এরপর একজন সাধারণ মানুষের চাল-চলন, পোষাক, আচরণ দেখলেই বোঝা যায় যে তিনি সাধারণ মানুষ।

pexels-luc-marshall-1427889.jpg
source

সিনেমার নায়ক নায়িকা কিংবা যারা মডেলিং করেন তাদের ফ্যাশন সেন্স একটু অন্যরকম হয়। তারা ব্যক্তিজীবনের বাইরে ফ্যাশন নিয়ে বেশ ব্যস্ত থাকে। বলা হয়ে থাকে যার ফ্যাশন সেন্স যত ভালো তাকে দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করে। তাই বলা যায় একজন সচেতন এবং আদর্শবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে ফ্যাশন সেন্স থাকা জরুরী।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ Do you think we must wear something that we should carry well? Justify.

হ্যাঁ আমি অবশ্যই মনে করি যে আমাদের এমন পোশাক পরিধান করতে হবে যা আমরা বহন করতে সক্ষম হবো। পোশাক পরিধানের মধ্যদিয়ে নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। তাই এমন কিছু পোশাক পরিধান করা যাবে না যা আমাদের ব্যক্তিত্বকে হ্রাস করে।

তবে আমরা যে যেই পোশাক পরিধান করে স্বাচ্ছন্দ বোধ করি আমাদের প্রত্যেকেরই সেই পোশাক পরিধান করা উচিত। এমন কোন পোশাক পরিধান করা যাবে না যাতে সমাজের মানুষের চোখে আমরা খারাপ হয়ে যাই, আমাদের ব্যক্তিত্ব ধুলোয় মিশে যায়।

কর্মক্ষেত্রে যে পোশাক ব্যবহার করা উত্তম আমরা সেই পোশাক পরিধান করবো আবার বাসায় অবস্থানকালে যে পোশাক পরিধান করা উত্তম আমরা সেই পোশাকই পরিধান করবো।

ধরুন বিয়ের সেরওয়ানি পরে যদি আমি বাইরে যাই, সব কাজকর্ম করি তাহলে নিশ্চই সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। আর আমি নিজেও এত ভারি কাপড় পরে স্বাচ্ছন্দে কোন কাজ করতে পারবো না।

selfie-4248870_1280.jpg
source

তাই যে পোশাক বহন করতে অক্ষম সেই পোশাক বর্জন করাই শ্রেয়। আর যে কাজে যে পোশাক পরিধান করতে হয় সে কাজে সেই পোশাক পরিধান করাই উত্তম।

প্রতিযোগীতার চতুর্থ প্রশ্নটি ছিলোঃ What do you mostly like to wear in your regular lifestyle and occasions? Why?

আমি সাধারণত বাসায় থাকাকালীন লুঙ্গি আর টি-শার্ট এবং যেকোন অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরতে ভালোবাসি। আমরা যারা বাঙ্গালী আছি তাদের ঐতিহ্যবাহি একটি পোশাক হলো লুঙ্গি। আর সবাই বাসায় লুঙ্গি পরে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করে।

আমি ব্যক্তিগতভাবে বাসায় অবস্থানকালীন লুঙ্গি আর টি-শার্ট পরি কারণ এতে আমি বেশ স্বাচ্ছন্দ বোধ করি। যেকোন কাজ সহজেই করতে পারি। ঘুমানোর সময়ে বেশ আরাম করে ঘুমাতে পারি। বিশেষ অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা পরি।

man-7967210_1280 (1).jpg
source

কেননা পাঞ্জাবি পায়জামা আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী পোশাক এবং সকলেই এই পোশাককে উৎকৃষ্ট পোশাক মনে করে। পরিধান করেও অনেক ভালো লাগে। যেকোন কিছু স্বাচ্ছন্দে করা যায়। একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পায়জামা পরলে দেখতেও ভালো লাগে আর সবকিছু খুব সহজেই করা যায়।

সর্বশেষ একটি কথা, পোশাক যেহেতু আমাদের ব্যক্তিত্ব সবার মাঝে উপস্থাপন করে তাই পোশাকের ব্যপারে আমাদের সাবধান হওয়া উচিত। নিজেদের ঐতিহ্য রক্ষার্থে পোশাকের ভূমিকা ও গুরুত্ব সমাজে ছড়িয়ে দেয়া উচিত।

এই প্রতিযোগীতায় অংশ নিতে আমি @jubayer687728 @khursheedanwar @jakaria121 @sayeedasultana বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার প্রিয় পোশাক পাজামা এবং পাঞ্জাবি। আসলে একজন মুসলমান হিসেবে এই পোশাক পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

  • একদমই তাই, ফ্যাশন বলতে মার্জিত পোশাক পরিধান করাকে বুঝায়। একজন সবুজাতি হিসেবে আমাদের পোশাকের মধ্যে শালীনতা থাকতে হবে। খুব সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। একটা মানুষের ব্যক্তিত্বের সর্বপ্রথম পরিচয় হলো তার নিজের পোশাক এবং মার্জিত ব্যবহার। আপনার সম্পূর্ণ পোস্ট এবং ফ্যাশন সম্পর্কে বিস্তারিত তথ্য করে খুব ভালো লাগলো।