শৈশবের খেলা ধুলা গুলো হয়তো এখন আর নেই কিন্তু শৈশবের স্মৃতি এখনো আমাদের মনের কোনো এক কোনায় গেথে আছে। শৈশব কাল মানুষের জীবনের শ্রেষ্ঠ কাল। এই সময় না থাকে কোন চিন্তা ভাবনা না থাকে কোন কাজের চাপ।
যাই হোক, তুই তোর মূল্যবান সময় দিয়ে পোস্টটি সম্পূর্ণ পড়েছির এবং এতো সুন্দর একটি কমেন্ট করেছির তার জন্য ধন্যবাদ। সব সময় ভালো থাক এবং এই ভাবে কমেন্ট করতে থাক এই কামনা করি।