"The Weekly job I Concluded being a Co-Admin"

in hive-120823 •  9 months ago 
3ifUessQsMSavdYhxe3N8tGXjHKGxWJiywpiRe9aDXnZy751uqx4zktcEm4hgcHpttHm4M76HLeYR2hLm1RpGhXiSkeK45et7XsDVML36r...Aj7bWffHqde68JwZHhBYYECKVKC99j6sZj76CfcaSeKGJZxmh2i1zKtpAVbhyjAbo1SnbfYS7aXL4BMEF2DbftLWN7udYw2Tb3eqh6ttm5KE5p6rDaBtxYiRt2.png
"Edited by canva"

Hello,

Everyone,

আবারও একটা সপ্তাহ অতিক্রম করে, নিজের সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করার জন্য আপনাদের সকলের মাঝে উপস্থিত হলাম।

সবার প্রথমে জানতে চাই, কেমন আছেন আপনারা সকলে? আমি আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি সকলের বেশ ভালোই কেটেছে।
চলুন তাহলে এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

IMG_20240314_012833.jpg

শুরুতেই আমি কথা বলব টিউটোরিয়াল ক্লাস নিয়ে। এই সপ্তাহ থেকে টিউটোরিয়াল ক্লাসের দায়িত্ব অ্যাডমিন ম্যাম আমার ওপরে দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ইউজারদেরকে কিছু তথ্য শেয়ার করার মাধ্যমে আজকের শুরু হয়েছিলো।

যথারীতি বেশ কিছু ইউজার এই টিউটোরিয়াল ক্লাসে যুক্ত থাকলেও, প্রায় অনেকেই এই ক্লাসের অনুপস্থিত ছিলো। তবে এই ক্লাসের গুরুত্ব কতখানি, এটা হয়তো যারা প্রতিদিন এই ক্লাসে যুক্ত থাকেন, তারাই বুঝতে পারেন। ক্লাব মেইনটেন করার বিষয়েই মূলত আজকের টিউটোরিয়াল ক্লাসে কথা হয়েছিলো।

তার পাশাপাশি পোস্ট শেয়ার করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন, সেই সম্পর্কিত বেশ কিছু কথার মাধ্যমে, আমরা এই সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস শেষ করেছি। ক্লাসে উপস্থিত প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই।

1672344690977_010726.jpg

"নতুন সদস্যর সাথে ডিসকর্ডে কথোপকথন"

IMG_20240313_171718.jpg

আপনারা যারা আজকে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হয়েছিলেন, তারা হয়তো দেখেছেন আমাদের মাঝে একজন নতুন সদস্য উপস্থিত ছিলেন, যার ইউজার নাম- @bari1011. এই সপ্তাহে তিনি আমাদের ডিসকর্ডে যুক্ত হয়েছিলেন এবং আমাদের কমিউনিটিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তাই কমিউনিটির সমস্ত নিয়মাবলী সম্পর্কে তাকে অবগত করার পাশাপাশি, আমাদের কমিউনিটির নিয়ম অনুসারে বাকি মডারেটরদের উপস্থিতিতে ভিডিও ভেরিফিকেশনটি আমি সম্পন্ন করেছিলাম। যার একটি স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করলাম।

আশা করছি আমাদের সকলের সাথে ভাইয়ের পথ চলা সুদীর্ঘ হবে এবং তিনি এই প্লাটফর্ম তথা এই কমিউনিটির সকল নিয়ম মেনে এগিয়ে চলবেন। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzeuqEFutpZrWF1ZN8z4Ud1FjAHoQGuqp5FYMPf6aP3Dgj5b5eoxTfR2HAymqFUNnSxvb9ZikuKpDAmHsc.png

যেমনটা আপনারা জানেন প্রতি মাসেই অ্যাডমিন ম্যাম আমাদের কমিউনিটিতে দুটি কনটেস্টের আয়োজন করেন। ইতিমধ্যেই মার্চ মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছে, যার বিষয়বস্তু হিসেবে তিনি নির্বাচন করেছিলেন-"দৈনন্দিন জীবনে সবুজের গুরুত্ব" কে।

প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও এই কনটেস্টের সমস্ত ডিটেলস বের করে, সেগুলো মেল করে অ্যাডমিন ম্যামকে আমি পাঠিয়েছিলাম। পূর্বেও আমি উল্লেখ করেছি, উইনার সিলেকশনে ম্যামের সিদ্ধান্তই সর্বোচ্চ। তার নির্দেশ মত আমি শুধু ইউজারদের লিংক গুলো ওনাকে পাঠাই।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAYhDrw4U7zTiejx6bUgug3oJ2PvFWXhscQEX6de2NhJQ6o6U86dDykQJngkQNACVEVNprh7tA4ykFLYZMyKNpfXVuWWa.png

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টে সকল ইউজারদের এনগেজমেন্ট ডিটেলস উপস্থাপনার পাশাপাশি, এনগেজমেন্টের উপরে ভিত্তি করে, যে সাপ্তাহিক উদ্যোগ আপনাদের সকলের জন্য নেওয়া হয়েছে, তার ফলাফলও প্রকাশ করেছিলাম। যদিও প্রথম সপ্তাহে সামান্য একটু ভুল হয়েছে, তবে সেটি ইউজারদের সাথে কথা বলে ইতিমধ্যেই তাদেরকে অবগত করা হয়েছে।

আগামীকাল নতুন সপ্তাহের ফল প্রকাশ হবে এবং সেটি সঠিক নিয়ম মেনেই করা হবে। গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট যারা এখনো পর্যন্ত পড়েনি, তাদের সকলের জন্য লিংকটি নীচে শেয়ার করা হলো।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240311_020038_020102.jpg

বুমিং সংক্রান্ত কাজের দায়িত্ব বর্তমানে আমার উপরেই রয়েছে, একথা হয়তো আগেও আপনাদের জানিয়েছি। বুমিং এর কিছু নির্দিষ্ট নিয়মাবলী, আমাদের অ্যাডমিন ম্যাম অনেক আগেই আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলেন। তাই সকলকে অনুরোধ করবো, নিজেদের কাজটি যেন সেই নিয়ম অনুসারেই করেন।

বুমিং সাপোর্টের জন্য পোস্ট সিলেকশনের ক্ষেত্রে এতটাই সচেতনতার প্রয়োজন হয় যে, সিলেক্ট করা প্রতিটি পোস্টকে পুনরায় আরও একবার রিচেক করার প্রয়োজন পড়ে, যাতে পোস্টগুলোর মধ্যে ভুলের কোনো সম্ভাবনা না থাকে।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240314_013409.jpg

নিয়ম মেনে এখন আর আগের মতো ভেরিফাই করা হয় না। তবে ভেরিফিকেশনের দিকে নজর অবশ্যই রাখতে হয়। আমি নিজেও যে ভেরিফাই করি না এমন নয়, প্রয়োজনে আমিও ভেরিফাই করি। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হলো না। মাঝে মধ্যে বেশ কতগুলো পোস্ট আমি ভেরিফাই করেছি। যার নির্দিষ্ট সংখ্যা আলাদা করে, এই সপ্তাহে লিখে রাখার সুযোগ হয়নি।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

এই কমিউনিটির শুরুর দিন থেকে আমি এখানে যুক্ত রয়েছি, তাই সর্বপ্রথম আমি এই কমিউনিটির একজন ইউজার। আর ইউজার হিসেবে প্রতিদিন কমিউনিটিতে পোস্ট শেয়ার করাটা আমার দায়িত্ব। যেটি এই সপ্তাহে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। এই সপ্তাহের মধ্যে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, চলুন দেখা যাক, -

No.DateTitleThumbnail
01.09-02-2024"The weekly job I concluded being a Co-Admin"3ifUessQsMSavdYhxe3N8tGXjHKGxWJiywpiRe9aDXnZy751uqx4zktcEm4hgcHpttHm4M76HLeYR2hLm1RpGhXiSkeK45et7XsDVML36r...Aj7bWffHqde68JwZHhBYYECKVKC99j6sZj76CfcaSeKGJZxmh2i1zKtpAVbhyjAbo1SnbfYS7aXL4BMEF2DbftLWN7udYw2Tb3eqh6ttm5KE5p6rDaBtxYiRt2.png
No.DateTitleThumbnail
02.08-03-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAYhDrw4U7zTiejx6bUgug3oJ2PvFWXhscQEX6de2NhJQ6o6U86dDykQJngkQNACVEVNprh7tA4ykFLYZMyKNpfXVuWWa.png
No.DateTitleThumbnail
03.09-03-2024"মাতৃত্ব" কোনো মেয়ের একমাত্র পরিচয় নয়,এটি একান্তই তার নিজস্ব পছন্দ।7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6Hb5FG7LEz9xjYXpRbSVmmpyU4uJ2sfXaL2Tznt49ktmucy35DC16SprwSixGV9uE4QBVmq8RTZsLoyXk57hbEg3FKyLknZQS.jpeg
No.DateTitleThumbnail
04.10-03-2024Better life with steem-The Diary Game-9th March, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yMqTGEeaycXSLX5nqmp5QH5je3pyX4xY1CpkGFfBckNYALAZsq5Y5Yo8ERekAgA2Riz6j4CHQbU7NDjQJcumeCjSKGwti.jpeg
No.DateTitleThumbnail
05.11-03-2024Incredible India monthly contest of March #1-Three tusks I like, and three I dislikes.EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5Gbi9Zw6DFZ9Tr9tmugVFD9RC9YDre9PzacDnnnGcunUGXNfxi2Yxkpwiav4H3uuvHQD5Tc9aa8YB8HthReYBvLahpZ5eYyuCfwRC7fug.png
No.DateTitleThumbnail
06.12-02-2024Better life with steem-The Diary Game-11th March, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z3EC8QX4yTHtw47gUMcQt2pFKB3jfMxXCDf6i1pem7C9mn4myoRXcwBzBcSo62uzUDGk1cr1aLW3r8UZbyEHFGyj311xJ.jpeg
No.DateTitleThumbnail
07.13-03-2024Better life with steem-The Diary Game-12th March, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7dZ98Fd4Agq51ZyCrgqUxCSTaoweEYJkjfQGHJDzsLX5v4mcJWr7r7MgiCwg7xFkGXwxbuzpricG4SxSp6jTXAHg4xoQ.jpeg

"উপসংহার"

এই ছিলো আমার এই সপ্তাহের কার্যাবলী। যার সংক্ষিপ্ত বিবরণ এই রিপোর্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও মাঝে মধ্যে ডিসকর্ডে ইউজারদের সাথে কথা বলা হোক, বা মডারেটরদের সাথে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হোক, সবটাই করতে হয়।

এই রিপোর্ট সম্পর্কিত আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আরাও একটি সাপ্তাহিক প্রতিবেদন উপস্থাপন এর জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। টিউটোরিয়াল ক্লাস পরিচালনায় গতকাল আপনার মুন্সিয়ানা দেখেছি। এডমিন ম্যাম যোগ্য মানুষকেই দায়িত্ব দিয়েছেন। তবে ম্যামকে মিস করেছি। আশা করছি খুব শীঘ্রই উনাকে আবারাও পাবো।

ডিস্কোর্ড থেকে শুরু করে, পোস্ট ভেরিফাই, টিউটোরিয়াল, বুমিং ও নিজের পোস্ট এত কিচগু খুব সুন্দর ভাবে সামলিয়েছেন। আশা করি এভাবেই সব সময় আপ্নাকে পাবো। শুভ কামনা।

দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।আপনার রিপোর্টটি পড়লাম। আপনার উপর এত এত দায়িত্ব, আমি তো পুরাই অবাক। আমি বুঝতে পারছি যে, আপনি না থাকলে এই কমিউনিটির অস্তিত্বই হারিয়ে যাবে। এই কমিউনিটির সকলেই আপনার উপর নির্ভরশীল।

Posted using SteemPro Mobile

বরাবরের মতোই আবার বলব টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যারা উপস্থিত থাকে না তাদেরকে বারবার বলেও উপস্থিত করাটা সম্ভব হয় না। তারাই কিন্তু ভুলটা বেশি করে, আর বর্তমান সময়ে তাদেরকে অনেক বেশি সতর্কতার সাথে কাজ করতে হবে। ধন্যবাদ একটা সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

সাপ্তাহিক প্রতিবেদনটি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম।

এই সপ্তাহের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল ক্লাসটি বিশেষ কারনে আমিও করতে পারিনি ম্যাম। এই ক্লাস গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।আশা রাখি এপ্রিল মাস থেকে আমি আবার স্বাভাবিক ভাবে আমার পরিবারের সাথে কাজ করতে পারব।

প্রতি সপ্তাহের মত আপনার একটা সপ্তাহের কার্যক্রম খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
এডমিন ম্যামের দেওয়া দায়িত্ব আপনি খুব সুন্দর ভাবে পালন করছেন,, যেটা শুধু টিউটোরিয়াল আজ নয় বাকি সমস্ত কাজ দেখে প্রকাশ পায়।
তবে, টিউটোরিয়াল আছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথম অবস্থায় না বুঝতে পারলেও এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। ধন্যবাদ একটি সপ্তাহের কার্যক্রম শেয়ার করার জন্য।।। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।।