|
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি অংশগ্রহণ করতে চলেছি, আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত জুন মাসের দ্বিতীয় কনটেস্টে, যার বিষয়বস্তু সম্পর্কে আশা করছি ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন।
এই সপ্তাহের বিষয়বস্তু বাকি সকলের কাছে কতখানি সহজ জানি না, তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিষয়বস্তুটি পড়তে যতখানি সহজ মনে হয়েছিলো, লিখতে গিয়ে কেন জানিনা এটিকে বেশ কঠিন মনে হচ্ছে।
জীবন সম্পর্কে ভাবা, জীবন সম্পর্কে বলা, যতখানি সহজ মনে হয়, জীবনকে অনুভব করে, জীবন সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করা বোধ হয় ততখানি কঠিন একটি বিষয়।
যাইহোক তবুও আজ আমি জীবন সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু অনুভূতি, এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে আমি আমন্ত্রণ জানাই আমার তিনজন বন্ধু @whizzbro4eva, @senehasa ও @rakibal কে, এই কনটেস্টে অংশগ্রহণ করে জীবন সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য।
চলুন এবার শুরু করি নিজের কথা, -
"1. What is the difference between living life and loving life?Explain!"
নিজের জীবন সম্পর্কে আমাদের সকলেরই বহু অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগকে উপেক্ষা করেও এ কথা বলতে পারি জীবন সুন্দর। আমার আপনার প্রত্যেকের কাছেই এই জীবনের মূল্য অনেক।
কখনো কখনো জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা আমাদেরকে জীবন সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা দেয় ঠিকই, কিন্তু একই জীবনে বহু ভালোলাগার, ভালোবাসার মুহূর্ত আমরা উপহার পাই। তাই জীবন থেকে শুধুমাত্র ভালোটুকু নেবো, আর খারাপটুকু বাদ দেবো, এটা আসলেই সম্ভব নয়। তাই সবকিছু মিলিয়ে জীবন কিন্তু মন্দ নয়।
জীবনযাপন এবং জীবনকে ভালোবাসা এই দুটির মধ্যে আদেও কোনো পার্থক্য আছে এমনটা অনেক বছর পর্যন্ত অনুভব করিনি। কারণ এই দুটোর সংজ্ঞা তখনও পর্যন্ত আমার কাছে একই ছিলো।
তবে প্রতিটি জিনিসের একটি সঠিক সময় আছে, আর সেই সঠিক সময়ের হাত ধরেই আজ জীবনের অনেকগুলো বছর পার করে এসে, এই দুটি বিষয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য অনুভব করতে পারি।
জীবনযাপন:-
আমরা যতই লড়াই করি না কেন, জীবনের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, জীবন কিন্তু একটি স্বাভাবিক নিয়মেই চলে। যেখানে দিন রাতের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, আমরা আমাদের প্রতিদিন পার করি। আর এটাকেই বলে জীবন যাপন। আমরা যেহেতু প্রত্যেকে ভিন্ন মানুষ, তাই অভ্যাসের তারতম্য অবশ্যই আছে। তবে মোটামুটি জীবনের গতিধারা সকলের একই।
জীবনকে ভালোবাসা:-
জীবনকে ভালোবাসা এই কথাটি খুব সহজ শোনালেও এর মানে অনেক গভীর। অনেকেই এই গভীর শব্দের মানে বুঝতে বুঝতে গোটা জীবন পার করে দেয়, আবার অনেকে আমার মত হয়তো মানেটা কিছুটা বুঝতে পারে, কিন্তু বাস্তবে জীবনকে ততটাও ভালবাসতে পারে না। তখন জীবন যাপনের বেশ কিছু অভ্যাস যেন বাধা হয়ে দাঁড়ায়। যে বাধাকে অতিক্রম করতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন, তা তাদের মধ্যে থাকে না।
জীবনকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা। নিজের ভালোলাগ, নিজের খুশি, নিজের আনন্দ, সবকিছুকে গুরুত্ব দেওয়া মানেই আমার কাছে জীবনকে ভালোবাসা। আমরা হয়তো অনেকেই বুঝি জীবন একটাই, তাই এই জীবনেই যতটা সম্ভব নিজের ইচ্ছে পূরণ করা উচিত।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সকলেই নিজের বেশিরভাগ ইচ্ছা নিজের মনেই বন্দী করে রাখি, কারণ তা বাস্তবায়িত করার সামর্থ্য হয় না আমাদের। তবে যতখানি সমর্থ্য আছে তার মধ্যেও জীবনকে ভালোবাসা যায়, তার অনেক উদাহরণ আমাদের আশেপাশে রয়েছে। শুধু তাদেরকে দেখে নিজের জীবনকেও ভালবাসতে হবে।
" 2. How do you live your days following living or loving life? Describe."
জীবনযাপন করতে শিখেছি বহু বছর আগে। তবে জীবনকে ভালোবাসা বোধহয় আজও সম্পূর্ণ শিখতে পারিনি। জীবন আসলে কখনোই একার হয় না, তার সাথে বহু মানুষের উপস্থিতি থাকে। সেই মানুষ গুলোকে ভালবাসতে গিয়ে কখনো নিজেকে ভালবাসতে পারিনি, এই অনুশোচনা আমার মধ্যে রয়েছে।
তবে কথায় আছে মানুষ অভ্যাসের দাস, এই দীর্ঘ জীবন যাপনের অভ্যাস আমাকে এতটাই ঘিরে রেখেছে যে, আজ জীবনকে ভালোবাসার জন্য অনেক অভ্যাস আমার ত্যাগ করা উচিত এটা আমি বুঝতে পারি, তবে করতে পারি কদাচিৎ।
তবে আমি খুশি যে একটু একটু করে আমি জীবনকে ভালবাসতে শিখছি। একটা সময় শুধু নিজের জীবনে উপস্থিত মানুষগুলির ভালোলাগার গুরুত্ব দিতাম, তাদের পছন্দ, তাদের ভালোলাগা, তাদের মন্দ লাগা গুলি দিয়ে আমি আমার জীবনযাপন নিয়ন্ত্রণ করতাম।
কিন্তু আজকাল নিজের পছন্দ, নিজের ভালোলাগা, নিজের খারাপ লাগা গুলোর গুরুত্ব দিচ্ছি। আর বুঝতে পারছি একেই হয়তো জীবনকে ভালোবাসা বলে। কারণ আগেই বললাম জীবনকে ভালোবাসার মানে নিজেকে ভালোবাসা, নিজের ভালোলাগার গুরুত্ব দেওয়া, আজকাল সেটা করতে শুরু করেছি এবং বিশ্বাস করুন এর অনুভূতি বেশ ভালো।
হ্যাঁ কিছু ক্ষেত্রে আমি দোলাচলে পরে যাই ঠিকই, অনেক সময় হেরেও যাই জীবন যাপনের কাছে, কিন্তু আবার চেষ্টা করি। আর এই চেষ্টাটা আমি আগামীতেও অব্যাহত রাখতে চাই। কারণ জীবনযাপন জরুরি হলেও, জীবনকে ভালোবেসে জীবন যাপন করা যায়, এ কথা দেরিতে হলেও আজ আমার বোধগম্য হয়েছে।
"3.Which one must we follow among the two and why?"
সত্যি বলতে এই দুটি থেকে যেকোনো একটি বেছে নেওয়াটা আমি সমর্থন করি না। আমাদের প্রত্যেকের জন্য জীবন যাপন যতটা জরুরী, জীবনকে ভালোবাসাটাও ততখানি গুরুত্বপূর্ণ। তাই জীবনকে ভালোবেসে জীবন যাপন করাটাকেই শ্রেয় বলে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।
জীবনকে ভালোবেসে, নিজের প্রতিটি ইচ্ছে, ভালো লাগা, খারাপ লাগাকে গুরুত্ব দিতে গেলেও, জীবন যাপনকে বাদ দেওয়া আমাদের জন্য কোনো মতেই সম্ভব নয়। আবার ঠিক উল্টোদিকে শুধুমাত্র জীবন যাপন করে গেলেও, জীবনের প্রতি অন্যায় করা হবে। কারণ জীবন আদেও কতখানি সুন্দর, সেটা জীবনকে ভালো না বাসলে বোধহয় প্রকৃতভাবে অনুভব করা সম্ভব নয়। তাই এই দুটিকে ব্যালেন্স করে চললেই বোধহয়, সঠিকভাবে জীবনের প্রতি সুবিচার করা হবে।
"Conclusions"
এই ছিল জীবন সম্পর্কে আমার নিজস্ব ধারনা, যেটি লেখার মাধ্যমে প্রকাশ করার ছোট্ট প্রয়াস ছিল আমার আজকের এই পোস্ট। আপনাদের সকলের এই পোস্ট পড়ে কেমন লাগলো, সেই মন্তব্য গুলো জানতে উৎসুক হয়ে রইলাম। সকলে অবশ্যই নিজেদের মতামত শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে উপভোগ করুন, এই প্রার্থনা রইলো। ভালো থাকবেন।
Hello my friend,@sampabiswas
Through this post of yours you have proved that you are as beautiful from inside as you are from outside. You have expressed your heart's feelings with so much innocence. Truly you are the real deserving one to become the winner of this competition. I have read the posts of many participants of this competition but no one has written such true and good answers as you have written. Not even me.
With full honor and respect.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much Sir for this beautiful comments. It's means a lot for me that you liked my post so much. Stay blessed🙏.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank You my dear teacher.
with great respect.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদি আপনি এই কনটেস্টের প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দর করে দিয়েছেন।
যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি আশা করি আপনি এই কনটেস্টে অবশ্যই উনার হবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yes in this world all are scolding our life like what a life is this? All the people in this era are only learn to living there life only but all the people who are living in this world are likes to loving their life. L believe that you will definitely enjoy your life by loving it. Keep doing more and more posts and enjoy your life.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন সম্পর্কে আমাদের অভিযোগ অনেক কিন্তু তারপরেও সবকিছু একপাশে রেখে দিয়ে। জীবনটাকে উপভোগ করা এবং জীবনকে সুন্দর বলা ছাড়া আর কিছুই করার নেই। আর একটা মেয়ে হয়ে নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা, সবকিছু বিলিয়ে দিতে হয় পরিবারের পেছনে।
নিজের ভালোলাগা মন্দ লাগা সবকিছু এক পাশে রেখে, পরিবারের মানুষ কিভাবে ভালো থাকবে। তাদের মুখে কিভাবে হাসি ফোটানো যায় সেটা নিয়েই চিন্তা করতে হয়। তবে আপনি ঠিক বলেছেন, মাঝে মাঝে নিজেকে সময় দেয়াটা উত্তম। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit