SEC17/W4|"Gift that can impress me."

in hive-120823 •  8 months ago 
Ivory Beige Pet Pictures Photo Collage _20240505_114318_0000_114333.png

"Edited by Canva"

Hello

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রচন্ড গরমের মধ্যে হলেও আপনাদের দিন মোটামুটি ভালোই কাটছে।

আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটিতে আয়োজিত এনগেজমেন্ট চ্যালেঞ্জের চতুর্থ সপ্তাহের কনটেস্টে, যার বিষয়বস্তু নির্বাচন করার জন্য প্রথমেই আমাদের অ্যাডমিন ম্যামকে ধন্যবাদ জানাই।

ইতিমধ্যে যারা এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। কনটেস্টের নিয়ম অনুসারে আমিও আমার তিনজন বন্ধু @aaliarubab, @astilem, ও @m-fdo কে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই, যাতে তারাও এই কনটেস্টে অংশগ্রহণ করে, উপহার সম্পর্কিত নিজস্ব অনুভূতিগুলি আমাদের সাথে শেয়ার করেন।

1672344690977_010726.jpg

চলুন এবার আমি আপনাদের সাথে আমার অনুভূতির কথা শেয়ার করি,-

"What is the preferred gift that can impress you? The reason behind your choice."

IMG_20240505_103559.jpg

খুব সত্যি কথা বলতে উপহার আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়ে থাকি এবং এক একজন মানুষের কাছ থেকে এক এক রকমের উপহার পেতে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তাই ঠিক একটি মাত্র ভালোলাগার উপহারকে বেছে নেওয়া আমার জন্য একটু কষ্ট কর। তবে হ্যাঁ আমার বেশি পছন্দের উপহার হলো ফুল, টেডিবিয়ার আর চকলেট।

অন্যকে উপহার দেওয়ার ক্ষেত্রেও আমার এই রকমই খুব ছোট ছোট জিনিস পছন্দ। আসলে অনেক দামি কিছু কাউকে উপহার দেওয়ার সাধ্য হয়নি কখনো। আর কখনো অন্যের কাছ থেকে দামি কোনো উপহার পাওয়ার ইচ্ছাও হয়নি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ার এটা বোধহয় একটা ভালো দিক, যেখানে পাওয়ার চাহিদা কখনোই সামর্থ্যের পরিধিকে থেকে ছাপিয়ে যায় না।

IMG_20240505_103433.jpg
IMG_20240505_103359.jpg

আমার বলতে লজ্জা নেই আমি খুব ছোট ছোট জিনিসেরই সন্তুষ্ট থাকি এবং সেগুলো পেলেই স্বচ্ছন্দ্যবোধ করি। হঠাৎ করে কেউ যদি আমাকে দামি কিছু গিফট করে, আমি তাতেই বরং অস্বস্তি বোধ করি। উপহারের মূল্যায়ন কখনোই মূল্য দিয়ে করা উচিত নয়, এটা খুব ছোটবেলাতেই শিখেছি। ঠিক এই কারণেই সামান্য উপহারটাও আমার কাছে অনেক দামি মনে হয়।

তবে, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উপহারের মূল্যায়ন সবসময় টাকা দিয়ে বিচার করেন। এই সকল মানুষদেরকে উপহার দেওয়া থেকে আমি নিজেকে বিরত রাখি সব সময়।

কারণ আমার মনে হয় এরা মানুষের উপহার দেওয়ার মানসিকতার থেকেও, কত টাকা দিয়ে উপহারটা কেনা হয়েছে, সেটিকেই মূল আলোচ্য বিষয় করে তোলে। আর তাদেরকে উপহার দেওয়া মানে নিজেকে সমালোচনার পাত্রী হিসেবে তাদের সামনে তুলে ধরা। তার থেকে আমি সেই সকল মানুষকে এড়িয়ে যেতে পছন্দ করি।

তাই বলতে পারেন, আমার এরকম জিনিস উপহার পেতে ভালো লাগে, যেগুলো প্রতিটি মানুষের সাধ্যের মধ্যে। তারা চাইলেই আমাকে নিজেদের অনুভূতি সেই ছোট্ট ছোট্ট উপহারের মাধ্যমে বোঝাতে পারে।

1672344690977_010726.jpg

"Do you believe the gift is a gesture that sometimes helps to enhance our relationships?"

IMG_20240505_103215.jpg

অবশ্যই আমি বিশ্বাস করি উপহার যে কোনো সম্পর্ককে আরো সুন্দর করতে সাহায্য করে। তবে হ্যাঁ প্রশ্নটির মধ্যে sometimes শব্দটির ব্যবহার এটা বোঝায় যে, সেটা যে সবসময় হবেই তার কোনো নিশ্চয়তা নেই।

কখনো কখনো অবশ্যই এটি হয়ে থাকে, কিছু মানুষ উপহার দেওয়ার পিছনে মানুষের উদ্দেশ্য নিয়ে কম, বরং উপহারের মূল্য নিয়ে বেশি কথা বলে। যে বিষয়টি আমি উপরের অংশে আলোচনা করলাম।

IMG_20240505_103201.jpg

তবে সেই মানুষ ব্যতীত, খুব কাছের মানুষদের মধ্যে সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে গিফট অবশ্যই একটি ভালো মাধ্যম হতে পারে। তবে আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক মানুষ আছে, যাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য গিফট দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও আমার মনে হয় না। তবে হ্যাঁ জীবনে কিছু কিছু দিন এমন থাকে,যেদিন দুজন দুজনকে গিফ্ট দেওয়া নেওয়াটা একটা সৌজন্য বোধের মধ্যে পড়ে।

অনেক সময় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে, ছোট্ট ছোট্ট যে উপহার প্রদানের মাধ্যমে নিজেরাই সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারে। কারণ দুজন মানুষ যদি একে অপরের পছন্দের বিষয় মাথায় রেখে, একে অন্যকে গিফট দেয়, তাহলে সেই ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

1672344690977_010726.jpg

"Have you ever received any gift that is still memorable to you; Share if you have any stories."

IMG_20240505_103127.jpg

এরকম এক নয় একাধিক গিফট আমি পেয়েছি, যেগুলো আমার স্মৃতিতে চিরজীবন অমলিন থাকবে। তবে আজ আমি আপনাদের সাথে দুটি ঘটনা শেয়ার করবো।

টেডি বিয়ার আমার বরাবরের খুব পছন্দ। যেমনটা আগেও বললাম, নিম নিম্ন মধ্যবিত্ত পরিবারে সাধ্যের বাইরে গিয়ে বড়ো কোনো চাহিদা কোনোদিনই ছিল না। তবে হ্যাঁ বড় টেডি বিয়ার আমার বরাবরই খুব পছন্দের ছিল। তবে তা পাওয়ার জেদ ছিল না কখনোই।

শুভর সাথে যখন আমার সম্পর্ক ছিলো, তখন কথা প্রসঙ্গে কখনো হয়তো ফোনে আমি ওকে মনের এই সুপ্ত ইচ্ছার কথাটা জানিয়েছিলাম। এরপর কোনো একটি কারণে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয় এবং একদিন দুপুরের শুভ আমাকে ফোন করে।

সেদিন অবশ্য আমি হাবড়ায় আমার মামার বাড়িতে ছিলাম। বেশ কয়েকবার ফোনটা কেটে দেওয়ার পরে, আমাকে মেসেজ করে ফোনটা ধরার অনুরোধ করে। এরপর আমি ফোন ধরে যথারীতি ওর সব কথায় বাঁকা উত্তরই দিচ্ছিলাম।

ও আমাকে বিকেলবেলায় হাবরা স্টেশনে আসতে বলে। আমি কিছুতেই রাজি না হওয়ায়, ও আমার বোনকে ফোন করে আমাকে হাবরা স্টেশনে নিয়ে আসতে বলে। বোন একপ্রকার প্রায় জোর করেই আমাকে হাবরা স্টেশনে নিয়ে আসে। ট্রেনটা চলে যাওয়ার পরে দেখি, প্লাটফর্মের উপর দিয়ে হেটে আসছে, হাতে অনেক বড় একটা প্লাস্টিক। প্রথমে ভেবেছিলাম অফিস থেকে ফিরছে, নিশ্চয়ই প্রয়োজনীয় কোনো কিছু আছে ওটাতে।

আমার কাছাকাছি এসে ও প্লাস্টিকটা আমার হাতে দিলো। প্রথমে আমি কিছুতেই নিতে চাইনি, একপ্রকার জোর করেই হাতের মধ্যে দিয়ে দিলো এবং বলল এবার আমি আসি। আমি প্রচন্ড বিরক্ত হলাম, শুধু এইটুকু জিনিসের জন্য স্টেশনে আসতে বলার কি দরকার ছিলো।

সত্যি কথা বলতে আমি কল্পনাও করিনি যে, আমার জন্য ও টেডি বিয়ার আনতে পারে। তবে এত বড় প্লাস্টিকের মধ্যে কি থাকতে পারে, এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বাড়িতে ফিরলাম।

প্লাস্টিকটা খুলতেই যখন টেডি বিয়ারটা দেখলাম, আমার আজও মনে আছে সেদিন আমার চোখে জল এসেছিলো। জানি খুব সামান্য বিষয়, অনেকের কাছে কথাটা শুনতে বোকাও বোকাও লাগতে পারে, কিন্তু মানুষ বিশেষে অনুভূতিগুলি সব সময় ভিন্ন হয়। সেদিন আমার অনুভূতি আমার চোখে জল এনেছিলো। সেই টেডি বিয়ারটাকে আমি এতো যত্ন করি যে, আজও সে একই রকম আছে।*

IMG_20240505_103306.jpg

➡️ টেডি বিয়ার সম্পর্কিত দ্বিতীয় গল্পটি আমার অফিসের। আগে কখনো অন্য কোথাও জব করিনি, তাই অনেকখানি ভয় নিয়ে প্রথম আমি জব জয়েন করি। আর সেখানে আমার পরিচয় হয় আমাদের কমিউনিটির অ্যাডমিন ম্যামের সাথে। অফিসে তিনি আমার বস ছিলেন।

আমার আজও মনে পড়ে প্রথম দিন যখন আমি ওনাকে দেখেছিলাম, ঠিক কতখানি ভয় কাজ করছিলো আমার নিজের মধ্যে। সেটা আসলে লিখতে বোঝাতে পারবো না। তবে তারপর থেকে টানা এক মাস শুধুমাত্র আমরা দুজন ম্যামের সাথে কাজ করেছি।

তবে কিছুদিন বাদে আমার কলিগ কাজ ছেড়ে দিয়ে চলে গেলে, তখন থেকে শুধু ম্যাম আর আমি একসাথে কাজ করেছি। এরপর আরো অনেকে যুক্ত হয়েছে। তবে কাজটা ম্যামের সাহায্য ছাড়া শুরু থেকে আমার দ্বারা, এতো ভালোভাবে করা সম্ভব হত না।

আমার কাজে খুশি হয়ে অ্যাডমিন ম্যাম উপহার স্বরূপ আমাকে টেডি বিয়ার দিয়েছিলেন। জানিনা উনি কিভাবে বুঝেছিলেন যে, টেডিবিয়ার আমার খুব পছন্দ। সেই প্রথম কেউ আমার কাজে খুশি হয়ে উপহার দিয়েছিলো, ওটা আমার জন্য ঠিক কতখানি মূল্যবান, সেটা আমি লিখে বোঝাতে পারবো না।

1672344690977_010726.jpg

"Conclusions"

দুটো টেডি বিয়ার গিফট পাওয়ার দুটি গল্প আমি শেয়ার করেছি, কারণ গিফট একই হলেও অনুভূতি সম্পূর্ণ ভিন্ন।একটি আমার ভালোবাসার মানুষের দ্বারা বহু বছরের ইচ্ছা পূরণের অনুভূতি, আর অন্যটি জীবনে প্রথমবার কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে, নিজেকে প্রমাণ করার উপহার হিসেবে টেডিবিয়ার পাওয়ার অনুভূতি।

যাইহোক আমার অনুভূতি ও মতামত যেগুলো আমি কনটেস্টের জিজ্ঞাসিত প্রশ্ন গুলোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের পড়ে কেমন লাগলো আমার পোস্ট, মন্তব্য করে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@sampabiswas
I am very happy to read this about you, I am very happy to know that the event is very important in our life and it strengthens our relationship. It is very important to give gifts. With the help of gifts, our strong relationships with us become even deeper. When we give gifts, we express our happiness. And I am glad to know that you have mentioned about other Taifs. It is very nice and really dear sister. Thank you so much. I will take care of you very much.💞🌹
@mona01

Loading...

Wow, what a beautiful gift and very adorable. The color is also pink, symbolizing the love of the person who gave it. May you always be happy with a gift that will definitely make you memorable. Blessings to you

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর চতুর্থ সপ্তাহে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হয় প্রতিটি মানুষেরই উপহার পেতে অনেক ভালো লাগে।
আমি একদম পুরোপুরি বিশ্বাস করি। একজন মানুষের সাথে উপহার দেওয়ার মাধ্যমে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।