Incredible India monthly contest of October #1| My preferable Era!

in hive-120823 •  2 days ago  (edited)
1000038879.png

আজকে কমিউনিটিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হাজির হলাম।
ভেবেছিলাম ইংরিজিতে লিখবো, তারপর মত পরিবর্তন করে, নিজের মাতৃভাষাকে বেছে নিয়েছি!

যারা এখনো প্রতিযোগিতার সর্ম্পকে অবগত নন তাদের উদ্দেশ্যে লিংক আরো একবার দিয়ে দিলাম👇
প্রতিযোগিতা ঘোষণার লিংক

এবার সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাবো, তবে তার আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাতে চাই @heriadi ,
@goodybest এবং @eliany দের।


Which Era is on your preference list? Why?
1000033165.jpg
(উড়োজাহাজ আধুনিক প্রযুক্তির উৎকৃষ্ট উদাহরণ - ছবিটি পূর্বেও ব্যবহৃত!)

প্রথমেই বলে রাখা ভালো যুগকে কিভাবে নির্ধারণ করা হয়?

তাহলে নিজের পছন্দের কারণটি সুস্পষ্ট হবে।
একটি যুগ নির্ধারিত হয় ভূতাত্ত্বিক সময় এর উপরে।

এখন, ভূতাত্ত্বিক সময় কি?

এদের ও কিছু ভাগ আছে, যেমন ঐতিহাসিক বিবর্তন, ভূতাত্ত্বিক যুগ(উদাহরণ - প্রস্তর যুগ), রাজত্বের যুগ এছাড়াও আছে মহাজাগতিক যুগ, ক্যালেন্ডার যুগ ইত্যাদি!

বিষয় হলো, যুগ মানেই যে সেটা সবসময় শত সহস্র বা লক্ষাধিক বছর মেনেই হবে এমনটা নয়! কখনও কখনও মাত্র ১২ বছরের ব্যবধান কেও একযুগ হিসেবে ধরা যেতে পারে।

এবার, এরকমটা কখন হয়?

যখন পৃথিবীতে কোনো বড়ো পরিবর্তন, সেটা যেকোনো বড়ো ধ্বংস, কিংবা নতুন সৃষ্টির পরিবর্তন হয়!
উদাহরণস্বূপ বলা যায়, এক্ সময় পৃথিবীতে ডায়নোসর দের অস্তিত্ব ছিল, কিন্তু কালের বিবর্তনে তারা আজ বিলুপ্ত!

আবার সভ্যতার হাত ধরে মানুষ যখন ক্যালেন্ডার তৈরি করে দিন গোনা শিখল সেটাও একটা নতুন যুগের সূচনা।
তাহলে, এবার উত্তর দিতে হলে আমি খুব বেশিদূর নয়, মাত্র ১২ বছরের ব্যবধান এর যুগকেই বেছে নেবো।

পছন্দের তালিকায় এই সময়কে বেছে নিয়েছি তার কারণ বিংশ শতাব্দীতে অনেক প্রযুক্তির উন্নতির সাক্ষী হয়ে আমি থাকতে পেরেছি, যেটা বাড়তি পাওনা অবশ্যই!

পাশাপশি, আজকে যে কাজটি করে আমি দিন গুজরান করছি, সেটাও এই উন্নত প্রযুক্তির কারণে।
তবে, তার মানে এটা একেবারেই নয়, এই আধুনিক যুগের সবটাই আমার পছন্দের, বরং সেক্ষেত্রে আমি পুরোনো ঐতিহাসিক সময়কে বেছে নেবো।

কারণ, সেখানে কিছু মানুষের অবদান আজকে আমাদের উন্নতির ভিত্তি স্তর প্রস্তুত করে দিয়ে গেছেন, এবং মানুষকে ভাবার সুযোগ করে দিয়ে গিয়েছিলেন বলেই হয়তো আজকে এই উন্নতি আমরা চাক্ষুষ করতে পারছি।

কাজেই, কোনকিছুর সূত্রপাতকে কখনোই অস্বীকার করবার কোনো জায়গা নেই। তবে, যেহেতু আমি এই বিংশ শতাব্দীর সবটা উপভোগ করছি, কাজেই এই যুগকে আমার নির্বাচনের উদ্দেশ্য একমাত্র সেটাই।


Which changes do you like and dislike about the Modern Era? Describe.
1000038892.jpg
(বিদ্যুত না থাকলে, আমার এই ইনভার্টার আমায় বেশ সহযোগিতা প্রদান করে)
প্রথমে পছন্দের তালিকা তুলে ধরতে চাইবো:-
  • প্রযুক্তিগত দিক থেকে সাংঘাতিক উন্নতির নিদর্শন এই বিংশ শতাব্দী!
    সেটা চিকিৎসা বিভাগ হোক, যানবাহন এর উন্নতি, মহাকাশে সফলতা, এরকম বহু বিষয় রয়েছে, এই প্রজন্মের আগে কেউ কখনও ভাবতেই পারেনি একটি রোবটকে মানুষের মতো নাগরিকত্ব দেওয়া হবে!

  • শুধু তাই কেনো সুদূরে বসবাস করা মানুষের সাথে মূহুর্তের মধ্যে সংযোগ স্থাপন এই সৃষ্টির নিদর্শন!

  • মহাসাগর পার করা এখন কয়েক ঘণ্টার বিষয়!
    ভিন্ন গ্রহে পাড়ি দেবার কথা চিন্তা করা তথা সেখানে পৌঁছনো এটাও একটি আশীর্বাদস্বরূপ আমাদের কাছে!

  • উপার্জনের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে এই বিংশ শতাব্দীর হাত ধরে, আজকে ক্রিপ্টো জগত সম্পর্কে জানতে পারছি এটাও আমাদের পাওনা, ঘরের চার দেয়ালে আবদ্ধ থেকেও উপার্জন করা সম্ভব এটা এক সময় কেউ ভাবতেই পারতো না!

  • শল্য চিকিৎসা প্রভূত উন্নতি হয়েছে, আগে কি যন্ত্রণাদায়ক ছিল এই চিকিৎসা পদ্ধতি, যেটা ইতিহাস পড়লে বোঝা যায়। কত প্রাণ ঝরে গেছে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের অভাবে।

আরো বহু বিষয় আছে, তবে সবটা তুলে ধরতে গেলে, এই লেখায় ইতি টানা মুশকিল, তাই এবার অপছন্দের বিষয়গুলো নিয়ে কিছু নিজস্ব অভিমত তুলে ধরবার প্রয়াস করবো।

অপছন্দের বিষয়:-
1000031205.jpg
(নিজস্ব কিন্তু পূর্বে ব্যবহৃত ছবি - আমি এবং সাথে আরেক সম্পা বিশ্বাস)
  • উন্নতির পাশাপশি যেটা সবচাইতে বেশি আমরা হারিয়ে ফেলেছি এই আধুনিক যুগে, সেটা হলো আন্তরিকতা।

আগে, হয়তো প্রযুক্তিগত দিক থেকে সমাজ উন্নত ছিল না, তবে আন্তরিকতায় ভাটা পড়েনি।
এখন শুধু যন্ত্র ব্যবহার করে মানুষ! নিজেদের বুদ্ধির পরিবর্তে। এটাও একটা অপছন্দের দিক, আর ফলস্বরূপ সাধারণ বুদ্ধির বিকাশ তলানিতে ঠেকেছে!

অনেকেই দেখলাম, এই প্রতিযোগিতায় অনলাইন লেখাপড়ার কথা সুবিধার দিক হিসেবে তুলে ধরেছে;
কোভিডের সমসাময়িক সময়, যেটি শুরু হয়েছিল আজও বন্ধের নাম নেই!

এখন, এটার সুফলের চাইতে আমি কুফল দেখেছি বেশি, পড়াশুনা না করে বই দেখে দেখে উত্তর দেওয়া, বা লেখা!
ক্লাস ক্লাসের মত চলছে, কিন্তু গ্রুপে থেকেও বাকিদের সাথে একাকী আলাদা নিজেদের মতো ব্যাক্তিগত কথায় ব্যস্ত!

যারা এইভাবে লেখাপড়া করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাদের জ্ঞানের পরিধি নিয়ে নাই না আলোচনা করলাম।
কাজেই, আমার ব্যাক্তিগত ভাবে মনে হয়, যেকোনো উন্নতি হবার চাইতেও, তার ব্যবহার সঠিকভাবে কিভাবে করতে হয়, সেটা সর্বাগ্রে শেখার প্রয়োজন আছে।

একটি ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন, অনেক সময় আমি দেখেছি ফোনে কথা বলা শেষ হয়ে গেলে রাখছি কথাটা ব্যবহার না করেই অনেকে ফোন থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু সভ্যতার নিদর্শন নয়!
ইংরিজিতে একটি কথা আছে যার বাংলা অর্থ

ফোন শিষ্টাচার!

অবাক হবেন হয়তো কিছুজন কিন্তু যন্ত্র ব্যবহারেরও কিছু নিয়মাবলী আছে, সেটা বেশিরভাগ মানুষ পালন করেন না।

**যেকোনো আবিষ্কারকে, তথা উন্নতিকে কিভাবে ব্যবহার করবো, এবং তার ব্যবহার সুফল বয়ে আনবে না কুফল সেটা ব্যবহারের পূর্বে কিছু মানুষ চিন্তা করলেও ;
এখনো বেশীরভাগ মানুষ করেন না! আর ঠিক সেই কারণে ছোটো ছোটো শিশুরা বইয়ে মুখ না গুঁজে ফোনে মুখ গুঁজে বড়ো হচ্ছে!
এটা শারীরিক তথা মানসিক বিকাশের বাধা বলে আমি মনে করি।


Are you happy with the era in which you were born? Reasons behind your answer.
1000032537.jpg
1000032535.jpg
1000032536.jpg
(খোলা আকাশের নিচে শিশুদের বেড়ে ওঠাটা আজ বড্ড বেশি প্রয়োজন হয় উঠেছে)

অবশ্যই আমি খুশি! কারণ আমাদের দু বোনকেই শৈশব থেকেই একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হতো টেলিভিশন দেখার জন্য, বাড়িতে টেলিভিশন আছে মানেই, ইচ্ছেমত দেখার অনুমতি ছিল না।

এরপর, সন্ধ্যে নামার আগেই খেলাধুলো সেরে বাড়িতে ঢুকতে হবে এই শৃঙ্খলায় আমি বড় হয়েছি। যেখানে কোনো বিষয় নিয়ে ভেদাভেদ নিয়ে কোনো বিতর্ক শুনিনি, লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাড়াতে হবে, এটাই ছিল মূলমন্ত্র!

আমার মা বলতেন, এইসব টেলিভিশনের বিষয়বস্তু বারবার দেখার সুযোগ পাবে, কিন্তু একটি দিন হারিয়ে গেলে আর তাকে ফেরত পাবেনা!
তখন এর অর্থ বুঝতে না পারলেও এখন কথাগুলোর মুল্য আমি বেশ ভালো বুঝি।

আর ঠিক সেই কারণে, আমার উপরে কোনো কিছুর আসক্তি ভর করতে পারে না, আমি সহজেই বেরিয়ে আসতে সক্ষম হই, বিশেষ করে, যখন অনৈতিক কিছু দেখি অথবা অসাধু কিছু খুঁজে পাই।

তাই এই উন্নত যুগকে আমি বেছে নিয়েছি কারণ, আমার নিজের মধ্যে ভালো মন্দের ভেদাভেদের শিক্ষাটা আমার মা তৈরি করে দিয়ে গিয়েছিলেন।

এই ছিল আমার অভিমত প্রতিযোগিতা বিষয়ক, যদি কেউ এই লেখা ধৈর্য্য ধরে পড়ে থাকেন, নিজের মন্তব্য ভাগ করে নিতে ভুলবেন না।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

নিঃসন্দেহে সকালের পছন্দ হয়তো বা আধুনিক প্রযুক্তি তবে কিছু কিছু ব্যক্তিরা ভিন্ন মত পোষণ করতে পারে।

আধুনিক প্রযুক্তির কারণে সভ্য জাতি হওয়া সম্ভব নয় সভ্য জাতি হতে হলে সভ্যতার জ্ঞান লাভ করা খুবই জরুরী।

হয়তো প্রযুক্তিগত দিক থেকে সমাজ উন্নত ছিল না, তবে আন্তরিকতায় ভাটা পড়েনি।

প্রযুক্তির কারণে আন্তরিকতা পরিবর্তন হয়েছে এমনটা নয় আন্তরিকতার সেই জ্ঞানটা পরিবার থেকে ঠিকঠাক মতো পাচ্ছি না এইজন্য তো আমরা অনেকটাই উদাসীন এখান থেকে দুই যুগ আগে আমরা দেখতে পেতাম যৌথ পরিবার আর এখন যৌথ পরিবার থাকলে সেটা মিডিয়ায় আসে।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতার উত্তর বাংলাতে লিখার জন্য। এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...