আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি দশটার দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আরো কিছু খাবার খাই। খাওয়া-দাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হই। অল্প কিছুক্ষণ পরই বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে আসি। বেশ অনেকটা সময় রাস্তায় হাঁটতে হয় আমার একটা গাড়ি পাচ্ছিলাম না। বেশ অনেকটা সময় পরে একটা গাড়ি পেলাম এই গাড়ি করে চলে আসলাম কলেজের সামনে।
কলেজের সামনে গাড়ি থেকে নেমে তার ভাড়া টাকা পরিশোধ করে কলেজের মধ্যে ঢুকে যাই। কলেজে আসতে আমার অনেকটা দেরি হয়ে যায় তাই এসে দেখতে পাই খেলা শুরু হয়ে গেছে। আজকে আমাদের কলেজে ফাইনাল খেলা। আজকেই কলেজ টুর্নামেন্ট শেষ। তো কলেজে ঢুকে আমার বন্ধুদের খুঁজি তারপর তাদের খুঁজে পেয়ে তাদের সাথে খেলা দেখতে বসে পরি।
বেশ অনেকটা সময় ফুটবল খেলা হয় কোন পক্ষেই গোল করতে পারছিলো না। তারপর পেনাল্টি এর মাধ্যমে আমাদের দল বিজয় হয়। তারপর খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করে স্যারেরা। আমরা অনেক আনন্দ করি সেই সময় আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের দল বিজয় হয়েছে। তাই সবাই বেশ অনেকটা সময় ধরে আনন্দ উৎসব করি।
এভাবে আনন্দ করে অনেকটা সময় পরে কলেজ থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে চলে আসি। তো আমি কলেজ থেকে বেরিয়ে একটা গাড়ি করে সোজা আমার বাড়ির সামনের রাস্তায় এসে নামি। তারপর সেখান ঘরে চলে যাই। ঘরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি তারপর গোসল করতে চলে আসি। তাড়াতাড়ি করে গোসল ছেড়ে কিছুক্ষণ রোদে গিয়ে দাঁড়াই।
তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই খাওয়া-দাওয়া শেষ করে রুমের মধ্যে কম্বল জড়িয়ে শুয়ে থাকি। বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে গান শুনতে থাকি। তারপর আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বাইরে বের করে। বাইরে বের হয়ে আমিও আমার বন্ধু বেশ অনেকটা দূর হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে সেই প্রাইমারি স্কুলের কাছে চলে আসি। এই স্কুলে কতই না আনন্দ করেছি এখন আর আশাই হয় না।
পুরো বিকেল তাই সেখানেই আমার কিছু বন্ধুদের সাথে কাটিয়ে দেয়। তারপর সন্ধ্যার দিকে বাড়িতে আসি। বাড়িতে এসে হালকা কিছু নাস্তা করে বাড়ি থেকে বের হই। আমার কয়েকজন বন্ধু মিলে চলে যাই আমরা অনুষ্ঠান দেখতে। আজকে আমাদের উপজেলা কার্যালয়ে বিজয় দিবসের উপলক্ষে অনুষ্ঠান আছে। তো চলে যায় সেখানেই অনুষ্ঠান দেখতে।
বেশ অনেকটা সময় লাগে আমাদের সেখানে যেতে কারণ আমরা একটা গাড়ি পাচ্ছিলাম না। হাঁটতে হাঁটতে চলে যায় সেখানে গিয়ে অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাই। বেশ অনেকটা সময় অনুষ্ঠানের মধ্যেই কাটিয়ে দেই। বেশ ভালো লাগলো সেখানে তাদের সঙ্গী ও নাচ। সেখানে আমার আরো কিছু বন্ধুদের সাথে মিলে বেশ অনেকটা সময় লাফালাফি করি আমরা। তারপর অন্যরকম বাড়ির দিকে চলে আসি। বাড়ি আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে ঢুকে শুয়ে পড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit