Better Life With Steem || The Diary game || 26th June 2024

in hive-120823 •  8 days ago 
20240626_131303_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের পোস্টটিতে আমার নতুন একটা দিনের কার্যক্রম অর্থাৎ ২৬ জুন বুধবার দিনটা কিভাবে পার করলাম সেটা তুলে ধরার চেষ্টা করবো।

IMG_20240626_233130_108.jpg

দিনগুলো কত দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, ভাবলে অবাক লাগে। বছর শুরু হতে না হতেই অর্থবছর পার করে ফেললাম। একটা দিনের শেষ মানে যেমন জীবনে নতুন দিনের আগমন, তেমনই দিনের শেষ মানেই জীবন থেকে একটা দিন চলে যাওয়া।

সময় কত দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতেও পারছি না তাই সময়কে সঠিক কাজে লাগানো উচিত এখন থেকে নাহলে পরে পস্তানো ছাড়া উপায় থাকবে না।

আজ সকাল ৮ টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম এবং বাইরের আকাশ বেশ উজ্জ্বল ছিলো। টানা দুদিন বৃষ্টির পর আবারও পরিবেশ রৌদ্রময় অবস্থার মধ্যে বিরাজ করেছে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম এবং পড়তে বসলাম। পড়তে বসে কিছু সময় পর দেখলাম ভাই রান্না করতে গেলো। ভাই থাকায় রান্নার কোনো চিন্তা নেই আমার।

IMG_20240626_233130_526.jpg

সকালে রান্না শেষ হলে খেয়ে নিলাম। বাড়ির পাশের একটা ফ্রেন্ড বাসায় এসেছিলো সকালে। কিছু দিন আগে নাকি ও ওয়ান প্লাস ব্রান্ডের ফোন কিনেছিলো আর সেটার ডিসপ্লের উপর নাকি গ্রীন লাইন পড়ে গিয়েছে। বর্তমানে ওয়ান প্লাস ফোনে এমন সমস্যা সচারাচর দেখা যাচ্ছে। মূলত সমস্যাটা হয় ফোন আপডেট দেওয়ার পর। আমার ফ্রেন্ডের ক্ষেত্রেও এমন হয়েছে।

ওর ফোনে নাকি নতুন আপডেট এসেছিলো আর তখন ফোন আপডেট দেওয়ার সাথে সাথে গ্রীন লাইন পড়ে গিয়েছে ডিসপ্লের উপর। ফোন কিনেছে ২/৩ মাস হচ্ছে। তাই খুলনাতে এসেছে যেখান থেকে ফোন কিনেছিলো সেখানে দেখাতে, তারা কোনো ব্যবস্থা করতে পারে কিনা।

বর্তমানে মোবাইল কোম্পানিগুলো নতুন নতুন ফোন বের করছে তবে এসব আপডেট জনিত সমস্যাগুলো দুর করছে না যেটা সাধারণ গ্রাহকদের অনেক বড় ক্ষতির কারন হচ্ছে। তাই সকলকে বলবো যে, ফোনে আপডেট দেওয়ার আগে অনলাইনে ভালো ভাবে দেখে নিন যে সেই ভার্সন আপডেট দিলে কোনো সমস্যা হচ্ছে কিনা, তারপর আপডেট দিন।

IMG_20240626_233119_755.jpg

আমরা রেডি হয়ে ১১ টার দিকে খুলনা শপিং কমপ্লেক্স চলে গেলাম, এই সমস্যার একটা সমাধা পাওয়ার আশায়। দোকানদার কে দেখানোর পর সে বললো যে এখন ওয়ানপ্লাস এর ফোনে আপডেট দিলে অধিকাংশ ফোনে এমন হচ্ছে। বলে রাখি যে, আমার ফ্রেন্ড এই ফোনটা আনঅফিশিয়ালি কিনেছিলো।

তাই দোকানদার এর সমাধান হিসাবে বললো, যেহেতু ইন্ডিয়ান ফোন আন অফিশিয়াল ভাবে বাংলাদেশ থেকে কেনা হয়েছে তাই হয় ইন্ডিয়াতে গিয়ে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিসিং করাতে হবে না হয় বাংলাদেশ থেকে নিজেই টাকা খরচ করে ঠিক করে নিতে হবে। এখন ওকেই সিদ্ধান্ত নিতে হবে যে কি করবে??

এখন হঠাৎ করে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব নয় তাই বাংলাদেশ থেকে ঠিক করবে বলে মনস্থির করলো। তখন দোকানদার বললো যে, অরজিনাল ফোনের ডিসপ্লে লাগাতে ২৪০০০ টাকা পড়বে এবং সেটা আবারও নষ্ট হয়ে যেতে পারে। একটা কথা আছে না, হাতি কেনা যতটা কঠিন তার লালন পালন করা তার থেকেও শতগুন কঠিন।

ফোন যেমন দাম দিয়ে কিনেছে, এখন ঠিক করতেও তো অনেক টাকা লাগবে।কি একটা অবস্থার ভিতর পড়লাম। তার পাশাপাশি দ্বিতীয় অপশন হিসাবে কমদামী ডিসপ্লে লাগানোর পরামর্শ দিলো। শুধু শুধু এত গুলো টাকা দিয়ে রিস্ক নেওয়াটা উচিত নয় তাই কমদামি ডিসপ্লে লাগানোর সিদ্ধান্ত নিলাম।

IMG_20240626_233124_453.jpg

বেশ অনেকটা সময় চলে গেলো শপিং কমপ্লেক্স এ গিয়ে। সেখান থেকে বাসায় এসে স্নান সেরে নিলাম এবং দুপুরের খাবার খেয়ে কোচিং এর উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর জন্য কিছু সময় অপেক্ষা করলাম তারপর দুজন চলে গেলাম।

IMG_20240626_233122_446.jpg

আমরা আজ কিছুটা আগেই পৌঁছেছিলাম তাই সেখানে কিছু সময় অপেক্ষা করলাম স্যারের জন্য। যথা সময়ে স্যার আসলো এবং যথারীতি পড়ানো শুরু করলো। বিগতদিন স্যারের স্যারের জ্বর হয়েছিল তবে আজ সেরে গিয়েছে। নির্দিষ্ট সময় পর ছুটি হয় এবং কোথাও কাজ না থাকায় বাসায় চলে আসি। এভাবেই আমি আমার জীবনের আরেকটা দিনের কার্যক্রম শেষ করলাম।

ভালো থাকবেন সবাই।

END
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সত্যি ভাই সময় যে কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে না দেখতে দেখতে আমারও অর্ধেক মাস পার করে ফেললাম।। ভাই থাকাই রান্নার কোন ঝামেলা নেই শুনে ভালো লাগলো।। আর হ্যাঁ যারা যারা এই ফোনটা কিনেছে সবারই একই সমস্যা কোম্পানি এই সমস্যার জন্য বর্তমানে অনেক পিছিয়ে আছে।।

সময় সময়ের মতোই দ্রুত পার হয়ে যাচ্ছে। নতুন বছর পড়তে না পড়তেই আনরা অর্ধেক বছর পার করে ফেলেছি। ভাই সকালে রান্না করছে এজন্য আমার জন্য ভালো বিষয় এটা। আপডেট দেওয়ার কারনে এমন হচ্ছে ফোনে। ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রদানের জন্য।

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করা না ভাই সবাই যার যার নিয়মে চলছে। রান্না করে খাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার তাই ভাই রান্না করছে তার জন্য ভালো লাগা কাজ করে।।। আর এই ফোনগুলো আপডেট দিলেই সমস্যা দেখা দেয়।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আপনার এই পোষ্টের ভিতরে আপনার সারাদিনের কাজকর্ম বিষয়টি শেয়ার করেছেন। আসলে মানুষের ফোন একটি প্রয়োজনীয় জিনিস যদি এই ফোনে কিছু হয়ে যায় তাহলে মনে হয় যে কি জানি হয়ে গেছে। তাই যত কাজ থাকুক না কেন ফোনটা আগে কিভাবে ঠিক করা যায় সেদিকে খেয়াল থাকে।

বর্তমানে আমরা ফোন ছাড়া এক মুহুর্ত কাটাতে পারি না এজন্য ফোনের কিছু হলে বিরক্ত লাগে। সব কিছু করতে গেলেই ফোনের ব্যবহার করা হয়। তাই আমাদের সকলের অনেক সাবধানতার সাথে ফোন ব্যবহার করা উচিত। ভালো থাকবেন।

আপনি ঠিকই বলেছেন, দেখতে দেখতে এ বছরের ও ছয় মাস চলে গেল। আমাদের জীবন থেকে এক সেকেন্ড চলে যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি।
বর্তমানে ভাই ওয়ান প্লাস ফোন এমন এক পর্যায়ে চলে গেছে যা বলার বাইরে। কারণ ওয়ানপ্লাস ফোন ভার্সন আপডেট দেওয়ার পরপরই এরকম গ্রীন লাইন হচ্ছে। এত টাকা দিয়ে একটা ফোন কেনার পর যদি এরকম হয় তাহলে তো খারাপ লাগবেই।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কয়েকদিন আগেই কমিউনিটির সকলে নতুন বছরের শুভেচ্ছা জানালাম আর আজ অর্ধেক বছর পার হয়ে গিয়েছে। সময় চলে যাচ্ছে তাই সময়কে কাকে লাগাতে হবে। ওয়ানপ্লাস ফোন আসলেই ভীষণ বিরক্তির কারন হয়ে গিয়েছে ভোক্তার কাছে কারন এত দাম দিয়ে ফোন কিনে যদি সেটায় আবার ডিসপ্লে সমস্যা দেখা দেয় তাহলে খারাপ লাগাটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

সময় কত দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে সেটা আমরা বুঝতেও পারছি না তাই সময়কে সঠিক কাজে লাগানো উচিত এখন থেকে নাহলে পরে পস্তানো ছাড়া উপায় থাকবে না।

ভাই, সময় বরং তাঁর নিজের জায়গা ও গতিপথ ঠিক রেখেছে আমরাই পরিবর্তিত হয়ে যাচ্ছি দিন দিন। হয়তো অনেক সময় কাজের চাপে সময় কিভাবে অতিবাহিত হচ্ছে এটাই বুঝতে পারি না। আবার কখনো অলসতা এভাবেই মূল্যবান সময় চলে যাচ্ছে।

আমি অন্যকিছু বলবো না শুধু মাত্র এটাই বলবো ভাই আপনার এখন সোনালী সময় তাই সদ্ব্যবহার করতে হবে। বিশেষ করে অন্যসব কিছুর পাশাপাশি স্টিমিটে নিজেকে ওয়াকিবহাল রাখুন। আশাকরি, আপনার স্নাতকোত্তর সম্পন্ন হতে হতেই এখানে আপনার ভালো অবস্থান হবে। তখন আর পেছনে ফিরে তাকাতে হবে না।

যাইহোক, আপনার সম্পূর্ণ দিনের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।

সময় তার আপন গতিতে ছুটে চলেছে তবে আমাদের কাছে মনে হয় যে কত দ্রুতই না কেটে গেলো। অনেকে কাজের মধ্যে থাকে আর অনেকে ঘুমিয়েই সেই সময়টা অপচয় করে ফেলে। হ্যা দিদি, অবশ্যই চেষ্টা করবো আপনার পরামর্শ মেনে চলার। আমরা হয়ত আপনাদের সকল পরামর্শ মেনো চলি না তারপরও আপনারা বারবার পরামর্শ দেন এটা অনেক বেশি ভালো লাগে এবং এজন্য আপনাদের উপর সম্মানটাও বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

এজন্যই হয়তোবা অনেকেই বলে থাকে যে আনঅফিসিয়ালি কোন কিছু কেনাটা আমাদের উচিত নয়। আপনার বন্ধু যত টাকা দিয়ে ফোন কিনেছে তার ডিসপ্লে লাগাতে, তার চাইতেও বেশি টাকা প্রয়োজন। এর চাইতে আমি ২৪ হাজার টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে নিলেই হয়। তাহলেও বেশ ভালো হয়। আশা করি আপনার বন্ধুর ফোনের সমস্যার খুব সমাধান হয়ে যাবে।

এটা একেবারেই ঠিক আমাদের জীবন থেকে একটা দিন পার হয়ে যাচ্ছে। বছর শুরু না হতে অর্থবছর শেষ হয়ে গেল। নতুন বছরের আগমন শুরু হবে কিছুদিন পরেই। এক একটা দিন আমরা পার করছি কিন্তু দিন থেকে আমরা কখনো চিন্তা করি। আমরা কতটুকু ভালো কাজ করেছি। অবশ্যই সবার চিন্তা করা উচিত। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আনঅফিশিয়ালি ফোন কিনলে হয়ত একটু কম দামে ফোন কিনতে পাওয়া যায় তবে সেটার কোনো সমস্যা দেখা দিলে সঠিক সমাধান পাওয়া য়ায় না। ওয়ান প্লাস ফোনের অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। বছর পড়তে না পড়তে কত দ্রুত পার হয়ে যাচ্ছে তাই সময়কে কাজে লাগানো উচিত।

এই পোস্টে আপনি গত ২৬ শে জুন যা যা করেছেন সে সেই কথাই তুলে ধরেছেন।
আসলেই সময় খুব দ্রুত চলে যায়। এজন্য সময় থাকতে সময়কে কাজে লাগানো উচিত না হলে পরে সমস্যায় পরতে হয়।
ফোনে আপডেট দিলে অনেক ফোনেই ঝামেলা দেখা দেয়। আনঅফিসিয়াল ফোন এমনিতে ভালোই কিন্তু এই ধরনের সমস্যা গুলোর ক্ষেত্রে বেশ ভালই ঝামেলায় পড়তে হয়।
দিনটা যে আপনি বেশ ভালোভাবেই কাটিয়েছিলেন সেটা আপনার লেখা পড়েই বোঝা যাচ্ছে।