![]() |
---|
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন তো বাড়িতে আছি। নানা কাজের কারনে খুলনা যেতে পারছি না। বিশেষ করে ঠাকুমা অসুস্থ ছিলো এজন্য যেতে পারছিলাম না। তবে এখন সব কাজ শেষ তাই ভাবলাম আজ খুলনা চলে যাবো।
![]() |
---|
এজন্য আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অনেক দিন পর বাড়ি থেকে যাচ্ছি এজন্য মনটা খুব লাগছিলো। তাই ঘুরে ঘুরে বাড়ির বাগানটা দেখছিলাম। কোনো আম গাছেই এবার আমের দেখা নেই তেমন। বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদের কারনের এমন হয়েছে। শুধু আমাদেরই নয় সকলের গাছেই এমন একই অবস্থা। তবে কিছু কিছু গাছে দু-একটা দেখা যাচ্ছে।
বাইরে যে প্রচন্ড রোদ তাতে এখন বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না তাই ভাবলাম বিকালে রওনা হবো। কিছুসময় পর সকালের খাবার খেয়ে নিলাম। তারপর ভাবলাম বাজার থেকে ঘুরে আসা যাক, আর তাছাড়া চুল কাটাতে হবে এবং কিছু জিনিসপত্রও কিনতে হবে।
![]() |
---|
![]() |
---|
ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তবে রাস্তায় বেরোতেই গাড়ি পেয়েছিলাম। বাজারে গিয়ে দেখি প্রায় সকল দোকান-পাট বন্দ। অন্যান্য সময় সারাদিনই খেলা থাকে তবে গরমের কারনেই এই অবস্থা এখন। বাজারে অনেকগুলো সেলুন তবে একটা বাদে বাকি সবগুলোই বন্দ ছিলো। প্রথমে ভেবেছিলাম চুল না কেটেই হয়ত বাড়ি চলে যেতে হবে।
তবে শেষমেষ একটাকে খোলা পেলাম। সেলুনে গিয়ে দেখি একজন চুল কাটাচ্ছে তবে আমাকে বেশি সময় অপেক্ষা করতে হলো না। তার পরেই আমি আমার চুল কাটিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে দোকানে গিয়ে বাড়ির জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। তারপর বিল মিটিয়ে গাড়িতে উঠে বাড়িতে চলে আসলাম।
Location | Product | Bd Price | Steem Price |
---|---|---|---|
Bangladesh | Glitter Dish Wash Liquid | 130 tk | 3.07 |
Bangladesh | Dettol Soap | 55 Tk | 1.30 |
বাড়িতে গিয়ে কিছু সময় বিশ্রাম নিলাম এবং স্নান সেরে নিয়ে দুপুরের খাবার খেলাম। তখনও রোদের প্রখরতা অনেক বেশি ছিলো তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে সকল জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমি বাড়িতে এসে কখনও এতদিন থাকি না। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে এসে ৩/৪ দিন থাকি তবে এবার বেশ অনেকদিন হয়ে গিয়েছে।
তাই বাড়ি থেকে যাওয়ার সময় বাবা- মায়ের মনও অনেক খারাপ হয়ে গেছে। ছোটবেলা থেকে মা - বাবাকে ছাড়া তাকার অভ্যাস নেই তবে ১০ম শ্রেণিতে পাস করার পর বাধ্য হয়ে বাড়ির বাইরে থাকতে হয়।
খুলনা থেকে তাড়াতাড়ি আবার বাড়িতে আসবো একথা বলে বাবা- মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মা আমার সাথে রাস্তা পর্যন্ত আসলো এবং আমি গাড়িতে উঠে রওনা দিলাম আর মা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলো। চোখের কোনে জলও দেখলাম তবে সেটা বুঝতে দিচ্ছে না আমাকে।
![]() |
---|
![]() |
---|
প্রায় ৩০ মিনিট পর কাতিয়ানাংলা বাজারে পৌছালাম। এখান থেকে আবার নতুন করে গাড়িতে উঠতে হবে। গাড়িতে ওঠার আগে সেখান থেকে টিস্যু পেপার কিনলাম।
Location | Product | BD Price | Steem Price |
---|---|---|---|
Bangladesh | Wallet Tissue | 10 Tk | 0.24 |
![]() |
---|
তারপর আবার গাড়িতে উঠলাম।বাড়ি থেকে খুলনা পৌঁছাতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। রাস্তার পাশে ধান ক্ষেতে কৃষক কাজ করছে। আবহাওয়ার সংবাদে বলছে যে কয়েকদিনের ভিতর বৃষ্টি নামবে এজন্য তার পূর্বে যদি কৃষক তার ফসল ঘরে উঠাতে না পারে তাহলে সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই খুব তাড়াহুড়ো করেই কাজ করে ফসল ঘরে তোলার চেষ্টা করছে।
বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেলো। তখন প্রায় ৭ টার বেশি বেজে গিয়েছিলো। অনেক দিন বাসায় আসা হয়নি তাই রুম অনেক অগোছালো হয়ে রয়েছে তাই সেগুলো আগে গোছাতে হবে। টুকটাক গোছানোর কাজ শেষ করে ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম।
এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমের কথা বললেন আমাদের এইদিকে গাছে গাছে ভালোই আম ধরেছে। গত কয়েকদিন যে পরিমান রোদ অবিশ্বাস্য সে জন্য দোকানপাট গুলো বন্ধ থাকে। আমার কখনো রোদের মধ্যে ছাতা নিয়ে বর হওয়া হয়ে উঠে নি। আপনার সারাদিনের কাজকর্ম পড়ে অনেক ভালো লাগলো। ভাল থাকবেন শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের এখানে আমের ফলন ভালো হলেও আমাদের এখানে হতাশাজনক। আম গাছ তো আছে অনেক তবে তাতে ২/১ আম খুজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালো করে আমাদের কাছে শেয়ার করার জন্য।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম বাগানের দিকে গিয়েছেন। বাংলাদেশে এখন প্রায় জায়গায় আমের ধরন খুবই কম হয়েছে এবছর বৃষ্টি না হওয়ার কারণে।
আপনি একেবারে ঠিক কাজ করেছেন প্রচন্ড রোদে অবশ্যই বাইরে যাওয়ার আগে ছাতা নিয়ে বের হওয়া উত্তম। বাজারে গিয়ে কিছু কেনাকাটা করছেন সেগুলো দাম উল্লেখ করেছেন।
বেশ ভালো লাগলো আপনার একটি দিনের কার্যক্রম পড়ে আপনার পরবর্তী দিনালিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে ধন্যবাদ দিনলিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আপনি দিনটি বিভিন্ন কাজ, ঘোরাঘুরি এবং ভ্রমনের মধ্য দিয়ে কাটিয়েছেন। অনেকদিন পর খুলনায় যাবেন বলে কিছু কেনাকাটা করেছিলেন। মায়ের জন্য আপনার বেশ মন খারাপ হচ্ছিলো। এটি স্বাভাবিক। কেননা মা এবং সন্তানের বন্ধন পৃথিবীর সব বন্ধনকে হার মানায়।
আপনার আগামীর জীবন শুভময় হউক সেই কামনা করছি। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা অনেকদিন পর খুলনা এসেছি তাই বাড়ি থেকে আসার সময় মনটা খুব খারাপ লাগছিলো৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit