The Performance i Conclude During 7 Days as Moderator

in hive-120823 •  6 days ago 
The Performance i Conclude During 7 Days as Moderator_20241112_164314_0000.jpg

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তাছাড়া ভালো না থেকে কি উপায় আছে কারন সব থেকে প্রিয় ঋতু অর্থাৎ শীতের অনুভূব হচ্ছে আস্তে আস্তে।

তবে ঋতু পরিবর্তনের কারনে আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে সকলের। অনেক দিন যাবত শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছি। সর্দিকাশি আর মাথা ব্যথা লেগেই আছে। হয়ত আবহাওয়ার সাথে আস্তে আস্তে মানিয়ে নিতে পারলে সুস্থ হয়ে যাবো।

যাই হোক, জীবনের প্রতিটা পদক্ষেপে নিত্য নতুন পরিস্থিতি থেকে অভিজ্ঞতা অর্জন করতে হয়। তেমনই আজ নতুন আরও একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি কারন মডারেটর হওয়ার পর আজই প্রথমবারের মতো নিজের কার্যাবলী সম্পর্কে রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।

প্রথমবারের মতো যেকোনো করতে গেলে অবশ্য মনের মধ্যে ভয়ের কাজ করে এটা ভেবে যে কোনো ভুল হবে না তো । তবে ভুল না করলে তো শেখা যায় না।

নতুন সদস্যের ভেরিফিকেশন প্রক্রিয়া
Screenshot_2024-11-08-20-25-38-703_com.discord.jpg
Screenshot_2024-11-06-15-36-41-419_com.discord.jpg

প্রথম অবস্থায় সকলেই যেকোনো কাজে অনভিজ্ঞ থাকে। এসপ্তাহে আমাদের পরিবারে নতুন একজন সদস্য যুক্ত হয়েছে এবং সে আমাদের পুরোনো একজন সদস্যের হাত ধরেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বরাবরই আমরা নতুন সদস্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারন এই প্লাটফর্ম সম্পর্কে তাদের অনেক কিছুই অজানা থাকে ।

বর্তমান সময়ে স্টিমিট প্লাটফর্মে নতুন একাউন্ট করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের নতুন সদস্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে ইচ্ছুক তবে সে একাউন্ট ক্রিয়েট করতে পারছিলো না। তখন আমরা সকলে মিলে অনেক চেষ্টা করে তার সমস্যার সমাধান করা হয়েছিলো।

আপনারা অবশ্যই অবগত আছেন যে, স্টিমিট প্লাটফর্মে নিজের কার্যক্রম শুরু করার আগে সকলকে নিজের পরিচয়মূলক পোস্ট লিখতে হয়। নতুন সদস্যকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী সে তার পরিচয়মূলক পোস্ট করেন।

তারপর তাকে ভিডিও ভেরিফিকেশন করার জন্য এডমিন ও কো- এডমিন ম্যামের সাথে আমিও যুক্ত ছিলাম ডিসকর্ডে। ভেরিফিকেশনের পাশাপাশি তাকে প্লাটফর্মে নিয়মাবলি সম্পর্কে অবগত করা হয়।

বিগত সপ্তাহে আমার পোস্ট যাচাইকরণ
DatePost Count
05-11-20245
06-11-20244
07-11-20243
08-11-20242
09-11-20243
10-11-20246
11 - 11 -20246

কমিউনিটিতে সবাই আর আগের মতো নিজের এনগেজমেন্ট ও পোস্টের সংখ্যা বৃদ্ধি করছে না। তাই আগের তুলনায় পোস্টের সংখ্যা অনেকটাই কম থাকে। বিগত সপ্তাহে আমি যতগুলো পোস্ট ভেরিফাই করেছি সেটা উপরে তালিকার মাধ্যমে উল্লেখ্য করেছি।

সদস্য হিসাবে আমার কার্যাবলী

কমিউনিটির সদস্য হিসাবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা অর্থাৎ নিয়মিত পোস্ট ও অন্যের পোস্ট পড়ে নিজের মতামত শেয়ার করা। তবে বিভিন্ন কারনে মাঝে মাঝে পোস্ট গ্যাপ হয়ে যায়। আমি নিম্নোক্ত পোস্টগুলো একসপ্তাহে শেয়ার করেছি -

Title
Thumbnail
কল্পনা!
pexels-josh-hild-1270765-2700332.jpg
মোবাইল- Mobile
pexels-noah-erickson-97554-404280.jpg
শূন্যতা পূরণ!
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErPPpwDY5zUVqKDpwrQGHRwmuBWRp9NXe9rjnoCEusFxReAMmSqVTEuJgmYSpiha5Tw3UERwWcJAFRRJ6RmajmkXR1zLnQybkELn.jpeg
শিক্ষকের প্রতি অনুগত থাকা উচিত সব সময়!
TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPhoc1jG312C4bbSVPUxCD6eheBe6WArQZRjtcGM4pgsqnQRe67LqG9Fph97t3UVCfvNy5iSsNwZ9wmjtarYS5KRbCX3CbHwbU.jpeg
শীতকাল!
TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkQHHz7oQVkheF12NBF1LgGTVSc53UtmTWCEEzE47neSnkLbck4Qh6K9WvFosViD8tGDRahRqVYJij4NWafC6fVon1qVR35pa9U.jpeg
পাওয়ার- আপ
IMG_20241112_120223.jpg

স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে নিজের অবস্থান দৃঢ় করতে পাওয়ার - আপ এর বিকল্প নেই। তাই আমাদের সকলকে নিয়মিত পাওয়ার আপ করা প্রয়োজন। তাছাড়া আমাদের যেকোনো একটা ক্লাবে অন্তর্ভুক্ত থাকা জরুরি আর ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অবশ্যই পাওয়ার আপ করতে হবে। একারনে আমরা সাধারণত প্রতি সপ্তাহে একবার পাওয়ার আপ করে থাকি। একসপ্তাহে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

উপসংহার

আশা করি সকলে আমার পোস্ট পড়ে আমার কার্যাবলী সম্পর্কে ধারনা পেয়েছেন। সময়ের সাথে সাথে কাজের প্রতি দক্ষতা ও দায়িত্ব দু’টোই বাড়বে। আমি চেষ্টা করবো সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে। ভালো থাকবেন সকলে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tanay123 আমার কাছে মুল ভালো লাগার বিষয়টি হলো আপনি কমিউনিটির নিয়মাবলী এখনও পর্যন্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছেন।

এটা অনেকেই বেশিদিন ধরে রাখতে পারে না, সময়ের সাথে দৈনন্দিন জীবনের কিছু কাজ যেমন আমরা অবহেলা করি অনেক সময়, ঠিক তেমনি ধৈর্য্য হারিয়ে ফেলতে দেখেছি এই প্ল্যাটফর্মে অনেককেই!

তবে, যদি নিজের মধ্যে থাকা এই একাগ্রতাকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন, এবং ভবিষ্যতেও একই ভাবে নিজের সবটা উগরে দিয়ে এখানে ধৈর্য্যের সাথে কাজ করে যান, তার ফল কিন্তু আপনি নিজেই চাক্ষুষ করতে পারবেন।
আমি নিজে কখনোই ভেঙ্গে পড়িনি এটা বললে মিথ্যে বলা হবে, তবে হাল ছাড়িনি কখনোই।

বেশিরভাগ কেউ পিছন থেকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে ফেলে দিয়ে নিজে এগিয়ে গেছে, অযথা আক্রমণের শিকার হয়েছি, ইচ্ছে করে ক্ষমতার অপপ্রয়োগ করেছে, এরকম নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে।

সকলের মতই আপনার শুরুটা প্রশংসার দাবিদার, তবে আমি কি তো শেষে বিশ্বাসী।
ওই যে, কথায় আছে, যার শেষ ভালো, তার সব ভালো!

আমরা কেউ ভুলের উর্ধ্বে নই, তবে পার্থক্য হলো, কেউ ভুল ধরিয়ে দিলে তাকে বাঁকা দৃষ্টিতে না দেখে, নিজের ভুলকে শুধরে নেওয়া।

যারা সেটা পারে, তারাই শেষে জয়ী হয়, বাকিদের মত আপনার কাছ থেকেও সেই আশা রাখি, তবে ওই যে বললাম, শেষটা সব প্রশ্নের উত্তর বহন করে।

ভালোভাবে কাজ করে যান, নিজের সবটা দিয়ে, পাথেয় করে রাখুন ধৈর্য্য, সততা আর কাজের প্রতি একাগ্রতা তথা নিষ্ঠাকে।

সত্যি, আপনাকে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারন আপনি আমাকে কমিউনিটিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। তারপর থেকে সকল বিষয়ে আমাকে দিকনির্দেশনা দিয়েছেন এবং সব সময় সততা আঁকড়ে ধরে কাজ করার পরামর্শ দিয়েছেন।

আমিও এটাই বিশ্বাস করি যে সততার মাধ্যমে নিজের কাজ করা উচিত। পরবর্তীতেও কমিউনিটির প্রতিটা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবো।

সত্যিই তাই, ভুল করলে সেটা শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে না হলে সেই ভুল বারবারই করে যেতে হবে। আমিও আপনার সকল পরামর্শ মেনে চলবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আেনার মূল্যবান সময় দিয়ে মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

Loading...

আপনি আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন এটা দেখে অনেক ভালো লাগলো।

এবং মডারেটর হিসাবে আপনার ওপরে কমিউনিটিতে কিছুটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব গুলো আপনি অনেক সুন্দর ভাবে পালন করে থাকেন যা আমরা সবাই জানি। এবং যখনই আমাদের এই কমিউনিটিতে নতুন কোন সদস্য আসে তখন তাদের সাথে একান্ত ভাবে আপনারা কথা বলেন এবং ফেস ভেরিফিকেশন করে থাকেন ঠিক তাই করেছেন নতুন সদস্য আসার পরে।

যাইহোক ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পরিদর্শন করতে পেরে শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

আমিও কমিউনিটির সামান্য একজন সদস্য তবে প্রতিদিন সামান্য কিছু দায়িত্ব থাকে যেগুলো পালন করার চেষ্টা করি। নতুন যুক্ত হওয়া সদস্যদের ভেরিফিকেশন করার মাধ্যমেই তাদের যাত্রা শুরু হয়, এটা তো আপনারা সকলেই জানেন। ধন্যবাদ আপনাকে।

দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই একটি সপ্তাহের সমস্ত কার্যক্রম আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আর একদম ঠিক বলছেন শীতের আবহাওয়া মানুষের শরীর অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে বিশেষ করে সর্দি জ্বর প্রায় প্রত্যেক ঘরে ঘরেই।

নতুন নতুন শীত পড়ছে তো এজন্য সকলেই অসুস্থ হয়ে পড়ছে। আর বিশেষ করে দিনের বেলায় গরম আর রাতে শীত পরার কারনে সবারই টুকটাক ঝামেলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্য।

প্রথমেই জানাবো ভাইয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা জেনে অনেক খুশি হলাম একজন মডারেটর হিসেবে আপনি আপনার কমিউনিটিতে সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি আমার নিজের প্রতি অনেক ভরসা পেলাম।

কারণ আমি নতুন,,,,, একটা পোস্ট করতেও আমার ভীষণ ভয় লাগে। মনে হয় কোথায় কোথায় না জানি কি কি ভুল হইল।কিন্তু আপনি একদম ঠিক বলেছেন ভুল না করলে কখনো কিছু ড়ড়শেখা যায় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

নতুন অবস্থায় আমরা যেকোনো বিষয় অনভিজ্ঞ থাকি এজন্য প্রতিটা পদক্ষেপে মনের ভিতর ভয় কাজ করে। আপনি যেহেতু নতুন তাই কোনো বিষয়ে মনে সন্দেহ থাকলে অন্য কারো কাছ জেনে নিবেন। অনেক ধন্যবাদ আপনাকে মতামত প্রদানের জন্য।