আপনার লেখাটা অনেক মনযোগ দিয়ে পড়লাম।সত্যিই চারিদিকে এত দুর্নীতি,একটা সৎ মেধাবী ছাত্রের পক্ষে জীবনধারণের জন্য একটা চাকরি জোগাড় করা অসম্ভব হয়ে পড়ছে।আমাদের দেশেরও একই অবস্থা।আমার বন্ধুদের দেখি,বুঝতে পারি,একটা চাকরির জন্য কি মরিয়া হয়ে চেষ্টা করছে।ছোট থেকে বড় হলাম,সারাজীবন শিখে এলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।এখন এটা পল্টে গেছে।তবে শুধু চাকরির অপেক্ষায় না বসে থেকে যারা নিজের থেকে কিছু করছে তাদের জন্য অসংখ্য সম্মান ,কিন্তু এর মাঝে যাদের সে আর্থিক সচ্ছলতা নেই,তাদের কথা ভাবলে খারাপ লাগে।কয়েকটা নোংরা মানুষের জন্য দেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে।সতিই এসব ঘটনা চোখের সামনে দেখলে খুব খারাপ লাগে।
RE: শিক্ষিত বেকার একটি যুবকের বেকারত্ব ঘোচানোর প্রচেষ্টা।
You are viewing a single comment's thread from:
শিক্ষিত বেকার একটি যুবকের বেকারত্ব ঘোচানোর প্রচেষ্টা।
We support quality posts and comments anywhere and any tags.
Curated by : @sduttaskitchen
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit