দিদি এক ফুলের তো অনেক ধরনের নামও থাকতে পারে এমনও অনেক ফুল আছে যা আমাদের দেশে এবং কি পুরো বিশ্বে বা অন্যান্য দেশে ভিন্ন ধরনের নামও থাকতে পারে ৷ আমি তো ইচ্চা করলে গুগলে সার্চ করে ফুলের নাম টা নিতে পারতাম আমি তো এতকিছু ভাবি নি যে ফুলের নির্দিষ্ট নামটি দিতে হবে যেটা সবাই চিনে থাকবে ৷
যাই হোক আপনার মতামত টুকু পড়ে আরো অনেক কিছু বুঝতে পারলাম ৷ চেষ্টা করবো আমার ভূল গুলো সংশোধন করার ৷ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার মতামত টুকু বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷ শুভকামনা রইল আপনার জন্য ৷ 🤍🌼
আমি আপনাকে সেভাবে বলিনি। অথবা আপনার ভুল হয়েছে সেটাও জানাইনি। আমি শুধুমাত্র বলেছি, আমি যতদূর জানি এই ফুলটার নাম টাইম ফুল। কারন আমাদের এদিকে এই নামেই ডাকা হয়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit