এবিবি-ফান প্রশ্ন- ৮৬ || কড়ি দিলে কি সত্যিই বাঘের দুধ মেলে?steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কড়ি দিলে কি সত্যিই বাঘের দুধ মেলে?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

বাড়ির পোষা বাঘ মনে হয় তাই অল্প টাকা পয়সা দিলেই দুধ দিয়ে দেয়। 😛

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার এক বন্ধু এক বাঘ মালিকের কাছ থেকে কড়ি দিয়ে বাঘের দুধ কিনে নিয়ে এসেছিল। পরে দুধ খাওয়ার সময় বুঝল সেটা ছাগলের দুধ । বাকিটা বুঝে নেন।

ছাগলের রং বদলে দিলেই সে ত ম্যা ম্যা ছাড়া কিছুই করবে না। হাঃ হাঃ

ভাইয়া তাও তো খাওয়ার সময় ছাগলের দুধ পায়ছে, যদি ইদুঁর বিড়ালের দুধ হতো তাহলে কি করতো বেচারা, হি হি হি।🤣🤣

কড়ি দিলে কি সত্যিই বাঘের দুধ মেলে?

বাঘের তো দুধই হয় না,তো কড়ি দিলে মিলবে কি করে।বাঘিনী হলে চেষ্টা করা যেত।

বাহ বাস্তব সম্মত একটা আনসার দিয়েছেন অনেক ভালো লাগলো।

তাহলে প্রশ্নটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন দেখছি ভাইয়া। কড়ি দিলে বাঘিনী দুধ দেবে বিষয়টি সত্যি।

ঠিক ঠিক। বাঘ তো ছেলে।

একটা গাভির নাম বাঘ রেখে দিতে হবে। তাহলে তো কড়ি ওই গাভী নামক বাঘটির দুধ পাওয়া যাবে।হা হা হা

সেটা করলেও মন্দ হয় না। গাভীর নামটাই বাঘ রেখে দিলেন।

বাজার থেকে একটা গাধা কিনতে হবে, সঙ্গে কিছু বাঘের ছাল-চামড়া।তারপর আরকি গাধার গায়ে সেগুলো পরিয়ে দিলেই দিব্যি বাঘ হয়ে যাবে।আর গাধার দুধ বাঘের দুধ বলেই চালিয়ে দিলেই হলো।দুধের রং দেখে তো আর কেউ বুঝতে পারবে না।

বাঘের দুধ তো লিকুইড আকারে পাওয়া যায় না। বাঘের দুধ দেখতে অনেকটা ওল বা মাশরুমের মতো। ধরা পড়ে যাবে তো.... হা হা হা....🤣🤣

তাহলে দুধের মধ্যে একটু ওই রঙের ফুড কালার মিশিয়ে দিলেই হবে। আর লিকুইড না হলে ওল ও মাশরুম তো আছেই বাড়িতে।হি হি

সেরা। জাস্ট সেরা। হাসতে হাসতে পেটে খিলি লেগে গেলো। হাঃ হাঃ।

☺️☺️ধন্যবাদ দাদা।

স্বামীর নাম যদি কড়ি হত তাহলে খুব ভালো হতো। কড়ি বাঘ কে দিয়ে দিতাম আর চেয়ে চেয়ে দেখতাম বাঘের দুধ মিলে কিনা।🤪🤪🤪

হাঃ হাঃ। স্বামীদের ঘোর বিপদ।

এখন থেকে বৌদির কথা মত চলবেন দাদা। না হলে কিন্তু খুব বিপদ আছে। 🤪🤪🤪

আপু আপনি তো সাংঘাতিক মানুষ। বাঘের দুধের জন্য স্বামীকে বাঘের মুখে ঠেলে দিতেন। 🤪🤪🤪

কড়ি দিলে কি সত্যিই বাঘের দুধ মেলে?

কড়ি দিলে এখনকার মেয়েদের মন মিলে যায়, আর বাঘের দুধ তো কোন ব্যাপারই না😀😀।

কি যে বলেন ভাই? আপনার কথা শুনে তো হতবাক হয়ে গেলাম। এভাবেও মেয়েদের মন পাওয়া যায়? তা কি আসলেই সত্য

আসলে সত্যি না হলেও নকলে হলেও সত্যি😀😀

বিষয়টির সাথে আমি শতভাগ সহমত প্রকাশ করছি ভাইয়া

যতই চেষ্টা করুন কড়ি দিয়ে সব মেয়ের মন পাবেন না।

এটাও বটে দাদা সবাই তো আর সমান না।

ভাইয়া আপনার অভিজ্ঞতার কথা জেনে ভাল লাগলো। কিছু কড়ি জমিয়ে আপনাকে দিবো। সিংগেল থাকতে আর ভাল লাগে না, হি হি হি।😀😀😀😀

আগে কড়ি জমা দেন, বাকিটা বাকি থেকে যাবে দেখবেন।

সনদুধ কিনতে টাকা লাগে
যায় না কড়িতে পাওয়া,
বাঘের দুধ ভেবে ভেবে
ইঁদুরের দুধ খাওয়া,,,,,
♥♥

আমার তো মনে হয় ইঁদুরের দুধ বাঘের থেকেও দামী হবে

তাই বুঝি??

গল্পে গরু যেমন গাছে উঠে আজকে কবিতায় ইদুঁরও দুধ দেয়।😀😀😀😀

সংসার জীবনে বউ বাঘের রুপ নিয়ে থাকে। আর বউকে কড়ি বেশি দিলে খুশিতে থাকে।বউ খুশিতো সংসারে খুবই শান্তিতে বসবাস করা যায়। তাই কড়ি দিলে বাঘের দুধও পাওয়া যায় বলে আমি মনে করি।

বউরা সিংহী হয় ভাই। বাঘ তো ছেলে মানুষ

কড়ির ঝনঝনানিতে যদি অনেক অনেক গার্লফ্রেন্ডকে খুশি করা যায় তাহলে
কড়ি দিলে বাঘের দুধও পাওয়া যেতে পারে !!!

একটাই শান্ত হয় না আবার অনেক অনেক। হাঃ হাঃ।

এটাই তো দাদা কড়ি দিলে যদি একটাও শান্ত করা যায়,
তাহলে বাঘের দুধ এ আর এমন কি কঠিন ব্যাপার !!!!

একটা ছাগল কিনতে হবে। সেটাকে বাঘ এর রঙ করতে হবে। তারপর সে দুধ দিলেই হয়ে যাবে বাঘের দুধ।

খুব সুন্দর বলেছেন ভাই, এভাবেই বাঘের দুধ খাওয়া যাবে

আপনার উত্তরটা সেরা ভাইয়া হা হা হা

আপনার আইডিয়াটা ভালো এভাবে যদি করা যায় তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাবে।

ছাগলের সাইজ ছোটো হয়ে গেলো না?

ভাই আপনার আইডিয়ার জন্য আপনাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার,হা হা হা।😁😁😁

কড়ি দিলে সব কিছুই পাওয়া সম্ভব। তবে বাঘের দুধ না পাওয়া গেলেও। আমার মনে হয় বাঘিনীর দুধ পাওয়া যাবে।

তাহলে বাঘিনীকে ধরা হোক।

মোস্ট পাওয়ারফুল থিংস বর্তমানে টাকা! এই টাকা থাকলে বাঘের দুধ না, একটা আস্ত বাঘকেই কেনা যাবে 😁

বাঘ কেনা গেলেও বাঘে তো আর দুধ দেবে না দেবে বাঘিনী। খিক খিক

হাহাহা! এভাবে তো ভেবে দেখেনি 😁

দাদা আপনি আমাকে কিছু কড়ি দেন আমি একটু চেষ্টা করে দেখি হা হা হা।
টাকা দিয়ে তো সবকিছুই মিলে তাহলে বাঘের দুধ কেন নয়। চিড়িয়াখানায় গিয়ে সেখানকার লোকদের বেশি করে টাকা দিয়ে বাঘের দুধ নিয়ে চলে আসব হা হা হা

১০ কড়ি দিলাম গিয়ে একবার চেষ্টা করুন দেখি।

সেই ছোট্টবেলা থেকে এই কথাটি শুনে আসতেছি কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও দেখতে পেলাম না। বাঘের দুধ কিনে আনা সত্যিই এটা অপূর্ণ থেকে গেল কথাটি আবার তুলে ধরলেন দাদা।

বাঘ কি আদৌ দুধ দেয়? সে যে ছেলে।

না ভাইয়া,কড়ি দিলেও কিছু কিনতে পারবেন না। কারন কড়ি এখন চলে না। 😂তবে হে, টাকা দিলে শুধু বাঘের দুধই নয়, বাঘ ও কিনে নিতে পারবেন।👍😊

বাঘ কি টাকা খায় না মাথায় দেয়?

আপু টাকা দিলে আপনাদের দিকে বাঘও দুধ দেয় না কি..? আগে তো জানতাম না,.....হা হা হা। 😂😂😂

কড়ি দিলে কেনা যায় না এমন জিনিস খুবই দুর্লভ, হোক না সেটা অসম্ভব।। আপনাকে ঠকিয়ে বলে দেবে যে আসলে সেটা বাঘের দুধ, বাকিটা বুঝে নেন। তবে টাকার পাওয়ার আছে, এটা বুঝাতেই এই প্রবাধ ব্যবহার করা হয়।।

শেষ লাইনটা খুব দামী। টাকার পাওয়ার আছে।

জি ভাই কড়ি দিলে বাঙ্গালি ছাগলের দুধকেই বাঘের দুধ বলে চালিয়ে দিবে,হি হি হি । বাঙ্গালি বলে কথা।

বক্তার উচিত একবার কড়ি নিয়ে চিড়িয়াখানা তে বাঘের কাছে ট্রাই করার। এরপর বাঘ যদি হালুম করে উঠে বলে, "ওরে ব্যাটা আমি বাঘ। বাঘিনী না। কুছ তো ইজ্জত করো! " বলে ঘাড় মটকে দেয়, তবে কর্তৃপক্ষ দায়ী না কিন্তু। 😆

তাহলে কালকে একবার আলিপুর চিড়িয়াখানা দিয়ে ঘুরে আসি। কি বলেন আপনি....🤣🤣

দারোয়ান কে আগে টাকা দিয়ে সেটিং করে বাঘিনীর খবর নিলেই তো কেল্লাফতে।

দিদি আপনি ঠিক জাগায় হিট করেছেন।😆😆😆

বাঘ দুধ দেবে কিনা সেটা তো তার মুড এর উপর নির্ভর করছে। কারণ তুমি তো জানো, মেয়েদের মুড ৩৯ সেকেন্ড পর পর সুইং করে। তাই কড়ি দিয়ে বাঘিনীর দুধ আনতে গেলে তোমাকে দুধ দেবে, নাকি কামড়ে দেবে সেটা বলা মুশকিল। তবে দশকর্মার দোকানে টাকা দিলে ঠিকই পেয়ে যাবে এইটুকু আমি জানি। এইবার যদি খুব সাহস থাকে তাহলে সুন্দরবন চলে যাও, বাঘের সাথে সরাসরি কথা বলো।

বাঘের যতই মুড থাক, দুধ দিলে একমাত্র বাঘিনীই পারবে।

দাদা বাংঙ্গালিরা অনেক চালাক। তারা ছাগলের দুধকেই বাঘের দুধ বলে চালিয়ে দিবে.... হা হা হা ...🤣🤣

বাঘ দেখে মাল নেবো

ক্ষিদে লাগলে যেমন বাঘে ধান খায় তেমনি এই দুর্মূল্যের বাজারে কিছু করে তো খেয়ে পরে বেচে থাকা লাগবে।শিকার করে আর কতই পেট চলে।তাই বাঘেরা এখন দুধ বিক্রি করে পেট চালাচ্ছে।সব পেটের দায় দাদা,সব পেটের দায়।

আপনাদের ওই দিকে কি বাঘ দুধ ফেরি করে বেড়ায় নেকী তাহলে। হা হা হা 🤣🤣

খালি ফেরি করে না,বলে দাদা বাসায় দুটো ছোট ছোট বাচ্চা আছে।আপনার দুধ না কিনলে তারা না খেয়ে থাকবে।😝

আমারও তাই মনে হচ্ছে। খিক খিক।

কড়ি দেখলে যেখানে মাটি হা করে। আর সেখানে কড়ি দিলে বাঘের দুধ পাওয়া যাবে না এটা তো হয় না। কথায় আছে টাকার নৌকা পাহাড় দিয়ে চলে।

নৌকা পাহাড়ের উপর দিয়ে চলা দেখার আমার খুব সখ।

আরে ধুর, অতো কথা বলার টাইম নাই আগে বাড়ির ঠিকানাটা দিন, কিছু পয়সা দিয়ে দুধ নিয়ে আসি। কাশিটা মোটেও ভালো হচ্ছে না, বাঘের দুধে যদি একটু কাজ হয়, হা হা হা হা।

আমারও অনেক ঠান্ডা কাশি লেগে রয়েছে ভাইয়া যদি বাঘের দুধ পান তাহলে আমাকে জানাবেন আমিও কিছু টাকা দিয়ে আসব।

দাদা পয়সার জমানা চলে গেছে আমিও পয়সা নিয়ে গিয়ে বাঘের দাবড়ানি খেয়ে এলাম। হাঃ হাঃ

ভাই বাঘের দুধ খেলে কাশি চলে যায়, সেটা আপনাকে কোন ডাক্তার লিখে দিলো। সেই পাগল ডাক্তারকে একটু দেখতে চাই,........হা হা হা।

আসলে ব্যাপারটা হয়েছে কি দাদা জানেন।বাঘ কিন্তু আমাদের দুধ দিতে চায় শুধু আমরাই ভয়ে দোয়াতে যাই না। তাই সাহস করে একবার কড়ি দিতে যাইয়েন তখন এই বুঝবেন আসল ব্যাপার 🥲।

আপনি সাহস করুন আমরা পিছনে পিছনে আছি।

ভাই সাহস করে দুধের আশায় বাঘের কাছে কড়ি দিতে গেলে। যাওয়ার আগে স্টিমিট পাসওয়ার্ডটা কারো কাছে দিয়ে যাবেন। কারন আপনি তো আর আসতেছেন না। হা হা হা 😛😛😛

এখন পৃথিবীর যা অবস্থা তাতে টাকা দিলে সব কিছুই পাওয়া যাচ্ছে, সেখানে বাঘের দুধ তো স্বাভাবিক কিছু।

ভাই অল্প দুধ নিয়ে আসেন তাহলে খেয়ে দেখি 😛

ভাই কোন দেশের বাঘ দুধ দেয়,সেটা যদি জানাতেন তাহলে গিয়ে দেখে আসতাম আর সাথে করে দুধ নিয়ে আসতাম।হা হা হা 😛😛😛

আসলেই কড়ি দিলে বাঘের দুধ মেলে। সেটা হচ্ছে-আপনি(কড়ি) যদি যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনার দ্বারা সবই (বাঘের দুধ)সম্ভব।

যতই যোগ্যতা থাকুক। বাঘ কিন্তু দুধ দেয় না। বাঘিনী দেয়।

ভাইয়া, বাঘের হুকুম ছাড়া যদি বাঘিনী না দেয় তখন?

ভাই কি যোগ্যতা অর্জন করলে বাঘ দুধ দিবে, সেটা যদি প্রকাশ করতেন। তাহলে জেনে কাজে লাগানো যেত। 😛😛😛