আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৪

in hive-129948 •  3 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

লেখকঃ

@rupok

লেখকের অনুভূতিঃ

পছন্দের মানুষের সবকিছুই মানুষের ভালো লাগে। তার কাজল কালো চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মানুষের কাছে সবচেয়ে প্রিয়। তাইতো মানুষ সবসময় প্রিয় মানুষকে খুজে ফেরে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার মনের মানুষ তুমি
তোমায় খুজে ফিরি,
তুমি বিহনে অন্তরে মোর
জ্বলে আগ্নেয়গিরি।

মায়া ভরা মুখটি তোমার
চাঁদের মতো দৃষ্টি
কি অপরূপ করে বিধাতা
করেছে তোমায় সৃষ্টি।।

ভাবি আমি একা একা
কবে পাবো তোমার দেখা,
হাতটি ধরে বলবো তোমায়
তুমি আছো আমার হিয়ায়।

দারুন লিখেছেন। বেশ ভালই মিলিয়েছেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

তার কাজল কালো আখি খুজি মেঘলা আকাশে
তার ভূবন মোহিনী হাসি খুজে ফিরি দখিনা বাতাসে
তার সেই হাসি এখনো ঝড় তোলে বুকের কোনে
সে কি আমার হৃদয়ের হাহাকার জানে?
সে কি জানে তারপ্রতি আমার অগাধ ভালবাসা?
তার খোজে বারবার অতীতে ফিরে আসা।
সে কি কখনোই বুঝবে না আমাকে?
সুখ কি পাব না কভু এ জীবনে।

বাহ চমৎকারভাবে কাব্য প্রতিভা বিকশিত হচ্ছে।

অনেক অনেক ধন্যবাদ ভাই।অনেক উৎসাহ পেলাম

তোমার চোখের নীল সমুদ্রে
আমি শীতল হই ডুবে ডুবে
তোমার ওষ্ঠদ্বয়ের রাঙ্গা আভা
হৃদয়ে ভাসায় প্রেমের ভেলা।

আপনি যদি আপনার ভালোবাসার মানুষটির নীল চোখের সমুদ্রে ডুবে শীতল হন তাহলে তো আপনার আর লোডশেডিং এ ভয় নেই। 😅😅

এই জন্যই তো বাড়িতে এসি কিনি না, খামোখা টাকা পয়সা নষ্ট করার কি দরকার, হি হি হি

মনের এসি বড় এসি।😅😅

বিদ্যুৎ ছাড়াই যেখানে চলে এসি, মজাই মজা।

কারেন্ট বিলের খরচ বাঁচিয়ে আমাদেরকে জিলাপি কিনে দিলেই তো হয়।

স্বপ্নটা ভালো দেখতেছেন তাহলে, দেখেন দেখেন

এই সেরেছে, নীল সমুদ্রে ডুব দিলে আপনি কবিতা লিখবেন কেমনে😜।ভাবি জানে তুমি টা কে?🤪🤪

হৃদয়ের সমুদ্রে ডুব দেয়া যায় সাথে কবিতাও লেখা যায়, কোন সমস্যা হয় না

বাবারে, কত বড় হৃদয় সমুদ্র ও আছে,তা সমুদ্র কি ঢেউ আছে?আর মাছ আছে,থাকলে আমারে কিছু সামুদ্রিক মাছ পাঠিয়েন😜😜

সব আছে কিন্তু কাউকে দেয়া নিষেধ আছে, রুলস ব্রেক করা যাবে না।

আরে আমারে দিলে কিছু হবে না,আমি কাউকে বলবো না।মাছ এই চেয়েছি,খেয়ে দেখতাম হৃদয়ের সমুদ্রের মাছের স্বাদটা কেমন🤪🤪

একদম ভালো না, খুব পঁচা। এসব খেতে হবে না

ভেলা নিয়ে নীল সমুদ্রে যাওয়া কিন্তু রিস্ক আছে হা হা হা।

ভালোবাসায় কোন রিস্ক নেই শুধু প্রাপ্তি আর প্রাপ্তি হি হি হি

ঠিক বলেছেন ছ্যাকা টাও কিন্তু একটা প্রাপ্তি হি হি হি।

আবার জিগায়, ভালোবাসায় সবই প্রাপ্তি টক কিংবা মিষ্টি হি হি হি

কোন রিস্ক নেই। কারণ প্রেমের মরা জলে ডোবেনা। হা হা হা

হা হা হা কিন্তু মরার আগেই তো ডুবে যাবে।

তোমার চোখে খুঁজি আমি ভালোবাসার পথ
তোমায় নিয়ে বাধবো ঘর এই নিলাম শপথ
তোমায় পেলে পূর্ণ হবে আমার জীবনের সব
তুমি আমার ভালোবাসার গভীর অনুভব।

শপথও নিয়ে নিয়েছেন, তাহলেতো এবার সংসদের পাঠিয়ে দিতে হবে

তোমার ওই গভীর,উজ্জ্বল কাজল কালো দুই আঁখি,
স্মরণ করিয়ে দেয় দুজনার চলার পথ কতখানি বাকি।
তোমার আঁখি ব্যক্ত করে আমার না বলা ভাষা,
কতশত ব্যথা আর লুকিয়ে থাকা কত ভালোবাসা।
তোমার ঠোঁটের কোণের দীপ্ত হাসি,
আমাকে জীবন্ত করে তোলে অহর্নিশি।।

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

তোমার কাজল কালো চোখ।
আমায় ডাকে দিবা নিশি,
তোমার ঠোঁটের মিষ্টি হাসি,
আমি খুবই ভালোবাসি।

আহারে কি ভালোবাসা!!!

প্রায় একই রকম হয়ে গেল না লাইনগুলো?

তোমার ওই বাকাঁ ঠোটের হাসি
মুগ্ধ করে আমাকে বারোমাসী,
তোমাতেই মজে থাকি সারাক্ষণ
শুধু তোমাতেই ভালোবাসা খুজিঁ

🤭

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

তোমার ঐ শ্যামলা বরণ গায়ের রং
আমার হৃদয়ে ছড়ায় তীব্র আলোড়ন,
তোমার নুপুরের নিক্কন ধ্বনি
হৃদয়ের পরতে প্রবল প্রতিধ্বনি।

তুমি আমার রঙিন স্বপ্ন ,
শিল্পীর রঙে ছবি
তুমি আমার চাঁদের আলো ,
সকাল বেলার রবি ..
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল ..
তুমি আমার ভালোবাসার
সুন্দর গোলাপ ফুল

খুব ভালো লিখেছেন।

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

তোমার ওই ডাগর দুটি চোখে
যখন পড়ে কাজলের ছায়া
মন তার কোন এক কোনে
শুধু খোজে তোমায়

তোমার ওই রাঙানো ওষ্ঠ দুটি
যখন লুকিয়ে হাসে
মন তার কোন এক কোনে
শুধু খোজে তোমায়

তোমার ওই মিষ্টি চোখে,
পেয়েছি আমি সুখের সন্ধান।
হারাতে চাইনা কখনো তোমাকে,
রাখবো জড়িয়ে ধরে বুকের ও মাঝে।
তোমার ঠোঁটের ওই মুচকি হাসি,
পাগল করে আমায়।

এই জন্যই বোধহয় ছেলে পাগলের সংখ্যা এতো অধিক, হি হি হি

হাসি দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে
এটাতো অশনি সংকেত হা হা হা।

আপনার লাইনগুলো আমার খুব ভালো লেগেছে।

আজকের অনু কবিতাঃ

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

তুমি হাসলে রোদ্র উঠে
কাধঁলে জড়ে বৃষ্টি
ওগো মোর প্রিয়া আমি তোমায় ভালবাসি।

তুমার মায়াবী আখিঁ
দেখে মৃদু হাসি
ওগো মোর প্রিয়া আমি তোমায় ভালবাসি।

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

তোমার কাজল কালো চোখের মায়ায় পড়েছি আমি ফাঁদে,
নেওনা আমায় তোমার অন্তরের মায়ার বন্ধনে বেঁধে।

তোমার ঐ মিষ্টি ঠোঁটের স্নিগ্ধ মধুর হাসি।

পাগল করেছে আমায়, শুধু মন চায় প্রিয়তমা তোমাকেই অন্তত দিয়ে ভালোবাসি।

তোমার ওই মায়াবী চোখ,
আমি খুজে পেয়েছি সুখ।
আপলোকে তাকিয়ে থাকি,
শুধু তোমায় ভালবাসি।
তোমার ওই হাসির ঝলকে,
মন উদাসীন পলকে পলকে।

তাহলে তো বেশী হাসা যাবে না, না হলে ঘন ঘন লোডশেডিং এর মতো উদাসীন হয়ে যাবেন, হা হা হা। সুন্দর হয়েছে ছন্দ।

হাসির ঝলকে মন তো উদাসীন হবেই
ওই হাসি কে এড়িয়ে চলতে হবে হা হা হা।

বাহ চমৎকার লিখেছেন।

তোমার ঔই স্নিগ্ধ চুলের ঘ্রান
আমাকে করেছে মাতাল।
তোমার গালের ঐই টোল
আমাকে করে পাগল।

🤪🤪,,হি হি,,আমি ও চার লাইন লিখতে পেরেছি😜😜

যা বাবা, তাহলে তো পাগলা পানি খেতে হবে না, সুলের গন্ধ শুকলেই মাতাল হয়ে যাবো, হা হা হা

খালি তো সারাদিন সারাদিন মেকাপ মেকাপ করেন,,চুলে কি আর মেকাপ দেওয়া হয়।😜😜

তোমার চোখের বাঁকা চাহনিতে
আমার হৃদয় করে তোলপাড়
আমি হারিয়ে গিয়েছি সেই কবে
নিজেকে যেন খুঁজেই পাইনা

শেষের দুই লাইন আরো একটু সুন্দর হতো, যদি
আমি হারিয়ে গিয়েছি সেই কবে
নিজেকে যেন খুঁজেই পাইনা আর। আর শব্দটা যুক্ত করলে ছন্দটা পূর্ণতা পেতো, তবুও ভালো লিখেছেন।

ভাইয়া লিখতে আর পারি কই, আপনাদের দেখে একটু চেষ্টা করছি আর কি।
তবে এটুকু বলতে পারি আপনি কবিতা অনেক অনেক ভালো লিখেন।

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি

তোমার ওই রেশমী কালো চুল দেখে,
মুগ্ধ আমি তোমার রূপে
তোমার হরিণীর মত চাহনিতে
আমি হারিয়েছি নিজেকে তোমার মাঝে।

ভাই বেশী দূর যাইয়েন না, পরে কিন্তু নিজেকে আর খুঁজে পাবেন না হা হা হা

তোমার ওই মুখের হাসি
আমি যে বড্ড ভালোবাসি।
চেয়ে থাকে এই চোখ
তোমার ওই মিষ্টি মুখের পানে।

সারাদিন সারাবেলা
ভাবি বসে রাতদিন।
আছো তুমি থাকবে তুমি
আর কেউ নেই যে।

তোমার ওই কাজল কালো আঁখি
আমি চেয়ে রই দিবানিশি
তোমার ঠোঁটের মুচকি হাসি
আমি তারেই খুঁজে ফিরি


-:সংযোজন:-
তোমার ওই কাজল কাল আঁখি
হৃদয় মেমোর বাজে বিষের বাঁশি।।
তোমার ঠোঁটের মুচকি হাসি
করেছি আমায় প্রবাসী।।
সেই হাসি দেখতে যখন এলাম বাংলাদেশে
বধু বেশে তখন তুমি অন্যের ঘরে চলে গেলে।।
কাজল কালো আঁখি আর মিষ্টি হাসি
আমার জীবনে হলো এখন সর্ব গ্রাসী।।

তোমার কাজল কালো দুই আঁখি
আমার হৃদয়কে করেছে পাগল,
তাইতো আমি খুঁজি তোমায় দিবানিশি,
বুঝাবো কি করে আমি যে তোমারে কত ভালবাসি।
তোমার গোলাপ রাঙ্গানো ঠোঁটের হাসিতে,
প্রয়োজনে জীবন ঝোলাবো ফাঁসিতে।

কি যাদু ঐ কাজল কালো দুটি চোখে
ফিরাতে পারি না আমি দৃষ্টি,
চেয়ে থাকি শুধু অপলক নয়নে আমি
এ যেন বিধাতার অপরুপ সৃষ্টি।

তোমার প্রেমের স্নিগ্ধ ঘ্রাণ
ব্যাকুল করে দেয় আমার এ প্রাণ
যে চোখে তোমার ভালোবাসার আগুন
সে চোখেতে আমার প্রেমেরি ফাগুন