এবিবি- ফান প্রশ্ন-১১৫ || ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

কোন মেয়ের নাম আজ পর্যন্ত আকাশ রাখা হয়েছে, এমনটা দেখেছেন? আকাশ শুধু ছেলেদের নামই রাখা হয়ে থাকে। আর কে না জানে আকাশ হলো খোলামেলা, উন্মুক্ত আর উদার। তাই ছেলেদের মন হলো শরতের আকাশের মতো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেয়েদের প্রতারণার কারণে কিন্তু ছেলেদের মন উদার হয়। সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়। তেমনি মেয়েরা ছেলেদের সাথে প্রতারণা করার কারণে ছেলেদের মন উদার হয়।

ছেলেদের মন উদার এটা ঠিক,কারণ তারা হাজারো মেয়েকে মনের মধ্যে রাখতে পারে,উদারতা নিয়ে।আর মেয়েরা একজনেই আসক্ত সেজন্য উদারতা একজনের জন্যই,হাহাহা।

হ্যাঁ ছেলেদের মনে অনেক মেয়ে থাকে।

মা
বোন
বউ
ভাবি
কাকি
ফুপি
খালাম্মা
নানী
দিদা
শিক্ষিকা

🤣🤣🤣ঠিক ঠিক🤣🤣🤣

সুমন দা... ডজন খানেক গার্লফ্রেন্ড লিখতে মনে হয় ভুলে গেছেন🤣

ঠিক বলেছেন দাদা।সেটা তো উদার মনের মানুষের একটা বৈশিষ্ট্য।

হা হা হা 🤣

ওটা বলা যাবেনা ব্রো 😆😜

@rex-sumon আরে এদের গুনে লাভ নেই।এদের মাঝেও যে কত শত,হাজার মেয়ে যাদের রাখার দরকার নাই তারাও থাকে সেটা বলবেন না?সোজা বাংলায় @rupaie22 দাদা বলে দিয়েছেন।হাহাহা।

একদম হান্ডেট পার্সেন্ট রাইট ভাই।

একটা বাদ পড়ছে ভা্ই সেটা হলো শালী, হা হা হা।

ওটা মনে ছিল। পাবলিক আবার কি বুঝবে সেটা ভেবে লিখি নাই 😜

থুক্কু ভাই ভুল হয়ে গেছে, 😜

প্রকাশ হইয়া গেলো। 😜

আপনারও ছাড় নাই,স্ক্রিনশট নিছি,ভাবিকে দেখাবো বলে🤭

হি হি হি আমি ভয় পাই নাকি

ভয় না পেলে এখনই ভাবীকে বলেন।নাহলে আমাকে নাম্বার দেন আমি কল দিয়ে সব কীর্তি বলব,হাহাহা।

ভাবিকে কল দিচ্ছি আমি

ছেলেদের মন উদার বলেই তারা একই জায়গায় অনেক জনকে স্থান দিতে পারে।

আমি তো ঐটাই বুঝাইছি,উদার মনে হাজারো রমনীর স্থান,হাহা।

মন থাকলে তারপর না উদর হবে।মেয়েদের তো মনই নেই, তার বদলে রয়েছে আস্ত একটা পাথর খন্ড। যেটা দিয়ে শুধু মাত্র ছেলেদের কোমল আর পবিত্র মনকে দিনের পর দিন পিষে যাচ্ছে। এই জন্যই তো কবি ধীরেন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন- পুরুষ জাতি ততদিন অসহায়, যতদিন না পর্যন্ত তাদের মন জমে পাথর না হয়ে যাচ্ছে।

আপনি দেখি মেয়েদের মন নিয়ে বেশ গবেষণা করেছেন। তা কয়েক জনের পাথর খন্ডে পিষেছেন🤣🤣.তা আপনি আছেন নাকি ভর্তা হয়ে গিয়াছেন 😜

আপনি দেখি মেয়েদের মন নিয়ে বেশ গবেষণা করেছেন

এক যুগ ধরে গবেষণা করেছি তবে কোনো ফলাফল বের করতে পারিনি। কারণ মেয়েদের মন ৩০ সেকেন্ড পর পর সুইং করে সুতরাং কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া বেশ মুশকিল।

তা আপনি আছেন নাকি ভর্তা হয়ে গিয়াছেন 😜

আমি নিজেই ভর্তা করি। আমাকে ভর্তা করার মতো কেউ নেই আপাতত।😎

হাহাহা, ভাই। দারুন বলেছেন।

আসলে আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলাম ভাই।🤣

আমাদের বউ নেই তো তাই আমরা বাস্তবতা তুলে ধরতে পারি হাহাহা....

কথা সত্য... আজ যদি বউ থাকতো আর এই কথা বলতাম, তাহলে হয়তো আমার ডান হাতটা ভাঙ্গা থাকতো।🤣

ব্যাচেলার আছি জন্য বুকে সাহস আছে, হাহাহা।

ধীরেন্দ্রনাথ সাহেব ঠিকই বলে গিয়েছেন দাদা 😁। পাথর না হওয়া পর্যন্ত পুরুষ জাতি অসহায়

জলদি মন কে পাথর করে ফেলেন...🤣

ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?

অর্ধেক মানবী তুমি পুরোটা ছলনা
স্বার্থের বাইরে তুমি কিছুই বোঝনা।

একমাত্র নিজের স্বার্থের বাইরে মেয়েরা এক কদম ফেলতে নারাজ, তাই উদারতার বালাই চোখে পরে না।

ছেলেদের মন উদার না জন্যই মেয়েদের উদার মন দেখতে পায় না। ছেলেদের মন উদার হলে মেয়েদের উদার মন ঠিকই দেখতে পেত।

একদম ঠিক বলেছেন আপু।

উদারতা চিনতে কি উদার হওয়া লাগে?? চাপাবাজি 😂

উদার না হলে উদারতা কি তা কেমনে চিনবে। যে জিনিস আপনার নাই সে জিনিস কি আপনি চিনবেন বলেন?

যে জিনিস আপনার নাই সে জিনিস কি আপনি চিনবেন বলেন?

হ্যা চিনি তো।।।

অন্য মানুষের বউ তো আমার না। কিন্তু আমি তাদের চিনি। 🤭

এটা কি উদার মনের পরিচয় দিলেন?

উহু্.. যুক্তি দেখালুম 😃

একদম ঠিক বলেছেন আপু ছেলেদের মন যেমন ছোট তেমনি অন্যদেরকেও নিজের মতো ভাবে আরকি। 😅😅

সব মেয়েদের মন আবার ছোটো হয় না 🤠 কিছু কিছু মেয়েদের মন বেশিরভাগ ছেলেদের মতোই উদার হয় 😎। তাই তারা তাদের মনে একসঙ্গে অনেক ছেলেদের জায়গা দিয়ে দেই 🥴। তবে এই একসঙ্গে উদার ভাবে অনেককে জায়গা দেওয়ায় ছেলেরা বেশী এগিয়ে তাই এককথায় ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না 🥲।

মেয়েদের মন বুঝতে হলে মেয়েদের মত সুন্দর মন লাগে। কিন্তু ছেলেদের মন বিশাল ঠিক কিন্তু সুন্দর না।ছেলেদের মন আকাশের মত ঠিক , তাই তো আকাশ যেমন ক্ষনে ক্ষনে পরিবর্তন হয় ,এই যেমন কখনো কালো ,কখনো আকাশি আবার কখনো সাদা ঠিক এমনিই করে ছেলেদের মন পরিবর্তন হয়। তাই তো আকাশে যেমন তাঁরা ,নক্ষত্র ,চাঁদ ইত্যাদি থাকে তেমনি ছেলেদের মনে সালেকা ,মালেকা,ফুলবানু ইত্যাদি থাকে। 😜😜বেশি উদার তো তাই কাউকে ছাড়তে চায় না 🤣🤣.স্বপ্ন দেখে আকাশের লক্ষ লক্ষ তাঁরার মত যদি তারাও গার্লফ্রেড থাকতো।

মেয়েদের মন বুঝতে হলে মেয়েদের মত সুন্দর মন লাগে।

মেয়েদের মুখের মত মনেও মেকআপ করা থাকে তাই কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা অসম্ভব।

আকাশে যেমন তাঁরা ,নক্ষত্র ,চাঁদ ইত্যাদি থাকে তেমনি ছেলেদের মনে সালেকা ,মালেকা,ফুলবানু ইত্যাদি থাকে।

এই কথা সত্যি, কারণ ছেলেরা চায় সবাইকে সমান ভাবে ভালোবাসতে। তারা কোনো ভেদাভেদ করে না।

স্বপ্ন দেখে আকাশের লক্ষ লক্ষ তাঁরার মত যদি তারাও গার্লফ্রেড থাকতো।

এই কথাও সত্যি। তবে তারার মত সুন্দর গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ এখনকার যুগের মেয়েরা সব ময়দা সুন্দরী। তাই এক্ষেত্রে আমাদের কিছুটা হতাশ হয়ে ফিরতে হয়।

ছেলেদের মন উদার বলেই তো অনেক জনের জায়গা থাকে মনে। আর মেয়েরা শুধু একজনকে ভালোবাসে। তাইতো বাকি জায়গাটুকু প্রিয়জনের দেয়া কষ্ট দিয়ে ঢেকে রাখে। মেয়েরা যদি উদার হয়ে যেত তাহলে অনেকের জায়গা হতো মেয়েদের মনে। 🤭🤭

ছেলেরদের মন উদার কারণ তারা ফ্রুটিকা খায় আর সত্য বলার সাহস রাখে। মেয়েরা তেতুলের টক খেয়ে চোখ মেরে মেরে চিটিং করে, উদারতা দেখাবে কখন!

ফ্রুটিকা খেয়ে সত্যি কথা কতটুকু বলেন সেটাই দেখার অপেক্ষায়। এখন তো আজকাল ফ্রুটিকা মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়।😅😅😅

তাইতো বলি মেয়েরা এত তেতুলের টক খায় কেন

উদার সেতো পুরুষের নাম
সবাই ভালো জানে,,
নারী সেতো মমতাময়ী
পুরুষ ও তা মানে।

আকাশ যদি পুরুষ হয়
নারী নীলাম্বরী,,
দুজন দুজনার পরিপূরক
আহা!! মরি মরি।
♥♥

মেয়েদের উদার মন সবাইকে দেখাতে হয় না গোপন করে রাখতে হয়। আর ছেলেরা উদারতা কাকে বলে সেটা জানেই না এজন্য মেয়েদের মন উদার কিনা সেটা বুঝে না।

ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?

ছেলেদের উদার হওয়ার একটাই কারণ তা হলো ছেলেদের মনে কোন প্যাঁচ থাকেনা। কিন্তু মেয়েদের মনে এত প্যাঁচ যে ওদের উদারতা খুঁজেই পাওয়া যায় না।

মেয়েরা ত্যাগ স্বীকার করতে পারে না ছেলেরা ত্যাগ স্বীকার করতে পারে সেজন্যই মেয়েদের মন উদার নয়।

মেয়েদের মধ্যে হিংসা বেশী হা হা হা। একটি উদাহরণ দেই, পরীক্ষার হলে যখন একটি ছেলে বন্ধু ছেলেবন্ধুকে দেখায় এর পুরো খাতাটাই কিন্তু দিয়ে দেয় কিন্তু অপর একটি মেয়ে বান্ধবী যখন একটি মেয়ে বান্ধবীর কাছে কোন সাহায্য চাই সেই বান্ধবীটা জেনেশুনে ভুল উত্তর জানিয়ে দেয় এবং এই বিষয়টা আপনারা না মানলেও এটাই সত্য। এজন্যই ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না।

আমার সাথে মিলে গেলো রে ভাই🤣। ক্লাস ১২ এ আমি যখন টেস্ট পরীক্ষা দেই তখন আমার ফিজিক্স এর একটা এক্সট্রা খাতা হটাৎ করে খুজে পাচ্ছিলাম না। আমার মনে শুধু এইটুক ছিল যে, আমার পেছনে যে বন্ধু বসে ছিল তাকে দেখার জন্য দিয়েছিলাম। পরে জানতে পারলাম আমার খাতা কি করে যেনো লাস্ট বেঞ্চে অব্দি চলে গেছে।🤣

এটাই হল ছেলেদের উদারতা, আপনার জায়গায় একটি মেয়ে হলে কি করতো? ভেবেই আমার হাসি পাচ্ছে।

পরীক্ষার হলে কিন্তু সবাই হিংসা করে। ছেলে হোক কিংবা মেয়ে। তবে যাই বলুন না কেন ছেলেদের থেকে মেয়েদের মন অনেক উদার।

মেয়েদের নাম আকাশ রাখা হয়নি ঠিকই কিন্তু চাঁপা রাখা হয়।
আর এ কারণেই তাদের মন আকাশের মতো উদার না হয়ে চিপাচাঁপা হয়েছে।

ভাই একদম মনের কথা বলেছেন 🤣🤣। আসলেই তাদের মন চিপাচাঁপা😃🤣😃

দারুন বলেছেন। এভাবে কখনো চিন্তা করে দেখিনি তো।

মেয়েরা আকাশ হতে চায় না। কারণ আকাশে লক্ষ তারা থাকে। আর লক্ষ তারার পিছে তো ছেলেরাই ঘুরে। 🤭🤭

তাহলে তো বোঝা যাচ্ছে ছেলেদের মন আকাশের মত উদার।

ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?

কারণ হলো মেয়েদের একটা মন থাকে আর ছেলেদের হাজারো মন। এই সিম্পল স্বাভাবিক কারণেই বিশেষ করে মনের দিক থেকে মেয়েরা পেরে ওঠে না ছেলেদের সাথে।

মেয়েরা তুলনামুক স্বার্থ টা বেশি বুঝে একটু,ছেলেদের চেয়ে তাই।আর স্বার্থ বুঝতে যেয়েই তো উদার হওয়াটা হয়না।এজন্যই কিছু ছেলেরা উদার হয় স্বার্থ কম বুঝার কারণে।

মেয়েরা যে পরিমাণ ধোঁকাবাজ প্রতি মুহূর্ত ছেলেদের ধোঁকা দিয়ে চলে যায় ছেলেরা উদার না হলে তো হার্ট ফেইল করে মারা যেত।
তাই ছেলেদের মন এত উদার।

বাহ মজা পেলাম ভাই। চমৎকার বলেছেন।। 🤣

ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?

ছেলেরা সবসময় গরম ভাত খায়। আর মেয়েরা ঠান্ডা বাসি ভাত খায়। তাই ছেলেদের মন উদার হয় আর মেয়েদের এই বাসি পাচার মতো মন পঁচে যাই।

মেয়েরা নিজেরা ঠান্ডা বাসী ভাত খেয়ে ছেলেদেরকে গরম ভাত খাওয়ায় এ থেকেই বোঝা যায় উদার কে।

মেয়েরা যদি উদার না হতো তাহলে, এক মা তার সকল সন্তানকে সমান ভাবে দেখত না !

মেয়েদের মনে তো হিংসায় ভরা। এক মনে উদারতা আর হিংসা জায়গা হয় না। ছেলেদের মনে কোন হিংসা নেই বরং আকাশের মত উদার। যে মেয়েই প্রপোজ করুক না কেন তারা কাউকে ফিরিয়ে দেয় না। কারন ফিরিয়ে দিলেই তো মেয়েটা কষ্ট পাবে। আর একজন ছেলে হয়ে মেয়েদের কষ্ট কিভাবে সহ্য করবে,হি হি হি।😎😎😎

আমার বউ জানতে পারলে আগামীকাল আমার হুইল চেয়ার লাগবে🤣🤣🤣

মেয়েদের মন জিলাপির প্যাচের মত যার কারণে তাদের মন কোন ভাবেই ছেলেদের মত উদার হয় না।

আসলে মেয়েদের উদারতা অনেকজনের মধ্যে ভাগ করে দিতে হয় তো তাই সবই কম কম পায়।ফলে ভাবে মেয়েরা উদার নয়।কিন্তু আদপে তার ভীষণ উদার।তাই কারো প্রোপোজ ফেরায় না।আর ছেলেরা একজনকে নিয়েই সন্তুষ্ট।তাই তার সব উদারতা একজনের জন্যই।এজন্যেই মেয়েদের চেয়ে ছেলেরা উদার।

মেকআপের আটা ময়দার প্রলেপের নিচে উদারতা ঢাকা পড়ে আছে। মেকআপ ছাড়া তো মেয়েদের দেখাই যায় না, উদারতা কেমনে দেখা যাবে তাদের থেকে। 😄

তা আপনাদের উদারতা কি চেহারায় ভেসে উঠে 😜😜.তা এইটা কি ভাবি জানে ?

কত তরুণ আটা ময়দার আড়ালের রূপের কাছে নিহত হয়েছে আল্লাহ ভালো জানে! 😁

হাহাহা! দাদা আপনার যুক্তির সাথে পুরোপুরি একমত আমি! ছেলেদের মন আসলেই আকাশের মত উদার, খোলামেলা! সেই আকাশে ঘুড়ি উড়ায় কিছু মেয়ে! কিন্তু ঘুড়ির প্যাচালে আটকে যায় উদার আকাশ! হয়ে যায় ঘন কালো সবকিছু

এরপর যখনই আপনার মনের আকাশে কোনো মেয়ে ঘুড়ি উড়াবে তখন বৃষ্টি বর্ষণ করে দেবেন। সব ঘুড়ি ভিজে নিচে পড়ে যাবে। 🤣

হাহাহা!! তাই করতে হবে 😂

জন্মের পর থেকেই মেয়েদের লক্ষ্য থাকে স্বামীর বাড়ি গিয়ে স্বামীর মাথায় বেল ভেঙে খাবো। আর ছেলেদের লক্ষ্য থাকে যত কষ্টই হোক আমার বউকে আমি দুধে মাছে খায়িয়ে খুশি রাখবো। তাই ছেলেদের মত মেয়েদের মন এতো উদার হয় না।

বিয়ের আগে সবাই মনে করে ছেলেদের মন উদার। আসলে বিয়ের পর বোঝা যায় উদার নামক শব্দটি শুধু কল্পনায় ভেসে বেড়ায়। সবটাই মনের ভুল।

কে বলেছে মেয়েদের মন উদার না। ছেলেরা তো উদার শুধু প্রেমিকার ক্ষেত্রে। আর মেয়েরা তার সারা জীবন দিয়েে একটি পরিবার কে আগলে রাখে । এটা কি উদার না হলে সম্বভ। কারন মেয়েরা তো কন্যা জায়া জননী।

Follow me back