আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০২

in hive-129948 •  2 years ago 

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ডাক্তার-রোগী (ডাক্তার-রোগীর সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রোগী ডাক্তারের চেম্বারে গেলে।
রোগী: এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাতে এসছি।
ম্যাম: আপনার স্লিপ কোথায়?
রোগী: আমি সু জুতা পায়ে দিয়ে এসেছি। ম্যাম:এপার্টমেন্ট স্লিপ এর কথা বলছি। ওকে একটু ওয়েট করুন।
রোগী:ওজন মাপতে হবে না। আমার ওজন মাত্র ৬৫ কেজি।
ম্যাম: কি সব বলছেন আপনি?
রোগী: আপনি তো ওয়েট করতে করতে বললেন।

এবার ডাক্তারের কাছে গেলে।
ডাক্তার: আপনার কি সমস্যা?
রোগী: আমার রাতে ঘুম হয়না। এর জন্য আগে ১০০ টাকার ঔষধ খেয়েছি কিন্তু কিছু হয়নি।
ডাক্তার: আমি আপনাকে ৪০ টাকার ঔষধ দিচ্ছি।প্রতিদিন দুই চামচ করে খাবেন।
রোগী: এর আগে ৫০০ টা চামচ খেয়েছি কিন্তু কিছু হয়নি। এখন দুটো চামচ খেলে ঠিক হয়ে যাবে।

দারুন ছিল বৌদি। পড়ে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। 😅😅

হা হা হা মজার ছিলো বেশ, বৌদিও দেখি দারুণ দারুণ জোকস জানেন।

ভাইয়া আপনার জোকস বেশ মজার ছিলো। আমি তো হাসতে হাসতে শেষ।

বৌদি বেশ ভালো জোকস পারে তো।বেশ মজার ছিলো।😆😆

এসবই আপনাদের দাদার ক্রেডিট। ও আমাকে আমাকে প্রায়ই মজার মজার জোকস শুনায়।

সত্যিই অনেক ফানি ছিলো😆

দাদা, আপনাকে জোকস শুনায়, তাহলে দাদা কে ত ধরতেই হবে নেক্সট হ্যাংআউটে দাদার থেকে জোকস শুনব।

আচ্ছা তাহলে এই হলো আসল ব্যাপার, দাদা সত্যি দারুণ একটা মজার মানুষ। হাসি খুশি থাকুক সর্বদা এইভাবে।

এটা দারুণ মজার ছিল বৌদি,😅😅।

এইরকম ২-৩ টে রুগি পেলে ডাক্তার ও রুগি হয়ে যাবে । হাসতে হাসতে শেষ পুরাই। বেশ মজা পেলাম বৌদি।

হাহাহাহা বেশ হাসালেন বৌদি ।

এমন রোগী পেলে ডাক্তারি ছেড়ে দিতে হবে 😂😂😁

রোগী: ডাক্তার ডাক্তার, আমার চোখে ঝাপসা দেখছি।
ডাক্তার: (পরীক্ষা করে)আপনার চোখের অপারেশন করতে হবে।
রোগী: ডাক্তার ডাক্তার, আমি আপনার চোখের মধ্যে একজন প্রেমিক ও প্রেমিকাকে দেখতে পাচ্ছি।আপনি কি আমার চোখের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন?
ডাক্তার: কই কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
রোগী: ডাক্তার, আমার চোখের নয় আগে আপনার চোখের অপারেশন করতে হবে।

আজকাল রোগিরাও ডাক্তারদের হতে বেশী চালাক হয় হা হা হা ।

রোগীরাও এখন ডাক্তারি না পড়ে বড় মাপের ডাক্তার ,হি হি।

দুনিয়ায় এত জায়গা থাকতে প্রেমিক-প্রেমিকারা কেন ডাক্তারের চোখের মধ্যে হয়েছিল 🙄

ওটাই তো মজার রহস্য ভাইয়া।হি হি

ডাক্তারঃআগামী কাল সকালে আপনার ইউরিন টেস্ট করা হবে।আপনি এক বোতল ইউরিন নিয়ে চলে আসবেন।

রোগী পরের দিন একবোতল ইউরিন আর এক প্যাকেট বিস্কুট নিয়ে হাজির।

ডাক্তারঃইউরিন তো বুঝলাম কিন্তু বিস্কুট এনেছেন কেন?

রোগীঃনা সকাল বেলা খালি মুখে টেস্ট করবেন তার থেকে ভাল বিস্কুটের সাথেই টেস্ট করুন।

হাহাহাহা , খুব হাসলাম রে ভাই ।

আপনাদের হাসি তেই আমার খুশি।ধন্যবাদ ভাইয়া

হা হা হা ডাক্তারের তো বেহুঁশ হয়ে যাওয়ার কথা বিস্কুটের খুশিতে

হাহাহাহহাহা।ঠিক ভাই ঠিক।

হাহাহা ডাক্তার বেজায় খুশি হয়েছে

হা হা হা... এটা খতরনাক ছিল ভাই। খুব হাসলাম।

ধন্যবাদ দাদা। হাসাতে পেরে অনেক ভাল লাগল।

রোগী দাঁতে ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে এলেন, ডাক্তার সব দেখে বললেন, আপনার দাঁতে ইনফেকশন হয়েছে এবং দাঁতটি তুলে ফেলতে হবে, ৫০০ টাকা লাগবে। রোগী ভেবে বললেন আমার কাছে ৫০ টাকা আছে, আপাতত এর বিনিময়ে দাঁত ঢিলা করে দিন, বাকি টাকা দিয়ে অন্য সময় ফেলে যাব।

হাহাহা বেশ মজার ছিল ভাই ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

এটা চমৎকার বুদ্ধি এমন বুদ্ধি তো সবার থাকা প্রয়োজন 😁😂

বল্টু তার প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বললো,স্যার নিচে ঔষুধ নাম কি লিখেছেন কোন ফার্মেসিতে পাচ্ছি না।কেউ বলছে এই ঔষুধ কেবল তৈরি হচ্ছে, আবার কেউ বলছে সামনে সপ্তাহে এনে দেওয়া হবে।এখন আমি কি করবো।
ডাক্তার প্রেসক্রিপশন দেখে বললো,এটা পাবেন কি করে,এটা তো আমার সিগনেচার 😉😉

শেষে অনেক হাসি পাইলাম আপু গো।

হা হা,😜😝😝

হা হা হা হা, ডাক্তার বাড়ীর মানুষ আপনার অভিজ্ঞতা বেশী, পরের বার বলে দিবো ঔষধ না পেলে আপনার সাথে সাক্ষাত করতে ।

আমি আবার ঔষধ বানাতে পারি😜😜

ডাক্তার কি তাহলে আমার সিগনেচার কপি করল 🤣

কেমনে বলতাম,কে কার সিগনেচার কপি করেছে😜

আমার সিগনেচার ও অনেকটা এরকমই লাগবে কারণ কোন আগামাথা নেই

ডাক্তারঃ এর আগে আপনি কখনো (Pneumonia) নিউমোনিয়াতে কষ্ট পেয়েছেন?
রোগীঃ হ্যাঁ একবার পেয়েছিলাম।
ডাক্তারঃ সেটা কতদিন আগে?
রোগীঃ স্কুলে মাস্টার মশাই যখন ইংরেজিতে নিউমোনিয়া শব্দের বানান জিজ্ঞেস করেছিল তখন।
ডাক্তারঃ কষ্টটা পেলেন কিভাবে?
রোগীঃ নিউমোনিয়া শব্দটি বানান করতে ভুল করেছিলাম, তাই মাস্টার মশাইর বেত্রাঘাতে কষ্ট পেয়েছিলাম।😀😀

এখন একজন সুন্দরী মেয়ে গেছেন ডাক্তারের কাছে।
ডাক্তার: আপনার কি সমস্যা?
সুন্দরী মেয়েটি: স্যার ব্যথা, বুকে প্রচণ্ড ব্যথা।
ডাক্তার: বুকের কোথায় ব্যথা এবং কি করে ব্যথা পেলে?
সুন্দরী মেয়েটি: বুকের ঠিক মাঝখানে ব্যথা। প্রেমের ছ্যাকা খেয়ে ব্যথা উঠেছে।
ডাক্তার একটু চিন্তা ভাবনা করেই বললেন, আপনি নায়ক বাপ্পারাজের কাছে যান।

এ্যা, উনাদের চিকিৎসা কি বাপ্পারাজ করেন, তা উনার চেম্বার জানি কোথায়? হা হা হা

রোমান্টিক ভাইয়া, উনার চেম্বার-আপনারা চলে আসুন এই ঠিকানায়, ২০১ ছ্যাকনা তলায়।

বুকের সমাধি ভেঙে গানটি শুনতে বলুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে

বল্টু: ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কাল থেকে আমার পেটে খুবই যন্ত্রণা হচ্ছে।
ডাক্তার: তাহলে তো খুবই সমস্যা। তো আপনি কাল কি খেয়েছিলেন?
বল্টু: আমি তো তেমন কিছু খাইনি আপনি প্রেসক্রিপশনে যা লিখে দিয়েছিলেন তাই খেয়েছি।
ডাক্তার: ডাক্তার সাহেব বললেন তাহলে আপনার আল্ট্রাসনোগ্রাফি করতে হবে। এবার আল্ট্রাসনোগ্রাফি করা হলো। পেটের ভিতর ছয়টি চামচ পাওয়া গেল। ডাক্তার জিজ্ঞেস করল চামচ কি করে পেটের মধ্যে আসলো?
বল্টু: আপনি তো বলেছেন সকালে তিন চামচ ও রাতে তিন চামচ খেতে।
ডাক্তার: এবার ডাক্তার রেগে মেগে বলল আমি আপনাকে তিন চামচ ঔষধ খেতে বলেছি চামচ সহ খেতে বলিনি।

হা হা হা খালি চামচ বলেছিলো ভাগ্যিস নইলে আরো মেলা কিছু পাইতো

ডাক্তার সাহেব খুবই চালাক মানুষ। শুধু চামচ খেতে বলেছিল। বেশি কিছু খেলে যদি আবার মরে যায় তাহলে তো রোগী কমে যাবে। 😅😅

বড় বড় চামচ মানুষ কিভাবে খায় 😂😁😁😁 ক্রিয়েটিভ আইডিয়া ছিলো রোগীর, ভাগ্য করে এমন রোগী পাওয়া যায় 😂😁😁

রাত্রি বেলা রোগী গেছে চোখের ডাক্তারের চেম্বারে
ডাক্তারঃ আপনার চোখে সমস্যা কি রকমের।
রোগীঃআমি দুরের জিনিস দেখতে পাইনা।
ডাক্তারঃ আকাশের দিকে ইশার করে। চাঁদ উঠেছে দেখতে পারছেন?
রোগীঃ জি দেখতে পারছি।
ডাক্তারঃ আর কত দুরের জিনিস দেখতে চান?
🤔🤔🤔

রোগী: ডাক্তার সাহেব কয়েকদিন থেকে আমার প্রচন্ড শ্বাসকষ্ট আর কাশি হচ্ছে।
ডাক্তার: আপনি কি সিগারেট খান?
রোগী: আমি সিগারেটও খাই মাঝে মাঝে বিড়িও খাই। আপনার কাছে যা আছে তাই দিতে পারেন আমার কোন আপত্তি নেই।

সিগারেটের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এখন তাই করতে হবে 😂😂

এক চিত্রনায়িকা গেছেন ডাক্তারের কাছে।
ডাক্তার: বাহ্! আপনার ওজন তো দেখছি আগের চেয়ে এক কেজি কমেছে!
চিত্রনায়িকা: হু, এমনটাই হওয়ার কথা।
ডাক্তার: কেন?
চিত্রনায়িকা: কারণ, আমি আজকে মেকআপ করিনি!

বলেন কি ভাইয়া, মেকআপে এক কেজি ওজন বাড়ে,🥺।

তাহলে বুঝেন এবার, আটা ময়দার দাম কেন দ্রুত বাড়ে হা হা হা হা

হ্যাঁ, সত্যিই তাই।

আমি জানতাম আপনি মেকাপ ছাড়া কিছুই বলবেন না😆😆

😁😁😁

কি বলেন! আমার তো মনে হয় না কোন মেকাপের ১ কেজি হতে পারেন।

খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম ভাইয়া !! সামনে বাজারে ময়দার সংকট আরো চরম পর্যায়ে না পৌঁছে যায় হা হা হা।

চিন্তা করে লাভ নাই, আটা ময়দা খাওয়া ছাড়তে হবে হি হি হি

হাঁসা তো থামছেনা আমার ভাইয়া😆😆😆😆

থামান থামান জলদি নইলে কিন্তু হাসি মাইন্ড করবো, হা হা হা

হাহাহা , সব তাহলে মেকআপের কারসাজি ।

ভাই আপনার সব রাগ দেখি মেকাপের উপর।মেকাপে মনে হয় অনেক খরচ হয় ,তাই না?

জানতে চাইলেন নাকি খোঁচা দিলেন বুঝলাম না কিছুই

নায়িকা তো সত্য কথা বলেছে সেজন্য আর কিছু বললাম না 🙊🙊

মেকআপের কি গুণ। সোজা এক কিলো কম। হাঃ হাঃ।

দারুন বিষয় না, হা হা হা হা

রোগী ঃ রোগী ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই আপনি আমাকে যে মলম দিয়েছেন তা কাজ করছে না?
ডাক্তার ঃ আপনি মলম কোথায় লাগিয়েছেন?
রোগী ঃআম গাছে?
ডাক্তার ঃআম গাছে কেন?
রোগী ঃআপনিই তো বলেছেন, যেখানে ব্যাথা পেয়েছি সেখানে মলম লাগাতে।

হা হা হা। ভাল জোক্স ছিল ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ভালো জায়গায় লাগিয়েছে আরো কয়েক টন মলমের দরকার হবে 😂

ভাই গাছটি তো চারা গাছ ছিল, তাই এত লাগবে না।হা হা হা।

তাহলে তো কোন বিষয় না তাড়াতাড়ি সেরে যাবে।

রুগী: ডাক্তার সাব হুট করে আমার মাথা গরম হয়ে যায়। তখন মুখে যা আসে তাই বলি।
ডাক্তার: জনাব আপনার তো কিডনি ফেল করেছে।।
রুগী: তা স্যার কয় নাম্বারের জন্য ফেল করেছে।
ডাক্তার: মাথা ঠান্ডা করুন!
রুগী: ধুর মশাই চিকিৎসা নিতে আসছি পরামর্শ না।।

হা হা হা, চিকিৎসার সাথে পরামর্শ ফ্রি থাকে।

আসলে কিছু কিছু ডাক্তারেরা চিকিৎসার চেয়ে পরামর্শটাই বেশি দেয়।

একদম ঠিক কথা বলেছেন আপনি অনেক সময় ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তারের ভালো ভালো কথা শুনে অর্ধেক মাইন্ড সেটআপ ঠিক হয়ে যায়

এক ডাক্তার সাইনবোর্ড টাঙিয়ে দিলো: ‘মাত্র ৫০ টাকায় চিকিৎসা করান। বিফলে বুঝে নিন ৫০০ টাকা।‘

এক লোক ভাবলো, রোগী সেজে ৫০০ টাকা কামানোর ভালো সুযোগ।
রোগী: আমার মুখে কোনো স্বাদ নাই। যা-ই খাই সব সমান।
ডাক্তার: নার্স, ২২ নম্বর শিশি থেকে ৩ ফোঁটা ওষুধ এই রোগীকে খাইয়ে দাও।
রোগী: ওয়াক থু! এতো কেরোসিন...
ডাক্তার: ওয়াও! কেরোসিন চিনতে পেরেছেন! এই তো আপনার মুখে স্বাদ ফিরে এসেছে। ৫০ টাকা দিন।

রোগীর থেকে ডাক্তারটা একটু চালাক, অনেক সময় রুগীরা তা ভূলে যান।খুবই মজার ছিল আপনার কৌতুকটি।

অতি চালাকের গলায় দড়ি, হা হা হা

এক মোটাসোটা স্বাস্থ্যবান রোগী গিয়েছে ডাক্তারের কাছে। তো ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে বলল আপনার ডায়াবেটিসের সাথে সাথে আরো অনেক ধরনের সমস্যা। আপনাকে কিছু নিয়ম মানতে হবে।

ডাক্তার : আপনাকে কয়েক প্রকার ওষুধ দিলাম। কিন্তু ওষুধের চেয়ে আপনাকে বেশি ডায়েটের প্রতি যত্ন নিতে হবে। মানে নিয়ম করে খেতে হবে।

রোগী : ঠিক আছে স্যার আমি সবকিছু অক্ষরে অক্ষরে পালন করব।

ডাক্তার : আপনাকে সকালে ও রাতে দুইটি করে পাতলা রুটি খেতে হবে। আর দুপুর বেলা দুই কাপ ভাত খাবেন।

রোগী : ঠিক আছে স্যার বুঝলাম কিন্তু রুটি ভাত খাওয়ার আগে খাব না পরে খাব।
হা হা হা হা !!!

  ·  2 years ago (edited)

শিক্ষা অফিসারের স্কুল পরিদর্শন

শিক্ষা অফিসার:- ক্লাসে ঢুকে এক ছাত্রকে জিজ্ঞাসা করল
বলত, SKY মানে কী?
ছাত্র:- আরকাশ
আরেকটি ছাত্রকে জিজ্ঞাসা করল বলত
Air মানে কী?
ছাত্র :- বারতাশ ।
শিক্ষা অফিসার:- টিচার কে বলল সবাই 'র' এর উচ্চারণ বেশি করতেছে কেন ?
টিচার বলল, ওটা ওদের অরভাস ।
তখন

শিক্ষা অফিসার বলল, সারবাস সারবাস।।

হেহেহে, ভালো ছিলো তো

চারদিকে শুধু 'র'এর ছড়ারছড়ি। হা হা।

এক রোগী গেছেন চোখের ডাক্তারের কাছে
ডাক্তারঃ তা আপনার চোখে কি ধরণের সমস্যা?
রোগীঃ ওই যে মাঠে গরু চরছে আপনি দেখতে পারছেন?
ডাক্তারঃ জি দেখতে পারছি।
রোগীঃ কিন্তু আমি দেখতে পারছি না। 🙂🙂🙂

হা হা হা, তাহলে গরু আছে সেটা বুঝলো কিভাবে

সে হয়তো ইচ্ছে কানা 😁

এ এক বিরল রোগ তাকে সে গরুর লেজ দিয়ে পিটাতে হবে।

ঞঅনেক বড় ডিগ্রিধারী এক ডক্টর।16 কিংবা 17 বছরের এক তরুনী। চিকিৎসা করতেন।তরুনী অনেকটা মানসিক রোগীর মতন।

তরুনী ডা. এর রুমে প্রবেশ করল।
ডা. কেমন আছো এখন
তরুনীঃ এতগুলো ওষুধ লিখে দেন আপনার এত ওষুধ খেয়েও আমার মাথা ব্যথা কমে না কেন জানতে পারি?
ডা.কি বল তোমার মাথা ব্যথা কমেনি এখনও।
তরুনীঃ আমার মনে হয় আপনার নকল করে পাশ করে এতগুলো ডিগ্রী অর্জন করেছেন তাই আপনার ওষুধের সহজে আমার কাজ করে না।
ডা.হেসে হেসে বলে তাই বুঝি।
তরুনীঃ ডা. রের হাসি সহ্য করতে না পেরে তার চোখ থেকে চশমা খুলে টেবিলের উপর আচার দিয়ে বলে হ্যা তাই,,,
ডক্টর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তরুণীর দিকে,,,,

এক লোক ফাটা বালতি নিয়ে গিয়েছিল ডাক্তারের চেম্বারে-
ডাক্তারঃএকি,আপনি যে এই ফাটা বালতি নিয়ে এসেছেন এখানে?
লোকঃজি,আপনি তো প্লাস্টিক সার্জারি করেন।তাই নিয়ে এলাম এটার সার্জারি করাতে।

হা হা হা ভাগ্যিস শুধু বালতি নিছে সাতে বদনা নেয় নাই

রোগী: আসবো স্যার।
ডা: আসুন বসুন কি সমস্যা।
রোগী: আমার আক্কেল দাঁত নাকি উঠেছে কিন্তু আক্কেল দাঁতের দেখা নেই প্রচন্ড ব্যথা হচ্ছে।
ডা: উঠু সিটে শুয়ে পড়ুন।
ডা: হা করুন আপনার মুখে তো অনেক ময়লা।
রোগী: আপনি যে হা করেছেন আপনার মুখে অনেক ময়লা দেখেছি।
ডা: কই আপনার তো আক্কেল দাঁত উঠেনি মাংস বেড়েছে কেটে দিলে ঠিক হয়ে যাবে।
রোগী: আমিও তাই ভাবছি আপনারও মাংস বেড়েছে।
ডা: কি বলছেন আবোল তাবো।
রোগী: বিশ্বাস না হয় আপনি সিটে শুয়ে পড়ুন আমি দেখিয়ে দিচ্ছি।
ডা: কই দেখেন তো।
রোগী: হা করুন। গেছাং করে কেটে দিল দাঁতের মাড়ি।
ডা: ওহ্ ওহ্ আহ্।
রোগী: পিস টা দিয়ে এবার বাড়ি যা।

হায় হায় সাংঘাতিক ব্যাপার পাগল নাকি নতুন ব্যবসা 🤣🤣

Loading...

ডাক্তার ডাক্তার সাহেব ঝন্টু কে ডেকে বললেন কংগ্রাচুলেশনস আপনার বউয়ের দুটো যমজ সন্তান হয়েছে.
ঝন্টু বলল এটাই তো স্বাভাবিক আমার বউ বাচ্চা পেটে নিয়ে আশিকি 2,দাবাং 2,চ্যালেঞ্জ 2ছবি দেখেছে.
এবার ডাক্তার সাহেব বললেনযাক তবু ভাগ্য ভালো আপনার স্ত্রী বাচ্চা পেটে নিয়ে খোকা 420 ছবি দেখেনি.

এক ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে
গিয়ে বললেন, আমা স্ত্রী ভুলে এ্যাসপিরিন খেয়েছে,এখন কি করতে পারি?

ডাক্তারঃ তাহলে উনার মাথায় ব্যাথা দিন

রুগি একজন মহিলা। তাদের কথোপকথন।

ডাক্তার:- ম্যাম আপনার বয়স কত...?
রোগি:-১৮ বছর।
ডাক্তার:- সত্য করে বলোন ,তা না হলে ঔষধ কাজ করবে না।
রোগি:-২৫ বছর।
ডাক্তার:- মিথ্যা কথা বললে কিন্তুু রোগ ভাল হবে না।
রোগি:-৩০ বছর।
ডাক্তার:- ভাল ভাবে চিন্তা করে বলোন,তা নাহলে রোগ বেড়ে যেতে পারে।
রোগি:- ৪০ বছর।
ডাক্তার:- সঠিক ভাবে বলোন,পরে সমস্যা হলে আবার ডাক্তারকে দুষ দিতে পারবেন না।
রোগি:- মইরা যামু তারপরও আর বয়স বাড়াতে পারমু না। হা হা হা

রোগীর ভয় কি বয়স বাড়তে ছিল নাকি সত্যিই 40