আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনি সবচেয়ে বেশি জীবনে আঘাত পেয়েছেন কাদের কাছ থেকে।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি প্রতিনিয়ত কমবেশি আঘাত পেয়েই বড় হয়েছি, এখনো পাই, তবে অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনাদের ব্যাপারটা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদিও এবিবি-ফান থেকে প্রশ্ন তবুও আজকে ফান না করে সত্যিটাই বলছি। জীবনে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি রক্তের সম্পর্ক থেকে। নিজের ভবিষ্যতের কথা না ভেবে যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি তারাই আঘাত দিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এটার সবচেয়ে সহজ উত্তর হবে, কাছের মানুষ থেকে।আর এই হিসেবে আমাদের এখানে একটি প্রচলিত কথা আছে,ঘরের ইদুরে বান কাটিলে তা আর ধরা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনটা বড় অদ্ভুত জানেন তো, যাকে নিজের সর্বোস্ব দিয়ে ভালোবাসবেন সেই সবথেকে বড় আঘাতটা দেবে। তাকে যদি নিজের কলিজা কেটেও দেয়া হয় তাহলে কম পরে যাবে কারন আপন মানুষদের সীমাহীন চাহিদার কাছে তুচ্ছ ভালোবাসা কিছুই নয়। কষ্ট একমাত্র কাছের মানুষ দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপন মানুষের কাছ থেকে আঘাত পায়নি কিন্তু যাদের আপন ভেবেছি তাদের কাছ থেকে আঘাত পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা মানুষের জীবনে আঘাতের হিসাব করে শেষ করা যাবে না। বেশিরভাগই হয় প্রিয়জন এবং আপনজন। আমার জীবনে প্রথম সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলাম বিশ্বাসঘাতক বন্ধু থেকে। যার বর্ণনা করতে গেলে দু'চারটা পোস্ট লেখা যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি আমার জুতা থেকে🙄।যত ভালো জুতা-ই কিনি না কেন পায়ে ফোস্কা পড়বেই, নতুন জুতায় ফোস্কা যেন বেশিই পড়ে।আর পছন্দের জুতায় তো আরও বেশি,তাই পরা হয় না সেগুলো🤭।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সিরিয়াসলি বলতে গেলে আপন জনের কাছ থেকে। তবে যেহেতু ফান সেই হিসেবে বলতে গেলে ক্লাস ফাইভে থাকাকালীন সুন্দর শিক্ষিকা থেকে।,😀😀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে প্রানে যাকে আমি ভালোবেসেছি
আপনের চেয়ে আপন করে প্রিয় মেনেছি,
অবলীলায় যাকে আমি বিশ্বাস করেছি
যার জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি।
যার কাছে প্রত্যাশা টা বেশি করেছি
তাঁরই কাছে সর্বোচ্চ আঘাত পেয়েছি।
সেই আঘাতেই অঝোর ধারায় বৃষ্টি ঝরিয়েছি
আর এখন তা মনেপ্রাণে মেনে নিয়েছি।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে আঘাত তো সবচেয়ে কাছের মানুষ গুলি দেয় ৷ যারা জীবনে এসে অনেক স্বপ্ন দেখায় ৷ আর সময় হলে সুন্দর জীবনাকে বিনষ্ট করে দিয়ে যাবে ৷
এরা হলো মুখোশের আড়াল ভালো মানুষ ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সব থেবে বেশি আঘাত পেয়েছি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে। তারা অধিকাংশ সময় তীরে এসে তরী ডুবিয়ে দেয়। তাদের খেলা দেখতে দেখতে আমার কলিজাটা ভাঙ্গি গেছে।😝😝😝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের কথা ভাউ🤣🤣,ইন্ডিয়া বাংলাদেশের ফার্স্ট ওডিআই-টাই তো অবস্থা খারাপ করে দিয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঘাত তো পেয়েছি তখন যখন লোকাল বাসের হেল্পারদের মিষ্টি কথায় ভুলে বাসে উঠেছি আর নামানোর সময় খেয়েছি ঘাড় ধাক্কা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেমিকাদের কাছ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দের**
বাপরে বাপ🐸😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাপিতের কাছে থেকে ভাই। যেভাবে চুল কাটতে বলি সেভাবে বাদ দিয়ে সব ভাবে কাটে।ফলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই দেখতে উজবুক এর মত হয়ে থাকা লাগত।এর যে কি কষ্ট তা বলে বোঝানো যাবে না।আর দ্বিতীয় হচ্ছে সোফা আর টেবিলের কোনা।এই কোনা গুলো শুধু পায়ের কনিষ্ঠ আঙ্গুলের সাথে ধাক্কা খায়।আর তাতে যে আঘাত লাগে তার সাথে আর কিছুর তুলনা হয়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবচেয়ে বেশি নিজের কাজের মাধ্যমে আঘাত পেয়েছি। বিশেষ করে যখন রেগে গিয়ে মা বাবার সাথে রাগারাগি করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্যন্ত জীবনে তেমন আঘাত পাইনি,তবে ব্রাজিল ফুটবল দলের কাছ থেকে আঘাত পেয়েছি। কারণ আমি একটু বড় হওয়ার পর থেকেই ২০০৬-২০২২ পর্যন্ত এই পাঁচটি বিশ্বকাপে প্রতিবারই ভীষণ আঘাত পেয়েছি। এরমধ্যে চারবার কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে এবং একবার সেমিফাইনালে বাদ পড়ে ভীষণ কষ্ট দিয়েছে আমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছেড়ে দেন ব্রাজিল কে,চলে আসুন আর্জেন্টিনায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাই সেটা তো সম্ভব নয়, আমি তো ব্রাজিলের ডাই হার্ড ফ্যান। তাই হারুক-জিতুক সবসময় ব্রাজিলের সাপোর্টই করে যাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যথার্থ বলেছেন ভাই আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাক- সব্জি দের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি জীবনে 🙂 আর এখনও পাচ্ছি 🥺। খুব কষ্ট অনুভব করায় ওরা ওদের খওয়ার সময় 🥲 শেষই হতে চাইনা ওরা 😟।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি ডক্টরের চেম্বারের গেট দারোয়ানের কাছ থেকে। তাদের ব্যবহার দেখলে মনে হয় বিনে পয়সায় সরকারি ত্রাণ তুলতে গিয়েছি।😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারোয়ান আবার কি করলো তাদের দায়িত্ব পালন করবে না ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে সবচেয়ে বেশি আঘাত পাওয়া যায় কাছের মানুষ, পাশের মানুষ এবং যার থেকে বেশি কিছু পাওয়ার আশা করা হয় সে এমন ভাবে দেয় জীবন একবারে তছনছ করে ছাড়ে।যাকে নিয়ে বেশি স্বপ্ন দেখা হয় তার প্রতিঘাতে নির্ঘুম হয়।যাকে বেশি বিশ্বাস করা সেই বেশি বিশ্বাস ঘাতকতা করে।রক্তের সম্পর্ক বা আত্নার সম্পর্ক সবাই দুনিয়াতে সুবিধাভোগি।কাউকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করা মোটেই সুফল নয়।সবচেয়ে ভাল নিজের মত করে নিজেকে গুটিয়ে চলা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবচেয়ে বেশী আঘাত পেয়েছি নিজের ঘরের দরজার কাছে।ঢুকতে গেলেও গুঁতো খাই, বেড়োতে গেলেও গুঁতো খাই। নিজের দরজাই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করল, আর মানুষের কথা কি বলব দাদা?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দরজা ভেঙে ফেলো না কেনো।🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম ঠিক বলেছেন আপু ঘরের দরজা আমাদেরকে আঘাত দিতে ব্যস্ত থাকে। যে দিকেই যাই শুধু গুঁতো খাই।🤪🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাসি ছাড়া আর কিছুই নেই😜।ঘরের দরজা এমন এক জিনিস রাখতে ও হয় আবার মাঝে মাঝে ধাক্কা দিয়ে আঘাত দেয় কিন্তু বিপরীতে আঘাত দিতে গেলে আবার নিজেই ব্যাথা পেয়ে মরতে হয় কিন্তু দরজার কিছুই হয় না😴😴 চরম যন্ত্রণায় এক 😝😝😝।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে এই দরজা রাখছেন কেন, ভাঙ্গারী দোকানে বিক্রি করে আমাদের সবাই কে কটকটি খাওয়ান🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কটকটি ও খান...? 🥺🥺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা! দিদি এটা কি বললেন! দরজাটা ভেঙে একটু উঁচু করে নেন, তাহলে আর ঘুতো খেতে হবে না 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি বিছানায় শুইতে গিয়ে যখনই বালিশে মাথা দিব তখনই গুতা খাই। 🤩🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঘাত পেয়েছি যাদেরকে বেশি আপন মনে করেছি তাদের থেকেই।যাদের কে পর ভেবেছি, তাদেরকেই পাশে পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ঠিক আপনার মতোই আমিও
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জীবনের সবচেয়ে বেশি আঘাত পেয়েছি একজন মেয়ে মানুষের কাছ থেকে 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটু সাদাসিধে হওয়াই সবার কাছ থেকেই আঘাত পেয়েছি! এখনও পায়! মাঝে মাঝে খুব কষ্ট হয়! আর কতো পেতে হবে 🥺
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলব বিশ্বাস-নিশ্বাস দুটো একই জিনিস। ভেঙে গেলে বা চলে গেলে দুটোর একটিও ফেরত পাওয়া যায় না। জীবনের সবচেয়ে বেশি আঘাত বেশি বিশ্বাস করা লোকগুলো থেকে পেয়েছিলাম।
আর ফান করে বলতে গেলে, আমি প্রতিদিন সকালে আঘাত পাই যখন অফিসে যাওয়ার সময় বাসগুলো আমাকে ছেড়ে চলে যায় । আর আমি রাস্তায় অধীর আগ্রহে বাসের জন্য দাঁড়িয়ে থাকি।হাহাহাহাহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit