আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
Late করলে দেরি হয়ে যায় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে Late করলে ভিতরে ভাবুক অবস্থার সৃষ্টি হয়।তখন মানুষ কি করবে বুঝতে সময় নেয়।আর ভাবুক মানুষের একটু দেরি হয়ে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কিছু কিছু মানুষ নিজের ইচ্ছায় Late করে যেন তার বউয়ের কাছ থেকে বকা খেতে পারে। তাই Late করলে দেরি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বউ এর বকা শোনার জন্য লেট করে এমন পাগলও আছে নাকি। হা হা হা...🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইচ্ছা করে কেউ বকা খায় আজকে প্রথম জানলাম। এখন থেকে বকা দিতে গেলেও টেক্স নিতে হবে। 🤪🤪🤪🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন Late এবং দেরি দুজনেই জমজ ভাই।এইজন্য একজন যা করে অপরজন ও তাই করে।এটা নিয়ে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়।আর Late ফাইট করলে দেরি তো হবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Late করলেই দেরি হয়
ভাবুক মনের কথা,
দেরি হলে ভাবুক মনে
বারে ব্যাকুলতা।
Late এর মাঝেই দেরি হয়
জানি যথা তথা,
দুটি কথার মানে এক-ই
নয়তো ভিন্নতা।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি তো দারুন ভাবে কবিতার ছন্দে কথাগুলো তুলে ধরলেন। সত্যি আপু আপনি সবসময় দারুন লিখেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Late আর দেরি স্বামী স্ত্রী। late হল স্ত্রী।late দেরি কে মোটেই বিশ্বাস করে না।তাই Late যেখানে যায় দেরি কেও আচলে বেধে নিয়ে যায়।এজন্য Late আর দেরি একসাথে আসে।তাই Late করলে দেরি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুনিয়াটা নিয়ে চিন্তা করলে যেমন পৃথিবী হয়ে যায়, ইন্ডিয়া লিখলে যেমন ভারত হয়ে যায়, হোয়াইট কালার করলে যেমন সাদা হয়ে যায় ঠিক তেমনি ভাবে Late করলে দেরি হয়ে যায়, হি হি হি।
আশা করি ব্যপারটা সবাই বুঝতে পেরেছেন। 😜😜😜😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেরি করলে Late হয়ে যায়, এই জন্য Late করলে দেরি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ কি উত্তর.... হা হা হা..🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Late হলো প্রেমিক অথবা প্রেমিকা😜😜,তাই প্রেমিক বা প্রেমিকা বানালে দেরি হয়ে যায়🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উত্তরটি দেখে খুবই মজা পেলাম আপু। এইজন্যই তো বলি লেট কেন এত দেরি করে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত বুদ্ধি কই রাখেন আপনি....?🤔
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেরী না হলে জিএফ/বউ বকা দেয়ার সুযোগ পাবে কি করে, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আমরাই কি সুযোগ দেই নাকি তাদের, আমাদের বকা দেওয়ার জন্য। হা হা হা...🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি দেইতো, না হলে মজাটা ঠিক জমে না, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেট করলে অজুহাত বানাতে বানাতে দেরি হয়ে যায়। 😅😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের তিনটি হাত আপু.... একটি হলো ডানহাত, দ্বিতীয়টি হলো বাঁহাত এবং তিন নম্বর হাতটি হলো অজুহাত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একবার Late হয়ে গেলে মন তখন ভাবে Late যেহেতু হয়েই গিয়েছে তাহলে আর তাড়াতাড়ি করে লাভ কি, দেরি হলে হোক। তখন দেরি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া লেট যখন হয়েই গেছে তখন তাড়াহুড়া করে লাভ কি। দেরি করেই যান। দেরি করতে করতে আবার লেট করে ফেলিয়েন না। 😅😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেট আর দেরি একে অপরের শত্রু।শত্রুরা তো একে ওপরের পেছনেই সবসময় লেগে থাকে।তাই একজনের লেট হলে অপর জনের দেরি হয়ে যায় সাথে থাকতে থাকতে।😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
late করলে দেরি হয় কারণ, দেরি করেই late করে তাই,হাহাহা।late করলে আমাদের স্বাগতা দিদি রাগ করবে, আর রাগ ভাঙাতে আমাদের ছোট দাদা অনেকগুলো গোলাপফুল নিয়ে দিদির রাগ ভাঙাবে।এসব ভাবতে ভাবতে late করে আর রেডি হতে দেরি করে ফেলে🤣🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেট দেরিকে ছাড়া চলতে পারে না, এজন্য একটু দেরি করলেই লেট চলে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা!! দাদা তাহলে বলতে হবে, ঘুমাইলে চোখে দেখি না কেন 😁😁। হিসাব বরাবর। Late করে এখন দেরি তো হবেই ভাবতে ভাবতে এটা 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেট করলে দেরি হয়ে যায় কারণ লেট লতিফ মারা গিয়েছে 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ লেট লতিফ মারা গেলো কি করে ভাই?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেট করলেই তো দেরী হবে। কারন লেট আর দেরী হলো স্বামী-স্ত্রী। তারা একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। এটা তো সবাই জানে লেট করলে দেরি কে পাওয়া যাবে। তাই লেট কে ধরার জন্য দেরী করতে হয়।হাহাহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারণ
বিয়ের পর যত তারাতাড়ি বউ এর উপর লাঠি চার্য করে আয়ত্তে রাখবেন ততই ভালো👌👌👌
কিন্তু
Late করলে সত্যি সত্যি দেরি হয়ে যাবে 🙆♂️আপনার কাঠাল আপনার মাথায় ভেঙে খাবে😇😇😇
এজন্যই বলি Late করে কেউ দেরিতে পরেন না😁😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো উত্তম জিনিস একটু দেরিতে আসে, তাই লেট করলে দেরি হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া উত্তম জিনিস একটু লেট করে আসাই ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit