ওয়াও! আপনি তো চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। সাধারণত মেলা আমরা গ্রামে দেখতে পাই কিন্তু আপনি শহরের বৈশাখী মেলা এত চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার আজকের এই বৈশাখী মেলা পোস্টে অনেক কিছু জানতে পারলাম এটা আমার কাছে বেশী চমৎকার লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে বৈশাখী মেলার ফটোগ্রাফি এবং সেই সাথে আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
RE: শহুরে বৈশাখী মেলার গল্প || ফটোগ্রাফি|| @fazlyrabbi
You are viewing a single comment's thread from:
শহুরে বৈশাখী মেলার গল্প || ফটোগ্রাফি|| @fazlyrabbi
জ্বী আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাতে মেলার সমস্তটা আমার বাংলা ব্লগের ভাই বোন দের সাথে শেয়ার করতে পারি।গ্রামের মেলাগুলো বিস্তর পরিসরে হয় মূলত। কিন্তু এই ব্যস্ত নগরীর মানুষগুলোও যে বৈশাখ কে বরণ করে নিতে এতো উৎসুক সেটা মেলাতে না গেলে বুঝতাম না।আনন্দ, উৎসব,গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য কোনো কিছুর-ই কমতি ছিলোনা।শিশু কিশোরদের বিচরনে মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। রঙ বেরঙের বেলুন আর হরেক রকম বাঁশির শব্দ আপনাকে পুলকিত করবে।আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা পাইলে সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন।আপনার সুস্থতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit