আমার শারীরিক অসুস্থ সম্পর্কে তুলে ধরলাম?

in hive-129948 •  5 months ago  (edited)

হ্যালো,
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আপনাদের মাঝে আমি আজকে আমার শারীরিক সমস্যা সম্পর্কে। একটি পোস্ট উপস্থাপন করতে এসেছি।

IMG_20240813_110718.jpg

আমার নাম আরিফুল ইসলাম আমি বাংলাদেশের বগুড়া জেলাতে বসবাস করি। আমি steemit এ যুক্ত আছি ২০২০ সাল থেকে। শারীরিক সমস্যার কারণে লেখাপড়া। ও আমার চাকুরী জীবনে বেশীদুর এগোতে পারিনি।

তাই আমি আমার এক ভাইয়ের কাছ থেকে steemit সম্পর্কে জানতে পেরে। সেখানে কাজ করছি, তবে steemit ছাড়া পাশাপাশি ইটের ভাটায় লেবারের কাজ করতাম। যা অত্যন্ত কষ্টের কাজ। এখন আমার আয়ের কোন উত্স নেই। যদি কোন চাকুরির আবেদন করি। তবে আমার শারিরীক সমস্যার কারণে তা সম্পন্ন হয় না। এতে আমার কোন আফসোস নেই বাসায় কিছু গবাদি পশু লালন পালন করে টুকটাক এগিয়ে যাচ্ছি।

IMG_20240813_110713.jpg

আমার শারীরিক কি কি সমস্যা রয়েছে। সেখান থেকে কয়েকটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

এখানে ছবিতে শুধু আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটা আমার জন্মগত রোগ এবং আমার বাবারও একই অবস্থা তবে আমার বাবার এটা জন্মগত রোগ ছিল না আমি এবং আমার বাবার একটি ছবি। আমার বাবা ও ইটের ভাটায় চাকুরী করে। তবে ইটের ভাটার চাকরি ছয় মাস কাজ হয় এবং ছয় মাস বসে থাকা লাগে কারণ গ্রীষ্মকালে ইটভাটা বন্ধ থাকে। এছাড়া আমাদের গ্রামে এক্সট্রা কোন কাজের উৎস নেই।

আমার পরিবারে আমরা দুই ভাই। আমার বড় ভাই লেখাপড়া করে পাশাপাশি ছোট্ট একটা জব করে। বাসায় পরিবারে আমরা চারজন সদস্য আমি আমার বাবা আমার মা এবং আমার ভাই।

IMG_20240813_115324.jpg

আমার শারীরিক চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য।
কয়েকদিন আগে আমি আপনাদের মত একটা পোস্ট শেয়ার করেছিলাম। সেখান থেকে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। এবং সেই টাকা দিয়ে আমি ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর আমাকে বলেছে আপনার চিকিৎসা করা অত্যন্ত রিক্স। প্রথমে আপনাকে সিটি স্ক্যান করতে হবে।সিটি স্ক্যান করতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এর প্রয়োজন। যা আমার কাছে নেই এইজন্য আমি সিটি স্ক্যান স্থগিত রেখেছি। বাংলাদেশে আমার চিকিৎসা হবে কিনা এবং আমি চিকিৎসা করে বাঁচতে পারব কিনা। কোন কিছুই আমার জানা নেই। তবে আমাকে ডক্টর বলেছে আপনার চিকিৎসা ভারতে হতে পারে। এখন দেখি কতটুকু এগোতে পারি। চিকিৎসা করানোর মতো সমর্থ্য আমার পরিবারের নেই।

আমার চিকিৎসার জন্য কত টাকার প্রয়োজন আমার জানা নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে অবশ্যই সেই বিষয়ে ঘাটাঘাটি করতাম। কিন্তু এখন সমস্যা বৃদ্ধি হওয়ায় আমি আমার সমস্যাটুকু কমাতে চাই। সম্পূর্ণভাবে সুস্থ না হতে পারলে সমস্যা সমাধান করতে হবে। ডক্টর বলে দিয়েছে ভালো হওয়া খুবই কঠিন আছে। কমিউনিটির প্রতিষ্ঠাতা সহযোগিতামূলক মন-মানসিকতা থাকায়। আমি এখানে একটি পোস্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ভালো থাকবেন। পরবর্তী আপডেট আপনাদের মাঝে অবশ্যই উপস্থাপন করা হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি আপনাকে দীর্ঘদিন থেকেই চিনি। আপনি ইতিপূর্বে স্টিভ থেকে সাহায্যের আবেদন করেছিলেন এবং আপনার একটি অপারেশন করা হয়েছিল।

আমি আশাবাদী আমরা সকলে মিলে আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারব। আমি আপনার সুস্থতা কামনা করছি।

আপনার জীবন বৃত্তান্ত শুনে অনেক কষ্ট পেলাম।

অপারেশন করা অসম্ভব ভাইয়া আমার শরীর সঙ্গে মাংস বৃদ্ধি পাচ্ছে। যাইহোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করেনছেন দোয়া করবেন সুস্থ থাকি।

অবশ্যই ভাই। মানুষ মানুষের জন্য। অবশ্যই আমি আপনার জন্য অনেক দোয়া করি। করতে যেন আপনাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন।

দোয়া রইলো সব ঠিক হয়ে যাবে,