কুয়াকাটা লাল কাঁকড়ার চর ও ঝাউবনে কিছু ফটোগ্রাফি ও আমার অনুভূতি
একই দিনে কুয়াকাটার কয়েকটা জায়গা ঘুরেছি। কারণ একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব তেমন বেশি ছিল না। সেদিনেই কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া ঘুরে সেখান থেকে চলে আসি সোজা লাল কাঁকড়ার চর। আর লাল কাঁকড়ার চর থেকেই দেখা যাই বেশ কিছুটা দূরে ঝাউ বন। কাঁকড়ার চরে গিয়ে আমি এক অদ্ভুত রকমের কাঁকড়ার দেখা পাই। এগুলো দেখতে সাধারণ কাঁকড়ার মতোই কিছু অনেক দ্রুত গতিতে এরা চলতে পারে ও খুবই চালাক জাতের প্রাণী তারা। আমরা সেখানে যাওয়া মাত্রই খুব দ্রুত গতিতে তারা নিজ নিজ গর্তে ঢুকে যাই তাদের কাছেও যাওয়ার সময়টুকু হয় না।
কাঁকড়ার চরে পুরো চর জুড়ে এই লাল কাঁকড়া চলাচল করে। দূর থেকে দেখা যাই পুরো চর লাল হয়ে আছে কিন্তু দূর থেকে বুঝা যাই না এগুলো কাঁকড়া। এরা আকারে কিছুটা ছোট হয়ে থাকে। আমরা সেখানে যাওয়ার পর দেখতে পেলাম হাজার হাজার কাঁকড়ার গর্ত আর তারা এখন সবাই গর্তের ভিতর অবস্থান করছে। আমরা চলে গেলেই হয়তো গর্ত থেকে আবার বের হবে। যাইহোক সেখানে বেশ কিছুক্ষন আমরা হাঁটাহাঁটি করি ও কাঁকড়ার পিছনে দৌড়ানি দেয়। সেখানে নিজেদের ও কাঁকড়ার চরের বেশ কিছু ফটোগ্রাফি করি।
কিছুক্ষন পর চলে যাই সেখান থেকে একটু দূরে ঝাউ বনে। সেখানে দুইটি ঝাউ বন আছে একটি বড় ঝাউ বন ও একটি ছোট ঝাউ বন। আমরা গিয়েছি ছোট ঝাউ বনে কারণ বড় ঝাউ বন সাগরের পানিতে কিছুটা ডুবে আছে। ছোট ঝাউ বনে গিয়ে কিছুক্ষন ঘুরাঘুরি করি ও বেশ কিছু ফটোগ্রাফি করি। সত্যি বলতে জায়গা গুলো যেমনি হোক না কেন আমাদের কাছে নতুন জায়গা বলে বেশ ভালো লেগেছে ও অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি। আজকে আমি লাল কাঁকড়ার চর ও ঝাউ বনের বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আশাকরি আপনাদের কাছে ছবি গুলো ভালো লাগবে। পরবর্তীতে অন্য কোনো সুন্দর স্পটের ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
কাঁকড়ার চর
ঝাউবন
ক্যামেরা | OPPO F17 |
---|---|
ক্যাটাগরি | ফোটোগ্রাফি |
লোকেশন | কাঁকড়ার চর ও ঝাউবন, কুয়াকাটা |
তারিখ | 21.08.2022 |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা সমুদ্র সৈকতের লাল কাঁকড়া চড়ের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সত্যি জায়গাটি অসম্ভব সুন্দর। তবে কুয়াকাটা এখনো যাওয়া হয়নি। অনেকবারই যেতে চেয়েও যাওয়া হয়নি। আপনার ফটোগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই কুয়াকাটা যাওয়ার খুব ইচ্ছা জাগল। এবার হয়তো কক্সবাজার না গিয়ে কুয়াকাটায় যাবো ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ট্রাভেলিং করলে মনের প্রসারতা বাড়ে। জগত সম্পর্কে বিশদ অভিজ্ঞতা অর্জন করা যায়। আমাদের বাংলাদেশেই অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে কিন্তু আমরা অনেকেই তা ঘুরতে বা দর্শন করতে সময় সুযোগ পাই না। অসাধারণ লাগলো আপনার এই কুয়াকাটা লাল কাঁকড়ার চর ও ঝাউবন ফটোগ্রাফি গুলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা সমুদ্র সৈকতে। লাল কাঁকড়ার চর এবং ঝাউবন এর ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যাওয়ার জন্য খুব মন চাচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করব একবার যাওয়ার জন্য। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাল কাঁকড়ার চরে একটি লাল কাঁকড়াও তো দেখতে পাচ্ছি না। তবে লাল কাঁকড়া চরের সাথে সাদা মেঘের ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। সবুজ ঝাউবনের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটায় কোনদিন যায়নি তবে আপনার পোষ্টের ছবিগুলো দেখে যাওয়ার ইচ্ছা জাগছে মনে। সীমাহীন আকাশের নিচের ছবিগুলো সত্যি খুবই চমৎকার ছিল। কুয়াকাটা লাল কাকড়ার চর এবং ঝাউ গাছের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার প্রতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। আপু কাকড়ার কত সুন্দর বর্ননা দিলেন কাকড়ার চরে গেলেন কিন্তুু কাকড়ার ফটোগ্রাফি দেখতে পেলাম না। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও পাহাড় আমায় সব সময়ই টানে তবে বীচের মাধুর্য আলাদাই।মাস কয়েক আগেই মৌসুনি আইল্যান্ডে গেছিলাম।এই ভাবেই বীচে রেখএ দেওয়া নৌকোর উপর বসে অনেক ছবি তুলেছিলাম।যদি সময় সুযোগ হয় শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit