ভিসি কাপ ফাইনাল || টিম থানডারস বনাম টিম ফ্যালকন || ম্যাচ রিভিউ ||

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিসি ফুটবল টুর্নামেন্ট চলছিলো। বেশ কিছুদিন ধরে আমাদের ভিসি কাপের ম্যাচগুলো আমাদের ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে, সেমিফাইনালের সব ম্যাচ শেষে আমরা পাই ভিসি কাপের দুই ফাইনালিস্ট। আজকে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ভিসি কাপের ফাইনাল। আজকে আমি আপনাদের মাঝে ভিসি কাপের ফাইনাল ম্যাচটি রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG20241008153415.jpg

আমাদের ইউনিভার্সিটিতে ফুটবল এবং ক্রিকেট দুইটি টুর্নামেন্ট এই খেলা হয়। আমি ফুটবল তেমন একটা খেলতে পারিনা তাই ফুটবল টুর্নামেন্ট এ অংশ নেই না কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট খেলি এবং এবারের ক্রিকেট টুর্নামেন্ট এ আমি যেই দলে খেলেছিলাম সেই দলেই ট্রফি জিতেছিলো যা নিয়ে আমি আপনাদের মাঝে পোস্ট ও শেয়ার করেছিলাম। যাইহোক আজকে ইউনিভার্সিটিতে আমার ক্লাস ছিলো বিকেল ৩'১০ পর্যন্ত। আজকে যেহেতু ফাইনাল ম্যাচ ছিলো তাই খেলা দেখার জন্য মাঠে অসংখ্য শিক্ষার্থীরা ভীর জমিয়েছিলো তার সাথে ইউনিভার্সিটি এর ভিসি থেকে শুরু করে ফ্যাকাল্টিরা সবাই উপস্থিত ছিলেন। আমি ও আমার বন্ধুরাও ভার্সিটির মাঠে খেলা দেখার জন্য চলে যাই।

আমরা যখন ভার্সিটির মাঠে পৌঁছাই তখন মাঠে দুই দলের প্লেয়ার রা অবস্থান করেছিলো ও বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হচ্ছিলো আমরা সবাই দাঁড়িয়ে একসাথে বাংলাদেশের জাতীয় সংগীত গলায় গলা মিলাই। এরপর আমরা বন্ধুরা মিলে মাঠের ঠিক একটি গোল পোস্টের পেছনে অবস্থান নেই যেনো ভালোভাবে খেলাটি উপভোগ করতে পারি। জাতীয় সংগীত এর পরে প্লেয়ার রা মাঠে অবস্থান নেয়। মাঠে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরেই ম্যাচটি শুরু হয় ফাইনাল ম্যাচের প্রতিদন্দী দুই দল হলো UIU THUNDERS VS UIU FALCON।


IMG20241008153442.jpg

IMG20241008153723.jpg

এরপর শুরু হয় প্রথম অর্ধের খেলা। শুরু থেকেই ইউয়াইইউ থানডারস খুবই ভালো পাসিং খেলছিলো। তাদের পাসিং একুরেসি অনেক ভালো ছিলো। অপরদিকে ইউয়াইইউ ফ্যালকন খুবই ভালো ডিফেন্স করছিলো। ভালো পাসিং একুরেসি থাকা সত্ত্বেও ফ্যালকন এর ডিফেন্স লাইন তাদের করা এটাক গুলোকে ফিরিয়ে দিচ্ছিলো। খেলার শুরু থেকেই ইউয়াইইউ থানডারস অ্যাটাকিং ও ইউয়াইইউ ফ্যালকন ডিফেন্সিভ খেলছিলো। প্রথম অর্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ ক্রিয়েট করলেও কোনো দলেই গোলের দেখা পায়না। তাই প্রথম অর্ধ শেষ এ স্কোর লাইন ফ্যালকন ০- থানডারস-০।

১০ মিনিট ব্রেকের পর শুরু হয় ২য় অর্ধ এর খেলা। ২য় অর্ধ থেকে আবার ফ্যালকন অ্যাটাকিং খেলা শুরু করে। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক খেলা একদম জমে উঠেছিলো। আমরা যারা দর্শক ছিলাম তারা অনেক বেশি উপভোগ করছিলাম ২য় অর্ধের খেলা। ফ্যালকন টিমের গোলকিপার একটি ক্রুশাল সেইভ দেয়। আমরা সবাই ভেবেছিলাম গোলটি হয়ে যাবে কিন্তু গোলকিপার চমৎকার একটি সেইভ দেয়। ২য় অর্ধে দুই দলেই বেশ ভালো খেলে বিশেষ করে দুই দলেএ গোলকিপার বেশ ভালো ছিলো তাই ফুল টাইম শেষ এও কোনো দলকে গোল হজম করতে হয়না। ফুল টাইম শেষ এ স্কোর দাঁড়ায় ফ্যালকন -০ থানডারস -০।


IMG20241008160340.jpg

IMG20241008162744.jpg

ফুল টাইমেও ম্যাচটি ড্র হাওয়ার পরে ম্যাচটি পেনাল্টিতে গড়ায়। পেনাল্টি দুই দলের গোলকিপার রাই বেশি প্রেসারে থাকে। প্রথমে ফ্যালকন টিমের একজন পেনাল্টি শুট নিতে আসে কিন্তু থানডারস এর গোলকিপার চমৎকার একটি সেভ দেয়। কিন্তু থানডারস এর প্রথম দুইজনেই পেনাল্টি মিস করে অন টার্গেট এর বাইরে মেরে। ফ্যালকন এর প্রথম শুটটি সেভ দিলেও বাকি ৪ টা শুটেই তারা গোল করে। অপরদিকে থানডারস টিম প্রথম দুইটি গোল মিস করে পরের তিনটিতে গোল করেও ম্যাচটি পেনাল্টিতে হেরে যায় এবং ফ্যালকন টিম পেনাল্টিতে জয়লাভ করে। এরই সাথে ভিসি কাপের এবারের বিজয়ী দল হয় UIU FALCON TEAM।


IMG20241008165223.jpg

IMG20241008165246.jpg

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ উপভোগ্য এবং উত্তেজনায় ঠাসা একটা ফাইনাল ম্যাচ হয়েছে মনে হচ্ছে।

যাহোক। ফ্যালকন টিমকে অভিনন্দন কাপ জয়ের জন্যে। শুভকামনা থানডারস টিমকেও।