DIY // রঙ্গিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা তৈরি।

in hive-129948 •  11 months ago 



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ১২ ই ডিসেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20231212_141843_477.jpg



সুপ্রিয় বন্ধুগণ, রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে আমার খুবই ভালো লাগে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুল, পাখির অরিগ্যামি এবং ওয়ালমেট গুলো দেখতে খুবই চমৎকার লাগে। আমি যখনই সময় পাই তখনই রঙ্গিন কাগজ এবং গাম আঠা ব্যবহার করে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি। আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজটা আমি অনেক ছোটবেলা থেকেই শুরু করেছিলাম। ছোটবেলা বলতে তখন আমার বয়স ১২ অথবা ১৩ বছর হবে। তখন আমি রঙ্গিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ঘুড়ি তৈরি করতাম। একই সাথে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করতাম। তারপর আস্তে আস্তে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো তৈরি করা শিখে গিয়েছিলাম। রঙ্গিন কাগজের ব্যবহার শেখার ক্ষেত্রে আমার আরো অনেক লম্বা একটি ইতিহাস রয়েছে। সেটা ইনশাল্লাহ আমি দিনের পর দিন আপনাদের সাথে শেয়ার করবো। যাহোক, আজ চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট রঙ্গিন কাগজ দিয়ে আমাদের দেশের ঐতিহ্যবাহী পাল তোলা নৌকা তৈরীর প্রক্রিয়া উপস্থাপন করছি। আমি আশা করি, রঙ্গিন কাগজ দিয়ে আমার তৈরি পাল তোলা নৌকাটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি রঙিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা তৈরির প্রক্রিয়াগুলো।





পাল তোলা নৌকা তৈরীর উপকরণ গুলোর নাম নিম্নে দেওয়া হলো:-

উপকরণপরিমাণ
রঙ্গিন কাগজরঙ্গিন কাগজ মোট ০৪ টি
গাম আঠাপরিমাণ মতো
কাঁচি০১ টি
গ্লিটার পেপার০১ টুকরা
সুপার গ্লু আঠাপরিমাণ মতো


পাল তোলা নৌকা তৈরীর প্রক্রিয়া গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-

⬇️ ধাপ-০১⬇️

IMG_20231212_142009_606.jpg

প্রথমে কালো রঙের একটি কাগজ, একটি হলুদ রঙের কাগজ, একটি লাল ও সবুজ রঙ্গের কাগজ ও সাদা রঙের একটি কাগজ এবং এক টুকরা গ্লিটার পেপার সংগ্রহ করে নিয়েছিলাম। একই সাথে প্রয়োজনীয় অন্যান্য উপকরণগুলো সংগ্রহ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০২⬇️

IMG_20231212_132904_713.jpg

IMG_20231212_132954_214.jpg

A4 সাইজের কালো রঙ্গের কাগজটির মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছিলাম। কাগজের দুই প্রান্ত একত্রিত করে সমান করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৩⬇️

IMG_20231212_133051_709.jpg

IMG_20231212_133130_272.jpg

এবার ভাঁজ করা কাগজটির দুই প্রান্তের দুইটি অংশ কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৪⬇️

IMG_20231212_133322_051.jpg

IMG_20231212_133405_177.jpg

কোনাকুনি ভাঁজ করার পরে কাগজের নিচের দুই অংশ দুই দিকে ভাঁজ করে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৫⬇️

IMG_20231212_133455_937.jpg

IMG_20231212_133612_388.jpg

কাগজের নিচের অংশের দুই প্রান্তের বাড়তি কাগজ গুলো ভাজ করে কাগজের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৬⬇️

IMG_20231212_133656_316.jpg

IMG_20231212_133813_548.jpg

এবার ভাঁজ করা কাগজের ভিতরের অংশ ফাক করে সমান করে নেওয়ার মধ্য দিয়ে আরো একটি ভাঁজ করে নিয়েছিলাম। ভাঁজ করার সময় খেয়াল রেখেছিলাম যে কাগজের দুই মাথা যেন সমান থাকে।

⬇️ ধাপ-০৭⬇️

IMG_20231212_133836_192.jpg

IMG_20231212_133924_979.jpg

ভাঁজ করা কাগজের নিচের দুটি অংশ দুই দিকে পুনরায় ভাজ করে দিয়েছিলাম। অর্থাৎ উপরের অংশটি উপরের পিঠে ভাঁজ করে দিয়েছিলাম এবং তার নিচের অংশের কাগজটি নিচের পিঠে ভাজ করে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৮⬇️

IMG_20231212_134022_165.jpg

IMG_20231212_134052_589.jpg

IMG_20231212_134047_129.jpg

ভাজ করে নেওয়া কাগজটি পুনরায় ফাক করে নিয়েছিলাম। তারপর ঠিক মাঝখান দিয়ে সমান করে আরো একটি ভাঁজ করে নিয়েছিলাম। অর্থাৎ ফাঁক করে ধরার পরে কাগজের উপরের অংশটির সাথে নিচের অংশটি সমান রেখে মাঝখান দিয়ে ভাঁজ করেছিলাম।

⬇️ ধাপ-০৯⬇️

IMG_20231212_134139_706.jpg

IMG_20231212_134927_544.jpg

IMG_20231212_134917_834.jpg

IMG_20231212_134951_359.jpg

এবার ভাঁজ করা কাগজের দুই প্রান্তের দুইটি অংশ আস্তে আস্তে টেনে নৌকার প্রকৃত রূপ ফুটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি নৌকা।

⬇️ ধাপ-১০⬇️

IMG_20231212_135952_532.jpg

IMG_20231212_140959_554.jpg

লাল রঙের রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর পাইপ তৈরি করে নিয়েছিলাম। তারপর পাইপটি নৌকার ঠিক মাঝখানে সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর একটি সাদা কাগজ নিয়ে নৌকায় আঠা দিয়ে লাগিয়ে পাল তোলা নৌকা তৈরি করেছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের দেশের ঐতিহ্যবাহী পাল তোলা নৌকা।

⬇️ ধাপ-১১⬇️

IMG_20231212_141117_375.jpg

IMG_20231212_141317_543.jpg

এক টুকরা গ্লিটার পেপার তিন কোণা করে কেটে নিয়েছিলাম। গ্লিটার পেপারটি পাল তোলা নৌকার খুঁটির ঠিক উপরের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। গ্লিটার পেপারটি পালতোলা নৌকার নিশান হিসেবে ব্যবহার হচ্ছে।

⬇️ ধাপ-১২⬇️

IMG_20231212_141509_493.jpg

IMG_20231212_141720_659.jpg

IMG_20231212_141807_972.jpg

এক টুকরো হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে আরো একটি সুন্দর পাইপ তৈরি করে নিয়েছিলাম। তারপর এক টুকরো সবুজ রঙের রঙিন কাগজ পাইপের এক প্রান্তে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল পাল তোলা নৌকার জন্য সুন্দর একটি বৈঠা।

⬇️ শেষ ধাপ⬇️

IMG_20231212_141828_638.jpg

IMG_20231212_141843_477.jpg

রঙ্গিন কাগজ দিয়ে এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটি পাল তোলা নৌকা। আমি আশা করি রঙ্গিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা তৈরি প্রক্রিয়াটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর তো একটা রঙিন পাল তৈরি করেছেন নৌকার জন্য, খুব সুন্দর হয়েছে কালোর সাথে বেশ দারুন মানিয়েছে নৌকার পাল। খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে আপনি পালতোলা একটা নৌকা তৈরি করেছেন আপনার জন্য শুভকামনা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

পাল তোলা নৌকা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদিও অনেক দিন দেখা হয়নি। তবে ভাইয়া আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

ছোট সময় যখন নদীর পাড়ে যেতাম তখন অনেক পাল তোলা নৌকা দেখা যেত। তবে এখন ইঞ্জিন চালিত নৌকা আসায় পালতোলা নৌকা বিলুপ্তির পথে। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে পালতোলা নৌকা তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

রঙিন কাগজের চমৎকার একটি পাল তোলা নৌকা তৈরি করেছেন ৷ এটি দেখতে ভীষন সুন্দর হয়েছে ৷ আসলে আমারও অনেক স্মৃতি আছে ছোটবেলার ৷ রঙিন কাগজ দিয়ে কিছুই না তৈরি করেছি ছোটবেলায় ৷ আপনার এই পোস্ট দেখে ছোট বেলার দিন গুলোর কথা মনে পড়ে গেলো ৷ যাই হোক রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর এবং দক্ষতার সাথে এটি তৈরি করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার এই ডাই পোস্টটি পড়ে এবং দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

মামা আপনি আজকে আমাদের মাঝে রঙ্গিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের নৌকা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। নৌকা তৈরির বইটা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কাগজের তৈরি নৌকাটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নৌকাটির ডিজাইন এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

image.png

আপনার রঙিন কাগজ দিয়ে পালতোলা নৌকা তৈরি দেখে ছোট্ট বেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোট্টবেলা নদীর তীরে যেতাম এই ধরনের পালতোলা নৌকা দেখতে পেতাম। বর্তমান যুগে তো ইঞ্জিন চালিত নৌকা সেজন্য আর এই পালতোলা নৌকা দেখতে পাওয়া যায় না। বাতাসের মাধ্যমে নৌকা ছুটে চলছে যেটা এখন মিস করি। খুবই ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে নৌকা তৈরি।

Posted using SteemPro Mobile

শৈশবে সাদা কাগজ দিয়ে ছোট ছোট নৌকা তৈরি করতাম এরকম। আপনার রঙিন কাগজ দিয়ে পাল তোলা নৌকাটি দেখতে ভীষণ চমৎকার হয়েছে ভাই। অনেক সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাল তোলা নৌকা বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে বৈঠা খুব বেশি ভালো লেগেছে। আমি একবার পাল তোলা নৌকা দেখিছি। এই নৌকা বাস্তবে দেখতে খুবই সুন্দর। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে পালতোলা নৌকা তৈরি করেছেন। নৌকাটি দেখতে খুবই অসাধারণ লাগছে। রঙিন কাগজ দিয়ে পালতোলা নৌকা তৈরির ধাপসমূহ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা তৈরি করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে পাল তোলা নৌকা টি সম্পন্ন করেছেন। ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি পালতোলা নৌকা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি এই নৌকাটি৷ খুবই সুন্দরভাবে এটি তৈরি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নৌকা শেয়ার করার জন্য৷ এটি তৈরি করতে অনেক কষ্ট করেছেন যা এটি তৈরির ধাপ দেখেই বোঝা যাচ্ছে৷ সবসময় এরকম সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন। এটা করতে মনে হচ্ছে আপনার বেশি একটা সময় লাগে নি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।