আসলে একটা সময় যখন এরকম খারাপ পরিস্থিতি ছিল তখনকার থেকে এখনকার পরিস্থিতি আরো অনেকটাই খারাপ৷ মেয়েদেরকে কোন ধরনের সম্মান করা তো হয়ই না৷ অথচ তাদেরকে শুধুমাত্র ভোগের বস্তু মনে করা হয়৷ আসলে এই আধুনিক যুগে যখন এরকম কিছু মনে করা হয় তখন বোঝা যায় যে তারা আধুনিক হয়েছে তবে তাদের মন মানসিকতা কোনভাবে আধুনিক হয়নি৷
RE: জেনারেল রাইটিং: "ফিরে এসেছে সতীদাহের মতো অমানবিক প্রথা"
You are viewing a single comment's thread from:
জেনারেল রাইটিং: "ফিরে এসেছে সতীদাহের মতো অমানবিক প্রথা"
আসলেই মানসিকতাগুলি আধুনিক করা খুবই জরুরি।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit