এক গ্যাসীয় দানব বৃহস্পতি

in hive-129948 •  8 hours ago 

ai-generated-8440241_1920.jpg

Source

সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে এর সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং এই গ্রহ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেই। কারণ এটি একটি গ্যাসীয় দানব অর্থাৎ এই সম্পূর্ণ গ্রহটি গ্যাস দ্বারা তৈরি যার ৯০% রয়েছে হাইড্রোজেন এবং বাকি ১০% হিলিয়াম রয়েছে। এই গ্রহে দাঁড়ানোর মত কোন জায়গা নেই অর্থাৎ কোন সার্ফেতেই নেই এই গ্রহতে। এই গ্রহ যদি আরেকটু গ্যাস কিংবা আকারে বড় হতো তাহলে হয়তো সেই বৃহস্পতি গ্রহ না থেকে একটি সূর্য রূপান্তরিত হতো। কারণ এই বৃহস্পতি গ্রহ কিন্তু অনেক বড় একটি গ্রহ যা আমাদের সৌরজগতের সকল গ্রহ যদি এক সাইডে করা হয় তারপরও তার ওজন সবগুলো গ্রহের চেয়ে দ্বিগুণের বেশি হবে।

বৃহস্পতি গ্রহ আমাদের সৌরজগতের সব থেকে দ্রুত ঘূর্ণনমান গ্রহ, যা ১০ ঘণ্টায় নিজেকে একবার প্রদক্ষিণ করে আর যেখানে। পৃথিবীতে ২৪ ঘণ্টায় একদিন হয় তাহলে চিন্তা করে দেখুন এত বড় সাইজের গ্রহ কিভাবে এত জোরে নিজের কক্ষপথটা পরিক্রমণ করছে। বৃহস্পতি গ্রহে থাকা গ্রেট রেড স্পট সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। এটি মূলত একটি ঝড় যা ৩৫০ বছর ধরে বৃহস্পতি গ্রহে চলছে এবং এই ঝড় এত বড় যেখানে তিনটি পৃথিবী একসাথে ঢুকে যেতে পারবে, তারপরও পৃথিবীতে অনেক ছোট হয়ে যাবে সেই ঝড়ের তুলনায়।

আমরা মনে করি শুধুমাত্র শনি গ্রহের কাছেই হয়তো বলায় রয়েছে কিন্তু আপনারা জেনে অবাক হবেন বৃহস্পতি গ্রহের কাছেও কিন্তু একটি বলায় রয়েছে। যেটা আমরা এভাবে দেখতে পারি না। যদি খুব শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে দেখা হয় কিংবা কোন একটি স্যাটেলাইট যদি বৃহস্পতি গ্রহের কাছ দিয়ে যায় তাহলে সেই বলায়টি স্পষ্ট ভাবে দেখা যাবে। আপনারা জেনে অবাক হবেন বৃহস্পতি গ্রহের চুম্বক ক্ষেত্র আমাদের সূর্যর থেকেও ১০ গুণ অধিক। তাহলে একবার চিন্তা করে দেখুন বৃহস্পতি গ্রহের আশেপাশে যেসব বস্তু রয়েছে তাদের কি ধরনের গ্রাভিটির সম্মুখীন হতে হয় এবং এর কারণেই সাধারণত পৃথিবী এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে। কারণ পৃথিবীর দিকে আসা বিভিন্ন ছোটখাটো যেসব বস্তু রয়েছে সেগুলো আমাদের পৃথিবী প্রযন্ত পৌঁছাতে পারে না, এর আগেই বৃহস্পতি গ্রহে বিলীন হয়ে যায়।

বর্তমানে বৃহস্পতি গ্রহের কাছে মোট ৯২ টি উপগ্রহ রয়েছে। এসব উপগ্রহ এর সাইজ গুণগুলো অনেক বড় আবার কোন কোনটির সাইজ অনেকটাই ছোট। তবে যত দিন যাচ্ছে এই উপগ্রহ গুলোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার কি মনে হয় বৃহস্পতি আমাদের উপকার করছে না ক্ষতি করছে? বিষয়টি অবশ্যই মন্তব্যে জানাতে পারেন আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!