আপনারা অনেকেই মনে করতে পারবেন প্লানেট ভি নাম তো আগে শুনিনি। কিংবা প্লানেট ভি নামের কোন গ্রহ আমাদের সৌরজগতে বর্তমানে নেই। তবে আমি কিসের ভিত্তিতে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি? আসলে বিভিন্ন ধরনের হাইপোথিসিস রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলেই আপনারা বুঝতে পারবেন।তাহলে চলুন শুরু করা যাক।
আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য এবং সূর্যের প্রথম গ্রহ হচ্ছে বুধ গ্রহ। যেটা সাইজে অনেকটা ছোট এর পরে রয়েছে শুক্র গ্রহ। যেটা বুধের চেয়ে বড়। এরপরে রয়েছে আমাদের প্রিয় পৃথিবী যেটা শুক্র গ্রহের চেয়েও একটু বড় কিন্তু এর পরে এসে মঙ্গল গ্রহ যা অন্যান্য হিসাব অনুযায়ী পৃথিবীর চেয়ে বড় হওয়া দরকার ছিল কিন্তু এই মঙ্গল গ্রহটি আবার পৃথিবী থেকেও ছোট গ্রহ। এই বিষয়গুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি অন্যান্য সৌরজগতের থেকে তাহলে মঙ্গলের পরে আরো একটি গ্রহ থাকার কথা যার। ব্যাস আর অন্যান্য গ্রহ গুলোর থেকে অনেকটা বেশি যেমন: রকি প্লানেট সূর্য থেকে যতটা দূরে যাবে আস্তে আস্তে তত তাদের আকার বড় হতে থাকবে এবং গ্যাসীয় যে বিষয়গুলো রয়েছে যেমন বৃহস্পতি গ্রহ সবথেকে বড় গ্রহের পরবর্তীতে যেসব গ্রহ রয়েছে তার সাইজ আস্তে আস্তে তুলনামূলকভাবে ছোটর পর্যায়ে চলে গেছে। একটি সাধারণ প্যাটার্ন যেগুলো বিভিন্ন ধরনের সৌরজগৎ ফলো করে কিন্তু আমাদের এখানে এটা ব্যতিক্রম কেন হচ্ছে সেটাই খুজে বের করা দরকার।
এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে সুপার কম্পিউটারের সাহায্যে একটি emulation তৈরি করা হয়েছে এবং সেখানে আমাদের সৌরজগতের শুরুর যেসব বিষয়বস্তু রয়েছে এবং সম্পূর্ণ ডাটা দিয়ে একটি সিমুলেশন তৈরি করা হয়েছে। সেখানে আমাদের মঙ্গল এবং এস্ট্রোয়েড বেল্ট এর মাঝখানে একটি গ্রহকে রাখা হয়েছিল এবং সেই গ্রহটির মোটামুটি অনেক ভালোটাই ভালোভাবে সারভাইভ করছিল কিন্তু। সেই গবেষণায় এমনভাবে উঠে এসেছে যেটা পরবর্তীতে মঙ্গল গ্রহের সাথে ধাক্কা খায় এবং এর ফলে প্রত্যেকটি জায়গায় বিভিন্ন ধরনের পাথর ও ধুলো কনা ছরিয়ে যায় এবং যেটা পৃথিবী এবং বুধ গ্রহ আইডেন্টিফাই করা হয়েছে।
যদিও এটি একটি সিমিলেশন ছিল কিন্তু আমাদের মঙ্গল গ্রহ ছোট হওয়ার পিছনে এই কারণ কি ধরা হয়। তা না হলে সৌরজগতের নিয়ম অনুযায়ী মঙ্গল গ্রহ আমাদের পৃথিবী থেকেও অনেক বড় গ্রহ হওয়ার কথা ছিল। যাই হোক এই বিষয়টি জানতে পেরে আপনাদের কেমন লাগছে! সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
আসলেই যে মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর থেকে ছোট গ্রহ এটা শুধু শুনে আসছিলাম কিন্তু আজকে কিছুটা ব্যাখ্যা পেয়ে গেলাম। সূর্য থেকে ক্রমানিক দূরত্ব হওয়ার দিক থেকে পৃথিবীর পরে যেহেতু মঙ্গল গ্রহ সেই দিক থেকে পৃথিবীর চেয়েও মঙ্গল গ্রহ বড় হওয়ার কথা ছিল কিন্তু আসলেই মঙ্গল গ্রহ পৃথিবী থেকে ছোট। আর কেন মঙ্গল গ্রহ পৃথিবী থেকে ছোট সেই বিষয়টি আপনার পোস্ট পড়ে পরিষ্কার বুঝতে পারলাম। ধন্যবাদ চমৎকার একটি তথ্য নিয়ে আজকের পোস্টটি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষ পথে বিভিন্ন গ্রহ অবস্থান করছে। আর সৌরজগৎ বিষয়ে এরকম গ্রহ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে আমার অনেক আগে থেকেই কৌতুহল রয়েছে। আজকে আপনার লেখাগুলো পরি সত্যিই আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করি আগামীতে সরে যাওয়ার সম্পর্কে আরো সুন্দর সুন্দর লেখা আপনার নিকট থেকে পড়তে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit