মৃত্যুর কালান্তর
আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা,
দিন তারিখের হিসেব যেন অন্ধকারে ঢাকা।
কালো অক্ষরে লেখা সবকিছু, বেদনায় ভরা,
শুভ্র কাগজে জমে আছে নীরবতার ধারা।
সূর্যের আলো আসে না আর, আকাশ মেঘে ঢাকা,
সবুজ ঘাসের নরম ছোঁয়া, মনে পড়ে এখন।
স্মৃতির পাতায় ঘুরে ফিরে, অন্ধকারের গল্প,
হৃদয়ে বাজে বিষণ্ণতার এক একান্ত সুর।
সেই দিনগুলো ফিকে হয়ে গেছে, রঙ হারিয়ে ফেলে,
মৃত্যুর উপত্যকায় এখন ছায়া পড়েছে।
আলোর খোঁজে যাই যতবার, অন্ধকারের গাঁথা,
আলো-অন্ধকারের যুদ্ধে, প্রাণে বাজে যন্ত্রণা।
প্রতিদিনই দেখি আমি, শূন্যতার মায়া,
মৃত্যুর কালান্তরে পথ খুঁজি, বাঁচার আশা।
আলোর কণা যদি কোনোদিন, আসতো জীবনে,
মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে, বলতাম ভালোবাসা।
তবু আশায় থাকি, মনে জাগে একটুখানি আশা,
মৃত্যুর উপত্যকায় কোনোদিন, আলোর দেখা।
আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা,
তবু হৃদয়ে জেগে থাকে, জীবনের প্রত্যাশা।