জামালপুর ভ্রমণ এবং ক্লাব প্রোগ্রামে অংশগ্রহণ করার প্রথম পর্ব।

in hive-129948 •  8 months ago  (edited)

হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে জামালপুর ভ্রমণ এবং ক্লাবের একটি অনুষ্ঠানে যোগদানের করার
সম্পূর্ণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব।

আমরা জামালপুরে যাওয়ার কারণ হ্যালো রোটারি ইন্টারন্যাশনাল জামালপুর ক্লাবের ইনস্টলেশন প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং জামালপুর জেলা শহর টা ঘুরে দেখা।
শুরু থেকে আপনাদের সাথে সব শেয়ার করা য়াক। দিনটি ছিল শুক্রবার সবার স্কুল,কলেজ এবং অফিস ছুটি ছিল আমরা সবাই সকালে যাওয়ার জন্য ঠিক করি। কারণ শুক্রবার হলো সাপ্তাহিক ছুটির দিন। আমরা সবাই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টিকেট সংগ্রহ করি।আমরা সংখ্যায় ছিলাম নয় জনের মতো। যে কথা সেই কাজ আমরা সকলে মিলিত হওয়ার স্থান ঠিক করলাম সৈনিক ক্লাব। কারণ এটা আমাদের সকলের বাসা থেকে অনেক কাছে। আমাদের অনেক সদস্য অনেক দূর থেকে ও আসছিলো যেমন ফার্মগেট,ধানমন্ডি থেকেও। আমরা সকলে মিলে এক হয়ে সৈনিক ক্লাব থেকে বিকাশ বাস এ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এ গেলাম। আমরা আনুমানিক ১ ঘণ্টা ৩০ মিনিট আগে পৌঁছে যায় স্টেশন এ তাই আমরা সবাই মিলে সকালের নাস্তা সম্পন্ন করলাম।আইটেম হিসেবে ছিল খিচুড়ি ও হাঁসের মাংস এক বন্ধু তার বাসা থেকে নিজে রান্না করে নিয়ে আসলো।আপনাদের সাথে একটা ছবি শেয়ার করলাম।

আমরা সবাই চা প্রেমিক ধরতে গেলে সবাই তাই নাস্তার পর চা খেলাম।ঠিক সময়ের আগে আমাদের ট্রেন টা চলে আসে তাই আমরা সকলে আনেক খুশি ছিলাম।

ট্রেন ও চলা শুরু করলো আমাদের গল্প এবং গান শুরু হলো। গানের দিক দিয়ে আমরা সকলে কাঁচা হলেও আমার বন্ধু আহসানুল হক আরিফ অনেক পারদর্শী। সে মাঝে মাঝে বাংলাদেশ বেতার রেডিও তে এ গান করে। তাই আমাদের গানের আসর টা ও অনেক জমজমাট হয়।ট্রেন এর অনেক মানুষ ভিডিও ও ছবি তুলে গান গুলি অনেক উপভোগ করে।কিন্তু আমরা বেশি সময় গান করলাম না। কারন অনেক মানুষ এর ঘুমের সমস্যা হতে পারে এটা বিবেচনা করে। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। জামালপুর রেলওয়ে স্টেশন নামার পর সকলে মিলে একটা সুন্দর গ্রুপ ছবি তুললাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

জামালপুর স্টেশন এ নেমে আমরা সকলে অটো ঠিক করলাম দুইটা।কারন প্রোগ্রাম ভেন্যু টা একটু দূরে ছিলে স্টেশন থেকে।আমাদের জনপ্রতি ২০ টাকা করে নিলো।অটো ড্রাইভার মামা অনেক ভাল ছিল।আমরা রাস্তায় দুষ্টুমি করতেছিলাম সে একটু ও বিরক্ত হচ্ছিলো না।আমরা কিছু সময় পর আমাদের প্রোগ্রাম স্থানে পৌঁছালাম।জায়গাটা অনেক সুন্দর ছিলো গ্রামিণ এবং শহুরে ছোঁয়া ছিলো।আমদের রিসিভ করলেন অনেক আন্তরিকতার সাথে ক্লাব প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। জায়গাটা কিছুটা বোড ক্লাবের মতো ছিলো ভিতরে অনেক সুন্দর ইন্টেরিয়র ডিজাইন ছিলো।

সকলের সাথে সৌজন্যে সক্ষাত করে আমরা ফ্রেশ এবং প্রোগ্রামের জন্য রেডি হওয়ার জন্য চেঞ্জিং রুম এ গেলাম।এর পরবর্তী পর্বে আপনাদের সাথে জামাল পুর ভ্রমণ এর বাকি অংশ শেয়ার করবো শেয়ার করব সাথে থাকুন ভালো থাকুন।

------------------ধন্যবাদ সবাইকে!

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!