ভাই এবং বন্ধুদের সাথে অস্ট্রেলিয়া বনাম ভারতের ক্রিকেট ম্যাচ উপভোগ করা।

in hive-129948 •  3 months ago  (edited)

হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে গত ২৪/০৬/২০২৪/ তারিখ এ অনুষ্ঠিত ক্রিকেট খেলা ভাই এবং বন্ধু দের সাথে দেখার ঘটনা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো।

দিনটি ছিল সোমবার। আমরা চিন্তা করলাম অনেক দিন সবার সাথে দেখা হয় না।তাই সকলে মিলে চা খেতে বের হলাম কচুক্ষেত বাজার সংলগ্ন শপলা চত্বর সংলগ্ন মাঠে।আমরা সচারাচর এইখানে বসে সকল বন্ধু এবং ভাই দের সাথে আড্ডা এবং সবার খোঁজ খবর নিয়ে থাকি। আমার এক বন্ধু আহসানুল হক আরিফ কিছুটা অসুস্থ থাকার কারনে। আমরা সকলে মিলে থাকে দেখতে গেলাম। বন্ধু কে সাথে নিয়ে আমরা শুরু করলাম খেলা দেখা।সেদিন ছিলো।অস্ট্রেলিয়া এবং ভারত দুই রিভেলারি টিম এর খেলা। খেলা টা শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনেটে।

টস জিতে অস্ট্রেলিয়া ভারতকে বেটিং এ পাঠালো। তাঁদের কৌশল ছিল তারা হয়তো রানে চেস করে তাদের হারিয়ে দিবে। আমি মনে করি এটি খুবই সুন্দর সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এর। এই ম্যাচটি অনুষ্ঠিত হয় সেন্ট লুসিয়ায় মাঠে।এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। প্রথম জুটি হিসেবে নেমেছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রোহিত ৯২ রান এবং ৪১ বল পর্যন্ত অপ্রতিরুদ্দ ছিল।কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরি করার আগেই আউট হয়ে যান। কিন্তু বিরাট কোহলি অবস্থা ছিল খুবই খারাপ। সে পাঁচ বলে শূন্য রানে আউট হয়ে যান।

খেলায় একটা টান টান উত্তেজনা শুরু হয়।বিশ্বমানের একজন খেলোয়াড় এইভাবে আউট হয়ে যাওয়ার ফলে খেলায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়। এই ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালে চলে যাবে নিঃসন্দেহে।কিন্তু অস্ট্রেলিয়া জন্য সমীকরণ খুবই কঠিন হয়ে পড়বে। এই ম্যাচ এ ভাগ্য নির্ধারণ করবে অস্ট্রেলিয়ার । খেলার দিক বুঝে উঠা অনেক কঠিন হয়ে পড়ে। খেলার মাঝে আন্টি আমাদের জন্য পকোড়া এবং পপকন বানিয়ে দে। ২০ ওভার শেষে এ ৫ উইকেট এ ইন্ডিয়া ২০৫ রান করে।

খেলা বিরতির সময় আমরা সকলে চিন্তা করলাম পিজ্জা খাওয়া যায়। আমরা কোন পিজ্জা টা খাওয়া যায় চিন্তা করলাম। সকলে মিলে চিন্তা করলাম হাওয়াই চিকেনটা খুবই ভালো। খেলার মাঝে কেউ পিজা আনতে যেতে চাচ্ছিলাম না।আমাদের কাছে এলাকার একটি পিজ্জার দোকান পিজ্জা অর্গানিক এর নাম্বার ছিল। তাই আমরা অনলাইন অর্ডার দিলাম। পিজ্জার দাম ছিল ৩৯০ টাকা। এবং অনলাইন অর্ডার এর কারণে আমাদের কাছ থেকে ৫০ টাকা ডেলিভারি চার্জ নেয়া হলো। পিজ্জা খাওয়া এবং ম্যাচ দেখার সময় আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।

ভারত ম্যাচটি খুব সহজেই ২৪ রান হাতে রেখে ভারত বিজয় অর্জন করে।

--------------ধন্যবাদ সকলকে!

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!