একদিন এক কাক আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই এক ময়ূরের দেখা পেয়ে গেল। তার এমন সুন্দর রুপ দেখে বেচারা তার প্রেমে পরে গেছে। নিজের চোখ আর মনকে সামলাতে না পেরে ধুরু ধুরু বুকে ময়ূরকে তার ভালো লাগার কথা জানালো। ময়ূর প্রথমেই নাক সিটকে বললো তুমি কি নিজের কদাকার আর কালো কুচকুচে চেহারা দেখেছো?
কাক তার কথা শুনে ভীষণ কষ্ট পেলো। সেদিন সেখান থেকে চলে এলেও রাতে তার ঘুম হলো না, সারাক্ষণ ময়ূরের চেহারা তার সামনে ভাসতে থাকলো।
পরদিন নিজেকে সামলাতে না পেরে আবারো ময়ূরের কাছে ছুটে গেলো উপহার নিয়ে। একটা কালো খামে কালো রঙের ফুল নিয়ে। ময়ূর সেই উপহার দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। ময়ূর বলেই ফেললো তুমি যেমন কালো তোমার রুচিও তেমন কালো। আর কখনো তোমার কালো মুখ আমার সামনে দেখাবে না। কাকের চোখ হঠাৎ করেই খুলতে শুরু করলো। কাক বুঝতে পারলো ময়ূর তার জন্য নয়, তার রুচি এবং মানসিকতা পুরোটাই ভিন্ন। তাকে বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায় তার ভেতরটা ততটা সুন্দর নয়।
কাক নিজেকে সরিয়ে নিল এবং সুধরিয়ে নিয়ে নিজের মতো কাউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। এদিকে সেই ময়ূর ভেবেছিল কাক তার পেছনেই ঘুর ঘুর করবে কিন্তু তাকে আর না দেখে, তার মনে প্রশ্ন জাগলো কি হলো সেই কাকের। সে খুঁজতে খুঁজতে চলে গেল কাকের বাসায়। সেখানে গিয়ে ময়ূরের চোখ চড়কগাছ কারন কাক ঠিক তার মতো একজনকে বেছে নিয়ে রীতিমত সুখে শান্তিতে ঘর বেঁধেছে আর ইতিমধ্যে দুটো ফুটফুটে কাকের ছানা জন্মেছে তাদের ঘরে।
ময়ূর তবুও তার আগ্রহকে দমিয়ে রাখতে না পেরে কাককে প্রশ্ন করে বসলো, কি গো তুমি দেখি আমাকে ভুলেই গেলে?
কাক মিষ্টি হেসে জবাব দেয় তোমাকে ভুলিনি বরং তুমি আমার ভুল ভেঙ্গে দিয়ে আমার চোখ খুলে দিয়েছো। দেখো মাঝে মাঝে চোখে আমরা আচমকা সুন্দর জিনিস দেখে মায়া বা নেশায় পরে যাই কিন্তু এটা আমাদের ভুল। আমি যদি তোমার পেছনেই ঘুরঘুর করতাম তাহলে আমার এতো সুখের সংসার হতো না বরং আমি কষ্টের সাগরে হাবুডুবু খেতাম।
আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম তুমি দেখতে যতটা সুন্দর তোমার মন ততটা সুন্দর নয়। যাইহোক আমি ভালো আছি তুমিও ভালো থেকো।
ময়ূর রাগে দুঃখে সেখান থেকে চলে আসে তবে কাকের কাছ থেকে বড় একটা শিক্ষা নিয়ে আসে।
গল্পের শিক্ষা: কখনো চোখের নেশায় পরে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। সবসময়ই বিবেক দিয়ে কাজ করতে হবে এবং আবেগ এড়িয়ে চলতে হবে। চোখের সামনে যা সুন্দর তার ভেতরে ততটাই কুৎসিত হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বেশ ঈশপের গল্পের মতোন রূপক ব্যবহার করে দারুণ একটি শিক্ষণীয় গল্প শেয়ার করেছেন। আসলেই তাই, মাঝে মাঝে এমন মতিভ্রম হয় মানুষের। চোখের নেশায় মত্ত হয়ে পারিপার্শ্বিক সবকিছু ভুলে একটা বস্তুর পেছনেই ছুটতেই থাকে, ছুটতেই থাকে। কাকের যেমন সঠিক সময়ে সঠিক বুঝটা এসেছে, তেমনি সকলের ক্ষেত্রেই তাই হোক- এমনটাই কাম্য।দারুণ লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা তো রঙিন চোসমা পড়ে থাকি এজন্য আবেগ বেশি কাজ করে। বাইরে যত সুন্দর হোক না কেনো ভিতরে সুন্দর থাকা জরুরি। কাকের গল্প দিয়ে চমৎকার ভাবে বুঝানোর চেষ্টা করেছেন। আপনার এধরনের শিক্ষনীয় গল্প গুলো সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার শিক্ষনীয় একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।গল্পটি খুবই ভালো লেগেছে।আমাদের সব সময় বিবেক দিয়ে কাজ করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ খুবই শিক্ষনীয় একটি গল্প শেয়ার করেছেন তো। একদম সত্যি কথা বলেছেন চোখের নেশায় কোনো সিদ্ধান্ত না নিয়ে বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এতে জীবনে কখনও ঠকতে হবে না আর কষ্ট ও পেতে হবে না। কাক তার বুদ্ধিকে কাজে লাগিয়েছে বলেই সে আজ সুখী জীবন যাপন করতে পারছে। আপনার গল্প পড়ে যেমন ভালো লাগলো তেমনি অনেক কিছু শিখতে ও পারলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit