শিক্ষামূলকঃ পর্ব ১৫ || কিউরেশন ও অথর রিওয়ার্ড আদ্যোপান্ত (Curation and Author reward distribution in steemit)

in hive-129948 •  3 years ago 

ভূমিকাঃ

অনেকদিন পর আবার শিক্ষামূলক সিরিজ নিয়ে হাজির হয়েছি এবং আজকে খুব সংক্ষিপ্ত আকারে একেবারে সাধারণ বেসিক একটি বিষয় আলোচনা করব। আজকের টপিক অত্যন্ত প্রাথমিক এবং যে কেউ প্রথমে যখন এখানে কাজ শুরু করে তখন এই বিষয়টি অবশ্যই কাউকে জিজ্ঞেস করে অথবা কোনো না কোনোভাবে জেনে নেয়। তারপরও এরকম অনেকেই থাকতে পারে যারা হয়তোবা কাজ করে যাচ্ছেন এবং রিওয়ার্ডও পাচ্ছেন কিন্তু কিভাবে এবং কোন কাজের জন্য কতটুকু রিওয়ার্ড পাচ্ছেন সেই বিষয়টা জানেন না। তাই তাদের জন্য আজকে আমি স্টিমিট রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাকে ক্লিয়ার করব।

Thumbnails.jpg

Line Break Steem.png

পর্ব ১৫: কিউরেশন ও অথর রিওয়ার্ড কি ও কিভাবে বন্টন হয়

Line Break Steem.png

অথর ও কিউরেশন রিওয়ার্ড কিঃ

মূলত আমরা যারা কাজ করে থাকি তারা দুই ধরনের ভূমিকা পালন করে থাকি।

  • একঃ অথর (লেখক)
  • দুইঃ কিউরেটর (ভোটার)

অথর রিওয়ার্ডঃ আমরা যখন কোন পোস্টে কমেন্ট করি কিংবা নিজেরা কোন পোস্ট করি তখন আমরা সেই কমেন্ট বা পোস্ট এর একজন অথর বা লেখক। যারা এখানে লেখালেখি করেন তাদেরকে যে রিওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে অথর রিওয়ার্ড। অর্থাৎ আপনার কোনো পোস্ট অথবা কমেন্ট যদি কোন মানের ভোট পায় (যা ০.০২ ডলারের বেশি) তাহলে সেই ভোটের ভ্যালু হতে আপনাকে প্রায় অর্ধেক দেওয়া হবে আর সেটাই হচ্ছে যেটা আপনি পেয়ে থাকেন অথর রিওয়ার্ড হিসেবে।

কিউরেশন রিওয়ার্ডঃ যখন আপনি অন্য কারো পোস্টে ভোট দেন আপনার ভোটের নিশ্চয়ই একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং অনেকেই হয়ত একটা পোস্টে ভোট দিল তাহলে যারা যারা ভোট দিল তারা সবাই হল কিউরেটর এবং পোস্টের রিওয়ার্ড যখন পে-আউট হবে তখন তারা ঐ পোষ্টের পে-আউট এর আনুমানিক অর্ধেক রিওয়ার্ড পাবে যাকে বলা হচ্ছে কিউরেশন রিওয়ার্ড। কিউরেশন রিওয়ার্ড নির্ভর করে কার কত বেশি ভোটের ইনফ্লুয়েন্স রয়েছে কারণ যে যত বেশি বা বড় ভোটিং করতে পারবে তার কিউরেশন তত বেশি হবে।
Line Break Steem.png

অথর রিওয়ার্ড কিভাবে বন্টন হয়ঃ

আমরা কোন একটা পোস্ট এর পাশে যে ভ্যালুটা দেখতে পাই সেটা হচ্ছে ডলারে দেখানো হয়। আপনি চাইলে বিভিন্ন স্টিম ভিত্তিক এপ্লিকেশনে এটাকে স্টিম (steem) বা এসবিডি (SBD)-তে ও দেখতে পারেন। এরকম পোস্টের পে-আউট এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন কতটুকু কিউরেশন (প্রায় ৫০%) আর কতটুকু অথর (প্রায় ৫০%) যদি আপনি কোন বেনিফিশিয়ারি এড না করেন। বেনিফিশিয়ারি যুক্ত করলে যেমন ১০% বেনেফিশিয়ারি যোগ করলেন কোন একাউন্ট যেমন @shy-fox কে তাহলে ১০% সাইফক্স পাবে আর বাকিটা দুইভাবে ভাগ হয়ে অন্যরা পাবে। যেকোন পোস্ট বা কমেন্ট এর রিওয়ার্ড সবসময় ৭ দিন পর পে-আউট হয়ে থাকে। অর্থাৎ আপনি আজকে পোস্ট করলে ৭ দিন পর রিওয়ার্ডগুলো বন্টন হবে।

এখানে একটা কথা বলে রাখা ভালো যে, আমরা যেই পরিমাণ রিওয়ার্ড দেখি সেটা ভোট পড়ার পরে অনেক সময় বাড়ে-কমে ডলার ভ্যালুতে দেখায়। এটি হচ্ছে স্টিম এর দাম পরিবর্তন এর সাথে পরিবর্তিত হয়ে দেখায়। তবে যেদিন পেআউট হবে আপনাকে সেদিনের স্টিম এর দাম হিসেবেই রিওয়ার্ডগুলো দেওয়া হবে। অর্থাৎ আপনার পোষ্টের পাশে যেটা দেখানো হয় সেটা হচ্ছে আপনার মোট রিওয়ার্ড এর আনুমানিক ডলার পরিমাণ।

মূলত কোন একটা পোস্টে যত ডোলার পরিমাণ ভোট পড়ল তার অর্ধেক পরিমাণ দেওয়া হয় অথর রিওয়ার্ড। অর্থাৎ ৫০% অথর আর ৫০% কিউরেশন।

অথর রিওয়ার্ড কিভাবে পাবেন সেটা আপনি সেটিং করে দিতে পারেন। যেমনঃ

  • ৫০% SBD / ৫০% SP (Default)
  • ১০০% পাওয়ার আপ
  • ডেকলাইন পে-আউট (Decline Payout)

Line Break Steem.png

  • যদি আপনি পোস্ট করার সময় কোন সেটিং পরিবর্তন না করেন তাহলে ১ম অপশনের মত করে রিওয়ার্ড পাবেন অর্থাৎ যে ৫০% আপনি অথর রিওয়ার্ড পাচ্ছেন তার ৫০% পাবেন এসবিডি-তে আর বাকী ৫০% পাবেন স্টিম পাওয়ার হিসেবে।

  • যদি আপনি পোস্ট করার সময় সেটিং পরিবর্তন করে ২য় সেটিংটি করে থাকেন তাহলে আপনি যে অথর রিওয়ার্ড পাচ্ছেন তার ১০০% বা পুরোটাই পাবেন স্টিম পাওয়ার হিসেবে।

  • যদি আপনি পোস্ট করার সময় সেটিং পরিবর্তন করে ৩য় সেটিংটি করে থাকেন তাহলে আপনি কোন অথর রিওয়ার্ড পাচ্ছেন না কারন আপনি এই পোস্ট এর অথর রিওয়ার্ড নিতে চাচ্ছেন না এবং তা রিওয়ার্ড পুল এ ফেরত যাবে।

Line Break Steem.png
তবে এক্ষেত্রে এসবিডি এর মূল্য ধরা হয় অভ্যন্তরীণ মার্কেটে এর দাম এর মোতাবেক যা প্রায় এক ডলার এর সমপরিমাণ। বর্তমান বাজারে মানে আউটসাইড মার্কেটে এসবিডি-র যে দাম রয়েছে সেটাকে ভিত্তি ধরে নয়। আর এই কারণে যখন SBD এর দাম আউটসাইড মার্কেটে এক ডলারের বেশি থাকে তখন যারা অথর রয়েছে তারা অনেক বেশি বেনিফিট পান।

HBD কে এমন ভাবে ডেভলপ করা হয়েছে যেন এর দামটা এক Dollar এর আশেপাশে থাকে এবং অথর ও কিউরেশন এর বাইরেও রিওয়ার্ড আছে (যতটুকু ব্লকের মাধ্যমে নতুন টোকেন মাইনিং হয়ে আসে সিস্টেমে), যেমন স্টেকিং ও উইটনেস যেগুলো বিস্তারিত আলোচনার বিষয় তাই এই বিষয়গুলো নিয়ে অন্য একদিন কথা বলব।

আবার কখনো যদি এসবিডির দাম ১ ডলাএর এর চেয়েও কম থাকে তখন কিন্তু আপনি কম পরিমাণ অথর রেওয়ার্ড পাবেন। কারণ বুঝতেই পারছেন আপনাকে এসবিডি-তে যা দেওয়া হবে তা ইন্টার্নাল মার্কেটের হিসেবে এবং সেই মোতাবেক আপনি যখন এটা আউটসাইড মার্কেটে বিক্রি করতে যাবেন তখন কম মূল্য পাবেন। এখন বর্তমানে এসবিডি এর দাম আউটসাইড মার্কেটে প্রায় সাত গুন বেশি তাই আমরা সাত গুণ বেশি পরিমাণ রিওয়ার্ড অর্জন করতে পারছি যারা অথর হিসেবে কাজ করছি।

বাকি ৫০% যা স্টিম পাওয়ারে দেওয়া হয় তা বর্তমান স্টিম ও এসবিডি কনভার্শন রেট এ দেওয়া হয়। অর্থাৎ আপনি মোট অথর রিওয়ার্ড এর ৫০% যত এসবিডি পাবেন তাকে স্টিম এ কনভার্ট করে যত স্টিম আসে তত স্টিম পাওয়ার দেওয়া হবে।
নিচে কিছু উদাহরন দেওয়া আছে। সেটা দেখলে আরো ক্লিয়ার হবে বিষয়টা
Line Break Steem.png

কিউরেশন রিওয়ার্ড কিভাবে বন্টন হয়ঃ

যিনি বা যারা কিউরেশন করছেন তিনি বা তারা সবাই মোট পোস্ট রিওয়ার্ড এর অর্ধেক পরিমাণ পেয়ে যাবেন কিউরেশন রিওয়ার্ড হিসেবে। অর্থাৎ মোট পটেনশিয়াল পে-আউট এর অর্ধেক দেয়া হবে কিউরেটরদের-কে যারা ভোট দিয়েছে। সবার মাঝে বন্টন করে দেয়া হবে।

তবে এক্ষেত্রে যারা আগে ভোট দিয়েছেন এবং যারা বেশি পরিমাণে ভোট দিয়েছেন তাদের রিওয়ার্ড বন্টনে কিছু গাণিতিক হিসাব আছে সেটা বিস্তারিত অন্য কোনদিন শেয়ার করব কারণ আগে ভোট দিলে অথবা পরে ভোট দিলে কি ধরনের তারতম্য ঘটে এটা সবার জানা উচিত।

যে পরিমাণ কিউরেশন পাওয়া যাবে তার পুরোটাই স্টিম পাওয়ার হিসেবে বর্তমান মার্কেটে স্টিম ও এসবিডি কনভার্শন রেট এ দেওয়া হয়। অর্থাৎ আপনি মোট রিওয়ার্ড এর ৫০% কিউরেশন রিওয়ার্ড হতে যত পাবেন ভোটার হিসেবে তত এসবিডি-কে স্টিম এ কনভার্ট করলে যত স্টিম হয় তত স্টিম পাওয়ার পাবেন। এখানে কোন লিকুইড টোকেন দেওয়া হয়না।
Line Break Steem.png

উদাহরনঃ

হয়তো ব্যপারগুলো অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে যারা একেবারে নতুন রয়েছেন তারপরও আমি আপনাদের সহজ করার জন্য একটি উদাহরণ দিচ্ছি আশা করি এই উদাহরণ থেকে আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন।

মনে করেন @rme দাদার কোন একটা পোস্টে টোটাল রিওয়ার্ড হচ্ছে ১০০ ডলার সমপরিমাণ। মনে করুন কোন বেনিফিশিয়ারি সেট করা হয়নি এবং দাদা অথর সেট করেছেন ৫০%/৫০% মানে ডিফল্ট সেটিং। আর এখানে দুইজন @hafizullah@rex-sumon ভাই ৫০ ডলার পরিমাণ ভোট দিয়েছেন। তাহলে কে কত পাবেন?

দাদা অথর পাবেনঃ

১০০ ডলার (প্রায় ১০০ এসবিডি) এর ৫০% অর্থাৎ ৫০ এসবিডি এর ৫০% মানে ২৫ এসবিডি পরিমাণ স্টিম পাওয়ার ও বাকী ২৫ এসবিডি।
মনে করা যাক বর্তমানে স্টিম/এসবিডি কনভার্শন ১.৮ স্টিম/এসবিডি। তাহলে পাওয়ার আপ হবে ২৫*১.৮ = ৪৫ স্টিম পাওয়ার।

তাহলে দাদা পাচ্ছেনঃ ৪৫ স্টিম পাওয়ার ও ২৫ এসবিডি

হাফিজ ভাই ও সুমন ভাই ভোটার হিসেবে পাবেনঃ

১০০ ডলার (প্রায় ১০০ এসবিডি) এর ৫০% অর্থাৎ ৫০ এসবিডি কিউরেশন। যেহেতু দুইজন-ই এখানে ভোট দিয়েছেন। তাই প্রায় সমান ভাগে ভাগ হয়ে যাবে এই ৫০ এসবিডি। (একেবারে সমান ভাগে ভাগ হবেনা কারন আগে পরে ভোটিং এর একটা প্রভাব আছে যেটা অন্যদিন আলোচনা করব বলেছি)। তারপরও ধরে নিচ্ছি একেবারে সমান সমান পাবেন।

তাহলে ৫০ এসবিডি এর অর্ধেক অর্থাৎ ২৫ এসবিডি সমপরিমাণ স্টিম পাওয়ার হাফিজ ভাই ও বাকী ২৫ এসবিডি এর সমপরিমাণ স্টিম পাওয়ার সুমন ভাই।

তাহলে হাফিজ ভাই ও সুমন ভাই প্রত্যেকে পাচ্ছেনঃ ২৫*১.৮ = ৪৫ স্টিম পাওয়ার করে।

Line Break Steem.png

শেষকথাঃ

আশা করি আজকের আলোচনা থেকে আপনি অথর ও কিউরেশন ডিসট্রিবিউশন সম্বন্ধে একটা সম্যক ধারণা পেতে পেরেছেন এবং এ বিষয়টি অনেকের জানা থাকলেও কেউ কেউ হয়তোবা এ বিষয়টাতে কিছুটা কনফিউসড থাকতে পারেন যেটা এখানে আজকের আলোচনা থেকে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
Line Break Steem.png

শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ

পর্বশিক্ষামূলক বিষয়
০১মাতৃভাষা ও বেসিক
০২শিখতে শিখতে আয় করুন
০৩কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায়
০৪স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ
০৫কমেন্ট স্প্যামিং ও এর প্রতিকার
০৬কিউরেশন ট্রায়াল বিস্তারিত ও কিভাবে করবেন
০৭ফ্যানবেইস বিস্তারিত ও কিভাবে করবেন
০৮ভোটিং পাওয়ার এর আদ্যোপান্ত
০৯রিসোর্স ক্রিডিট এর আদ্যোপান্ত
১০ডেলিগেশন এর আদ্যোপান্ত
১১একাউন্টের নিরাপত্তা নিয়ে বিস্তারিত
১২সেভিংস ওয়ালেট নিয়ে বিস্তারিত
১৩সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম কি, কেন ও কিভাবে
১৪অযাচিত ও অপ্রয়োজনীয় মেনশন কি এবং কেন বিরত থাকতে হবে

Line Break Steem.png

এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার শিক্ষামূলক পোস্ট গুলো পড়ে সব সময় কিছু না শিখতে পারি। আপনি অনেক সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন।

ভাইয়া আপনার শিক্ষামূলক পোস্টগুলো এতো সুন্দর হয় যে কি আর বলবো!!
আমি ব্যাপার গুলো জানতাম তবে স্পষ্টতা আর জানার মাঝেও কিছু যে ফারাক থাকে তা আজ টের পেলাম।আর অনেক বিষয়ে একদম স্পষ্ট হলাম।

আরো আসছে অনেক বেসিক বিষয়।

আপনার শিক্ষামূলক পোস্ট গুলো পড়ে সব সময় কিছু না শিখতে পারি। অথর ও কিউরেশন ডিসট্রিবিউশন সম্বন্ধে একটা ভালো ধারণা পেলাম আজকে। আপনার পোস্ট আপনি অনেক সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

জি, ধন্যবাদ

ভাইয়া আপনার পোস্টটি থেকে আজকে অনেক না জানা বিষয় গুলো জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর একটি তথ্য মূলক পোষ্ট । আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

শিক্ষামূলক প্রতিনিয়ত কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য অভিনন্দন রইল। যদিও ব্লকটি সম্পন্ন করার সময় নেই তবে সময় করে অবশ্যই সম্পূর্ণ ব্লগ টি পড়ে অবশ্যই সবগুলো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করব।। শুভকামনা রইল শিক্ষামূলক কিছু শেয়ার করার জন্য

অনেক উপকারী একটি পোস্ট করেছেন ভাইয়া। এই বিষয়গুলো আমি জানতাম না।অনেক কনফিউশান দুর হলো। ধন্যবাদ আপনাকে

দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
যদিও জানতাম। তারপরও আরও পরিষ্কার ধারণা পেলাম। শুভ কামনা রইল ♥️

আপনি যে শিক্ষামুলক পোস্ট তৈরী করেন। আপনার প্রতিটি পোস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর থেকে বেশ ভালো কিছু শিক্ষা নেয়া যায়। বিশেষ করে যারা নতুন তারা এই বিষয়গুলো অধিকাংশ জানে না বললেই চলে।

খুবই উপকারী একটা পোস্ট সাইফুল ভাইয়া🥰
যারা একবারে নতুন তাদের জন্য ১৪ টি লিংক অনেক কাজে দেবে। শুভকামনা 😍😍

ভাইয়া আপনার শিক্ষামুলক পোস্ট থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। আশা রাখছি নিয়মিত এ ধরনের পোস্ট করে আমাদেরকে উপকৃত করবেন।

জি অবশ্যই। আজকেও একটি করেছি সেটা দেখতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন আশা করি। ধন্যবাদ।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

সত্যি ভাইয়া আপনার পোস্ট পরে খুব সহজে বুঝতে পারলাম। আর একটা আফসোস করলাম গতকাল আপনি আমাকে এত সহজ একটি প্রশ্ন ধরলেন আপনার পোস্ট পরে বুঝতে পারলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া

জি, আগামী ক্লাশে দেখা হবে।

জি ভাইয়া,