কি বলবো-মুক্তি পেলাম নাকি বন্দি হইলাম?আপনাদের যে কেন জিজ্ঞাসা করলাম, আমি তো নিজেই বুঝতেছিনা।আচ্ছা সে যাইহোক,সরকারি নির্দেশনা অনুযায়ী আজ স্কুল খুলে দিয়েছে।বলতে গেলে খুব উৎসাহ নিয়েই স্কুলে গিয়েছিলাম।কাল থেকেই ভেবে রেখেছিলাম যে ড্রেস পড়েই স্কুল যাবো।কিন্তু সকালে রেডি হতে গিয়ে দেখি শার্ট ছোট হচ্ছে।অনেক কষ্টে ইন করে বেরিয়ে পড়েছিলাম।
আমাদের ক্লাস টাইম করা হয়েছে সকাল ১০ টা থেকে সকাল ১১ টা ১৫ পর্যন্ত।তাই ৯ টা ৫০ এর ভেতোরই স্কুলে পৌঁছে গিয়েছিলাম।গিয়েই দেখি গেটে দাঁড়িয়ে দুজন স্যার তাপমাত্রা মাপছিলেন।
গেট থেকে ভেতোরে ঢুকে দেখি জবা গাছের নিচে একটি বেঞ্চের উপর দুইটি বালতিতে পানি রাখা আছে আর কয়েকটি সাবান।
সাবধানতার কাজ শেষ।তারপর আমার ক্লাসরুম খুজতে লেগেছিলাম।খুজতে গিয়ে দেখি প্রতিটা শাখা জোড় বিজোড় দুই ভাগে ভাগ করে মোট আটটি ক্লাস রুম দেয়া হয়েছে।আমার রুমে ঢুকে দেখি আমি একাই এক বান্দা,পুরো রুম ফাকা।
কিছুক্ষন মাঠে ঘোরা ফেরা করতেই দেখি কয়েকজন আসলো।তারপর ওদের সাথে রুমে গিয়ে বসেছিলাম।ফ্যান দিতে গিয়ে দেখি সব ফ্যানের তার কেটে দেয়া।কি বলবো,অসহ্য গরমে দেড়টা ঘন্টা সময় কাটিয়ে বের হওয়ার পর মনে হচ্ছিলো জাহান্নাম থেকে বের হইলাম।
বেড়িয়ে বাকি বন্ধুদের জন্য বারান্দায় দাড়িয়েছিলাম।ওরা যখন নিজ নিজ ক্লাস থেকে আসলো তখন আবার আগের মতো গল্প শুরু হয়েছিল।হাসি গল্প দুষ্টামিতে আবার মেতে উঠেছিলাম সবাই।
ছুটির পর মাঠে গিয়ে ঘন্টাখানেক আড্ডা দিয়ে কয়েকজন একসাথে বাসায় ফিরে এসেছিলাম।আগের সেই অনুভূতিগুলো আবার নতুন রুপে ফিরে পেয়ে আসলেই ভালো লাগছে।
Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
date. 12/09/21
দেড় বছর পরে স্কুল কলেজে যেতে পেরে সবাই অনেক খুশি। যদিও আজ আমি যাই নি তবে কাল থেকে যাবো।আপনার উপস্থাপনা ভালো ছিলো শুভকামনা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ 💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহ্ ! কত দিন পর আজকে স্কুলে গেলাম। বন্ধুদের সাথে আবার মজা করলাম। খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপনার স্কুলে কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বাগতম 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাই হোক খুব ভালো লেগেছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।আশা করছি শিক্ষার্থীরা এখন অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।
ইদুরে কেটে দিয়েছে মনে হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাইয়া,,,অন্যান্য রুমের গুলোও কাটা ছিল।সময় করে পোস্ট পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit