আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।বেশ কিছুদিন ধরে একই টাইপের লেখা লিখছিলাম।তাই ভাবলাম,একটু চেইঞ্জ আনা দরকার।যাইহোক,দারাজ থেকে একটা VR বক্স কিনেছিলাম সেদিন।সেটার অভিজ্ঞতাই শেয়ার করার জন্য হাজির হয়েছি।
আমার মাথায় VR বক্সের ভূত চেপেছিল ইয়ার ফাইনাল এক্সামের ভেতর আইসিটি এক্সাম দেয়ার দিন থেকে।যদিও এ সম্পর্কে আগে থেকেই অভিহিত ছিলাম তারপরেও কখনো ইউজ করিনি।কিন্তু সেদিন বইয়ে পড়তে পড়তে মন চাইলো একটা কিনেই ফেলি। তাই দারাজে একটু খোজাখুজি করে একটা অর্ডার করেছিলাম।বিভিন্ন দামের ছিল।৩৫০ থেকে শুরু করে ১৮০০/২১০০ অব্দি।ওখান থেকে নিলে তো রেটিং না দেখে নেওয়ার সাহস হয়না আর ৫০০ এর উপরে যেগুলো ছিল সেগুলো কেউ কেনেওনি আর তাই রেটিংও ছিলনা।আমি নিজেও আর সেগুলো নেয়নি।৫০ টাকা ডিসকাউন্ট পেয়ে ৮৫ টাকা ডেলিভারি ফি-সহ আমার মোট বিল এসেছিল ৪৮৫ টাকা।
অর্ডারের তিনদিন পর প্রোডাক্টটি হাতে পেয়েছিলাম।ডেলিভারি ম্যানটাও ওয়েল-ম্যানারড ছিল।যেহেতু বইয়ে পড়েছি আর জিনিসটাও বেশ অভিনব তাই এক্সাইটমেন্ট একটু বেশিই কাজ করছিল।কিন্তু সাথে সাথেই মেসে এসে টেস্ট করতে পারিনি,প্রোডাক্ট রিসিভ করে সেটা ব্যাগে নিয়ে দুইটা প্রাইভেট পড়ে মেসে যাওয়ার পর টেস্ট করেছিলাম।
ইউজার ম্যানুয়েলে জাপানিজ ল্যাংগুয়েজ লেখা ছিল,তাই কিছু বুঝতে পারছিলাম না।ইউটিউব দেখে পরে কনফিগার করেছিলাম।
দাম হিসেবে ওতোটাও খারাপ না।প্লাস্টিক হলেও বডি বেশ ভালোই শক্ত আর গ্লাসটাও ভালোই।তবে আরেকটু ক্লিয়ার হলে ৯/১০ দেয়াই যেতো।তাছাড়া এমনিতে সব ঠিকঠাকই ছিল।
নিজে পরার পর তো আর ছবি দেখানো সম্ভব না।তাই চাইলেও দেখাতে পারছিনা যে এর কার্যকারিতা কেমন।জুলজির থ্রি-ডি ক্লাসগুলো করতে বেশ উপকারে লাগছে আমার।
গত রাতে ঘুম আসার আগে সিচিন-৫ দেখে ঘুমিয়েছিলাম।টু বি অনেস্ট অস্থির একটা ফিল পেয়েছিলাম VR দ্বারা মুভিটি দেখে।চাইলে নিতে পারেন আপনারা।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/11/22
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি একদম ঠিক বলেছেন ভাই, দারাজ থেকে কিছু নিলে অবশ্যই রেটিং দেখতে হয়। তা না হলে অনেক বেশি ঠকতে হয়। আমি যে কোন সময় কোন কিছু ক্রয় করলে একটু দামি টা কেনার চেষ্টা করি, কিন্তু আপনার পণ্যের দামি গুলো রেটিং নেই বলেছেন এজন্য অবাক হলাম। তাই মোটামুটি দামের একটি নিয়েছেন। VR বক্সের সম্পর্কে আমার নিজেরও ভীষণ কোন জ্ঞান নেই। কিন্তু আশেপাশে অনেকেই ব্যবহার করে দেখেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘরে ঘরে তো এটার প্রচলন এখনো সেভাবে হয়নি তাই হয়তো বেশি দামীগুলো কেউ নেয়নি।
ধন্যবাদ ভাইয়া💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারাজ থেকে আমি আজ পর্যন্ত কোন কিছু ক্রয় করিনি তাই এটার কোন অভিজ্ঞতা আমার নাই। VR মানে ভার্চুয়াল রিয়েলিটি এটা আমিও পড়েছি।পরে বুঝতে পেরেছি এটা ওরে আমরা ঘরে বসে অনেক কিছু ফিল নিতে পারি। সুযোগ পেলে একদিন এটা ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অবশ্যই,ট্রাই করে দেখতে পারেন।নিরাশ করবেনা।
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে আমার VR বক্স সম্পর্কে সেরকম কোন ধারনা নেই। আমি আসলে কখনো সামনাসামনি VR বক্স দেখিওনি। কিন্তু কোন মুভিতে মনে হচ্ছে এরকম দেখেছিলাম। তাছাড়া আপনি ঠিকই বলেছেন অনলাইনে কোন জিনিসপত্র কিনতে হলে রেটিং দেখে কেনা ভালো। অনলাইনে জিনিসপত্র তো কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু,বরাবর রেটিং দেখেই কিনি।এখনো অব্দি খারাপ জিনিস পাইনি।
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ব্যাক্তিগতভাবে ভিআর বক্স ব্যাবহারের অভিজ্ঞতা নেই। আর আমি নিজে যখন জ্যুলজি পড়াশোনা করেছি সে সময়ে এসবের চল অতটাও ছিলো না। বর্তমানে সুযোগ সুবিধা আরো ভালো করতে, পড়াশোনার মান উন্নত করতে বিজ্ঞান একদম হাতের মুঠোয় চলে এসেছে। বেশ ভালো বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু,যেন মনে হয় কাছে থেকে ফিল করছি সবকিছু।বিজ্ঞান যে কতদূর গেছে তা চিন্তার বাহিরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit