নমস্কার
শরত সকালের কিছু ফটোগ্রাফি:
(শরতে ভোরের শিশির)
লোকেশন
শরত মানেই মাকড়সার নীড়,
শরত মানেই স্নিগ্ধতা
শরত মানেই রাশি রাশি কোমলতা।
আমরা জানি,শরতকাল মানেই আলাদা রকমের আমেজ কাজ করে মনে।আর এই শরতকালের সকালে শিশির বিন্দু জমে ঘাসের উপর কিংবা ধানের পাতার উপর।আর মুক্তার মতো ঝরে পড়ে ওই শিশির বিন্দুগুলি।যখন ভোরের প্রথম সূর্যের আলো শিশির বিন্দুর উপর পড়ে তখন চিকিমিকি করে ওঠে।যেটা দেখতে অসম্ভব ভালো লাগে।
(ঘাসফুলের উপর জমা শিশিরকণা)
লোকেশন
শরতকালের ভোরের শিশিরকণা যখন ঘাসের উপর জমে থাকে তখন ঘাসেরা সতেজ হয়ে ওঠে।কোমল ঘাসেরা নতুন প্রাণ ফিরে পায় যেন প্রকৃতির বুকে।সবুজ ঘাসের উপর হালকা বেগুনি রঙের ফুলগুলি দেখতে খুবই ভালো লাগছিলো।ফুলগুলি দেখে মনে হচ্ছিলো দুটি প্রজাপতি যেন একত্রে মিলেমিশে রয়েছে।শরতের ভোরে এক শীতলতার আভাস পাওয়া যায় হৃদয়ে।
(শরতে ভোরের সূর্য)
লোকেশন
শরতকালের বেশিরভাগ সময় দেখা যায় মেঘলা আকাশ।ভোরের সূর্যের আলো খুবই শান্ত।তেমনি আজ সকালে যখন সূর্য উদয় হচ্ছিলো তখনই তুলেছিলাম এই ছবিটি।শরতের আকাশ যখন তখন তার রূপ পরিবর্তন করে।কখনো মেঘলা আকাশ আবার কখনো তীব্র রোদের দেখা মেলে।মেঘলা আকাশ ভেদ করে সূর্য উকি দেয় কখনো কখনো আবার আকাশের বুক চিরে প্রকৃতিতে ঝরে পড়ে প্রবল বৃষ্টি।এমন দৃশ্য দেখতে সত্যিই বড্ড ভালো লাগে।
(শরতের ধানক্ষেত)
লোকেশন
শরতকালে ফসলের মাঠে চোখ রাখলেই মন জুড়িয়ে যায় সবুজ রঙের ধানক্ষেত দেখে।কোথাও কোথাও আবার ধান পাক ধরতেও শুরু করেছে।সবুজ রঙের ধান ক্ষেতের উপর শরতের সকালে শিশির বিন্দু জমে প্রত্যেকটি পাতায় পাতায়।আবার মাকড়সারা জাল বুনে পোকামাকড় শিকার করে খায় ধানক্ষেতের উপর থেকে।এখন ধান ক্ষেতগুলি ফুলে ফেঁপে পরিপূর্ণ হয়ে রয়েছে।
(শরতে হলুদ ফুল)
লোকেশন
এবং শাপলা ফুলের সমাহার,
শরতকালে ফুলে ফুলে ভরে যায়
খাল-বিল ও নদ-নদীর ঝিল।।
এই ফুলটি হচ্ছে হলুদ ফুল।শরতকালে হলুদ ফুল ফুটে থাকে।হলুদ ফুলগুলির পাপড়ি এতটা পুরু হয় যে দীর্ঘদিন এটি ঘরে সাজিয়ে রাখলে সুন্দর দেখতে লাগে।তাছাড়া এগুলো দেখতে কিছুটা কেনা ফুলের মতোই লাগে।এই হলুদ ফুলের উপরও মাকড়সা জাল বুনেছিলো।আর নিচের ফুলটি অতি পরিচিত নয়নতারা ফুল।যার উপর শিশির বিন্দু জমে রয়েছে।
(শরতে কাশফুলের কুঁড়ি)
লোকেশন
বন্ধুরা, আমাদের ক্যানেল পাড়ে প্রচুর পরিমাণে কাশফুল ফুটে থাকে।তেমনি এই বছরও ফুটেছিলো,চারিদিকে সাদা রঙের কাশফুলে ফুলে ম-ম করছিলো।কিন্তু দুঃখের বিষয় টানা দুই সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে সব কাশফুল নুয়ে পড়েছে এবং পাপড়ি ঝরে নষ্ট হয়ে গিয়েছে।এখন আবার নতুন করে কাশফুলের কুঁড়ি হয়েছে যেগুলো কিছুদিনের মধ্যেই নতুন সাদা রঙের কাশফুলে রূপ নেবে।অনেকে এই কাশফুলের ডাটা দিয়ে ঝাড়ু এবং কাশফুল দিয়ে নরম বালিশও তৈরি করে থাকেন।
(শরতের কাশফুল)
লোকেশন
কাশফুলের পাপড়িগুলো প্রথমে সবুজ রঙের থেকে হালকা মেরুন রঙে রূপ নেয়।তারপর সাদা রঙে পরিণত হয়।শরতকালে কাশফুল ও শিউলি ফুল ফুটলেই উৎসবের আগমনী বার্তা বয়ে আনে।সাদা কাশফুল দুর্গামায়ের পূজার প্যান্ডেল তৈরি করতেও ব্যবহার করা হয়।তাছাড়া শরতকাল হচ্ছে উৎসবের মৌসুম।চারদিকে একটা পুজো পুজো গন্ধ শুরু হয়ে যায় শরতকাল থেকেই।তাই শরতকাল আমার কাছে অনেক প্রিয়।।
পোষ্ট বিবরণ:
বিষয় | প্রতিযোগিতা - ৬৩ | শরত সকালের কিছু ফটোগ্রাফি | |
---|---|---|---|
শ্রেণী | ফটোগ্রাফি | ||
ডিভাইস | redmi note 10 pro max | ||
অভিবাদন্তে | @green015 | ||
লোকেশন | বর্ধমান,পালসিট |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
শরতের সকলের সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো কনটেস্টে অংশগ্রহণ করে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন দেখলাম। যেখানে কাশফুল এর নরম ছোঁয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে উপস্থাপন করতে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকাল সকাল এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মনটা ভরে গেল। শরৎকালের দারুন দারুন ফটোগ্রাফি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু। ঘাসের সাথে শিশির বিন্দু জমে আছে দারুন লাগছে ফটোগ্রাফি টা। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরতের সকাল আমার অনেক বেশি পছন্দের। অনেক দারুন দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। শরৎকালের সকাল বেলার সৌন্দর্যকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলোর মধ্যে। আমার কাছে একেবারে প্রথম ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। ঘাসের মধ্যে জমে থাকা শিশিরবিন্দু দেখতে দারুন লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ফটোগ্রাফি অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। বিশেষ করে প্রথম ছবিটা একদম অসাধারণ হয়েছে। আসলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শরতের সকালের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আর সেই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার সবগুলো ফটোগ্রাফি একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতই ছিল। অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য গুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিশির ভেজা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। শরৎকালের বিভিন্ন সময়ের চিত্র আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। অসাধারণ সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি অন্যদের থেকে আপনার ফটোগ্রাফি গুলোও কম সুন্দর হয়নি। আমিও তেমন ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে যতটুকু পারি তাই শেয়ার করি। যাই হোক আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ঘাসফুলের উপরে শিশির বিন্দু দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আপু। আপনি চমৎকার সব ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। শিশির ভেজা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দারুন সব ফটোগ্রাফি সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এখানে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুবই ভালো ভাবে ফুটে উঠেছে৷ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit