আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।আল্লাহ দ্রুত মামনিকে সুস্থতা দান করুন আমিন।
আসোলে বাসার ছোট সদস্যগুলো অসুস্থ হলে বাসার কেউ ই ভালো থাকেনা কারন এরাই তো বাসার জান।
আর আপনার সুটকি ভুনাটাও কিন্তু বেশ লোভোনীয় হয়েছে মাশআল্লাহ।
সুটকি ভুনা এবং ভর্তা দুটোই আমারো বেশ পছন্দের।