ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪,৪৭৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬৪।
হ্যাংআউট-৭৯
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। তারপর আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে অনেক সুন্দর কিছু সময় কাটাবেন, পুরো সপ্তাহের জমে থাকা অনুভূতি শেয়ার করবেন। যেহেতু প্রতি সপ্তাহে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি তাই কিছু নিয়ম কানুনের বিষয় রয়েছে সবাইকে সেগুলো আবারও স্মরণ করিয়ে দিতে হবে। সকলের মাইক অফ রাখতে হবে এবং যারা কথা বলবে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু যখন আপনাদের জন্য নির্ধারিত সময় আসবে তখন অবশ্যই সবাই কথা বলতে পারবেন এবং জেনারেল চ্যাটে লিখে শেয়ার করতে পারবেন সব সময়। কাংখিত সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউট শুরু করেন শুভ ভাই।
এরপর আমি
@hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৭৯তম সাপ্তাহিক হ্যাংআউটে স্বাগতম জানাচ্ছি। তার সাথে সাথে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং আমার বাংলা ব্লগকে অভিনন্দন জানাচ্ছি স্টিমিট এওয়ার্ডস ২০২২ এর বিজয়ীদের তালিকায় থাকার জন্য্। এটা সত্যি দারুণ একটা স্বীকৃতি দাদার জন্য এবং আমার বাংলা ব্লগের জন্য। যারা শুরু হতে আমার বাংলা ব্লগের সাথে ছিলেন এবং নানাভাবে আমাদের উৎসাহ যুগিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন তাদের পুরো সপ্তাহের এ্যাক্টিভিটিস ছিলো খুবই হতাশাজনক। অধিকাংশ ইউজারের কাছ হতে কাংখিত কিছু পাই নাই, সব কিছু বিবেচনায় মাত্র ৮ জনের নাম সুপার এ্যাকটিভ তালিকার জন্য নমিনেশন করেছি, কারন বাকিদের অবস্থা বেশ খারাপ ছিলো। অনেক ইউজার এই সপ্তাহে ডিসকর্ডে তেমন এ্যাকটিভিটিস সো করতে পারেন নাই, পোষ্টের সংখ্যাও ছিলো হতাশাজনক। খারাপ অবস্থা ছিলো,
@engtariqul,
@mahir4221,
@mohamad786,
@faruk123,
@ripon40,
@rubayat02 এবং
@marufhh। এছাড়াও
@kibreay001কে ইনএ্যকটিভ তালিকায় নেয়ার জন্য নাম প্রেরণ করেছি।
আরো একটু কথা বলতে চাই আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ রবিবারের আড্ডা নিয়ে, এই সপ্তাহ হতে আমাদের এই আড্ডাটি শুরু হবে। আমাদের প্রথম অতিথি হবেন কমিউনিটির মডারেটর রুপক ভাই। আর আপনারা যারা উপস্থিত থাকবেন তাদের জন্য প্রশ্ন পর্ব নামে একটা সেগমেন্ট থাকবে, সেখানে আমরা সরাসরি রুপক ভাইকে প্রশ্ন করার সুযোগ পাবেন এবং সেরা তিনজন প্রশ্নকারী ১৫ স্টিম পুরস্কার পাবেন। আগামী রবিবার রাত নয়টায় (বাংলাদেশী সময়) আমাদের প্রথম আড্ডায় অংশগ্রহনের আমন্ত্রণ জানালাম।
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাক্টিভিটিস ভালো ছিলো না। তাদের মাঝ হতে কিছু ইউজারের তথ্য উপস্থাপন করেন ।
@bobitabobi এই সপ্তাহে পোষ্ট সংখ্যা কম ছিলো, কমেন্ট সংখ্যা খুবই কম এবং ডিসকর্ডে কম উপস্থিতি ছিলো, এগুলো বাড়াতে হবে।
@tuhin002 পোষ্ট সংখ্যা কম মাত্র দুটি পোষ্ট ছিলো এই সপ্তাহে, কমেন্ট সংখ্যাও কম এগুলো বাড়াতে হবে, ডিসকর্ডে তেমন এ্যাকটিভিটিস নেই, এর আগেও তা বলা হয়েছিলো, যদি পরিবর্তন না হয় তাহলে পোষ্ট কিউরেশনে যাবে না।
@emonv তারও একই শোচনীয় অবস্থা, লো এনগেজমেন্ট সবদিকে তাই আপনার জন্যও একই পরামর্শ থাকবে, অনিয়মিত থাকলে পোষ্ট কিউরেশনে যাবে না।
@mdemaislam00 এই সপ্তাহে তেমন এ্যাক্টিভিটিস নেই মাত্র দুটো পোষ্ট করেছেন, কমেন্ট প্লাস ডিসকর্ডে এ্যাক্টিভিটিস নেই বললেই চলে, এছাড়াও নিজের পোষ্টের কমেন্টের কোন রেসপন্সতো করেনই না আবার এ্যাডমিন/মডারেটররা কোন পরামর্শ দিলেও সেটা এড়িয়ে যান। একজন ভেরিফাইড ব্লগারের নিকট হতে এটা আশা করা যায় না। মেইন মেইন টপিকসে বানান খুবই ভুল থাকে, এগুলো ঠিক না হলে পোষ্ট কিউরেশনে যাবে না।
@azizulmiah আপনার পোষ্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং কমেন্ট সংখ্যা অনেক কম, ডিসকর্ডের এ্যাক্টিভিটিসও কম, এগুলো বৃদ্ধি করতে হবে ঠিক ঠাক এনগেজমেন্ট ধরে রাখতে হলে।
@ferdous3486 এ্যাক্টিভিটিস খুবই লো, মাত্র একটি পোষ্ট করা হয়েছে এই সপ্তাহে। এই রকম এ্যাক্টিভিটিস থাকলে পোষ্ট কিউরেশন করা সম্ভব নয়। এ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে বলেন।
@naimuu ডিসকর্ড এ্যাক্টিভিটিস কম আছে, ডিসকর্ডে কিছুটা সময় দিতে হবে।
এরপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@swagata21 দিদি কথা বলেন, শুরুতে তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন।
@sadiahaque কে এই সপ্তাহে এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হয়েছে। আর বাকিরা আছেন তাদের মাঝে অনেকেই আছেন যারা শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য একটা/দুইটা পোষ্ট করে যাচ্ছেন, তাদের নাম প্রকাশ করেন । এরা হলেন,
@sumon09 @ashikur50 এবং
@mayedul এভাবে একটা দুইটা পোষ্ট করে এ্যাক্টিভ তালিকায় থাকাটা আমাদের নিয়েমের মাঝে পড়ে না। এছাড়া আমরা বার বার বলছি যে, আপনাদের কোন সমস্যা থাকলে টিকেট কেটে ছুটি নিন কিন্তু এমনটা করবেন না। এছাড়া যারা ছিলেন তাদের কোয়ালিটি মোটামোটি ঠিক ছিলো।
আর কিছুজন আছেন যাদের ডিসকর্ড এনগেজমেন্ট খুবই লো, ডিসকর্ড এনগেজমেন্ট কিন্তু সুপার এ্যাক্টিভ তালিকায় আসার জন্য অনেকটাই প্রভাব ফেলে, তাই ডিসকর্ড এনগেজমেন্ট বজায় রাখতে অনুরোধ করেন। এরপর সকলের উদ্দেশ্যে বলেন শিশু সুলভ আকাঁ হতে বিরত থাকুন। কমেন্ট মনিটরিং রিপোর্টে এই সপ্তাহে দেখলাম অনেকের কমেন্ট সংখ্যা অনেক কমে গেছে আবার কিছু ইউজার আছেন সপ্তাহে প্রথম দুই একদিন কমেন্ট করেন তারপর চার/পাঁচ দিন কোন এ্যাক্টিভিটিস থাকে না। আবার সপ্তাহের শেষের দিকে অনেকটা এ্যাক্টিভিটিস দেখান, এটা করতে নিষেধ করেন। প্রতিদিন হয়তো সমানভাবে কমেন্ট করা যায় না কিন্তু যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রাখতে বলেন।
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু কথা বলেন এরপর, প্রথমেই অভিনন্দন আমার বাংলা ব্লগ কমিউনিটিকে,দাদাকে এবং সর্বপরি এই কমিউনিটির প্রতিটি মেম্বারকে স্টিমিট এওয়ার্ড ২০২২ এর বিজয়ী হওয়ার জন্যে।এবং যারা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সাথে আছেন। আমি আজ তা নিয়ে একটু কথা বলবো।কারণ,আমরা যখন আড্ডা দিতাম সবাই মিলে বা কথা বলতাম তখন। আসলে শুরু থেকে আমাদের এডমিন এবং মডারেটর প্যানেলের একটা সমস্যা ছিলোই যে কেনো স্টিমিট টিম আমাদের দিকে নজর দেয় না।আমাদের সাপোর্টের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ।তবে বিষয়টা আমাদের জন্যে একটু বিরক্তির ই ছিলো যে কেনো আমাদের স্বীকৃতি দেওয়া হয়না বেস্ট হিসেবে।কারণ,এটা এই প্লাটফর্ম এর সবাই মানে এবং মানতে বাধ্য বলা যায়।
আপনারা সকলেই জানেন আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি এবং
@rme দাদা বেস্ট কন্ট্রিবিউটর হিসেবে সিলেক্ট হয়েছে। যা আমাদের জন্যে খুশির কারণ আমরা কাউকে কিচ্ছু বলিনি, কাউকেই বলিনি আমাদের সাপোর্ট করো। শুধুমাত্র দাদার কন্ট্রিবিউশান এবং কমিউনিটির বেস্ট কাজ দেখেই আজকে আমাদের জায়গাটা দিতে হলো। আসলে একটা সত্যি কথা হলো, কেও যদি নিজের অবস্থানে সঠিক থাকে। তবে চারপাশ বাধ্য তার ভালো কাজকে মেনে নিতে। আর ওটাই হয়েছে আমার বাংলা ব্লগের ক্ষেত্রে। আমি খুবই খুশি এবং আশা করি এই জায়গাটা আমরা সবসময় ধরে রাখতে পারবো আপনাদের সকলের জন্যে, দাদার জন্যে এবং আমাদের জন্যেও। একটু নিজেদের সুনাম ও করলাম আরকি!
অনেকের পোস্টের বানান মাত্রাতিরিক্ত ভুল। লেখায় একটা, দুইটা ভুল থাকাটা স্বাভাবিক। তবে প্রতি দুই লাইনে ভুল থাকাটা অস্বাভাবিক। আমি আপাতত নাম বলছিনা,তবে অবশ্যই এই ব্যাপারটি শুধরাতে হবে। আবার পোস্ট না পড়েই কমেন্ট করার প্রবণতা বেড়ে গিয়েছে। আমি নাম উল্লেখ্য করতে চাচ্ছিনা তবে একজন ইউজারের একটি পোস্টে আর্জেন্টিনার জয় নিয়ে লেখা ছিলো, তবে তিনি এই যে মিছিল, অপ্রয়োজনীয় উদযাপন এসব নিয়েও লিখেছিলেন। তবে কমেন্ট বক্স দেখি আমি অবাক। কারণ সেখানে আমাদের অনেক ভেরিফাইডদের কমেন্ট দেখেই বুঝা গিয়েছে যে উনারা পোস্ট পড়েনই নি। জাস্ট টাইটেল দেখে কমেন্ট করেছেন। কারণ, উনারা পোস্টকারির পোস্টের বিষয় নিয়ে কথাই বলেনি, শুধু ওই জেতা নিয়েই কথা বলেছে।
এ কাজটা মাঝে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিলো। এখন কেনো আবার কেনো শুরু হলো তা আমার বোধগম্য নয়। তবে এ ক্ষেত্রে অবশ্যই আপনারা মাক্স কম পাচ্ছেন এটা বলতে পারি। আরেকটি ব্যাপার হলো যারা ১৫ ঘন্টার মধ্যে ২ টা পোস্ট করেন দিন গ্যাপ দিয়ে দিয়ে,আপনাদের কিন্তু একদিনে একটা পোস্ট ই কিউরেশন করা হয়।
@kibreay001 এবং
@sadiahaque আপনাদের ইনেকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আর
@steem-for-future আপনাকে ইনএকটিভ লিস্টে নেওয়া হয়েছে। আপনার একটিভ লিস্টে আসতে আবার লেভেল ১ থেকে শুরু করতে হবে। আর এটা এডমিন প্যানেলের ফাইনাল ডিসিশন। আর একটি ব্যাপার হলো এখন থেকে একটিভ লিস্ট ২ সপ্তাহ পর পর চেঞ্জ হবে। আর আপুদের যদি কোনো সমস্যা থাকে,তবে অবশ্যই আমাকে নির্দ্ধিধায় ডিএম করবেন।
এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন। প্রথমে অভিনন্দন জানান দাদাকে স্টিমিট টিম কর্তৃক স্বীকৃতি পাওয়ার জন্য, সে বিষয়ে কিছু কথা বলেন সকলের উদ্দেশ্যে। এটা আমাদের জন্য খুশির একটা খবর, অন্তত শেষ পর্যন্ত স্টিমিট টিমের নজর পড়েছে আমাদের প্রতি, যদিও শুরুতে কোন স্বীকৃত দিতে চায় নাই তারা। এই সপ্তাহে স্টিমপ্রো এ্যাপস এ নতুন অনেকগুলো টুলস যোগ করা হয়েছে, কিছু গুরুত্বপুর্ণ টুলস সংযুক্ত করা হয়েছে, এর মাঝে একটা হলো অথর রিপোর্ট তৈরী করার টুলস, এ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থান করেন। এই টুল ব্যবহার করে তারা কিভাবে নিজেদের তথ্য চেক করবেন সেটা তুলে ধরেন। তারপর বাংলাডটউইটনেস নিয়ে কথা বলেন। উইটনেস আইডি হতে ইউজারদের ভোট দেয়া শুরু হয়েছে, পাওয়ার বাড়ার সাথে সাথে ভোটের রিওয়াডর্সও বৃদ্ধি পেতে থাকবে।
এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাইয়ের পক্ষ হতে শুভ ভাই কথা বলেন। শুরুতেই সকলের অবগতির জন্য জানান যে, সুমন ভাইয়ের বাবা এবং মা, দুইজনই হসপিটালে ভর্তি আছেন, তাই সবাইকে তাদের জন্য নিজ নিজ অবস্থান হতে দোয়া করতে অনুরোধ করেন। তারপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, যদিও এই সেশন সমাপ্ত হয়েছে কিন্তু বছর শেষে সেরা বিজয়ীদের জন্য বিশেষ ক্রেষ্টের ব্যবস্থা করার চিন্তা চলছে, এ বিষয়ে সবাইকে পুনরায় অবহিত করেন।
এরপর কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন, শুরুতে তার লাইভ শো করার বিষয়টি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, সকলের ভালো নাও লাগতে পারে সেটা স্বাভাবিক কিন্তু তথাপীও কিছু বিষয় থাকে যা অনাকাংখিত এবং আমাদের দুঃখ দেয়। সে বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং সবাইকে অনুরেধ করেন, ভালো না লাগলে সেটা স্কিপ করে যাওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভাবি এবং আপনাদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। যারা সোস্যাল মিডিয়ায় এ্যাকটিভ আছেন এবং নিজেদের কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করছেন, তাদের ধন্যবাদ জানান এবং তারা এই এ্যাক্টিভিটিস ধারাবাহিকভাবে ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন
@rupok ভাই। প্রথমে দাদাকে জানাই অনেক শুভেচ্ছা বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হওয়ার জন্য। তারপর আমার বাংলা ব্লক সংশ্লিষ্ট সকলকে জানাই শুভেচ্ছা সেরা দশটা কমিউনিটির একটা কমিউনিটি নির্বাচিত হওয়ার জন্য। আমার মতে এই অর্জনের পুরো কৃতিত্ব দাদার। কারণ কমিউনিটির শুরু থেকে এখন পর্যন্ত তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হাজারো সমস্যার ভিতরে তিনি কখনো আমাদের সাপোর্ট দেয়া বন্ধ করেননি বা কমিউনিটির কোন কাজে কখনো তার কোন গাফিলতি দেখিনি।
আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন মডারেটরদের পক্ষ থেকে একটা কনটেস্ট চলছে। কনটেস্টে অংশগ্রহণকারী সংখ্যা কম হওয়ার জন্য কনটেস্ট এর সময়সীমা বাড়ানো হয়েছে। কনটেস্টে অংশগ্রহণের জন্য শেষ সময় হচ্ছে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত বারোটা। আশা করি আমরা এই সময়ের ভেতর আরো চমৎকার সব এন্ট্রি দেখতে পাবো। এবার একটু ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। হ্যাংআউট এন্টারটেইনমেন্ট পর্বে যারা অংশগ্রহণ করেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে। আপনারা সবাই এমন বিষয়ে অংশগ্রহণ করবেন যে বিষয়টা আপনি ভাল করেন।
ধরুন আপনি গান গাইতে ভালো পারেন। সেক্ষেত্রে আপনি গানের জন্য নাম দিবেন। আবার ধরুন কেউ কবিতা আবৃত্তি ভালো করতে পারে। তিনি কবিতা আবৃত্তি করলেই ভালো হয়। কারণ এই এন্টারটেইনমেন্ট পর্বে আমরা সবাই আশা করি ভালো কিছু শোনার জন্য আপনাদের কাছ থেকে। কিন্তু সেখানে কিছু লোক অংশগ্রহণ করেন যারা পুরো পর্বের মজাটা নষ্ট করে দেন। আর আপনারা যেটাই করবেন চেষ্টা করবেন আপনাদের উচ্চারণ সঠিক করতে। ভুলভাল উচ্চারণে অংশগ্রহণ করলে সেটা উপভোগ্য না হয়ে বিরক্তির কারণ হয়। আশা করি ব্যাপারটা সবাই ইতিবাচক ভাবে নেবেন।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই। নমস্কার সবাইকে। RME দাদা ও আমার বাংলা ব্লগকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের ফ্যান্টম দা একজন খুবই কর্মপ্রিয় মানুষ। অনেক সময় দাদার সাথে কথোপকথনে উনি একটা কথা বারবার বলেন সেটা হলো আমাদের কাজ করে যেতে হবে। ঠিক সেটাই। টানা দু বছর অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ অবশেষে দাদার কাজ স্টিমিট টিম স্বীকৃতি দিলো। সেটা যেমন খুবই গর্বের তেমনি এটা থেকে আমরা আবার প্রমাণ পেলাম যে লক্ষ্য স্থির রেখে আমরা যদি কাজ করতে থাকি তাহলে সাফল্য অবশ্যই আসবে।
তারপর চলে আসবো লেভেল টু এর বিষয়ে কিছু কথা নিয়ে। যারা নতুন লেভেল ওয়ান থেকে লেভেল টু তে আসছেন, তাদের কাছে আমি আশা করবো যে তারা যেন কিছুটা হলে এক্টিভিটিস করেন। সাধারণত প্রতি ব্যাচকেই আমি এটা বলে থাকি আপনাদেরকেও একই ভাবে বললাম। আশা করছি আমার অনুরোধ শুনে আপনারা কিছুটা হলেও এক্টিভিটিস ধরে রাখবেন।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর
@tangera আপুর বিষয়ে কথা বলেন, তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করতে বললে আপু জানান, তার বলার কিছুই নেই অনেকেই অনেক কথা বলেছেন তাছাড়া আজ তার শরীরটাও ভালো নেই, তাই সকলের নিয়ক দোয়া চান।
শুভ ভাই এরপর নিজের অনুভূতি শেয়ার করেন। তারপর শুরুতে এবিবি স্কুল নিয়ে কথা বলেন এবং সবাইকে বেনিফিশিয়ারির বিষটি স্মরণ করিয়ে দেন, এবিবি স্কুলে থাকা কালীন সময়ে ৫% এবং সাইফক্সকে ১৫% দিতে হবে। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা আমাদের প্রজেক্ট-আমাদের জন্য। সবাই ঠিক সাপোর্ট এবং রিওয়াডর্স পাচ্ছে কিনা সেটা জানতে চান। এ প্রসঙ্গে আরিফ ভাই আরো কিছু তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন হিরোইজম নিয়ে। এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, মানুষ মানুষের জন্য। এ বিষয়ে সবাইকে পরামর্শ দেন, লিকুইড অথবা বেনিফিশিয়ারি দিতে পারেন। এক্ষেত্রে এবিবি চ্যারিটি হতে কিভাবে সহযোগিতা নেয়া যাবে সেটা বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। এর পর কোন কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে সেটাও উপস্থাপন করেন।
তারপর আমার বাংলা ব্লগের নতুন উদোগ রবিবারের আড্ডা নিয়ে কথা বলেন, এটা হবে স্টেজ শো, প্রথমে কমিউনিটির মডারেটরদের নিয়ে শুরু হবে, তারপর সাধারণ ইউজারদের নিয়ে করা হবে। তারপর বলেন এবিবি ফান নিয়ে, ফান করো আর্ন করো, কারা কারা আর্ন করতে পারছেন সেটা দেখতে চান, তারপর নতুন ইউজারদের ডেলিগেশন নিয়ে কথা বলেন, নতুন অবস্থায় আরসির সমস্যা থাকে তাই তাদের ফ্রি ডেলিগেশন দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে নিয়মিত রিওয়ার্ডস ক্লেইম করতে অনুরোধ করেন তাতে দ্রুত আরসি বেড়ে যাবে। সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, সকলের নিকট জানতে চান এ বিষয়ে। তারপর চলমান কনটেষ্ট নিয়ে কতা বলেন, সময় এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে, সবাইকে যথাযথভাবে অংশগ্রহণ করার আহবান জানান।
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা কথা বলেন এরপর। শুরুতেই তার তিক্ত কিছু অভিজ্ঞতার অনুভূতি শেয়ার করেন। নেটের সমস্যার বিষয়টির জন্য ভোট দিতে বেশ বেগ পেতে হচ্ছে এবং সামনের দিনগুলোতে দিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দাদা। Steemit Awards 2022 নিয়ে কথা বলেন, বিজয়ী হওয়ার অনুভূতি শেয়ার করেন, যদিও দাদা বিষয়টি আগে জানতেন না। তবে একটা বিষয় নিয়ে দাদা কথা বলেন, সেরা অথর হিসেবে আমার বাংলা ব্লগের কেউ হতে পারে নােই সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেন, আমার বাংলা ব্লগের ইউজাররা এ বিষয়েটি ঠিক মতো বুঝতে পারেন নাই হয়তো। তাই কারো নমিনেশন সেভাবে করা হয় নাই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের তেমন কিছু আসে যায় না ঠিকই কিন্তু অন্য কমিউনিটির এ্যাডমিন এবং ইউজাররা বেশ উৎসাহ প্রকাশ করতে দেখেছেন দাদা।
দাদা আমার বাংলা ব্লগের সবাইকে ধন্যবাদ জানান, আমরা বেষ্ট কমিউনিটি হতে পারছি, এটা ঠিকই আছে কিন্তু বেষ্ট অথর হতে পারে নাই কেউ আমার বাংলা ব্লগ হতে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং সন্দেহ প্রকাশ করেন বাংলাকে আন্ডারস্টিমেট করা হয়েছে কিনা? তবে যেহেতু স্টিমিট টিম কর্তৃক এটা দেয়া হয়, তাই এর কিছুটা গুরুত্ব অবশ্যই রয়েছে। প্রাইজটা বড় কথা না বরং সম্মানটা বড় বিষয়। তারপর দাদা সবাইকে এই বিষয়ে নিজেদের অনুভূতি শেয়ার করতে বলেন, তাতে আমার বাংলা ব্লগের কিছুটা প্রচার হয়ে যাবে।
প্রাইজ নিয়ে চিন্তা করতে না করেন দাদা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এ বিষয়ে দাদা কিছু তথ্য উপস্থাপন করেন সকলের অবগতির জন্য। সবাইকে কাজ করতে বলেন আনন্দ নিয়ে। আরো একটা তথ্য উপস্থাপন করেন দাদা, সেটা হলো এবিবি কিউরেশন চালু করা হয়েছে, যারা ডেলিগেশন করেছে তারা নিয়মিত ভোট পাচ্ছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, তারপর বলেন দাদা দেশে ফিরে সেটা ফাইনাল করবেন। এই কিউরেশন সিস্টেমটি আমার বাংলা ব্লগের সহকারী হিসেবে থাকবে, চলমান কিউরেশন স্টিস্টেম ঠিক থাকবে। আগ্রহীদের ডেলিগেশন করে চেক করতে বলেন, যদি কেউ চায়। পুরো বিষয়টি স্টিস্টেমেটিক্যালি চলবে। প্রসঙ্গক্রমে ডাও এর কথা বলেন দাদা, ডাও হতে এখানে ফান্ড গ্রো করবে। এর মোট পাওয়ার আরএমই অথবা হ্যাংগ্রি গ্রিফেন হতে বেশী হবে। তারপর দাদা বেষ্ট অব দ্যা ব্লগার নিয়ে কথা বলেন এবং বিজয়ীদের নাম প্রকাশ করেন। বিজয়ীরা হলেন,
@monira999,
@rahimakhatun এবং
@tasonya।
তারপর কুইজ পর্ব শুরু করার জন্য আরিফ ভাইকে আমন্ত্রন জানান শুভ ভাই, এই পর্বে আরিফ ভাইকে সহযোগিতা করেন মডারেটর রুপক এবং কিংপ্রস এবং আমি। আরিফ শুরুতে বলেন চারটি কুইজ করা হবে এবং নিয়মগুলো যথারীতি আগের মতোই আছে। তারপর টিপসিসি’র বিষয়টি উপস্থাপন করে দুঃখ প্রকাশ করেন, এর কারনে গত কয়েক সপ্তাহ রিওয়ার্ডস পেরণে কিছুটা দেরী হয়েছে, আশা প্রকাশ করেন এরপর হতে সেটা হবে না। তারপর একে একে চারটি কুইজ শেয়ার করেন। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে কুইজ ধরা হয়, এই বিষয়টিতে সবাই একটু বেশী আগ্রহী থাকেন কারন এখানে শেখার অনেক কিছু থাকে। যেহেতু দাদার কুইজের সবগুলোর সঠিক উত্তর দিতে পারে না সবাই, তাই দাদা একে একে চারটি কুইজ ধরেন এবং সেগুলো ইউজাররা পারেন না সেগুলোর বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করেন। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের পর্ব শুরু করেন। শুরুতে স্টেজে ডাকেন সাথি আপুকে, নেটের সমস্যার কারণে কিছুটা সমস্যা হলেও এরপর আপু স্টেজে আসেন এবং শুভ ভাইয়ের সাথে কৌশল বিনিময় করেন। তারপর সাথি আপু কাব্যিক ছন্দে সবাইকে স্টেজে আহবান জানান, যারা ইতিমধ্যে পারফর্ম করার জন্য নাম জমা দিয়েছেন। এরপর একে একে
@bristychaki আপু গান,
@joniprins কবিতা আবৃত্তি,
@hiramoni গান,
@shyamshundor গান,
@pujaghosh কবিতা এবং
@selinasathi1 কবিতা আবৃত্তি করেন আর সবশেষে শুভ ভাইয়ের মিষ্টি কণ্ঠের গান উপভোগ করে সবাই।
তারপর শুভ ভাই উপস্থিত ইউজারদের জন্য প্রশ্নো-উত্তর পর্ব শুরু করেন এবং কারো কোন কিছু জানার থাকলে সেটা নিয়ে প্রশ্ন করতে অনুরোধ করেন। এরপর প্রথমে
@joniprins ভাই প্রশ্ন করেন। তারপর আমি একটা কবিতা আবৃত্তি করি, নুর আপু কবিতা আবৃত্তি করেন এবং তারপর শুভ ভাই নিজেও কবিতা আবৃত্তি করেন। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
এই সপ্তাহের হ্যাং আউটে অবাক করা কবিতা আবৃতি শুনেছি হাফিজুল্লাহ ভাই এবং নুসূরা আপুর কাছ থেকে। তাছাড়া পুরোটা সময় জুড়ে সবার কাছ থেকে অনেক তথ্য এবং তথ্যবহুল আলোচনা শুনেছি।। বিশেষ করে ভালোভাবে উদযাপন করতে পেরেছি আমাদের কমিউনিটি এবং দাদার 2022 সালের এওয়ার্ড পাওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সপ্তাহে আড্ডা ঘরে অতিথি হিসেবে রুপক ভাই থাকবে জেনে ভালো লাগলো।তার সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবো।৭৯ হ্যাঙআউটে উপস্থিতি ছিলাম,তারপর পোস্টের মাধ্যমে পুরোপুরি জানতে পারি।বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হওয়ার জন্য দাদাকে শুভেচ্ছা। এই সপ্তাহে বেস্ট ব্লগার নির্বাচিত হতে পেরে বেশ ভালো লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই দাদা এবং আমার বাংলা ব্লগ পরিবারকে শুভেচ্ছা জানাই এতো বড় একটি অর্জনের জন্য। যদিও অনেক আগেই আমাদের এই সম্মান পাওয়া উচিত ছিল। দাদা নিঃসন্দেহে স্টিমিটের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে চলেছেন।
যারা দাম কমে যাওয়ার কারণে কাজ কমিয়ে দিয়েছেন তারা সত্যিই ভুল করছে বলে আমার মনে হয়। দাম বাড়া শুধুমাত্র একটি সময়ের ব্যাপার, তাই সবাইকে কাজের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দেবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউটের গুরুত্ব হয়তো এখন বুঝতে পারছি,গতকাল শো-তে ছিলাম না,তাই গুরুত্বটা বুঝতে পারছি।মনে হচ্ছে আমার জন্য আবার শো-টা রিপিট করা হয়েছে।
অনেক ধন্যবাদ ভাই,ভালোবাসা নিরন্তর 🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৭৯ তম হ্যাংআউট শেষ হয়ে গেল। ৭৯ তম হ্যাংআউট এর পুরো সময় ধরে উপস্থিত ছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা হলো এবং আনন্দময় সময় উপভোগ করেছি। আপনি খুবই সুন্দরভাবে রিপোর্ট তৈরি করেছেন, রিপোর্টটি পড়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আমাদের প্রিয় দাদা এবং আমার বাংলা ব্লগ পরিবারকে শুভেচ্ছা জানাই এতো বড় একটি অর্জনের জন্য। সাথে বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হওয়ার জন্য দাদাকে অনেক শুভেচ্ছা। ৭৯ তম হ্যাংআউট এর পুরো সময়টা অনেক ইনজয় করেছি। কিন্তু এই সপ্তাহে ভালো এক্টিভ থাকতে পারিনি কমিউনিটিতে কারণ অফিসে কাজে অনেক ব্যস্ত ছিলাম এবং গ্রামের বাড়িতে যাওয়ার কারণে এই সপ্তাহে এক্টিভ লিস্ট থাকতে পারি নাই।যাই হোক এই সপ্তাহে আবারো ফিরে আসবো আশা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহতেই আমি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি, হ্যাংআউট এর এই পর্বটি আমার অনেক ভালো লাগে। আর এই সপ্তাহে তো আরো অনেক বেশি ভালো লাগলো আমাদের সকলের প্রিয় দাদা বেস্ট কন্ট্রিবিউটর হিসাবে নির্বাচিত হয়েছেন আর আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে এটাই তো অনেক বড় পাওয়া। আর হ্যাংআউটের শেষের গান কবিতা আবৃত্তি এসব তো খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সাপ্তাহের হ্যাংআউটটি অনেক সুন্দর হয়েছে। সব কিছু তারাতারি শেষ হয়ে যাওয়ায় শেষের দিকে অনেক মজা হয়েছে। এই প্রথম হাফিজুল্লাহ ভাই আর নুর আপুর কবিতা আবৃতি শুনেছি। অনেক ভাল লাগলো। ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আমার বাংলা ব্লগ পরিবারের ৭৯ তম হ্যাংআউট শেষ হয়ে গেলো ৷ এ সপ্তাহের হ্যাংআউটি আসলেই অনেক মজার এবং গুরুত্বপূর্ণ ছিলো ৷ বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটি ও দাদার বড় অর্জন , সত্যিই অনেক ভালো লেগেছিলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে রিপোর্টটি তৈরি করে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবিবারের আড্ডা নিয়ে আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি, আশা করছি যথাসময়ে রবিবারে আড্ডা ঘরে উপস্থিত থাকবো। কিছু বলতে পারি আর নাই পারি অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। প্রতিবারের মতো এবারও খুব সুন্দর করে সাপ্তাহিক হ্যাংআউট সম্পর্কে বিস্তারিত ভাবে রিপোর্ট প্রকাশ করেছেন। হ্যাংআউট চলাকালীন অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারনে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা মিস হয়ে যায়, কিন্তু আপনার রিপোর্ট টি দেখলে সবকিছু জানা হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ সপ্তাহের হ্যাংআউট মিস করে ফেলছিলাম দূর্ভাগ্যবশত! বরাবরের মতো বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম হ্যাংআউটের রিপোর্ট দেখে! সব থোকে ভালো লাগার বিষয় ছিল আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এছাড়াও দাদা যে কিউরেশন সিস্টেম চালু করবে সেটাও আশা করি আমাদের জন্য ভালো হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত হ্যাংআউটে পরীক্ষার কারণে থাকতে পারেনি তাই আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে সেদিন হ্যাংআউটে কি কি হয়েছিল তার সবকিছু বিস্তারিত ভাবে জানতে পারলাম। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই সপ্তাহে হ্যাংআউট আমি ভালো ভাবে শুনতেই পারিনি যাস্ট জয়েন হয়েছিলাম মাত্র। কারণ আমি অনেক অসুস্থ ছিলাম তাই আরকি। রবিবারে আড্ডা ঘরের কথা শুনে অনেক ভালো লাগল।আর বেস্ট কন্ট্রিবিউটর নির্বাচিত হওয়ার জন্য দাদাকে শুভেচ্ছাও অভিনন্দন। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৭৯ তম হাংআউটের সবচেয়ে খুশির সংবাদ ছিল দাদা যখন বলল তিনি স্টিমিট এওয়ার্ড জিতেছেন সে বিষয়টা। নিজের পরিবারের কেউ কোনো কৃতিত্ব অর্জন করলে সেটা অন্যরকম একটা অনুভূতি থাকে। আর আমার বাংলা ব্লগ কে আমি তো নিজের পরিবার মনে করি তাই অনুভূতিটা অন্যরকম ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার সাপ্তাহিক রিপোর্টের পোস্ট যত পড়ি ততই মুগ্ধ হই কারণ হ্যাংআউটের সকল কথোপকথন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন। একটা অক্ষর বাদ যায় না সত্যিই এটা মুগ্ধ করবে সবাইকে। যেটা অনুপস্থিতিদের জন্য অনেক ভালো এই সাপ্তাহিক রিপোর্ট পোস্ট পড়ে সবকিছু জেনে নিতে পারবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাফিজ ভাইয়ের এই একটি রিপোর্ট পড়ার জন্য প্রতি সপ্তাহে অপেক্ষা করি। হাফিজ ভাই খুব সুন্দর করে এবংম গুছিয়ে রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরেন। তবে এ সপ্তাহে যারা বেস্ট ব্লগার হয়েছে তাদের কে শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ একটি হ্যাং আউট হয়েছিলো। যদিও পরীক্ষা দিয়ে বের হয়ে হ্যাং আউট এ জয়েন দিতে দিতে ২৩ মিনিট লেট হয়ে যায় আমার। তবে রাস্তা থেকেই হ্যাং আউট শুনতে থাকি আমি। বাসে উঠে বাকি টুকু। ভালো লেগেছিলো সেদিন বাসে বসেও কুইজ এ জিতে ছিলাম। প্রথম ২৩ মিনিট এ মিস হওয়া জিনিশ গুলো আপনার এই রিপোর্ট এর মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাং আউট পোস্টটি পরে আমার খুবই ভালো লাগলো। আমি বৃহস্পতিবার কিছু কিছু জায়গায় হ্যাংআউট মিস করেছিলাম এই পোস্টটি পড়ে বুঝতে পারলাম তখন কি হয়েছিল। অনেক সময় নেটওয়ার্কের কারণে অনেক কথা বোঝা যায় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit