আমরা পরিবর্তন হয়ে গেছি, আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, তাইতো নিজের আত্মীয় স্বজন, আপন মানুষজনদেরও খোঁজ খবর নেয়ার চেষ্টা করি না, প্রতিবেশীকে চমকে দিবো কি করে? আপনি ভাগ্যবান বলে এমন প্রতিবেশী পেয়েছেন।
খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন, তবে কয়েকটি বানান ভুলের সাথে দাঁড়ি-কমা, ঠিক মতো ব্যবহার করা হয় নাই, এই বিষয়ে যত্নশীল হওয়ার অনুরোধ করছি।
জ্বী ভাইয়া এখন থেকে চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক করে পোস্ট পাবলিশ করার। অনেক ধন্যবাদ ভূলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।
জ্বী ভাইয়া আসলেই ভাগ্যবান এখানে সবাই যত্নশীল সবাইকে ভালোবাসে সবাই। এমন হুটহাট উপহার প্রায় পাওয়া হয় আলহামদুলিল্লাহ গতকাল এক আন্টি গাছের কাঠাল পাঠিয়েছেন বাটি ভর্তি। আসলে আমি মনে করি আমি কাউকে দিলে তার আমার প্রতি আন্তরিকতা তৈরি হয় তাই সেও আমার জন্য উপহার আনে তার সামর্থ্য অনুযায়ী। উপহার যেমনই হোক সেটা হাসিমুখে গ্রহণ করলে উপহার দাতা বেশ খুশি হয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit