আসসালামু-আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এটা আমার প্রথম লেখা এবং প্রথমেই আমি আমার পরিচয় শেয়ার করতে যাচ্ছি।আমি @hasib-ul-hasan ১০ ফেব্রুয়ারী ১৯৯৮ সালে বাংলাদেশের সর্ব বৃহৎ দ্বীপ "ভোলা জেলার" তজুমুদ্দিন উপজেলায় জন্মগ্রহণ করি।
আমাদের ৫ সদস্যের পরিবার, আমার বাবা একজন শিক্ষক,মা গৃহিণী।আমরা ৩ ভাই,বোন নেই!পরিবারে আমি সবার বড়,মেজ ভাই বর্তমানে "চুয়েটে" অধ্যায়নরত, ছোট ভাই ২০২২ সালে দাখিল পরিক্ষার্থী।স্থায়ী জন্মস্থান ভোলা হলেও বর্তমানে একাডেমিক ক্যারিয়ারের জন্যে নরসিংদী,ঢাকায় অবস্থান করছি।
শৈশব-কৈশোর গ্রামের চঞ্চল স্বাধীনচেতা শিশু-কিশোরদের সাথেই কেটেছে আমার।শৈশবে মায়ের বকুনি খেতেখেতে দেরি করে ঘুম থেকে উঠা,খুব সকালে চক-সিলেটে নিয়ে মক্তবে যাওয়া আর কৈশোরে খেলার নেশায় স্কুল পালানোর কোনটাই বাদ যায়নি।একবিংশ শতাব্দীর ২য় এবং ৩য় দশকের পাবজি,ফ্রি-ফায়ারের ছোঁয়া আমার গায়ে লাগেনি।আমাদের ছিল দূরন্ত শৈশব,চঞ্চল কৈশোর,ঘুড়ি উড়ানো,গোল্লাছুট,বউচি, কানামাছি,কাবাডি,মোরগ লড়াই,ডাংগুলি, লাটিম খেলা,এক্কাদোক্কা,মার্বেল,ফুটবল, ক্রিকেট ইত্যাদি।
তখনও মফস্বলে বিদুৎ পৌঁছেনি "হারিকেন বাতি" দিয়ে সন্ধায় পড়তে বসা,দাদা-দাদুর মুখে পুরোনো গল্প শোনার অভিজ্ঞতাও ছিল বেশ।এখন বড় হয়ে এ জেনারেশনের শিশু-কিশোরদের জন্যে আফসোস হয়,পর্যাপ্ত খেলার মাঠ নেই,নির্মল বাতাস নেই!!শৈশব-কৈশোরে শিশু-কিশোরদের মেধা বিকাশের সময় এ সময় শিশুকিশোরদের মানষিক বিকাশের জন্যে চাই খোলা মাঠ, উদার আকাশ, নির্মল বাতাস,ছোট্ট নদীর বুকে জল আর কবি নজরুলের সেই সংকল্প হোক প্রতিটি শিশু কিশোরের প্রাণ।
প্রাথমিক ও মাধ্যমিক সহ ২০১৪ সালে "চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা" থেকে মাধ্যমিক ল্যাবেল সম্পন্ন করি।পরবর্তীতে "বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ" ঢাকা থেকে ২০১৪-২০১৮ সালে ৪বছর মেয়াদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্চ সম্পন্ন করি। বর্তমানে "বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের" অধিভুক্ত প্রতিষ্ঠান "বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট"নরসিংদীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রগ্রামে অধ্যায়নতর।
আমি একজন আত্নকেন্দ্রীক মানুষ, নিজের আত্নসম্মান বজায় রাখার চেষ্টা করি।অন্যেকেও সম্মান দেয়ার ক্ষেত্রে খুবই যত্নশীল।খুব সহজেই যেকোনো পরিবেশে মানিয়ে নিতে পারি,মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও আমি যথেষ্ট যত্নশীল।দেশ,জাতি,সমাজ, সংস্কৃতি এগুলো নিয়ে আমার অনেক কৌতুহল থাকে।আমার প্রিয় শখ ঐতিহাসিক ও ধর্মীয় বই অধ্যায়ন করা।অবসরে আমি লেখালেখি করতে, ভ্রমণ করতে,মাছ ধরতে,সাইক্লিং করতে পছন্দ করি।
আমার ক্যাম্পাসের গ্রুপ,পেজ,এবং বিভিন্ন সংগঠনের পেজে লেখালেখি করা হত বিধায়,আমার বন্ধু @alsarzilsiam আমাকে এই ব্যাপারে জানায়।বলল লেখালেখির প্রতি তোমার দেখছি ভালো আগ্রহ তুমি চাইলে এইখানে শুরু করতে পার।
আমি একজন সৃজনশীল মানুষ হিসেবে,প্রতিদিন আমার ভিন্নকিছু করতে ভালো লাগে কিন্ত এর আগে আমি এমন কোন প্লাটফর্ম পাইনি যেখানে আমি আমার সৃজনশীল লাইফস্টাইল নিরাপত্তার সহিত শেয়ার করে কোথাও সংরক্ষণ করে রাখতে পারি,স্টিমিট সেই নিরাপত্তা দিচ্ছে।এই প্লাটফর্ম আমার কাছে অন্যান্য প্লাটফর্ম থেকে অধিক অথেনটিক মনে হয়েছে।
আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো। আপনি দেখছি আমাদের সিয়াম ভাইয়ের বন্ধু বাহ বাহ😍।
আমার বাংলা ব্লগে আপনাকে সাদরে আমন্ত্রণ। আশাকরি আপনার পথযাত্রা অনেক সুন্দর হবে আমাদের সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে উৎসাহিত করার
জন্যে কৃতজ্ঞতা জানাই💚
ইনশাআল্লাহ,আমি আমার সেরাটা
দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিয়ম কানুন নিয়ে বলার কিছুই নাই তাহলে।যেহেতু আপনি সিয়াম ভাইয়ের মাধ্যমেই এসেছেন।
একিসাথে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে কিন্তু।শুভ কামনা রইলো 🌸
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে উৎসাহিত করার
জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি💚
অবশ্যই ভাই, শেখার কোন শেষ নেই,জানার কোন শেষ নেই,আমি শিখতে চাই, জানতে চাই।স্পেশালি আপনারা যারা এইখানে দীর্ঘদিন কাজ করছেন আপনাদের সঠিক দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি আমাকে ভালো একজন ট্রেইনারের কাছে হস্তান্তর করুন,তাহলে আমি আরও এগিয়ে যেতে পারব।কোন কনটেন্ট বা কোন স্পেশাল ট্রেইনার থাকলে আমাকে রেফার করতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনি আপনার পরিচিত মূলক পোষ্ট খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের discord এ জয়েন করুন নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discord link: https://discord.gg/2eWjngYK
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দক্ষতা অর্জন ও দক্ষতা
বিকাশের নতুন পথ উন্মুক্ত করে
দেয়ার জন্য আপনাদের সকলের
প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কি আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার হতে ইচ্ছুক??? তবে
আপনার জন্যে একটি সুখবর রয়েছে !!!
আজ ২৭/০৫/২০২২ থেকে আগামী ০২/০৬/২০২২ তারিখ পর্যন্ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন মেম্বার নেয়া চালু থাকবে। যদি আপনি আমাদের কমিউনিটিতে কাজ করতে আগ্রহী হোন তাহলে এই সময়ের ভেতর কমিউনিটির সকল নিয়মকানুন মেনে পরিচিতিমূলক পোস্ট করতে পারেন।
পরিচিতিমূলক পোস্ট করার নিয়ম জানতে ফলো করুন !!
Link: https://steemit.com/hive-129948/@rme/4pwnok
ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit