নাটক রিভিউ || মাইক || দ্বিতীয় তম পর্ব

in hive-129948 •  2 days ago 




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ২য় পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।


1000004412.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামমাইক
রচনা ও পরিচালনামোঃ মোস্তফার কামাল রাজ
সহকারি পরিচালকতৌফিক আহমেদ মাসুম
অভিনয়েমোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে
ধরণকমেডি নাটক
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
রিভিউ২য় পর্ব
দৈর্ঘ্য১৭ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • তিশা
  • সিদ্দিক
  • সোহেল সহ আরো অনেকে


সংক্ষিপ্ত কাহিনী বিশেষ


কামরুল তার প্রেমিকার সাথে দেখা করে ফিরে আসলো। এরপর তার মোবাইলের দোকানে বসলেন। দোকানে বসে আবারো বিভিন্ন রকমের গান বাজাতে থাকলেন। চেয়ারম্যান এলাকার মধ্যেই ছিলেন। তার গান-বাজনার বিষয়টা তখনও লক্ষ্য করলেন। একদিকে গান শোনা আরেকদিকে বিভিন্ন স্থানের মানুষে ফোন দিলে সে মানুষকে দেখে ফোনে কথা বলিয়ে দিচ্ছেন। এভাবে তার সময় পার হতে থাকলো মোবাইলের দোকানে। পাশে সহযোগী হিসেবে কাজ করছেন তার সহযোগী ছোট ভাইটা। আদম ব্যাবসিক ফোনে কথা বলেছেন কিন্তু টাকা দিয়ে যাননি, লিখে রেখেছেন। বিষয়টা ছোট ভাইয়ের মুখে জানতে পারলেন।

1000004414.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


কামরুলের বড় ভাই এলাকার একজন ডাক্তার। তিনি কোন স্থান থেকে বাসায় ফিরছেন ছাতি মাথায়। উপস্থিত পথে এলাকার চেয়ারম্যান তাকে দাঁড় করান। তার ছোট ভাইয়ের বিষয় সম্পর্কে অবহিত করেন। চেয়ারম্যানের মুখে বিভিন্ন কথা শুনে বড় ভাই রেগে গেলেন। তিনি দ্রুত বাসায় আসলেন এবং তার স্ত্রীকে বললেন। এই নিয়ে স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হলো। সে তার স্ত্রীকে দোষারোপ করল ছোট ভাইকে কেন সে বুঝাতে পারে না। স্ত্রীর ভারসমতে ব্যবসার বিষয় মাইক বন্ধ রাখলে তো আর হয় না। বড় ভাই মনে করল ভাবীর আশ্পদায় ছোট ভাইটা খারাপ হয়েছে। তারপরে সিদ্ধান্ত নিল বাসায় আসলে তাকে বুঝিয়ে বলবে সবাই।

1000004416.jpg

1000004420.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


এদিকে গ্রামের এক এমএ পাস ব্যক্তি। যে প্রেম করেছেন আদম ব্যবসায়িক এর শালিকার সাথে। প্রেমিকাকে আসতে বলেছিলেন কখন কিন্তু প্রেমিকা আসতে দেরি করে। উনার কাজ হচ্ছে যে কোন কথাই ইতিহাস শোনানো এবং মানুষকে বুদ্ধি দেওয়া জ্ঞান দেওয়া। কিন্তু প্রেমিকা তাকে বললেন তাকে বিবাহ করে কি খাওয়াবেন। তা তো নিজের একটা কর্ম করতে হবে। এ কথাতেও তিনি উল্টা পথে কথা বলতে থাকেন। প্রেমিকা তার কথা সহ্য করতে না পেরে উঠে চলে যান। প্রিয় মানুষটার সাথে ভালো ব্যবহার না হওয়ায় বাসায় বোনের সাথেও যেন ভালো ব্যবহার বা কথা বলতে পারছেন না। মুখটা একটু গোমরা দেখে বড় বোন তাকে পার্লারে নিয়ে যেতে চাইলো এবং ভালো কিছু সাজা গুজা ও খাওয়া দেওয়ার কথা বলল। এদিকে শালিকার মুখের রং কালো হয়ে যাচ্ছে এই জন্য দুলাভাই আশ্বাস দিলেন সৌদি আরব থেকে বাদশার স্ত্রীরা যে সমস্ত পাউডার ব্যবহার করে সেটা এনে দিবেন। বিষয়টা মেয়েটার কাছে একটু অন্যরকম মনে হলেও দুলাভাইয়ের আশ্বাস নিয়ে শান্ত থাকলেন।

1000004418.jpg

1000004422.jpg

1000004424.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


কামরুল দোকানে বসে থেকে মন ভালো থাকে না। মনটা সব সময় পড়ে থাকে প্রেমিকার উপর। তাই সকালে যেভাবে প্রেমিকার সাথে দেখা করতে গেছিল ঠিক সন্ধ্যার মুহূর্তে মাইকে ইঙ্গিত পূর্ণ এনাউন্স করে প্রেমিকাকে ডাকলেন এবং প্যান্ট হাতে করে চললেন প্রেমিকার সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে ছোট ভাইটার কাছে বলে গেলেন সব জিনিসপত্র যেন গুছিয়ে বাসায় নিয়ে চলে যাই। এরপর প্রেমিকা প্রেমিকের ডাকে সাড়া দিতে বাসা থেকে বের হন। বাবার সাথে বেশ কয়েকটা কথা বলে আস্তে আস্তে চোখ ফাঁকি রেখে প্রেমিকের সাথে দেখা করতে আসেন। প্রেমিকা তাকে বোঝাতে চান যখন তখন এভাবে ডাকলে সে আসতে পারবে না। কারন সে মেয়ে মানুষ আর রাত্রিবেলায় মেয়ে মানুষ বাইরে আসাটা সন্দেহের বিষয়। কিন্তু প্রেম ভালবাসার মন মানসিকতা বাধা যেন মানতে চায় না।

1000004430.jpg

1000004426.jpg

1000004432.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


নাটক বিষয়ে আমার মতামত:

মাইক নাটকের গ্রামীণ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে হাসি আনন্দে নির্মিত হয়েছে নাটকের অভিনয়। প্রথম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি চেয়ারম্যানের উপস্থিতি এবং কামরুলের মাইকের সাউন্ড এর বিভ্রান্তিকর অনুভূতি। চেয়ারম্যান কামরুলের বড় ভাইকে বিষয়টা অবগত করে এবং বড় ভাইকে ক্ষেপিয়ে তোলে। কিন্তু কামরুল তার মাইক বাজানো বন্ধ রাখে নাই। একদিকে ব্যবসা দোকানে বসে থাকা বিরক্তিকর মুহূর্ত আবার প্রেমিকাকে না দেখতে পেয়ে মনের ছটফট অনুভূতি। উঠতি বয়সে যেমন অনুভব হয়। আরেকদিকে সুযোগের সুযোগে প্রেমিকাকে ইঙ্গিত করে ডেকে কোন নির্জন স্থানে বসে গল্প করা। এই দ্বিতীয় পর্বে আমি অনুভব করেছি কামরুলের প্রেম অনুভূতি। সে দোকানে থাকলেও মনটা যেন প্রেমিকার কাছে পড়ে থাকে। সে প্রেমিকাকে এক ঝলক দেখার জন্য দোকানে বাধিয়ে রাখা প্যান্ট পরে চলে যায় নির্দিষ্ট স্থানে। একটি মোবাইলের দোকান কে কেন্দ্র করে গ্রামীন পরিবেশের প্রেম ভালোলাগা অনুভূতি এই মাইক নাটকে। আরেক দিকে প্রেমিকার ভাইটা যেন বেকার অবস্থায় গ্রামে ঘুরে বেড়ায় এবং মানুষকে জ্ঞান প্রদান করেন সত্য মিথ্যা মিশিয়ে। অনেক ভালোলাগার অভিনয় ছিল এই পর্বে। নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নাট্যকারদের অভিনয় কথা সবকিছুর মধ্যে সুন্দর অভিনয়ের ধারা রয়েছে। আশা করব, যারা এই নাটক অভিনয় দেখবেন তারা অনেক আনন্দ পাবেন।


মতামতের ভিত্তিতে রেটিং:

৮/১০

নাটকটির লিংক


নাটক রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে আমি একজন বেসরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমার ইচ্ছে রয়েছে অনলাইনের মাধ্যমে ইনকাম করার। সেই ক্ষেত্রে ব্লগিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড্রয়েড মোবাইল হাতে পাওয়ার পর থেকে ফটোগ্রাফির প্রতি আসক্ত তা একটু বেশি। আব্বু সরকারি চাকরিজীবী হওয়ায়, ছোট থেকে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। তাই ভ্রমণ করতে অনেক ভালো লাগে। সমস্ত দৃষ্টিকোণ থেকে আমি আশাবাদী, প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে প্রকাশ করতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্ক

1000004536.jpg

1000004534.jpg

1000004530.jpg

মোশারফ করিমের নাটক মানে হাসির নাটক। এই নাটকে যদিও দেখিনি। তারপর মোশারফ করিম যেহেতু আছে নাটকটি নিশ্চয়ই অনেক সুন্দর। আর আপনার আজকে নাটকের রিভিউ পড়ে বোঝা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে। খুব সুন্দর করে আপনি গুছিয়ে নাটকটির রিভিউ তুলে ধরেছেন।

আপনাকে ধন্যবাদ আপু

ভাইয়া আপনি মোশাররফ করিমের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি এই নাটক দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। মোশাররফ করিমের নাটক দেখতে সবসময়ই ভালো লাগে। এই নাটকে সবার অভিনয় খুব সুন্দর হয়েছে। আপনার সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

অনেক সুন্দর মন্তব্য করেছেন

  ·  2 days ago (edited)

বেশ পুরাতন একটি সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। এ নাটকটা আমি অনেকদিন আগে দেখেছিলাম। বেশ ভালো লাগে মোশারফ করিমের অভিনয় দেখে।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

এত সুন্দর করে আপনি আজকে মাইক নাটকের দ্বিতীয় পর্ব আমাদের সবার মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে নাটক দেখতে অনেক ভালো লাগে। আর নাটকের রিভিউ পড়তেও খুব পছন্দ করি। আশা করছি আপনি অনেক সুন্দর করে এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করবেন।

নাটক রিভিউ পড়তে পছন্দ করেন জেনে খুশি হলাম

নাটক জগতের নায়ক মোশাররফ করিম। উনার প্রতিটি নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি নাটক তেমন একটা দেখি না কিন্তু সময় পেলেই মোশাররফ করিমের নাটক দেখি। আপনার নাটক রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো।

মোশারফ করিমের নাটক আমার ভালো লাগে

মাইক নাটকের কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। মাইক নাটকটি খুব সুন্দর। আসলে মোশারফ করিমের নাটক গুলো খুব সুন্দর হয়ে থাকে। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

গ্রামীন পর্যায়ে নাটকগুলো আমারও খুব ভালো লাগে ভাইয়া। এজন্য আমি গ্রামীন পর্যায়ের নাটক গুলো বেশি দেখতে পছন্দ করি। আজকে আপনি আমাদের মাঝে বেশ আলোচিত এবং ভালোলাগার মাইক নাটকটা রিভিউ করে দেখিয়েছেন। নাটকটা আমি দেখেছি আমারও ভালো লাগে।

ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আমি