হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ২য় পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | মাইক |
---|---|
রচনা ও পরিচালনা | মোঃ মোস্তফার কামাল রাজ |
সহকারি পরিচালক | তৌফিক আহমেদ মাসুম |
অভিনয়ে | মোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে |
ধরণ | কমেডি নাটক |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
রিভিউ | ২য় পর্ব |
দৈর্ঘ্য | ১৭ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- তিশা
- সিদ্দিক
- সোহেল সহ আরো অনেকে
কামরুল তার প্রেমিকার সাথে দেখা করে ফিরে আসলো। এরপর তার মোবাইলের দোকানে বসলেন। দোকানে বসে আবারো বিভিন্ন রকমের গান বাজাতে থাকলেন। চেয়ারম্যান এলাকার মধ্যেই ছিলেন। তার গান-বাজনার বিষয়টা তখনও লক্ষ্য করলেন। একদিকে গান শোনা আরেকদিকে বিভিন্ন স্থানের মানুষে ফোন দিলে সে মানুষকে দেখে ফোনে কথা বলিয়ে দিচ্ছেন। এভাবে তার সময় পার হতে থাকলো মোবাইলের দোকানে। পাশে সহযোগী হিসেবে কাজ করছেন তার সহযোগী ছোট ভাইটা। আদম ব্যাবসিক ফোনে কথা বলেছেন কিন্তু টাকা দিয়ে যাননি, লিখে রেখেছেন। বিষয়টা ছোট ভাইয়ের মুখে জানতে পারলেন।
কামরুলের বড় ভাই এলাকার একজন ডাক্তার। তিনি কোন স্থান থেকে বাসায় ফিরছেন ছাতি মাথায়। উপস্থিত পথে এলাকার চেয়ারম্যান তাকে দাঁড় করান। তার ছোট ভাইয়ের বিষয় সম্পর্কে অবহিত করেন। চেয়ারম্যানের মুখে বিভিন্ন কথা শুনে বড় ভাই রেগে গেলেন। তিনি দ্রুত বাসায় আসলেন এবং তার স্ত্রীকে বললেন। এই নিয়ে স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হলো। সে তার স্ত্রীকে দোষারোপ করল ছোট ভাইকে কেন সে বুঝাতে পারে না। স্ত্রীর ভারসমতে ব্যবসার বিষয় মাইক বন্ধ রাখলে তো আর হয় না। বড় ভাই মনে করল ভাবীর আশ্পদায় ছোট ভাইটা খারাপ হয়েছে। তারপরে সিদ্ধান্ত নিল বাসায় আসলে তাকে বুঝিয়ে বলবে সবাই।
এদিকে গ্রামের এক এমএ পাস ব্যক্তি। যে প্রেম করেছেন আদম ব্যবসায়িক এর শালিকার সাথে। প্রেমিকাকে আসতে বলেছিলেন কখন কিন্তু প্রেমিকা আসতে দেরি করে। উনার কাজ হচ্ছে যে কোন কথাই ইতিহাস শোনানো এবং মানুষকে বুদ্ধি দেওয়া জ্ঞান দেওয়া। কিন্তু প্রেমিকা তাকে বললেন তাকে বিবাহ করে কি খাওয়াবেন। তা তো নিজের একটা কর্ম করতে হবে। এ কথাতেও তিনি উল্টা পথে কথা বলতে থাকেন। প্রেমিকা তার কথা সহ্য করতে না পেরে উঠে চলে যান। প্রিয় মানুষটার সাথে ভালো ব্যবহার না হওয়ায় বাসায় বোনের সাথেও যেন ভালো ব্যবহার বা কথা বলতে পারছেন না। মুখটা একটু গোমরা দেখে বড় বোন তাকে পার্লারে নিয়ে যেতে চাইলো এবং ভালো কিছু সাজা গুজা ও খাওয়া দেওয়ার কথা বলল। এদিকে শালিকার মুখের রং কালো হয়ে যাচ্ছে এই জন্য দুলাভাই আশ্বাস দিলেন সৌদি আরব থেকে বাদশার স্ত্রীরা যে সমস্ত পাউডার ব্যবহার করে সেটা এনে দিবেন। বিষয়টা মেয়েটার কাছে একটু অন্যরকম মনে হলেও দুলাভাইয়ের আশ্বাস নিয়ে শান্ত থাকলেন।
কামরুল দোকানে বসে থেকে মন ভালো থাকে না। মনটা সব সময় পড়ে থাকে প্রেমিকার উপর। তাই সকালে যেভাবে প্রেমিকার সাথে দেখা করতে গেছিল ঠিক সন্ধ্যার মুহূর্তে মাইকে ইঙ্গিত পূর্ণ এনাউন্স করে প্রেমিকাকে ডাকলেন এবং প্যান্ট হাতে করে চললেন প্রেমিকার সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে ছোট ভাইটার কাছে বলে গেলেন সব জিনিসপত্র যেন গুছিয়ে বাসায় নিয়ে চলে যাই। এরপর প্রেমিকা প্রেমিকের ডাকে সাড়া দিতে বাসা থেকে বের হন। বাবার সাথে বেশ কয়েকটা কথা বলে আস্তে আস্তে চোখ ফাঁকি রেখে প্রেমিকের সাথে দেখা করতে আসেন। প্রেমিকা তাকে বোঝাতে চান যখন তখন এভাবে ডাকলে সে আসতে পারবে না। কারন সে মেয়ে মানুষ আর রাত্রিবেলায় মেয়ে মানুষ বাইরে আসাটা সন্দেহের বিষয়। কিন্তু প্রেম ভালবাসার মন মানসিকতা বাধা যেন মানতে চায় না।
মাইক নাটকের গ্রামীণ পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে হাসি আনন্দে নির্মিত হয়েছে নাটকের অভিনয়। প্রথম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি চেয়ারম্যানের উপস্থিতি এবং কামরুলের মাইকের সাউন্ড এর বিভ্রান্তিকর অনুভূতি। চেয়ারম্যান কামরুলের বড় ভাইকে বিষয়টা অবগত করে এবং বড় ভাইকে ক্ষেপিয়ে তোলে। কিন্তু কামরুল তার মাইক বাজানো বন্ধ রাখে নাই। একদিকে ব্যবসা দোকানে বসে থাকা বিরক্তিকর মুহূর্ত আবার প্রেমিকাকে না দেখতে পেয়ে মনের ছটফট অনুভূতি। উঠতি বয়সে যেমন অনুভব হয়। আরেকদিকে সুযোগের সুযোগে প্রেমিকাকে ইঙ্গিত করে ডেকে কোন নির্জন স্থানে বসে গল্প করা। এই দ্বিতীয় পর্বে আমি অনুভব করেছি কামরুলের প্রেম অনুভূতি। সে দোকানে থাকলেও মনটা যেন প্রেমিকার কাছে পড়ে থাকে। সে প্রেমিকাকে এক ঝলক দেখার জন্য দোকানে বাধিয়ে রাখা প্যান্ট পরে চলে যায় নির্দিষ্ট স্থানে। একটি মোবাইলের দোকান কে কেন্দ্র করে গ্রামীন পরিবেশের প্রেম ভালোলাগা অনুভূতি এই মাইক নাটকে। আরেক দিকে প্রেমিকার ভাইটা যেন বেকার অবস্থায় গ্রামে ঘুরে বেড়ায় এবং মানুষকে জ্ঞান প্রদান করেন সত্য মিথ্যা মিশিয়ে। অনেক ভালোলাগার অভিনয় ছিল এই পর্বে। নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। নাট্যকারদের অভিনয় কথা সবকিছুর মধ্যে সুন্দর অভিনয়ের ধারা রয়েছে। আশা করব, যারা এই নাটক অভিনয় দেখবেন তারা অনেক আনন্দ পাবেন।
Twitter-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আজকের টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোশারফ করিমের নাটক মানে হাসির নাটক। এই নাটকে যদিও দেখিনি। তারপর মোশারফ করিম যেহেতু আছে নাটকটি নিশ্চয়ই অনেক সুন্দর। আর আপনার আজকে নাটকের রিভিউ পড়ে বোঝা যাচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে। খুব সুন্দর করে আপনি গুছিয়ে নাটকটির রিভিউ তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি মোশাররফ করিমের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি এই নাটক দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। মোশাররফ করিমের নাটক দেখতে সবসময়ই ভালো লাগে। এই নাটকে সবার অভিনয় খুব সুন্দর হয়েছে। আপনার সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মন্তব্য করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ পুরাতন একটি সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান। এ নাটকটা আমি অনেকদিন আগে দেখেছিলাম। বেশ ভালো লাগে মোশারফ করিমের অভিনয় দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর করে আপনি আজকে মাইক নাটকের দ্বিতীয় পর্ব আমাদের সবার মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে নাটক দেখতে অনেক ভালো লাগে। আর নাটকের রিভিউ পড়তেও খুব পছন্দ করি। আশা করছি আপনি অনেক সুন্দর করে এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক রিভিউ পড়তে পছন্দ করেন জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক জগতের নায়ক মোশাররফ করিম। উনার প্রতিটি নাটক আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি নাটক তেমন একটা দেখি না কিন্তু সময় পেলেই মোশাররফ করিমের নাটক দেখি। আপনার নাটক রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোশারফ করিমের নাটক আমার ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাইক নাটকের কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। মাইক নাটকটি খুব সুন্দর। আসলে মোশারফ করিমের নাটক গুলো খুব সুন্দর হয়ে থাকে। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামীন পর্যায়ে নাটকগুলো আমারও খুব ভালো লাগে ভাইয়া। এজন্য আমি গ্রামীন পর্যায়ের নাটক গুলো বেশি দেখতে পছন্দ করি। আজকে আপনি আমাদের মাঝে বেশ আলোচিত এবং ভালোলাগার মাইক নাটকটা রিভিউ করে দেখিয়েছেন। নাটকটা আমি দেখেছি আমারও ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আমি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit