হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ১ম পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।

🌼স্ক্রিনশট: ইউটিউব থেকে🌼
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নাম | মাইক |
রচনা ও পরিচালনা | মোঃ মোস্তফার কামাল রাজ |
সহকারি পরিচালক | তৌফিক আহমেদ মাসুম |
অভিনয়ে | মোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে |
ধরণ | কমেডি নাটক |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
রিভিউ | ০১ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৭ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- তিশা
- সিদ্দিক
- সোহেল সহ আরো অনেকে
মাইক নাটকের প্রথম পর্বের শুরুতেই দেখা যায় সুন্দর একটি গান বাজতেছে। যে গানটা দর্শকের অনেক প্রিয়। ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই গানটা বাজানোর সাথে সাথে দুজন ব্যবসায়িক মোবাইলের দোকানে সার্ভিস দিচ্ছেন। মূলত এখানে কামরুল আক্তার একটা ভাই মোবাইলের দোকান দিয়েছেন। গ্রামের মানুষ তাদের ব্যবসার মোবাইল দিয়ে আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন দেশ-বিদেশে। এতে তাদের ইনকাম হয়ে যায় অন্যদের কথা বলার সুযোগ সুবিধা হয়ে যায়। তাই তাদের দোকানটা সব সময় গান বাজিয়ে জনগণকে সজাগ রাখেন।


🌼স্ক্রিনশট: ইউটিউব🌼
এলাকার চেয়ারম্যান গ্রাম ঘুরতে এসে বিভিন্ন গানের শব্দ শুনতে পান। তার পাশে থাকা লোকজনের কাছে প্রশ্ন করলে লোকজন সঠিক বিষয় জানিয়ে দেন। চেয়ারম্যান অনুমতি দেয় দোকানটা ভেঙ্গে দিতে হবে। তাদের জন্য এলাকার মানুষ শান্তিতে শুতে বসতে পড়তে নামাজ পড়তে পারছে না। তাদের মধ্যে একজন বলল সামনে ইলেকশন আছে দোকানটা ভেঙে দিলে তাদের ক্ষতি হবে। তাই তারা বোঝানোর স্বার্থে দোকানে এসে উপস্থিত হয়। তাদের সুন্দর করে বোঝায়। তারা তাদের কথা বুঝে। কিন্তু চলে যাওয়ার মুহূর্তে দেখা যায় আবারও গান বাজে। তারা ফিরে এসে প্রশ্ন করলে দোকান মালিক কামরুল বলে মাইক নষ্ট হয়ে গেছে। আসলে তারা চেয়ারম্যান কে মান্য করল না। তাদের ব্যবসা সুবিধার্থে তাদের মত গান বাজাতে থাকলো।



🌼স্ক্রিনশট: ইউটিউব🌼
এদিকে ব্যবসায়িক কামরুল নিজের বিশেষ ভঙ্গি দ্বারা প্রেমিকাকে মাইক দিয়ে ডাকেন। প্রেমিকা ছুটে আসেন কাঠের ব্রিজের উপর। কামরুল দোকানটাকে তার তোতলা ভাইয়ের হাতে পরিচালনার দায়িত্ব দিয়ে প্রেমিকার সাথে দেখা করতে যাই। প্রেমিকা এসে তার সাথে বেশ কথায় কথায় একটা কথা বলে যখন তখন এভাবে যেন না ডাকে। বাসা থেকে তৈরি হয়ে আসাটাও বেশ তার কঠিন। এরপর বাসায় ফিরতে প্রেমিকার ভাই প্রেমিকাকে দেখে ফেলে। সে প্রশ্ন করলে ভাইকে বলে বান্ধবীর বাসায় গেছিল।



🌼স্ক্রিনশট: ইউটিউব🌼
বিদেশে লোক পাঠানোর কাজে নিয়োজিত এক আদম ব্যবসায়িক বিদেশ থেকে মোবাইল এনেছেন। কিন্তু বিদেশি এই মোবাইল সবসময় নেটওয়ার্ক পায়না যার জন্য তাকে গাছে ওঠা লাগে। মোবাইলে ভালো কাজ হয় না এইজন্য সে কামরুলদের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। পথের মধ্যে কামরুলের সাথে দেখা হলে কামরুল কেউ বলে দোকানে যেতে। সে মোবাইলে কথা বলবে। কামরুলটা প্রশ্ন করে তার মোবাইলে কি হয়েছে। মোবাইলের কথা জেনে বলে তার কাছে বেচে দিক, কামরুল শোকেসে সাজিয়ে রাখবে মোবাইলটা। বেচারা আদম ব্যাবসিক একটু রাগ করে দোকানের দিকে চলে আসে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ফোন লাগায় ভিসা পাসপোর্ট নিয়ে। কিন্তু কথা বাবদ মিনিটে যেই বিল হয়েছে, সে বিলের টাকা পরিশোধ না করে বলে লিখে রাখতে। আর এভাবেই এ পর্বের সমাপ্তি আসে।




🌼স্ক্রিনশট: ইউটিউব🌼
মাইক নাটকটা গ্রাম কেন্দ্রিক সুন্দর একটি হাস্যকর নাটক। নাটকটা মূলত একটি মোবাইলের দোকান কে কেন্দ্র করে শুরু হয়েছে। যেখানে কামরুল নামের একজন ব্যক্তি মোবাইলের দোকান দিয়েছেন। তার কাজ হচ্ছে মোবাইলের মাধ্যমে ব্যবসা করা। গ্রামে মোবাইল নেই বললেই চলে, তাই গ্রামের মানুষ কামরুলের দোকানে এসে কামরুলের মোবাইল দিয়ে আত্মীয়-স্বজনের সাথে কথা বলার সুযোগ পাই। এতে গ্রামের মানুষের উপকার হয় পাশাপাশি কামরুলের ব্যবসা হয়। কিন্তু শুরুতেই দেখা যায় এলাকার চেয়ারম্যান তাকে কিছুটা সচেতন করে থুয়ে যাই। সে যেন সব সময় গান-বাজনা না করেন। তার মাইকের গান বাজনার জন্য এলাকার মানুষের লেখাপড়া কথা বলা নামাজ পড়া আযান দেওয়া ইত্যাদিতে সমস্যা হয়। কিন্তু কামরুল দেখা যাচ্ছে তাদের কথা শোনে না। কারণ সে সচেতন একজন মানুষ। কখনো গান-বাজনা বন্ধ রাখতে হবে সেগুলো সে জানে। চেয়ারম্যান মূলত না জেনেই ভুল কথা বলে। এছাড়াও কামরুলের মধ্যে রয়েছে প্রেম ভালোবাসার অনুভব। গ্রামের সুন্দর একটি মেয়েকে সে ভালোবাসে তাই মাইকের মাধ্যমে ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে প্রেমিকাকে নির্দিষ্ট স্থানে আসতে বলে। এটা যেন প্রেমের এক বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। আমাদের দেশে সেই মোবাইল চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত নেটওয়ার্ক জনিত ইসু লক্ষ্য করে আসছে। নাটকে বেশ চমৎকারভাবে ধরা পড়েছে নেটওয়ার্ক প্রবলেম। যেখানে আদম ব্যবসায়িক তার লোকজনের সাথে কথা বলতে বেশ বিভ্রান্তি বোধ করেন। বিদেশ থেকে আনা মোবাইলটা যেন কাজ করে না তাই গাছের উপর উঠতে হয় নেটওয়ার্ক পেতে। এছাড়াও কামরুলের দোকানে উপস্থিত হতে হয় কথা বলার জন্য। সমস্ত অভিনয় আমার কাছে অনেক ভালো লেগেছে। মোবাইল গ্রামে চালু হওয়ার মুহূর্তে যেই প্রবলেম ও সার্ভিস লক্ষ্য করেছিলাম। একদম সম্পূর্ণ সেটাই ফুটে উঠেছে এখানে। তারা যেন সেই পুরাতন দিনের স্মৃতিগুলো অভিনয়ের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের। অভিনয় গুলো অনেক সুন্দর হয়েছে। আরো বেশি সুন্দর্য ফুটে উঠেছে কামরুলের তোতলামি কথাবার্তায়।
৯/১০
নাটক রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার সংক্ষিপ্ত পরিচয়
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে আমি একজন বেসরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমার ইচ্ছে রয়েছে অনলাইনের মাধ্যমে ইনকাম করার। সেই ক্ষেত্রে ব্লগিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড্রয়েড মোবাইল হাতে পাওয়ার পর থেকে ফটোগ্রাফির প্রতি আসক্ত তা একটু বেশি। আব্বু সরকারি চাকরিজীবী হওয়ায়, ছোট থেকে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। তাই ভ্রমণ করতে অনেক ভালো লাগে। সমস্ত দৃষ্টিকোণ থেকে আমি আশাবাদী, প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে প্রকাশ করতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন।


আমার আজকের টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক "মাইক" এর রিভিউ নিয়ে আপনার পোস্টটি দারুণ হয়েছে। প্রথম পর্বের বিশ্লেষণ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি, ধারাবাহিকভাবে সব পর্বের রিভিউ পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করব ভাইয়া, যদি সম্ভব হয় অবশ্যই নিয়ে আসবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো। নাটকটার প্রথম পর্বের রিভিউ টা অনেক সুন্দর ছিল। মাইক নাটকটা আসলে অনেক সুন্দর। আশা করছি আপনি সুন্দরভাবে নাটকের সবগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন পরবর্তী পর্বগুলো যেন রিভিউ করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোশাররফ করিমের মাইক নাটকটি তখন বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। মোশাররফ করিম এবং সিদ্দিক মাইক নাটকে এককথায় দুর্দান্ত অভিনয় করেছে। এই নাটকের কিছু কিছু দৃশ্য দেখে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এই ফানি নাটকটি আসলেই খুব সুন্দর। আমি এই নাটকের সবগুলো পর্ব দেখেছিলাম। যাইহোক মাইক নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটা অনেক পুরাতন তবে আমার কাছে এখনো নতুন। আবারো দেখবেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit