"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। নিজের পছন্দের কোনো কিছু পেলে খুবই খুশি লাগে। সেটা পছন্দের মানুষ হোক পছন্দের জামা কাপড় হোক কিংবা পছন্দের খাবার। প্রত্যেকেরই পছন্দের খাবারের তালিকা আছে। এক্ষেত্রে বলতে গেলে আমার খাবারের বিশেষ কোন চাহিদা নেই। যে খাবারগুলো পছন্দ করি সেগুলো সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় এবং দামেও খুবই কম। কিন্তু আমার পছন্দের একটি খাবার হচ্ছে শন পাপড়ি যেটা ছোটবেলা থেকে খুবই পছন্দ করি। আমাদের দেশে যেগুলো সচরাচর পাওয়া যায় সেগুলো খুবই খেয়েছি। কিন্তু অনেক ইচ্ছা ছিল ইন্ডিয়ার শন পাপড়ি গুলো কখনো টেস্ট করে দেখব।
চলুন এটা নিয়ে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার শ্বশুরবাড়ি এক কাছে আত্মীয় প্রত্যেক মাসে হিলিতে যেতেন তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আমি উনাকে বেশ কয়েকবার বলেছিলাম সেখান থেকে আমার জন্য শন পাপড়ি নিয়ে আসতে। উনি নিয়ে আসতেন ঠিকই সেটা শুধু উনার পরিবারের জন্য। এবং আমাকে এসে বলতেন আর পাওয়া যায়নি বা নানান অজুহাত। হয়তো এটা ভেবেছিলেন যে কিনে আনার পর যদি ওনাকে টাকা না দেই। যাইহোক কি আর করার। অনেকে হয়তো ভাববেন এই খাবারগুলো তো বাজারে বড় বড় বেকারির দোকানগুলোতে পাওয়া যায়। কিন্তু আমি অনেকবার খুঁজেছি কোথাও পায়নি।
যাইহোক গতকাল আমাদের স্থানীয় বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। এক দোকান থেকে হুইল পাউডার সহ প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিলাম পাশে একটি বড় চকলেটের দোকান আছে যেখান থেকে আমার ছেলে তার পছন্দমত চকলেট কিনছিল। আর তখনই শন পাপড়ি আমার চোখে পড়ে। প্রথমে আমি প্যাকেটটি হাতে নিয়ে দেখছিলাম যে এটা অরজিনাল কিনা। দেখলাম আমি যেটা এতদিন খেতে চাইতাম সেটাই এটা। এরপর আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথেই উনি আমাকে এটা কিনে দিয়েছিলেন।
এরপর বাসায় এসে এটা খুব মজা করে খেয়েছিলাম আমি এবং আমার পরিবারের সবাই। বিশ্বাস করেন এত বছর পর আমার সেই আত্মীয়ের কথা মনে পড়ছিল। যে সামান্য একটা খাবারই তো খেতে চেয়েছিলাম। যাইহোক কি আর করার কিছু কিছু আত্মীয়-স্বজন এমনই হয় আবার দেখবেন তাদের যখন প্রয়োজন পড়বে তখন আপনার পা ধরতেও দ্বিধাবোধ করবে না। তবে আমি কখনো তাদের কাছে কঠোর হয়নি বা হবো না।
আমার পছন্দের জিনিসটা খেতে পেরে খুবই খুশি হয়েছিলাম। আর মনে মনে আপনাদের ভাইয়াকে খুবই ধন্যবাদ দিচ্ছিলাম। যে আমার ছোট ছোট আবদার গুলো যেন এভাবে উনি পূরণ করেন। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/HiraHabiba67428/status/1876703247856980452?t=7zV1wcyKmrDlHogZhAylNA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপু আপনি পছন্দের শন পাপড়ি খাওয়ার সুন্দর একটি অনূভুতি আমাদের মাঝে শেয়ার করেছেন যা পড়ে আমার খুবই ভালো লাগলো। আসলে প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন কিছু পছন্দের জিনিস থাকে। আর হঠাৎ করে যদি সেই পছন্দের জিনিসটা পেয়ে যায় তাহলে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আপনার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে চকলেট এর দোকান থেকে আপনার পছন্দের শনপাপড়ি পেয়েছিলেন। আপনার মতো আমারো শনপাপড়ি খুবই পছন্দনীয় একটি খাবার। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পছন্দনীয় শনপাপড়ি পাওয়ার অনেক সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই একই রকম প্যাকেটে আমাদের এখানে শনপাপড়ি পাওয়া যায় হলদিরাম প্রভুজির। আমার মেয়ে ও আপনার মত ভীষণ শন পাপড়ি খেতে পছন্দ করে। দেশের বাড়ি থেকে যেই আসে সেই নিয়ে আসে ওর জন্য। আপনি চলে আসুন আপু আপনাকে দারুন স্বাদের শন পাপড়ি খাওয়াবো। আমাদের এখানে হলদিরামির যেসব পাপড়ি পাওয়া যায় তা কিন্তু একেবারেই শন দড়ির মতো পাতলা সরু ঝুরো ঝুরো। মুখে দিলেই মিলিয়ে যায়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানেও পাওয়া যায় আপু সেগুলোও দড়ির মতো।তবে সেগুলো থেকে এইগুলো আমার কাছে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকা ও অনেক ভালো। যাইহোক আপনি আপনার পছন্দের শন পাপড়ি দোকান থেকে কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। বেশ মজা করে শন পাপড়ি খেয়েছেন তাহলে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু আত্মীয়-স্বজনকে চাইলেও দূরে সরানো যায় না ভাইয়া কেননা তারা এতই কাছের হয় যে সারাটা জীবন তাদের কে সহ্য করে যেতে হয়। তবে এসব লোকের থেকে দূরে থাকাই ভালো। অনেকদিন পর শনপাপড়ি খেয়ে সত্যি অনেক ভালো লেগেছিল ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit