টুকটাক কেনাকাটা করার মুহূর্ত

in hive-129948 •  2 days ago 

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কেনাকাটা করতে আমরা সবাই অনেক পছন্দ করি। বিশেষ করে মেয়েদের কেনাকাটা শেষই হয় না। কদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। তাই বছরের প্রথম দিনে চলে গিয়েছিলাম শহরে শীতের কিছু কেনাকাটা করতে। আমার ছোট বোনের স্কুল শুরু হয়েছে তাই নতুন ব্যাগ কিনতে হবে। কিছু কেনাকাটা করবো ঠিক করে শহরে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা গিয়েছিলাম সোয়েটার কিনতে। মোটা টাইপের সোয়েটার আমি একদম পড়তে পারি না তাই আমি একটু পাতলা সোয়েটার গুলো খুঁজছিলাম।

1000019445.jpg

অনেক ঘুরে ঘুরে একটা দোকানে গিয়ে সেই সোয়েটার গুলো পছন্দ হলো কিন্তু সেখানে অনেক বেশি দাম চাইছিল তাই আমি আরো দুই একটা দোকান খুঁজে দেখছিলাম। এরপর আমি আমার পছন্দের সোয়েটার গুলো পেয়ে গেছি। আমি প্রত্যেকটা সোয়েটার ৬০০ টাকা করে কিনেছিলাম বেশ ভালো ছিল। আমার মায়ের জন্য দুটো এবং আমার জন্য দুটো কিনেছিলাম। যেহেতু মূল উদ্দেশ্য ছিল ছোট বোনের স্কুল ব্যাগ কেনা তাই আমরা এবার ব্যাগ দেখতে চলে গেলাম ব্যাগের দোকানে।

1000018580.jpg

1000018581.jpg

1000018583.jpg

1000018582.jpg

1000018584.jpg

অনেকগুলো ব্যাগ দেখার পর সেখানে চকলেট কালারের একটি ব্যাগ পছন্দ হয়। এরপর বেশ কিছু জ্যাকেট দেখছিলাম।জিন্সের জ্যাকেটগুলো এখন প্রত্যেকের আছে তাই একটু ইউনিক খুঁজছিলাম। এরপর অনেক দেখার পর এই পিংক কালারের জ্যাকেট গুলো খুব পছন্দ হয়। যদিও দাম অনেক বেশি বলছিলো কিন্তু এতটাই পছন্দ হয়েছিল যে আর ছেরে আসতে পারলাম না। এরপর ছোট বোন এবং আমি একই রকম দুটো জ্যাকেট নিয়েছিলাম।দুটো জ্যাকেট ২৮০০ টাকা নিয়েছিলো।

1000018586.jpg

1000018587.jpg

1000019444.jpg

1000018588.jpg

1000018589.jpg

এরপর কেনাকাটা শেষে সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম। সেটার মুহূর্ত ইতিমধ্যেই শেয়ার করেছি। খাওয়া-দাওয়া সেরে সবাই বাসায় চলে এসেছি। তো এই ছিল আমার টুকটা কেনাকাটার মুহূর্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ কিছু কেনাকাটা করেছেন দেখছি। ৬০০ টাকা করে বেশ সুন্দর সুন্দর সোয়েটার দেখছি। বোনের জন্য চকলেট কালারের ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে আপু। কেনাকাটা শেষে সবাই মিলে বেশ মজা করে ফুচকা খেয়েছেন। কেনাকাটা করার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে ভালো লাগলো। পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

বাচ্চাদের জামা কিনতে অনেক ভালো লাগে আপু। বিশেষ করে শীতের দিনে বাচ্চাদের জন্য অনেক কাপড় লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনলেন বাবুর জন্য। জামা গুলো দেখতে খুব সুন্দর আপু।

বেশ কিছু কেনাকাটা করেছেন দেখছি বাচ্চাদের জামা কিনেছেন অনেক ভালো লাগলো আপু। আসলে শীতে বাচ্চাদের গরম কাপড়ের বেশ প্রয়োজন হয়ে থাকে। কেনাকাটা করার মুহূর্ত দারুন কাটিয়েছেন। ব্যাগের কালার টা খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে কেনাকাটা করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু এখন জিন্সের জ্যাকেট গুলো প্রায় সবার গায়ে দেখা যায়। আপনার ছোট বোন ও আপনি দুজন মিলে ২ টি জ্যাকেট কিনেছেন ২৮০০ টাকা দিয়ে। তাছাড়াও আপনারা আরো কিছু সোয়েটার কেনাকাটা করেছেন। সব বিলিয়ে বেশ ভালোই লাগলো আপনার পোস্ট ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু এখন জিন্সের জ্যাকেট গুলো প্রায় সবার গায়ে দেখা যাচ্ছে ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করছে। বাচ্চাদের জামা কাপড় কিনেছেন দেখে বেশ ভালো লাগলো।৬০০ টাকায় বেশ সুন্দর সুন্দর সোয়েটার দেখছি।