"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৪ || আমার পছন্দের মাছের রেসিপি - "মলা মাছ চচ্চড়ি"

in hive-129948 •  2 months ago  (edited)

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের কমিউনিটিতে কনটেস্ট চলছে সেটি হচ্ছে শেয়ার করো তোমার পছন্দের মাছের রেসিপি। আমার বাংলা ব্লগের এডমিন মডারেটর ভাইয়া এবং আপুরা এবং ফাউন্ডার দাদা সব সময় অনেক মজার মজার কনটেস্টের আয়োজন করেন। যা থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারি। তবে রেসিপি কনটেস্ট গুলো আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি শিখতে পারি সেখান থেকে। আজ কদিন থেকে বেশ জ্বরে ভুগছি। কিছুই খেতে পারছি না। তাই সকাল সকাল ঝাল ঝাল করে মলা মাছের চচ্চড়ি রান্না করেছিলাম। যেহেতু রেসিপিটা করেছি তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাক।

আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালির খাবারের আইটেম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো মাছের রেসিপি।তবে আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছের রেসিপি খেতে বেশি ভালো লাগে। যেহেতু ছোট মাছ রান্না করেছি তাই সেই রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক।
1000007403.jpg

1000007406.jpg

1000007405.jpg

1000007404.jpg

1000000121.png

উপকরণ
মলা মাছ
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
হলুদ গুঁড়া
লবণ
তেল

1000007419.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি। এরপর প্রথমে কড়াইয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজকুচি।

1000007418.jpg

ধাপ-২

এরপর দিয়েছি কাঁচা মরিচ ফালি, হলুদ গুঁড়া, আদা-রসুন বাটা, লবণ পরিমাণ মতো।

1000007417.jpg

ধাপ-৩

এরপর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল।

1000007416.jpg

ধাপ-৪

এবার সবগুলো মসলা উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি।

1000007415.jpg

1000007414.jpg

ধাপ-৫

মাখানো হয়ে গেলে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

1000007413.jpg

ধাপ-৬

মাছগুলো দিয়ে অন্যান্য উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

1000007411.jpg

ধাপ-৭

এবার সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে রান্না করে নিয়েই তৈরি মলা মাছের চচ্চড়ি।

1000007410.jpg

1000007409.jpg

1000007408.jpg

1000007407.jpg

🥘ফাইনাল লুক🥘

1000007406.jpg

রেসিপি ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন।


তো বন্ধুরা এই ছিল আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতার জন্য আমার পছন্দের একটি রেসিপি। এভাবে ছোট মাছ চচ্চড়ি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000118.png

1000000119.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার খুব প্রিয় একটি রেসিপি নিয়ে আপনি হাজির হয়েছেন।মলা মাছ এভাবে চচ্চড়ি করে খেতে আমি খুব পছন্দ করি।বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে।আপনার তৈরি করা মলা মাছের চচ্চড়ি দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপু।

রেসিপি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

রেসিপি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুস্বাদু এবং মজাদার রেসিপি তৈরি করেছেন। মলা মাছের এই রেসিপি মর পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। আপনি মলা মাছ চচ্চড়ি‌ রেসিপি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো।আর আপনার তৈরি করা মলা মাছ চচ্চড়ি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

জ্বি ভাইয়া মলা মাছের চচ্চড়ি খেতে খুবই মজার হয়েছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু গরম গরম ভাত দিয়ে কিন্তু মলা মাছ ভূনা খেতে বেশ ভালো লাগে। কমের পক্ষে হলেও দু প্লেট ভাত খাওয়া যায়। আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বেশ দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু আমার কাছেও মলা মাছের এই রেসিপি দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

আপু প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ছোট ছোট এই মলা মাছগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি এরকম ভাবে চচ্চড়ি রেসিপি তৈরি করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছিলেন রেসিপিটা।

একদম ঠিক বলেছেন আপু মলা মাছ এভাবে চচ্চড়ি রান্না করলে ভীষণ মজার হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

আপনি তো মাছের দারুন একটি চচ্চড়ি বানিয়ে ফেলেছেন। মলা মাছ আমি কখনো নাম শুনিনি। হয়তো আমাদের এদিকে পাওয়া যায় না। কিন্তু চচ্চড়িটি দেখে খেতে ইচ্ছে করলো। খুব সুন্দর করে ধাপ গুলি পোস্ট করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য আপনাকে অভিনন্দন জানাই। আশা করি ভালো ফল পাবেন।

মলা মাছকে অনেকে মোরোলা মাছ বলে থাকে। এলাকা বা অন্য দেশে অন্য নামে চিনে থাকবেন।যেটাই হোক না কেন খেতে এই মাছ ভীষণ মজার। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

এবার বুঝে গেছি। একে আমাদের বাজারে মৌরালা মাছ বলে। আমি বেশ ভালোবাসি। এবং মাঝে মাঝে নিয়েও আছি।

মাছটা অনেকটা মোরোলা মাছের মত দেখতে। তবে মোরোলা নাকি মলা আমি জানিনা কারন আপনাদের দেশে দেখছি অনেক রকমের মাছ পাওয়া যায়। একটি আমি মার চেনাতে লবডঙ্কা তাই এত রকমের মাছের রান্নার রোজ দেখছি। দারুন ব্যাপার একেই বলে মাছে ভাতে বাঙালি। আপনার রেসিপিটি খুবই সহজ এবং সুন্দর প্রনালী বিশিষ্ট। খেতে নিশ্চয়ই দারুন হয়েছিল।

ও হ্যাঁ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তো, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনি হয়তো মোরোলা নামে চিনে থাকবেন আপু তবে আমার এটাকে মলা মাছ বা মোয়া মাছ বলে থাকি।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

image.png

আবারো পোস্টটি পড়তে পড়তে জিভে বারবার জল চলে এলো। আসলে আপনার এত সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করেন যা দেখে আর থাকা যায় না। আসলে এই ছোট মাছ দিয়ে এই চচ্চড়ি রান্না অনেক প্রিয় আমার কাছে। আসলে আপনি প্রতিযোগিতা একটা ভাল অবস্থানে আসুন এই প্রার্থনা রইলো।

ছোট মাছের চচ্চড়ি আমারও অনেক পছন্দের দাদা। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো ধন্যবাদ।

বর্ষার শেষে গ্রামের মাঠে এই ধরনের ছোট মলা মাছ পাওয়া যায়। সত্যি এগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। মলা মাছের চচ্চড়ি রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। বেশ চমৎকার ছিল আপনার রেসিপি টা। সবমিলিয়ে চমৎকার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

রেসিপি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

মলা মাছ চচ্চড়ি আমার খুবই প্রিয়। এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি সুস্বাদু মলা মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। তবে ছোট এ মাছের চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপির প্রতিটি ধাপ এবং চমৎকার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ আপু ছোট মাছের চচ্চড়ি রেসিপি টা খুবই সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপু সুন্দর করার জন্য।

ঠিক বলেছেন আপনি প্রতিযোগিতার আয়োজন করলে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু শিখতে পারি।ভীষণ পুষ্টিকর ও লোভনীয় মাছের মজাদার চচ্চড়ি রেসিপি করেছেন আপনি।আপনার রেসিপিটি যে কারো লোভ লাগাতে বাধ্য।শুভকামনা রইলো প্রতিযোগিতার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো।মলা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ।বড় মাছ খুব একটা পছন্দ করি না তাই বেশিরভাগ সময় ছোট মাছ খাওয়ার চেষ্টা করি।মলা মাছের চচ্চড়ি দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে।অনেক লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাবী।💗

আমারও একই অবস্থা বড় মাছ খেতে খুব একটা ভালো লাগে না যতটা ভালো লাগে ছোট মাছ খেতে। অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। কাজে ফেরার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নিয়মিত আপনাকে দেখতে পাবো।

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি মলা মাছের খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। মলা মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এভাবে চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু। তাছাড়া মলা মাছ আমাদের জন্য খুবই উপকারী একটি মাছ। মলা মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। আপনার এমন রেসিপি দেখে খিদা লেগে গিয়েছে। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু মলা মাছের উপকারিতা সম্পর্কে জানানোর জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনার মলা মাছের চচ্চড়ি"আমার আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে রেসিপিটা করেছেন। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। মলা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার।