আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ৬ই অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | হেমন্ত-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
পোষ্টের টাইটেল দেখেই অনেকে বুঝে গিয়েছেন আসলে আজকে কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। বাস্তব উদাহরণ হিসেবে আপনি আপনার সমাজের সব শ্রেণীর মানুষ গুলোর মাঝে এই বিষয়টি লক্ষ্য করতে পারবেন একজন মানুষ যখন স্বাভাবিক জীবনযাপন করে তখন তার চলাফেরা ভিন্ন রকম থাকে আর যখন একজন মানুষের কাঁধে নানা দায়িত্ব আসে তখন তার চিন্তাধারা বদলে যায়। এরকম আমাদের সমাজে অনেক উদাহরণ খুঁজে পাবেন। স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই উদাহরণটি বেশ ভালোভাবে লক্ষ্য করা যায় দেখুন আপনি যদি সামান্য একজন ছোট্ট শিশুর কথা চিন্তা করেন তাহলে সেও কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে ফেলে অর্থাৎ কোন দায়িত্ব পেলে সেটা কর্তব্য সহকারে পালন করার চেষ্টা করে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অনেক দরিদ্র শিশু আছে যারা নিজেদের সংসার পরিচালনা করার জন্য ছোট বয়স থেকেই শ্রম বিক্রি করে। টিভি খুললেই মাঝে মাঝেই শিশুশ্রম নিয়ে অনেক নিউজ হয় মূলত এই নিউজগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে ছোট্ট একটি শিশু তার মায়ের খাবারের জন্য সারাদিন একটি কারখানায় কাজ করে আর সারাদিনের বেতন দিয়ে যে টাকাটা সে রোজগার করে সেটা দিয়ে কোন মতে খাওয়া দাওয়া করে জীবন পরিচালনা করে। ঠিক একই বয়সের আরেকটি শিশু যার বাবা আছে পারিবারিক অভাব-অনটন অনেকটা কম তারা কিন্তু কখনোই চিন্তা করবে না কিভাবে তার মায়ের মুখে দু মুঠো ভাত তুলে দিতে হবে কারণ এই দায়িত্বটা তখনো তার কাছে পৌঁছায়নি। ঐ শিশুটি জানে কিভাবে স্কুলে যেতে হয় কখন বন্ধুদের সাথে খেলতে যেতে হয় কারণ তার জীবনটা সেই বৃত্তের মাঝে ঘুরছে কিন্তু তার বিপরীতে একটি পথশিশু ঠিক তার বিপরীত বৃত্তের সাথে জীবন পরিচালনা করছে।
বাস্তব উদাহরণ হিসেবে আমার মামাতো ভাই আশিক এর বড় একটি উদাহরণ। মামার মৃত্যুর পরে আশিক ভাই হঠাৎ করেই কেমন জানি বদলে যায় নিজেদের পরিবারের সবকিছু দেখাশোনার দায়িত্ব এসে তার কাঁধে পড়ে তবে আশিক ভাই তখন অনেক ছোট মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র। এভাবেই হঠাৎ করেই আশিক ভাইয়ের মাঝে অনেক বড় পরিবর্তন দেখতে পাই। আশিক ভাই আমাদের মাত্র এক বছরের সিনিয়র একসাথে খেলাধুলা করে বড় হয়ে ওঠা তাই তাকে বেশ ভালোভাবেই চিনতাম কিন্তু মামার মৃত্যুর পরে হঠাৎ করেই সে কেমন যেন বদলে গেল। ঠিকমতো আর খেলার মাঠে আসতো না আমাদের সাথে সময় দিতে পারত না পারিবারিক কাজের প্রেসারে নিজেকে ব্যস্ত রাখতো। তার থেকেই শিখেছি দায়িত্ব মানুষকে কর্তব্যশীল গড়ে তোলে একদম সঠিক সময়ে নিজেকে প্রতিটা কাজের সাথে সংযুক্ত রাখত। তার থেকেই বুঝেছি দায়িত্ব মানুষকে কর্তব্যশীল গড়ে তোলে।
তাছাড়া আরও একটি বিষয়ের সাথে আমরা অধিকাংশ মানুষ অনেক পরিচিত। দেখবেন ছেলেরা বিয়ের আগ পর্যন্ত অগোছালো জীবন যাপন করে তবে যখন বিয়ে হয়ে যায় তখন জীবনটা স্বাভাবিকভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কারণ বিয়ের পর থেকে ছেলেদের দায়িত্ব বেড়ে যায়। কথাগুলো কিন্তু বাস্তব হ্যাঁ বেকার থাকা অবস্থায় যদি কোন ছেলে বিয়ে করে সেক্ষেত্রে বিয়ের কিছু দিন পর থেকেই নির্দিষ্ট কর্মসংস্থান খোঁজার চেষ্টা করে কারণ তখন তার কাঁধে অনেক বড় দায়িত্ব। নিজের স্ত্রীকে খুশি রাখার কর্তব্য এসে তার কাঁধে পড়ে আর সেই কর্তব্য পালনে নিজেকে প্রতিটা সময় ব্যস্ত রাখে দিনশেষে একজন কর্তব্য শীল পুরুষ হিসেবে স্ত্রীর সামনে পরিবেশন করার চেষ্টা করে। এখানেও বলতে পারেন আপনার কাঁধে যখন দায়িত্ব এসে পড়বে তখন আপনি নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবেন অর্থাৎ দায়িত্ব মানুষকে পরিবর্তনশীল গড়ে তোলে।
আসলে কোন বিষয় সম্পর্কে বলতে গেলে বিস্তারিত পুরো বিষয়টা তুলে ধরতে না পারলেও কয়েকটি টপিক সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে সবার ক্ষেত্রেই কম বেশি একটা ধারণা আসে যারা একসময় কাজের প্রতি উদাসীন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেয়নি তারা দেখবেন এক সময় দায়িত্বশীল হয়ে যায় কারণ একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন কোন না কোনভাবেই অটোমেটিকলি দায়িত্ব এসে পড়েছে আর সেই দায়িত্ব পালনে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন এরই মাধ্যমে ধীরে ধীরে কর্তব্য শীল হয়ে যাবেন। এজন্যই আমি এই কথাটা গভীরভাবে বিশ্বাস করি দায়িত্ব মানুষকে কর্তব্য শুরু করে তোলে এমনকি আপনি যে কোন ক্ষেত্রেই এই কথাটার বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। একটি কথাই বলতে চাই আপনি আপন মানুষ গুলোকে খুশি রাখার জন্য হলেও আপন মানুষগুলোকে আগলে রাখুন।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাগুলোর সাথে আমি একমত পোষণ করছি। আসলে কাঁধে যখন দায়িত্বের বোঝা উঠে যায় তখন কর্তব্য আর শেখাতে হয় না। সেদিনের আলাভোলা ছেলেটাও আজ সংসারি হয়ে উঠবে। আর আপনার ভাইয়ের যে উদাহরণ দিলেন এমনটা আমি নিজেও দেখেছি অনেক। যাইহোক একটি গোছানো এবং সুন্দর পোস্ট উপহার দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit