কবিতা : ‘প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি’ - ফ্যান্টম | আবৃত্তিতে : নির্মাল্য

in hive-129948 •  2 years ago 

flowers-g7d22855c0.jpeg

Copyright Free Image : Pixabay

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালো আছি।

আজ আপনাদের সামনে আমি আরো একটি নতুন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমাদের সকলের প্রিয় ফ্যান্টম দার আরেকটি কবিতা আবৃত্তি রূপে আপনাদের সামনে পরিবেশন করবো। আবৃত্তি সিরিজে এটি আমার একুশ তম উপস্থাপনা। আমার আজকের পরিবেশনা, প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি। 'প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি' কবিতাটি প্রকৃতি প্রেম নিয়ে লেখা হয়েছে। যা নিয়ে বিস্তারিত মতামত অভিমত পর্যায়ে গিয়ে আলোচনা করবো। আর দেরি করা ঠিক হবেনা, তাহলে চলুন শুরু করে দিই।


"প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি"

ফ্যান্টম

সাঁঝের আকাশে শঙ্খচিলের দল ওড়ে,
বাগানে প্রজাপতি দল বেঁধে ঘোরে ফেরে ।
হাস্নাহেনা ফুলে সুবাসিত চারিধার,
প্রকৃতির মাঝে আমি খুঁজে পাই শান্তির পারাবার ।

গগনে শুভ্র চাঁদ নক্ষত্রের সাথে হাসে,
কোমল মায়াবী আলোয় চারিপাশ ভাসে ।
কোথা হতে গুনগুন করে পাখি গেয়ে ওঠে গান,
ঝর্ণার শীতল বারি তারি সাথে গেয়ে ওঠে কলতান ।

দীঘির কালো জলে লাল পদ্মের উজ্জ্বল কোমলতা,
প্রকৃতির প্রতি পরতে অপরূপ সে স্নিগ্ধতা ।
জলফড়িংয়ের পিছু পিছু শৈশবের বিকেলের মায়া মাখা,
ব্যাথাতুর মনে ভাবি সোনালী সে দিনের কথা ।

মন মাতানো ফুলের গন্ধে মন ছোটে তারি পানে,
প্রকৃতির এক এক সাজ ভিন ঋতুর আগমনে ।
প্রকৃতির উদার দান মানবের তরে,
অজস্র ডালিতে তার রূপের সৌন্দর্য্য ঝরে ।

প্রকৃতির মাঝেই তাই থাকি, তাকেই ভালোবাসি,
প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য আজ উপভোগ করি ।


আমার মতামত

'প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি' কবিতাটির শিরোনাম পড়লেই কবিতার মূল ভাবনা অনেকটাই আমাদের চোখের সামনে ফুটে ওঠে। শিরোনামের মতোই এই কবিতাটিতে কবি তার প্রকৃতি প্রেম প্রত্যেক ছন্দে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির উপরে কবির ভালোবাসা ফুটে উঠেছে কবিতার প্রতি অক্ষরে। প্রকৃতির প্রতি তার অন্তরে যে অফুরন্ত ভালোবাসা রয়েছে তা তিনি শব্দের ছন্দে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। তাতে বাদ যায়নি প্রকৃতির কোন অংশই। প্রকৃতির রূপ, রস, গন্ধ সবদিকের খেয়াল রেখে কবি ফুল, ফল, পাখি সবাইকেই তার লেখায় স্থান দিয়েছেন।

কবিতায় আকাশের চাঁদ, দীঘির পদ্ম, হাসনাহেনার গন্ধ, প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ যেন আমাদের মনে ভিন্নতার ছোঁয়া দিয়ে যায়। সেখানে জায়গা পেয়েছে শৈশবের কথা। ফড়িংয়ের পেছনের দৌড়ানোর কথা।

কবির লেখায় যেমন প্রকৃতির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে তেমনি শৈশব কালের স্মৃতিতে মন ব্যথা পায়। সেসব কথা মনে করেই কবি যেন প্রকৃতির সান্নিধ্যে বেশি করে চলে যেতে চান। প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় থাকতে চান। বর্তমান সময়ে আমাদের জীবনে সেটাই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন। ইট বালি পাথরের শহুরে জীবন থেকে দূরে কিছুটা সময় হলেও প্রকৃতির সান্নিধ্যে।

আমাদের তাই প্রত্যেককেই প্রকৃতির মাঝে যাওয়া উচিত। প্রকৃতি আমাদের সব চাহিদার পূরণ করে অথচ আমাদের কাছ থেকে তার কিছুই চাওয়ার নেই। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন স্বাদে নিয়ে এসে আমাদেরকে ছোঁয়া দিয়ে যায় অথচ আমরা সেটাকেও উপভোগ করতে ভুলে গেছি। শহরের বন্দি জীবনে প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়াকে ভুলতে বসেছি। তাই চলুন সবাই কিছুটা সময় হলেও প্রকৃতির কোলে ফিরে যাই।



আবৃত্তি



Made with VEED

ধন্যবাদ




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির মাঝে আসলেই অন্যরকম একটা শান্তি দাদা। প্রকৃতির সুন্দর পরিবেশ মন ভোলানোর মতো। আমার তো বেশ ভালো লাগে প্রকৃতিতে ঘুরে বেড়াতে উপভোগ করতে। ফ্যান্টম দাদা প্রকৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এবং আপনি আপনার সুন্দর কন্ঠ দিয়ে এটি আবৃত্তি করেছেন। বেশ ভালো লেগেছে আপনার আবৃত্তি। ধন্যবাদ দাদা সুন্দর কবিতা আবৃত্তির জন্য।

আসলে দাদা প্রকৃতি আমাদের কখনোই নিরাশ করে না। প্রকৃতি আমাদের মানসিক শান্তির কারণ। দাদার এই কবিতা টা তার একটা পরিচয় বহন করে। কী অসাধারণ ভাবে লিখেছেন দাদা। আপনার আবৃত্তি টাও চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

প্রকৃতি এমন একটা জিনিস যা ক্ষণিকেই মানুষের মনকে শান্ত করে দিতে পারে। প্রকৃতির ছোঁয়ায় গেলে যে কোন মানুষের অশান্ত মন শান্ত হয়ে যায় নিমেষে। প্রকৃতি নিয়ে আপনার আজকের কবিতাটি ছিল অসাধারণ। আর আবৃত্তি তো এখনো আমার কানে শন শন করে বাজছে ।

প্রকৃতির মাঝে যে প্রশান্তি রয়েছে তা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ বিশ্বাস ঘাতকতা করলেও প্রকৃতি সবসময়ই আগলে রাখে। দাদার কবিতা তো সবসময়ই অসাধারণ। আর আপনি জাষ্ট অসাধারণ আবৃত্তি করেছেন।
শুভ কামনা রইলো দাদা।