"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ | শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি

in hive-129948 •  2 years ago  (edited)

30.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam ভাই

নমস্কার...

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করছি সকলে ভালো আছেন। প্রতিযোগিতা, প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা। আপনাদের সামনে চলে এলো আরো এক নতুন প্রতিযোগিতা। আজ আপনাদের সামনে আমরা আমার বাংলা ব্লগের ৩০ তম প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম। সে সূত্র ধরেই আজকের পোস্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তু ও সংশ্লিষ্ট নিয়মাবলী আপনাদের সাথে ভাগ করে নেবো।

শীত মানেই হরেক রকমের শাক সবজি। আর শাক সবজি মানেই নানা রঙে নানা পদে ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্তি। আমি যেমন নিজে শাক সবজি খুব পছন্দ করি, সে নিরামিষ পদেরই হোক কিংবা আমিষ। সবজি হলে আমার আর কিছু চাই না। শাক সবজি যেমন খেতেও ভালো তেমনি শাক সবজিতে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে অনেক বেশি মাত্রায়। খাবারের মধ্যে লুকিয়ে থাকে জীবনের বেঁচে থাকার রসদ, সবজি হয়তো সেই কথারই আক্ষরিক রূপ। আজ আমরা সেই আক্ষরিক রূপকে বাস্তবের থালায় নিয়ে আসতে আপনাদের সামনে শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতা নিয়ে এলাম।

সবজি নানান ভাবে নানান স্বাদে রান্না করে খাওয়া যায় তেমনি আবার কিছু কিছু সবজি কাঁচা অবস্থাতেও বেশ ভালো লাগে। তাই আপনাদের থেকে প্রত্যাশা রইলো সে কাঁচা হোক কিংবা রান্না, সে নিরামিষ হোক কিংবা আমিষ। আপনারা আপনাদের মাঝে লুকিয়ে থাকা রন্ধন শিল্পীর দিকটা অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে চলুন প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার শীতকালীন সবজির রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফ কপি করা যাবে না।
  • কপিরাইট প্রটেক্টেড কোন ছবি ব্যবহার করা যাবে না।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না, সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ৮-ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২ টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য করা হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-30, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি Subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
    2.png

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ২৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ১৮ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী - ১০ স্টিম

2.png

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokCommunity Moderator 🇧🇩
@kingporosCommunity Moderator 🇮🇳
@alsarzilsiamCommunity Moderator 🇧🇩
@tangeraCommunity Moderator 🇧🇩
@ayrinbdCommunity Moderator 🇧🇩


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯-ই ফেব্রুয়ারি, ২০২৩ রোজ বৃস্পতিবার, ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউটের মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার অংশগ্রহণ:

IMG_20230207_105850.jpg

https://steemit.com/hive-129948/@monira999/2xqmcg-or

অংশগ্রহণ ক্রমিক ৩।

আমার অংশগ্রহণ - https://steemit.com/hive-129948/@mohinahmed/6burog-or-or

অংশগ্রহণ ক্রমিক ১।

শীতকালীন শাকসবজি পছন্দ করে না এমন মানুষ অনেক কম রয়েছে। তাই তো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি আপনারা সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

শীতকালীন সবজি খেতে ভীষণ সুস্বাদু লাগে। চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশাকরি চমৎকার চমৎকার রেসিপি পোষ্ট দেখতে পারবো। অবশ্যই অংশগ্রহণ করবো।

শীতকালীন সবজি গুলো খেতে অনেক ভালো লাগে। আর শীতকালীন সবজি দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই নিজের সেরা রান্না গুলো তুলে ধরবে। নতুন নতুন রান্না শিখতে পারবো।

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ। আমার বাংলা ব্লগ সবসময় নতুন কিছু নিয়ে আমাদের সামনে হাজির হয়। ঠিক তেমনি শীতকালীন সবজির খুবই সুন্দর একটি প্রতিযোগিতা এবার আমাদের মাঝে নিয়ে এসেছে। এই প্রতিযোগিতার মধ্যে আমরা নতুন নতুন সবজি রেসিপি পোস্ট দেখব। আমার মনে হয় খুবই মজার একটি প্রতিযোগিতা হবে।

খুবই চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করছি।♥♥

শীত কালিন সবজি অনেক সুস্বাদু ও মজাদার। কারণে শীতকালের ওয়েদার ই এ ধরণের সবজির স্বাদ বাড়িয়ে তুলে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। শীতকালে বাজারে অনেক ধরনের নতুন নতুন সবজি ওঠে এবং শীতকালীন বিভিন্ন পুষ্টিকর সবজি পাওয়া যায়। এইসব সবজি দিয়ে বাঙালির ঘরে ঘরে নানান ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি সম্পর্কে জানতে পারবো। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

আসলে এরকম প্রতিযোগিতায় গুলো দেখতে পেলে খুবই ভালো লাগে নিজের কাছেই। বিশেষ করে আমরা সবাই চেষ্টা করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শীতকালের সবজির খাবার মজাতাই আসলেই অনেকটাই আলাদা। আমার তো বিশেষ করে শীতকালীন সবজি খেতে একটু বেশিই ভালো লাগে। আশা করি কমিউনিটির সকল মেম্বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবে। আমি নিজেও চেষ্টা করব এই প্রতিযোগিতায় আমার তৈরি সুন্দর রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য

শীতের সবজি খেতে অনেক মজা। আর শীতের সবজির মতো এতো মজার সবজি আর পাওয়া যায় না । এবার শীতের সবজি নিয়ে অনেক ইউনিক রেসিপি দেখতে পাব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেগুলো আমার খুবই পছন্দের। গরম গরম রেসিপি করে খেতে দারুন মজা লাগে। বিশেষ করে ফুলকপি বাঁধাকপি আমার খুবই পছন্দের। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি দেখতে পাব শীতকালীন সবজির। অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।

দাদা শীতকাল প্রায় শেষের দিকে। এই প্রতিযোগিতাটা আরো কিছুদিন আগে দিলে ভালো হতো। যাইহোক অংশগ্রহণ করতে পারি বা না পারি এই সুযোগে দারুন কিছু রেসিপি দেখার সুযোগ হবে। ধন্যবাদ সুন্দর একটি বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগবাসি আরো একটি প্রতিযোগিতার মাধ্যমে ইউনিক কিছু শীতের সবজি রেসিপি দেখতে পাবে।আর ধারাবাহিকতা বজায় রেখে গতবারের মতো এবারও, এই কনটেস্টে জয়েন করার ইচ্ছে রয়েছে।

আমার বাংলা ব্লগ তার ইউজারদের কথা বিবেচনা করে প্রতিনিয়ত সুন্দর সুন্দর প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। তাই এবার প্রতিযোগিতায় টিও আগের মত নান্দনিক হবে বলে আমার বিশ্বাস। আশা করি এবারও প্রতিযোগিতায় সকলেই অংশ গ্রহণ করবে।

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ পছন্দের শীতকালীন সবজির রেসিপি নিয়ে আয়োজন করায় অনেক ভাল লেগেছে। এই শীতের সময় নানা রকম সবজির আইটেম দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে।

শীত তো চলে গেল! কিন্তু বাজারে এখনও শীতের সবজি বিরাজমান! আর সবজি দিয়ে আমিষ বলেন আর নিরামিষ বলেন দুটোই কিন্তু খেতে মজা! এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন সব সবজির রেসিপি দেখতে পারবো আশা করি

দারুন একটা কনটেস্টের আয়োজন করা হয়েছে এবার। আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সময়োপযোগী প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের সবজির রেসিপি দেখতে পাবো।

আমার বাংলা কমিটি সব সময়ই ব্লগারদের জন্য নতুন নতুন কিছু উদ্যোগ নিয়ে হাজির হয়। এবার ও তার ব্যতিক্রম নয়। শীতকালীন সব্জির রেসিপির প্রতিযোগীতায় আমাদেরকে সংম্পৃক্ত করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা সবাই সবজি রেসিপি রান্নায় আরও দক্ষতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।

শীতকাল আমার কাছে খুবই প্রিয় কারণ শীতের মৌসুমে অনেক ধরনের সবজি উৎপাদন করা হয়।
শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতা দেখে সত্যি খুব ভালো লাগলো। আশা করি অংশগ্রহণ করতে পারবো। যেহেতু শীতকালীন সবজির রেসিপি প্রতিযোগিতা তাই আশা করি সকলে খুবই উৎসাহ উদ্দিপনা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনেক চমৎকার সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবো। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতিদিনই বাসায় শীতের সবজি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি হয় সেগুলোর মধ্যে থেকে ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনেক সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷ শীতকালে বিভিন্ন সবজি পাওয়া যায় ৷ সেই সবজির ভিন্ন ভিন্ন রকমের দারুণ সব রেসিপি দেখতে পাবো এবার ৷ ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

বাহ,খুব সুন্দর প্রতিযোগিতার বিষয়।চেষ্টা করবো অবশ্যই অংশগ্রহণ করার জন্য দাদা।আগের বছর ও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগে এরকম একটা প্রতিযোগিতা দেখে ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর আবারো রেসিপি প্রতিযোগিতা দেখতে পেলাম। যেহেতু শীতকাল তাহলে মনে হয় সবাই দারুন দারুন রেসিপি নিয়ে আসবে। আমি নিজেও প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করব। সবার সুন্দর সুন্দর রেসিপি দেখার অপেক্ষায় রইলাম।

আমার অংশগ্রহণঃ
https://steemit.com/hive-129948/@bristychaki/or-shy-fox-10

অংশগ্রহণ ক্রমিক ২

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি সুন্দর রেসিপি প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য। কারণ শীতকালে অনেক প্রকার শাকসবজি পাওয়া যায়। আমার বাংলা ব্লগের সদস্যগণ তার ইচ্ছামত ভালোলাগার সবজি দিয়ে সুস্বাদু খাবার তরকারি তৈরি করে দেখাতে পারবে খুব সহজেই। আশা করি, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

আমার বাংলা ব্লগ মানেই চমৎকার আয়োজন। চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা রইলো।

আমার অংশগ্রহন -- https://steemit.com/hive-129948/@shimulakter/3jeyui-or-or-or-or

অংশগ্রহণ ক্রমিক ৪

আমার অংশ গ্রহণ
https://steemit.com/hive-129948/@hiramoni/3ugmep-or

অংশগ্রহণ ক্রমিক ৫

আমার অংশগ্রহণ:-

Polish_20230207_201020896.png

https://steemit.com/hive-129948/@limon88/6jeuc1

অংশগ্রহণ ক্রমিক ৬

অংশগ্রহণ ক্রমিক ৭

অংশগ্রহণ ক্রমিক ৮

আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা মানে বিনোদনের সমাহার।বিশেষকরে এবারের প্রতিযোগিতার বিষয়টি আমার কাছে অসাধারন লেগেছে।কারন আমাদের দেশে শীতকালীন শাকসবজি সবচেয়ে বেশি পাওয়া যায়।যার দরুন কমবেশি সকলেই শীতকালীন শাকসবজি পছন্দ করে থাকে।আর এই শীতকালীন শাকসবজি নিয়ে আজকের প্রতিযোগিতাটি।আশাকরি, এবারের প্রতিযোগিতায়ও বিভিন্ন রকমের ইউনিক রেসিপি দেখতে পারবো।এমনকি আমি ও অংশগ্রহন করার জন্য চেষ্টা করবো।আর এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ।

অংশগ্রহণ ক্রমিক ৯

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@bdwomen/6zv58u-or

IMG-20230207-WA0009.jpg

অংশগ্রহণ ক্রমিক ১০

আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@narocky71/3n8h1r-or

IMG-20230207-WA0001.jpg

অংশগ্রহণ ক্রমিক ১১

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৩০.jpg

পোস্ট লিংক

অংশগ্রহণ ক্রমিক ১২

ধন্যবাদ দাদা 🤗

  ·  2 years ago (edited)

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@selina75/or

অংশগ্রহণ ক্রমিক ১৩

ধন্যবাদ দাদা।

আমার অংশগ্রহণ

IMG-20230208-WA0066.jpg

https://steemit.com/hive-129948/@bristy1/5pbga2-or-or

অংশগ্রহণ ক্রমিক ১৪

অংশগ্রহণ ক্রমিক ১৫

আমার অংশগ্রহণ

GridArt_20230208_173345533.jpg

পোষ্ট লিংক

অংশগ্রহণ ক্রমিক ১৬

অংশগ্রহণ ক্রমিক ১৭

অংশগ্রহণ ক্রমিক ১৮

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@tasonya/6qem6f-or

1675855330530.jpg

অংশগ্রহণ ক্রমিক ১৯

আমার অংশগ্রহন-https://steemit.com/hive-129948/@anisshamim/2kgfcb-or-or

অংশগ্রহণ ক্রমিক ২০

https://steemit.com/hive-129948/@rahimakhatun/24l1ke

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০। শীতকালীন সবজির ইউনিক রেসিপি সবজির ঝাল আইসক্রিম।

CONTEST.jpg

অংশগ্রহণ ক্রমিক ২১

আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@johir65/3xmxbv

সময় পেরিয়ে যাওয়ায় পর পোস্ট দেওয়ায় আপনার পোস্টটি কনটেস্ট এর মধ্যে নেওয়া গেলো না।

ঠিক আছে।