সরিষার তেলের স্বাদে ইলিশ মাছের স্পেশাল রেসিপি 🍲🍲🐟

in hive-129948 •  2 years ago 

২৪আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ

০৯অক্টোবর , ২০২২ খ্রিস্টাব্দ
১২রবিউল আউয়াল , ১৪৪৩ হিজরী
রবিবার।
শরৎকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🐟🐟

IMG_20221009_095532.jpg

সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের ইলিশ মাছের স্পেশাল রেসিপি শুরু করছি।। চলে এসেছে শীতের আনাগোনা ঝরতে শুরু করেছে শিশির সেই সাথে সাথে অগ্রিম ভাবে বাজারে দেখা মিলছে শীতকালীন সবজি।। তাইতো কতদিন বাজারে গিয়ে ফুলকপি আলু এবং বেগুন কিনেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করবো বলে।। আপনাদেরকে বলেছিলাম ইলিশের দাম সম্পর্কে অনেক কথা হতাশার গল্প শুনিয়েছিলাম কিছুটা।। কিন্তু সেই ইলিশ মাছ আর এখনো পুড়িয়ে খাওয়া হয়নি। ছোট সাইজের ইলিশ কিনেছিলাম সেই ইলিশ মাছ ভাজি করে আজকে শীতকালীন সবজির সাথে রেসিপি প্রস্তুত করেছি। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে ।খেতেও তেমন মজাদার হয়েছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।।

প্রয়োজনীয় উপকরণ:

১.ইলিশ মাছ
২.আলু 🥔
৩.বেগুন🍆
৪পেঁয়াজ ,মরিচ ,রসুন ,
৫.ধনিয়া গুড়া
৬এলাচ দারচিনি জিরা
৭.শুকনা মরিচের গুঁড়া
৮.লবণ
৯.তেল


🐟

IMG_20221009_095631.jpg

IMG_20221009_095707.jpg

যেকোনো মাছ ভাজি করে রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই মজাদার হয়ে থাকে। আর যদি ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজি করে রেসিপি প্রস্তুত করা হয় তাহলে যে খেতে একটু বেশি মজাদার হয় এতে কোন সন্দেহ নেই। মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে আগেই রেখে দিয়েছিলাম। তারপরে মাছের মধ্যে হলুদ এবং কিছু মরিচের গুঁড়া দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা পর্যন্ত পরিমাণ গরম হলে তার উপরে মাছের পিস গুলা ছেড়ে আস্তে আস্তে উল্টিয়ে ভাজি করে নিয়েছি সুন্দর করে। ভাজি করা মাছ আমার একটু বেশি ফেভারিট তাইতো ভাজি করার সাথে সাথে এক টুকরা খেয়েও নিয়েছি।।

🐟🐟

IMG_20221009_095836.jpg

IMG_20221009_095757.jpg

এই দিনের রেসিপিটি প্রস্তুত করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে ।কেননা পাটায় বেটে নিয়েছি মরিচ তাও আবার কাঁচা মরিচ। বেশিরভাগ সময় ভ্যানিশ করার দায়িত্বটা আমার রুমমেট এর উপরেই থাকে ।এদিনও অসুস্থ থাকায় এই কাজগুলোও আমাকে করতে হয়েছে। পাটাই মরিচ বাটলে যেয়ে হাত এত পরিমান পরে আগে তা আমি জানতাম না জানলে কখনো এই কাজটা করতে যেতাম না। যাইহোক মরিচ গুলা সাথে পেঁয়াজ দিয়ে পাটায় ভ্যানিশ করে বেটে নিয়েছি তারপরে কুচি করা পেঁয়াজ তেলে ভেজে তার উপরে উঠিয়ে রেখেছে।।

🐟🐟

IMG_20221009_112001.jpg

এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি , পর্যাপ্ত পরিমাণ গরম হলে তার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা মসলাগুলো দিয়ে ভুনা করতে থাকি।

🐟🐟

IMG_20221009_112113.jpg

IMG_20221009_112049.jpg

🥦🍆🥔 এবার আলু বেগুন এবং ফুলকপি যেগুলা পূর্বে প্রস্তুত করে রেখেছিলাম, সেগুলা এবার ভুনা করা মসলার মধ্যে দিয়ে দিব ।রেসিপিতে কালার আনার জন্য অবশ্যই গুড়া মরিচ দিতে হবে। এবার সেটাও দুই চা চামচ দিয়ে দিব। এবং এভাবে মসলার সাথে ভুনা করতে থাকবো সবজিগুলো।

🥦🥦

IMG_20221009_112151.jpg

সবজিগুলা সিদ্ধ হওয়ার একপর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ভোনা করা মসলার সাথে মিশিয়ে একাকার হয়ে গেছে ।এবং কালার চেঞ্জ হয়েছে ।এখন সবজিগুলা দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়েছে।। অবশ্যই এ সময় লবণের পরিমাণটা সঠিক রাখতে হবে লবণের পরিমাণ সঠিক রাখলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়।

🍜🍜🍜

IMG_20221009_112235.jpg

সবজিগুলো পরিমাণমতো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় জ্বালাতে থাকবো। কেননা এভাবে রেসিপি প্রস্তুত করলে সবজিগুলা ভালোভাবে সিদ্ধ হবে মসলার সাথে মিশ্রণ হবে। এবং লবণ ঝাল তেলের পরিমাণটা সঠিক মাত্রায় থাকবে।

🍲🍲

IMG_20221009_112310.jpg

রেসিপি আরো বেশি সুগন্ধি এবং মজাদার করতে পূর্বে ভেজে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে এলাচ দারচিনি জিরা ভাজা দিয়ে পাটায় ভেনিস করে বেটে নিয়েছি।। রেসিপি প্রস্তুত এর এ ধাপ হলো গ্রাম্য একটি পদ্ধতি আমি মাকে দেখেছি এভাবে রেসিপি প্রস্তুত করতে তাই আমিও আজ এভাবেই প্রস্তুত করলাম। এই মসলা দেওয়ার পরে হালকা তাপমাত্রায় কিছু সময় রেসিপিটি চুলার উপর রাখতে হবে। এ সময় লবণের স্বাদটা চেক করতে হবে ।কেননা লবনের ব্যাপারে আমি খুবই সিরিয়াস লবণ কমবেশি হলে রেসিপি খেতে মোটেও মজাদার হয় না।।

পরিবেশনা

IMG_20221009_112401.jpg

রেসিপি প্রস্তুত প্রণালী শেষ হলে চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রের মধ্যে রেখে সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনারদের মাঝে রেসিপিটি পরিবেশন করেছি। আসলে রেসিপিটি খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি ।একেতো ইলিশ মাছ দুই তো ভাজি করে রান্না করেছি যেমন সুগন্ধি তেমন মজা হয়েছিল। এই রেসিপিটির কথা মনে হলে এখনো জিভে জল চলে আসে।। রেসিপি সুস্বাদু হওয়ার আরেকটি কারণ হচ্ছে সরিষার তেল।। আজকের মত এ পর্যন্তই শেষ করলাম আমার রেসিপি সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন।। প্রতিটি পোস্টের মত আজও বলে যাই আমাদের আশেপাশে থাকা অসহায় দরিদ্রদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই।।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ কেনার হতাশার গল্প এর আগে আমরা শুনেছিলাম। তবে ইলিশের এই মজার রেসিপি দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। এই রেসিপি দারুণ হয়েছে ভাইয়া। বর্তমানে শীতকালীন সবজি বাজারে এসে গেছে। ফুলকপি, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ ভালো হয়েছে।

শীতকালীন সবজিতে ভরপুর বাজারের ডালাগোলা তাইতো ভাবলাম ফুলকপি আলু বেগুন দিয়ে ঝটপট ইলিশের একটি রেসিপি প্রস্তুত করেই ফেলি মজা হয়েছিল রেসিপিটি খেতে খুব মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

image.png

ঠিকই বলেছেন শীত প্রায় চলে এসেছে এখন শীতকালীন সবজির আনাগোনায দেখা যায়। বাজার ভরে গিয়েছে প্রায় শীতকালীন সব্জিতে। আপনি ফুলকপি কিনে এনেছেন ইলিশ মাছ খাওয়ার জন্য ইলিশ মাছের যে দাম ছোট ইলিশ মাছে আবার প্রচুর পরিমাণে কাটা থাকে কিন্তু ইলিশ মাছ খেতে তো হবে ছোট হোক আর বড় হোক। এটা ঠিক ইলিশ মাছ ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার ইলিশ মাছ ভাজা দেখে আমার মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে ফেলি।

ঠিকই বলেছেন আপনি সাধের মাছ ইলিশ দাম যেটাই হোক বা কাটা ভর্তি থাক না কেন খেতে হবে সেটা আর উঠেছে শীতকালীন সবজি আর শীতকালীন সবজি দিয়ে ইলিশের রেসিপি খাওয়ার মজাটাই অন্যরকম খুবই ভালো লাগলো আপু আপনার গঠনমূলক মন্তব্যটি পড়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন

ভাইয়া শীতের আনাগোনা কিছুটা পড়লেও দিনে কিন্তু প্রচুর গরম পড়ছে এখন। তবে শীতকালীন সবজিগুলো বাজারে এসে গেছে এর পাশাপাশি ইলিশ মাছ ও। সরিষার তেল দিয়ে ইলিশ মাছের রেসিপিটি দারুণ হয়েছে। ইলিশ মাছের রেসিপি সবারই পছন্দ। দেখেই খেতে ইচ্ছে করছে।

এটা অবশ্য ঠিক রাতে একটু ঠান্ডা পড়লেও সারাদিন প্রচুর পরিমাণে গরম পরছে আসলে মৌসুম পরিবর্তনের সময় এরকমটা হবেই।।

যা হোক নতুন নতুন সবজিতে ভরে উঠেছে বাজার আর এর মধ্যে যদি ইলিশ মাছ দিয়ে এমন সুন্দর রেসিপি প্রস্তুত করে খাওয়া যায় তাহলে তো অনেক মজা হয় তাই তো ঝটপট প্রস্তুত করে ফেলেছিলাম আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

কেননা পাটায় বেটে নিয়েছি মরিচ তাও আবার কাঁচা মরিচ।

আসলে রান্না করার ক্ষেত্রে যদি মরিচ গুলো এভাবে বেটে তরকারির মধ্যে দেয়া যায় তাহলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়ে যায়।

আজকে আপনি আমাদের মাঝে সরিষার তেলে ইলিশ মাছ রান্নার খুবই চমৎকার একটা পদ্ধতি শেয়ার করেছেন ভাইয়া। আপনি দেখছি ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে শীতকালীন সবজি ফুলকপিও ব্যবহার করেছেন।

আসলেই একটু কষ্ট হলেও এই রেসিপিটি প্রস্তুত করতে চেয়েছিলাম একটু স্পেশাল এবং মজাদার করে তাই আর কি একটু কষ্ট করে এভাবে প্রস্তুত করেছি তবে রেসিপিটি কিন্তু খেতে দারুন সুস্বাদু হয়েছিল আপনি সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য করেছেন খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন

ঠিক বলেছেন ভাইয়া যে কোন মাছ ভেজে রান্না করলেন সেটা আলাদা একটা টেস্ট হয়। আপনি কাঁচামরিচ বেটে পেঁয়াজ ভেজে সেটাকে বেটে সরিষার তেল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি আমার কাছে একদম নতুন লেগেছে। আমি এভাবে বাসায় একদিন চেষ্টা করব নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আসলে আমি যে কোন রেসিপি প্রস্তুত করার সময় এই মাছটা সুন্দর করে ভেজে নিই এবং সবসময়ই সরিষার তেল দিয়ে রেসিপি প্রস্তুত করে খাওয়ার চেষ্টা করি কেননা এতে ক্ষতির পরিমাণটা কম এবং খেতে অনেক মজাদার হয়ে থাকে।।

শীতের সবজি খেতে আমার খুবই ভালো লাগে। সত্যিই শীত প্রায় এসে পড়েছে। বাজারে শীতের সবজিগুলো এখন সবই পাওয়া যাচ্ছে। আর ইলিশ মাছ পছন্দ করেনা এমন লোক খুব কমই আছে। ইলিশ মাছ দিয়ে আলু বেগুন ও ফুলকপি রেসিপি খুবই লোভনীয় লাগছে। তবে কাঁচা মরিচ বাটা এবং ভেজে রাখা পেঁয়াজ বাটা দিয়ে এভাবে কখনো রান্না করা হয়নি।

ঠিক বলেছেন আপু ইলিশ মাছ দিয়ে এরকম রেসিপি প্রস্তুত করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে আমরা কিন্তু খুব মজা করে খেয়েছিলাম রেসিপিটি সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সত্যি ভাইয়া পাটায় মরিচ বাটলে হাত অনেক পরিমান পুড়ি।আপনার রুমমেট অসুস্হ থাকার কারণে আপনার হাত পুড়ছে হা হা হা । বেগুন এবং ফুলকপি সবজি গুলো দিয়ে ইঁলিশ মাছ রান্না অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিকই বলেছেন আপু বেগুন এবং ফুলকপি দিয়ে ইলিশ মাছের রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই মজাদার হয়ে থাকে আমি তো খুব মজা পেয়েছি খেয়ে তবে কষ্ট হয়েছে পুড়ার কারণে

  ·  2 years ago (edited)

ইলিশ মাছ আমার প্রিয় মাছ। ইলিশ হল মাছের রাজা। ইলিশকে যেমন করেই রান্না করা যায় তাতেই ভালো লাগে খেতে। আপনার রান্না করা মাছের ঝোল দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে।

ইলিশ মাছ আমারও খুব পছন্দের আর ঠিকই বলেছেন আপনি ইলিশ হচ্ছে বাজারের রাজা খেতে খুবই মজাদার যে কোনভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই মজাদার হয়ে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য

সরিষার তেলের সাথে ইলিশ মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে ইলিশ মাছ আমার অনেক প্রিয়। তাই আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো।

সরিষার তেলের স্বাদে ইলিশ মাছের রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করতেছে। সত্যি এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এসেছে। খুবই মজাদার এবং সুস্বাদ ভাবেই রেসিপিটি তৈরি করেছেন।

আসলে ভাইয়া রেসিপির মজাটা নির্ভর করে সব সময়ই সব ধরনের মসলার সঠিক সময় ব্যবহার আর বিশেষ করে সরিষার তেল দিয়ে রেসিপি প্রস্তুত করলে খেতে একটু আলাদা মজা হয়ে থাকে ধন্যবাদ আপনাকে রেসিপিটি সম্পর্কে মন্তব্য করে সাথে থাকার জন্য

ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে রেসিপিটি করেছেন আমার কষ্ট লাগলো আসলে। ছেলে হয়েও কি সুন্দর ভাবে আপনি রান্না শেষ করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকেই আমি এরকম করে রান্না করে খেয়ে আসছি। বাড়িতে মা না থাকলে এখনো আমি মাঝে মাঝে বাড়িতে গেলে রেসিপি প্রস্তুত করি।। মা কিন্তু মাঝে মাঝে বলে আমার প্রস্তুত করা রেসিপি নাকি খেতে খুব মজাদার হয়ে থাকে।। যাহোক কষ্ট করে রেসিপি প্রস্তুত করেছি এজন্যই হয়তো খেতে অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করে সাথে থাকার জন্য

ভাই ইলিশ রেসিপি রান্না দেখা মানেই ভিতরে অন্য একটা অনুভূতি আসে। তাছাড়া যদি সেটি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে সেটা ঝাঁজ আলাদা রকম হয়। আর আপনার তৈরি করার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলাম। অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

একদম ঠিক বলেছেন ভাইয়া সরিষার তেলে প্রস্তুত করার রেসিপি গুলো খেতে অনেক মজাদার হয়ে থাকে আর সেটা যদি হয় সরিষার তেলে ইলিশ ভেজে রেসিপি প্রস্তুত করা তাহলে তো কোন কথাই নেই আসলে রেসিপিটি খুব মজাদার হয়েছিল ধন্যবাদ আপনাকে মন্তব্যর মাধ্যমে সাথে থাকার জন্য

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে সরিষার তেল দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন।ইলিশ মাছের রেসিপি যেভাবে তৈরি করা হয়না কেন খেতে অনেক সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে সরিষা দিয়ে রেসিপি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি একদম ঠিক বলেছেন ইলিশ মাছের রেসিপি যেভাবেই প্রস্তুত করা হোক না কেন খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে ধন্যবাদ আপনাকে রেসিপি পোষ্টটি পর্যবেক্ষণের মাধ্যমে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।